Primary assistant teacher exam question 2010 (Code-Boshonto)

প্রাইমারি সহকারি-শিক্ষক নিয়োগ পরিক্ষা ২০১০ (কোড-বসন্ত)

বাংলাদেশের মুসা ইব্রাহীম কত তারিখে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের শিখরে পা রাখেন?

(ক) ২৩ মে ২০১০

(খ) ২৪ মে ২০১০

(গ) ২৫ মে ২০১০

(ঘ) ২৬ মে ২০১০

উত্তরঃ ক। ২৩ মে ২০১০

কোন মুঘল সম্রাট বাংলার নাম দেনজান্নাতাবাদ“?

(ক) হুমায়ুন

(খ) জাহাঙ্গীর

(গ) শাহজাহান

(ঘ) আওরঙ্গজেব

উত্তরঃ ক। হুমায়ুন

শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়?

(ক) ১১ ডিসেম্বর

(খ) ১২ ডিসেম্বর

(গ) ১৩ ডিসেম্বর

(ঘ) ১৪ ডিসেম্বর

উত্তরঃ ঘ। ১৪ ডিসেম্বর

বাংলাদেশের উপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে তার নাম কি?

(ক) দ্রাঘিমা রেখা

(খ) বিষুব রেখা

(গ) কর্কটক্রান্তি রেখা

(ঘ) মকর রেখা

উত্তরঃ গ। কর্কটক্রান্তি রেখা

মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

(ক) সম্রাট বাবর

(খ) হুমায়ুন

(গ) মোহাম্মদ ঘোরী

(ঘ) আলেকজান্ডার

উত্তরঃ ক। সম্রাট বাবর

Truth must prevail in the long run–বাক্য truth শব্দটি কোন প্রকারের Noun?

(ক) Common noun

(খ) Collective noun

(গ) Material noun

(ঘ) Abstract noun

উত্তরঃ ঘ। Abstract noun

‘The police dispersed the crowd’–বাক্য crowd শব্দটি কোন প্রকারের Noun?

(ক) Common noun

(খ) Collective noun

(গ) Material noun

(ঘ) Abstract noun

উত্তরঃ খ। Collective noun

কোন বানানটি শুদ্ধ ?

(ক) Occasion

(খ) Ocasion

(গ) Ocassion

(ঘ) Occassion

উত্তরঃ ক। Occasion

কোন বানানটি শুদ্ধ ?

(ক) Disentery

(খ) Dysentery

(গ) Disentary

(ঘ) Disentry

উত্তরঃ খ। Dysentery

১০কোন বানানটি শুদ্ধ ?

(ক) Accesible

(খ) Accessible

(গ) Accesibal

(ঘ) Acsecible

উত্তরঃ খ। Accessible

১১3x+7y =10 এবং 4x-y=3 হলে, x y এর মান হবে যথাক্রমে

 ক) 1  1

(খ) 1, 1/2

(গ) 2, 1

(ঘ) 1/2, 1

উত্তরঃ ক। 1, 1

১২2x+y =7 এবং 3x+y=10 হলে, x y এর মান হবে যথাক্রমে

(ক) 2, 3

(খ) 3, 1

(গ) 4, -1

(ঘ) 5, -3

উত্তরঃ খ। 3, 1

১৩একটি রাস্তা মেরামত করতে ১০ জন শ্রমিকের ১৬ দিন লাগবে জন শ্রমিকের কত দিন লাগবে?

(ক) ১৬ দিন

(খ) ১৮ দিন

(গ) ২০ দিন

(ঘ) ২৪ দিন

উত্তরঃ গ। ২০ দিন

১৪কোন পরিবারে ১২ জন সদস্যের ২৪ দিনের খাবার আছে। জন অতিথি আসলে খাদ্যে সদস্যদের মোট কতদিন চলবে?

(ক) ১২ দিন

(খ) ১৪ দিন

(গ) ১৬ দিন

(ঘ) ১৮ দিন

উত্তরঃ ঘ। ১৮ দিন

১৫পিতা মাতার গড় বয়স ৩৫ বছর। পিতা , মাতা পুত্রের গড় বয়স ২৭ বছর হলে পুত্রের বয়স কত?

(ক) ৯ বছর

(খ) ১১ বছর

(গ) ১২ বছর

(ঘ) ১৪ বছর

উত্তরঃ খ। ১১ বছর

১৬হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন;- তা সবে, (অবোধ আমি!) অবহেলা করি, পরধনলোভে মত্ত, করিনু ভ্রমণ পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। এই পঙ্ক্তিটি কোন কবির রচনা?

(ক) মাইকেল মধুসূদন দত্ত

(খ) রবীন্দ্রনাথ ঠাকুর

(গ) নবীনচন্দ্র সেন

(ঘ) কাজী নজরুল ইসলাম

উত্তরঃ ক। মাইকেল মধুসূদন দত্ত

১৭শ্রীকান্তশরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি

(ক) ছোট গল্প

(খ) নাটক

(গ) উপন্যাস

(ঘ) ভ্রমণ কাহিনী

উত্তরঃ গ। উপন্যাস

১৮পায়ের আওয়াজ পাওয়া যায়নাটকটির রচয়িতা কে?

