Primary assistant teacher exam question 2019 (Set-6906)

প্রাইমারি সহকারি-শিক্ষক নিয়োগ পরিক্ষা ২০১৯ (সেট-৬৯০৬)

“Manifesto” means-

(ক) Policy statement

(খ) Well behaved

(গ) Various forms

(ঘ) manifold things

উত্তরঃ ক। Policy statement

What is the antonym of “gentle”-

(ক) Rude

(খ) Clever

(গ) Modest

(ঘ) Harsh

উত্তরঃ ঘ। Harsh

রিরি করাদিয়ে কি প্রকাশ পায়?

(ক) কড়া মেজাজ

(খ) তীব্র ক্রধ

(গ) তীব্র ব্যথা

(ঘ) কড়া কথা

উত্তরঃ খ। তীব্র ক্রধ

যিনি বক্তৃতা দানে পটু

(ক) বাগ্মী

(খ) বাকপটু

(গ) সুবক্তা

(ঘ) অনলবর্ষী

উত্তরঃ ক। বাগ্মী

সমকোণী ত্রুভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় সেমি হলে এর অতিভুজের মান কত?

(ক) ৮ সেমি

(খ) ৪ সেমি

(গ) ৫ সেমি

(ঘ) ৭ সেমি

উত্তরঃ গ। ৫ সেমি

একত্রে একটি কাজ ১০ দিনে শেষ করতে পারে। একা কাজটি ১৪ দিনে করতে পারলে একা কতদিনে কাজটি শেষ করতে পারবে?

(ক) ৩৫

(খ) ২৫

(গ) ২৮

(ঘ) ৩২

উত্তরঃ ক। ৩৫

সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে , ১৪, ২১, ৩৫, ৪২ সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না?

(ক) ২৪০

(খ) ২১০

(গ) ২২০

(ঘ) ২৩০

উত্তরঃ খ। ২১০

Optimist is to cheerful as pessimist is to-

(ক) meam

(খ) helpful

(গ) gloomy

(ঘ) petty

উত্তরঃ গ। gloomy

নিচের কোন ধারাটি ভিন্নার্থক?

(ক) শরতের শিশির

(খ) দুধের মাছি

(গ) শুখের পায়রা

(ঘ) লক্ষ্মীর বরযাত্রী

উত্তরঃ সঠিক উত্তর পাওয়া যায়নি

১০দুটি লাইন একে অন্যের থেকে মিটার দূরে সমান্তরভাবে চলে যাচ্ছে। তারা একে অন্যের সাথে মিলিত হবে কত মিটার দূরে?

(ক) ২০০

(খ) ৪০০

(গ) ৬০০

(ঘ) কখনই না

উত্তরঃ ঘ। কখনই না

১১The opposite of “Purchase”

(ক) produce

(খ) procure

(গ) sell

(ঘ) buy

উত্তরঃ গ। sell

১২নিচের কোনটি মিশ্র শব্দ?

(ক) হরতাল

(খ) আলকাতরা

(গ) খ্রিষ্টাব্দ

(ঘ) ফটোকপি

উত্তরঃ গ। খ্রিষ্টাব্দ

১৩Mankind means-

(ক) the people in general

(খ) kind men

(গ) the male kind

(ঘ) the human kind

উত্তরঃ ঘ। the human kind

১৪Harvest is related to-

(ক) tractor

(খ) stockpile

(গ) crop

(ঘ) autumn

উত্তরঃ গ। crop

১৫আইসিসি ক্রিকেটে বিশ্বকাপ ২০১৯ এর খেলোয়ারউইলিয়ামসনকোন দেশের খেলোয়ার?

(ক) ইংল্যান্ড

(খ) নিউজিল্যান্ড

(গ) সাউথ আফ্রিকা

(ঘ) ওয়েস্ট ইন্ডিজ

উত্তরঃ খ। নিউজিল্যান্ড

১৬দুবার জন্মে যা

(ক) দ্বৈত জন্ম

(খ) দ্বিজ

(গ) দ্বিজন্ম

(ঘ) পুনর্জন্ম

উত্তরঃ খ। দ্বিজ

১৭কোনটি অনুজ্ঞা প্রকাশক?

(ক) তুমি যাচ্ছিলে

(খ) তুমি গিয়েছিলে

(গ) তুমি যাচ্ছ

(ঘ) তুমি যাও

উত্তরঃ ঘ। তুমি যাও

১৮অদিতিশব্দের সমার্থক শব্দ কোনটি?

(ক) ক্ষিতি

(খ) অবনি

(গ) নীর

(ঘ) পৃথিবী

উত্তরঃ ঘ। পৃথিবী

১৯অবাক কাজ এর ইংরেজি

(ক) The wonderful work

(খ) The beautiful work

(গ) The work wonderful

(ঘ) What is strange?

উত্তরঃ ক। The wonderful work

২০বিশ্ব পরিবেশ দিবস কোন তারিখে পালিত হয়?

(ক) ৮ জুন

(খ) ২০ জুন

(গ) ৫ জুন

(ঘ) ১৯ জুন

উত্তরঃ গ। ৫ জুন

২১“Competent” means-

(ক) competitive

(খ) communicative

(গ) forceful

(ঘ) able

উত্তরঃ ঘ। able

২২Choose the correct spelling-

(ক) ascertain

(খ) assertain

(গ) asertain

(ঘ) asartain

উত্তরঃ ক। ascertain

২৩The headmaster is the ______ person in the village.

(ক) better

(খ) wisest

(গ) best

(ঘ) wise

উত্তরঃ খ। wisest

২৪ধ্বনিজ্ঞাপক দ্বিরুক্ত শব্দ কোনটি?

(ক) নড়নড়

(খ) কড়কড়

(গ) দরদর

(ঘ) মরমর

উত্তরঃ খ। কড়কড়

২৫a+b+c = 9, a2+c2 = 29 হলে ab + bc + ca = কত?

(ক) 26

(খ) 28

(গ) 20

(ঘ) 25

উত্তরঃ ক। 26

২৬He said, “What a pity”- বাক্যের indirect speech-

(ক) He exclaimed that it is great pity

(খ) He exclaimed that it is very pity

(গ) He exclaimed that it is a great pity

(ঘ) He exclaimed that it was a great pity

উত্তরঃ ঘ। He exclaimed that it was a great pity

২৭He exclaimed that it was a great pity

(ক) loggerheads

(খ) enmity

(গ) dislike

(ঘ) bitterness

উত্তরঃ খ। enmity

২৮What is the correct antonym of “panic”?

(ক) dense

(খ) relax

(গ) sit

(ঘ) laugh

উত্তরঃ খ। relax

২৯কোনটি শুদ্ধ বানান?

(ক) দূষন

(খ) দূষণ

(গ) দূশন

(ঘ) দুশন

উত্তরঃ খ। দূষণ

৩০চাঁদের হাটকথাটির অর্থ কী?

(ক) পূর্ণিমা রাত

(খ) জ্যোৎস্না

(গ) আনন্দের প্রাচুর্য

(ঘ) কচিকাঁচার মেলা

উত্তরঃ গ। আনন্দের প্রাচুর্য

৩১“Hardly” means-

(ক) scarcely

(খ) positively

(গ) frequently

(ঘ) frequently

উত্তরঃ ক। scarcely

৩২যা স্থায়ী নয়

(ক) অস্থায়ী

(খ) ক্ষণস্থায়ী

(গ) ক্ষণিক

(ঘ) নশ্বর

উত্তরঃ ক। অস্থায়ী

৩৩১৫০ মিটার লম্বা ট্রেন ৪৫০ মিটার লম্বা একটি লম্বা প্লাটফর্ম ২০ সেকেন্ডে অতিক্রম করলে ট্রেনের গতিবেগ প্রতি সেকেন্ডে কত হবে?

(ক) ২০ মিটার

(খ) ৪০ মিটার

(গ) ৩০ মিটার

(ঘ) ২৫ মিটার

উত্তরঃ গ। ৩০ মিটার

৩৪ বিশ্বকে শিশুর বাস যোগ্য করে যাবো আমিপঙক্তটির রচয়িতা কে ?

(ক) জীবনানন্দ দাস

(খ) সুকান্ত ভট্টাচার্য

(গ) নজ্রুল ইসলাম

(ঘ) শামশুক হক

উত্তরঃ খ। সুকান্ত ভট্টাচার্য

৩৫রুপান্তরিত মূল কোনটি ?