(ক) মামুনুর রশীদ

(খ) সৈয়দ শামসুল হক

(গ) জিয়া হায়দার

(ঘ) মুনীর চৌধুরী

উত্তরঃ খ। সৈয়দ শামসুল হক

১৯বুলবুলিতে ধান খেয়েছে বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

(ক) কর্তৃকারকে পঞ্চমী

(খ) কর্তৃকারকে সপ্তমী

(গ) কর্মকারকে পঞ্চমী

(ঘ) কর্মকারকে সপ্তমী

উত্তরঃ খ। কর্তৃকারকে সপ্তমী

২০ডাক্তার ডাক বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

(ক) কর্তৃকারকে শূন্য

(খ) কর্তৃকারকে দ্বিতীয়া

(গ) কর্মকারকে শূন্য

(ঘ) অপাদান কারকে শূন্য

উত্তরঃ গ। কর্মকারকে শূন্য

২১বাংলাদেশের গভীরতম নদী কোনটি?

(ক) পদ্মা

(খ) মেঘনা

(গ) যমুনা

(ঘ) সুরমা

উত্তরঃ খ। মেঘনা

২২বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফএর পদবী কি ছিল?

(ক) ক্যাপ্টেন

(খ) লেফটেন্যান্ট

(গ) ল্যান্স নায়েক

(ঘ) সিপাহী

উত্তরঃ গ। ল্যান্স নায়েক

২৩বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত?

(ক) ৮ঃ ৫

(খ) ৯ঃ ৫

(গ) ১০ঃ ৬

(ঘ) ১২ঃ ৭

উত্তরঃ গ। ১০ঃ ৬

২৪বাংলাদেশের জাতীয় সংগীত আমার সোনার বাংলা এর সুরকার কে?

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর

(খ) কাজী নজরুল ইসলাম

(গ) দ্বিজেন্দ্রলাল রায়

(ঘ) সলীল চৌধুরী

উত্তরঃ ক। রবীন্দ্রনাথ ঠাকুর

২৫মুজিবনগর কোথায় অবস্থিত?

(ক) মেহেরপুর

(খ) চুয়াডাঙ্গা

(গ) সিরাজগঞ্জ

(ঘ) নবাবগঞ্জ

উত্তরঃ ক। মেহেরপুর

২৬পাপমুক্ত (পাপ হতে মুক্ত) কোন সমাস?

(ক) কর্মধারয়

(খ) তৎপুরুষ

(গ) বহুব্রীহি

(ঘ) অব্যয়ীভাব

উত্তরঃ খ। তৎপুরুষ

২৭অহিনকুল (অহি নকুল) কোন সমাস?

(ক) কর্মধারয়

(খ) বহুব্রীহি

(গ) দ্বিগু

(ঘ) দ্বন্দ্ব

উত্তরঃ ঘ। দ্বন্দ্ব

২৮ষোড়শশব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

(ক) সড় + শ

(খ) ষোড় + শ

(গ) ষোড় + অশ

(ঘ) ষট্‌ + দশ

উত্তরঃ ঘ। ষট্‌ + দশ

২৯অধোগতিশব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

(ক) অধ + গতি

(খ) অধঃ + গতি

(গ) অধ + অগতি

(ঘ) অধঃ + অগতি

উত্তরঃ খ। অধঃ + গতি

৩০কোন বানানটি শুদ্ধ?

(ক) মরিচীকা

(খ) মরীচিকা

(গ) মরিচিকা

(ঘ) মরীচীকা

উত্তরঃ খ। মরীচিকা

৩১কোনটি শুদ্ধ বানান?

(ক) নিপিড়িত

(খ) নীপিড়িত

(গ) নিপীড়িত

(ঘ) নিপীড়িত

উত্তরঃ গ। নিপীড়িত

৩২পালের গোদা অর্থ কী?

(ক) নৌকার পাল

(খ) সচল ব্যক্তি

(গ) সর্দার

(ঘ) দলের শক্তিশালী লোক

উত্তরঃ গ। সর্দার

৩৩যে উপকারীর উপকার স্বীকার করেএক কোথায় কী হবে?

(ক)  কৃতজ্ঞ

(খ) কৃ জ্ঞ

(গ) কৃতঘ্ন

(ঘ) অকৃতার্থ

উত্তরঃ খ। কৃতজ্ঞ

৩৪শিষ্টাচারএর সমার্থক শব্দ কোনটি?

(ক) নিষ্ঠা

(খ) সংযম

(গ) সততা

(ঘ) সদাচার

উত্তরঃ ঘ। সদাচার

৩৫সূর্যএর সমার্থক শব্দ কোনটি?

(ক) শশাঙ্ক

(খ) আদিত্য

(গ) বিধু

(ঘ) সুধাংশু

উত্তরঃ খ। আদিত্য

৩৬পিতা দুই পুত্রের বয়স অপেক্ষা মাতা উক্ত দুই পুত্রের বয়সের গড় বছর কম। পিতার বয়স ৩০ বছর হলে মাতার বয়স কত?