(ক) মিষ্টি আলু

(খ) কচু

(গ) ওলকপি

(ঘ) আদা

উত্তরঃ ক। মিষ্টি আলু

৩৬তিনটি পরপর মৌলিক সংখ্যার প্রথম দুটির গুণফল ৯১, শেষ দুটির গুণফল ১৪৩ হলে সংখ্যা তিনটি কত ?

(ক) ১১, ৭, ১৩

(খ) ১১, ১৩, ৭

(গ) ৭, ১৩, ১১

(ঘ) ৭, ১১, ১৩

উত্তরঃ গ। ৭, ১৩, ১১

৩৭রাজশাহী থেকে খুলনার দূরত্ব ২৮২ কিমি একটি বাস ঘন্টায় খুলনা থেকে রাজশাহী চলে আসলো পথে বাসটি ঘন্টা যাত্রা বিরতি করলো বাসটির গড় গতিবেগ কত কিলোমিটার / ঘন্টা ?

(ক) ৪২

(খ) ৪৯

(গ) ৫৫

(ঘ) ৪৭

উত্তরঃ ঘ। ৪৭

৩৮জিলাপির প্যাঁচবাগধারাটির অর্থ কী ?

(ক) প্যাচানো

(খ) কুটিল

(গ) কলহপ্রিয়

(ঘ) জটিল

উত্তরঃ খ। কুটিল

৩৯x + y = 7 এবং xy = 10 হলে (x – y) < sup > 2 < / sup > এর মান কত ?

(ক) 12

(খ) 4

(গ) 9

(ঘ) 6

উত্তরঃ গ। 9

৪০বাংলাদেশে মুস্লিম শাসনের সূত্রপাত করেন

(ক) আলাউদ্দিন খলজি

(খ) ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বন বখতিয়ার খলজি

(গ) সম্রাট বাবর

(ঘ) ফক্রুদ্দিন মোবারক শাহ

উত্তরঃ খ। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বন বখতিয়ার খলজি

৪১পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের তিন গুন বছর আগে পিতার বয়স পূত্রের বয়সের গুণ ছিল পিতা পুত্রের বর্তমান বয়স কত ?

(ক) ৩৬, ১২

(খ) ৪৮, ১৬

(গ) ২৪, ৮

(ঘ) ৪৬, ১৫

উত্তরঃ সঠিক উত্তর পাওয়া যায়নি

৪২এশিয়ার দীর্ঘতম নদীর নাম কী ?

(ক) হোয়াংহো

(খ) ইয়াংসিকিয়াং

(গ) ইউফ্রেটিস

(ঘ) ব্রহ্মপুত্র

উত্তরঃ খ। ইয়াংসিকিয়াং

৪৩শুদ্ধ বানান কোনটি ?

(ক) গ্রীহস্ত

(খ) গৃহস্থ

(গ) গ্রীহস্থ

(ঘ) গৃহস্ত

উত্তরঃ খ। গৃহস্থ

৪৪বাংলায়স্বাধীন সুলতানশাসন প্রতিষ্ঠা করেন কে ?

(ক) নবাব আলীবর্দি খা

(খ) ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি

(গ) নবাব সিরাজউদ্দৌলা

(ঘ) ফক্রুদ্দিন মোবারক শাহ

উত্তরঃ ঘ। ফক্রুদ্দিন মোবারক শাহ

৪৫শতকরা বার্ষিক কত হার সুদে কোন মূল্ধন ১০ বছরে সুদেমূলে তিনগুন হবে ?

(ক) ১০ %

(খ) ১৫ %

(গ) ১২ %

(ঘ) ২০ %

উত্তরঃ ঘ। ২০ %

৪৬ হতে ৯৯ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত ?

(ক) ৪৮৫০

(খ) ৪৯৫০

(গ) ৪৬৫০

(ঘ) ৪৭৫০

উত্তরঃ খ। ৪৯৫০

৪৭পাখির ডাক

(ক) হ্রেষা

(খ) কেকা

(গ) অজিন

(ঘ) কুজন

উত্তরঃ ঘ। কুজন

৪৮দুটি সংখ্যার গসাগু যথাক্রমে ৩৬০ একটি সংখ্যা ১০ হলে অপর সংখ্যাটি কত ?

(ক) ৬০

(খ) ৭২

(গ) ৪৮

(ঘ) ২৪

উত্তরঃ খ। ৭২

৪৯মাৎস্যন্যায়কোন শাসন আমলে দেখা যায় ?

(ক) সেনা শাসন আমলে

(খ) মোগল শাসন আমলে

(গ) পাল তাম্র শাসন আমলে

(ঘ) খিলজি শাসন আমলে

উত্তরঃ গ। পাল তাম্র শাসন আমলে

৫০একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান এয়ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের গুণ ক্ষেত্রফল ৭৬৮ বর্গমিটার বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য কত মিটার ?

(ক)৩১

(খ) ৩২

(গ) ৩৩

(ঘ) ৩০

উত্তরঃ খ। ৩২

৫১দুটি সংখ্যার অনুপাত : উভয় সংখ্যার সাথে ১০ যোগ করলে নতুন অনুপাত হবে : ছোট সংখ্যাটি কত ?

(ক) ৩৫

(খ) ১৫

(গ) ২১

(ঘ) ৩০

উত্তরঃ গ। ২১

৫২দুই সমকোণ অপেক্ষা বড় চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে বলে

(ক) সম্পূরক কোণ

(খ) বিপ্রতীম কোণ

(গ) স্থূলকোণ

(ঘ) প্রবৃদ্ধকোণ

উত্তরঃ ঘ। প্রবৃদ্ধকোণ

৫৩লোকটি দরিদ্র কিন্তু সৎ বাক্যে কিন্তু হলো

(ক) সংকোচক অব্যায়

(খ) সংযোজক অব্যয়

(গ) অনন্বয়ী অব্যয়

(ঘ) অনুকার অব্যয়

উত্তরঃ ক। সংকোচক অব্যায়

৫৪a b দুটি পূর্ণ সংখ্যা হলে a < sup > 2 < / sup > + b < sup > 2 < / sup > এর সাথে কোন সংখ্যাটি যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে

(ক) 2ab

(খ) – ab

(গ) ab

(ঘ) 2ab

উত্তরঃ ঘ। 2ab

৫৫ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করায়ুৎপন্ন বহিস্ত কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি

(ক) বিষমবাহু

(খ) সমদ্বিবাহু

(গ) সমবাহু

(ঘ) সমকোণী

উত্তরঃ গ। সমবাহু

৫৬নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?

(ক) মস্কো

(খ) সাংহাই

(গ) ওয়াশিংটন

(ঘ) দিল্লি

উত্তরঃ খ। সাংহাই

৫৭এক ব্যক্তি গাড়িযোগে ঘন্টায় ৬০ কিমি বেগে কিছুদূর অতিইক্রম করে ৪০ কিমি বেগে অবশিষ্ট পথ অতক্রম করলো সে মোট ঘন্টায় ২০০ কিমি অতক্রম করে সে ৬০ কিমি / ঘন্টা বেগে কত কিমি চলেছিল ?

(ক) ১০০

(খ) ১২০

(গ) ১৫০

(ঘ) ১৮০

উত্তরঃ সঠিক উত্তর পাওয়া যায়নি

৫৮তত্ত্ববোধিনি পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(খ) প্যারিদাস মিত্র

(গ) ইশ্বরচন্দ্র গুপ্ত

(ঘ) অক্ষয়কুমার দত্ত

উত্তরঃ ঘ। অক্ষয়কুমার দত্ত

৫৯কোন শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যার সমান টাকা চাঁদা দেয়ায় মোত ৪২০ টাকা চাঁদা উঠলো শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত ?

(ক) ২২

(খ) ২১

(গ) ২৩

(ঘ) ২০

উত্তরঃ খ। ২১

৬০স্কটল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত ?

(ক) লন্ডন

(খ) ম্যানচেস্টার

(গ) স্কটল্যান্ড

(ঘ) মায়ামী

উত্তরঃ ক। লন্ডন

৬১আটকপালেঅর্থ কী ?

(ক) হতাশ

(খ) সৌভাগ্যবান

(গ) জ্ঞানী

(ঘ) হতভাগ্য

উত্তরঃ ঘ। হতভাগ্য

৬২বাগেরহাটেরমিঠাপুকুরকে খনন করেন ?

(ক) সম্রাট হুমায়ুন

(খ) সুজাউদ্দীন

(গ) আলাউদ্দীন হোসেন শাহ

(ঘ) সুলতান নুসরাত শাহ

উত্তরঃ ঘ। সুলতান নুসরাত শাহ

৬৩Choose the correct sentence –

(ক) The poor are not always dishonest

(খ) The poors are not always dishonest

(গ) The poor is not always dishonest

(ঘ) Poors are not always dishonest

উত্তরঃ ক। The poor are not always dishonest

৬৪কোন দেশের প্রধানমন্ত্রী বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ?