(ক) ২০ বছর

(খ) ২২ বছর

(গ) ২৪ বছর

(ঘ) ২৫ বছর

উত্তরঃ গ। ২৪ বছর

৩৭পিতা তিন পুত্রের বয়স অপেক্ষা মাতা তিন পুত্রের বয়সের গড় বছর কম। পিতার বয়স ৩২ বছর হলে মাতার বয়স কত?

(ক) ২১ বছর

(খ) ২৪ বছর

(গ) ২৬ বছর

(ঘ) ২৭ বছর

উত্তরঃ খ। ২৪ বছর

৩৮একটি গণিতের বই প্রকৃত মূল্যের শতকরা ৮০ ভাগ মুল্যে ৬৪ টাকায় বিক্রয় করা হলো। বইটির প্রকৃত মূল্য কত?

(ক) ৭২ টাকা

(খ) ৭৬ টাকা

(গ) ৮০ টাকা

(ঘ) ৮৫ টাকা

উত্তরঃ গ। ৮০ টাকা

৩৯একটি জিনিস ৪০০ টাকায় ক্রয় করে ৪৪০ টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত?

(ক) ১০%

(খ) ১২%

(গ) ১৪%

(ঘ) ১৫%

উত্তরঃ ক। ১০%

৪০, , , ——ক্রমটির পরবর্তী পদ কত?

(ক) ১১

(খ) ১২

(গ) ১৪

(ঘ) ১৫

উত্তরঃ ক। ১১

৪১, , , , ——ক্রমটির পরবর্তী পদ কত?

(ক) ৭

(খ) ৯

(গ) ১৩

(ঘ) ১৫

উত্তরঃ গ। ১৩

৪২৪ঃ = ১২ঃ x হলে x এর মান কত হবে?

(ক) ১২

(খ) ১৩

(গ) ১৪

(ঘ) ১৫

উত্তরঃ ঘ। ১৫

৪৩দুইটি রাশির অনুপাত ৮ঃ ১৫। পূর্বরাশি ৪০ হলে উত্তর রাশি কত?

(ক) ১৫

(খ) ৪৫

(গ) ৭৫

(ঘ) ১০০

উত্তরঃ গ। ৭৫

৪৪কমিশনের হার .৫০ টাকা হলে ২০০০ টাকা মূল্যের জিনিস বিক্রয় করে কত কমিশন পাওয়া যাবে?

(ক) ৪২ টাকা

(খ) ৪৫ টাকা

(গ) ৫০ টাকা

(ঘ) ৫২ টাকা

উত্তরঃ গ। ৫০ টাকা

৪৫ত্রিভুজের দুইটি কোণের সমষ্টি এক সমকোণের সমান হলে তাদের একটিকে অপরটির

(ক) পূরক কোণ বলে

(খ) সম্পূরক কোণ বলে

(গ) সন্নিহিত কোণ বলে

(ঘ) প্রবৃদ্ধ কোণ বলে

উত্তরঃ ক। পূরক কোণ বলে

৪৬ত্রিভুজের তিন বাহু, এর অন্তর্বৃত্তের

(ক) জ্যা

(খ) ব্যাসার্ধ

(গ) স্পর্শক

(ঘ) ব্যাস

উত্তরঃ গ। স্পর্শক

৪৭‘Tell him to do it’ বাক্যটির Passive form হবে

(ক) Let him be told to do it

(খ) He may be told to do it

(গ) Let him told to do it

(ঘ) Let him tell to do it

উত্তরঃ ক। Let him be told to do it

৪৮‘I shall do the work’ বাক্যটির Passive form হবে

(ক) I shall be doing the work

(খ) The work may be done by me

(গ) I may be doing the work

(ঘ) The work will be done by me

উত্তরঃ ঘ। The work will be done by me

৪৯He said, ‘ I am well’ বাক্যটির Indirect speech হবে

(ক) He said that I am well

(খ) He said that I was well

(গ) He said that he was well

(ঘ) He said that he is well

উত্তরঃ গ। He said that he was well

৫০Amin said, “I shall go to school.” বাক্যটির Indirect speech হবে

(ক) Amin said that he will go to school

(খ) Amin said that he would go to school

(গ) Amin said that I shall go to school

(ঘ) Amin said that I would go to school

উত্তরঃ খ। Amin said that he would go to school

৫১কোন বাক্যটি শুদ্ধ?

(ক) Everybody have gone there.

(খ) Everybody has gone there.

(গ) Everybody are gone there.

(ঘ) Everybody has went there.

উত্তরঃ খ। Everybody has gone there.

৫২কোনটি শুদ্ধ বাক্য?

(ক) There is book and pen on the table

(খ) There are a book and a pen on the table

(গ) There are a book on the table

(ঘ) There is a book and a pen on the table

উত্তরঃ খ। There are a book and a pen on the table

৫৩I was admitted——Dhaka College বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে

(ক) in

(খ) to

(গ) from

(ঘ) on

উত্তরঃ খ। to

৫৪I