(ক) শ্রীলংকা

(খ) ভারত

(গ) যুক্তরাজ্য

(ঘ) ইসরায়িল

উত্তরঃ ক। শ্রীলংকা

৬৫বঙ্গবন্ধুরস্বাধীনতা ঘোষণা২৬ মার্চ চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে কে সর্বপ্রথম প্রচার করেন ?

(ক) আবুল কাশেম সন্দীপ

(খ) মেজর রফিকুল ইসলাম

(গ) এম এ হান্নান

(ঘ) মেজর জিয়াউর রহমান

উত্তরঃ গ। এম এ হান্নান

৬৬জোঁকগল্পের রচয়িতাঃ

(ক) শওকত আলী

(খ) আল মাহমুদ

(গ) আনু ইসহাক

(ঘ) শাহেদ আলী

উত্তরঃ গ। আনু ইসহাক

৬৭নিচের কোন ভিটামিন পানিতে অদ্রবণীয় ?

(ক) ভিটামিন ডি

(খ) ভিটামিন ই

(গ) ভিটামিন চি ও বি

(ঘ) ভিটামিন এ

উত্তরঃ গ। ভিটামিন চি ও বি

৬৮জাতিসংঘের ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে কত বছর নির্ধারণ করা হয়েছে ?

(ক) ২৪

(খ) ৮

(গ) ১৫

(ঘ) ১৭

উত্তরঃ গ। ১৫

৬৯ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয় ?

(ক) অসাম্প্রদায়িক মনোভাব

(খ) স্বজাত্যবোধ

(গ) বাঙালী জাতীয়তাবাদ

(ঘ) দ্বিজাতিতত্ত্ব

উত্তরঃ গ। বাঙালী জাতীয়তাবাদ

৭০বাংলাদেশের কোন বৃগোষ্ঠীর উৎসবসাংগ্রাই” ?

(ক) গারো

(খ) সাঁওতাল

(গ) মারমা

(ঘ) চাকমা

উত্তরঃ গ। মারমা

৭১Choose the correct sentence –

(ক) Fifty mile is a long distance

(খ) Fifty miles is a long distance

(গ) Fifty miles has a long distance

(ঘ) Fifty miles are a long distance

উত্তরঃ খ। Fifty miles is a long distance

৭২“Pass for” means –

(ক) allow

(খ) brush aside

(গ) qualify

(ঘ) appear to be

উত্তরঃ ঘ। appear to be

৭৩চানাচুরশব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে ?

(ক) চীনা

(খ) হিন্দি

(গ) উর্দু

(ঘ) উত্তরঃ খ। হিন্দি

৭৪আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত ?

(ক) জেনেভা

(খ) আমস্টারডাম

(গ) হেগ

(ঘ) প্যারিস

উত্তরঃ গ। হেগ

৭৫মহেঞ্জদারোতে পাওয়া গেছে কোনটি ?

(ক) গ্রন্থাগার

(খ) গোসলখানা

(গ) শস্যগার

(ঘ) রত্নভান্ডার

উত্তরঃ খ। গোসলখানা

৭৬Everybody longs ______ happiness.

(ক) in

(খ) for

(গ) from

(ঘ) over

উত্তরঃ খ। for

৭৭প্রোটিনের ভাবে মানুষের কি রোগ হয় ?

(ক) রিকেট

(খ) ডিপথেরিয়া

(গ) কোয়াশিয়রকর

(ঘ) বেরিবেরি

উত্তরঃ গ। কোয়াশিয়রকর

৭৮What is the antonym of “famous” –

(ক) Illiterate

(খ) Obscure

(গ) Immature

(ঘ) Opaque

উত্তরঃ খ। Obscure

৭৯He sleeps a sound sleep.Here sound is a / an –

(ক) Pronoun

(খ) adverb

(গ) Adjective

(ঘ) Noun

উত্তরঃ গ। Adjective

৮০The opposite of “friendship” is –

(ক) loggerheads

(খ) enmity

(গ) dislike

(ঘ) bitterness

উত্তরঃ খ। enmity

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *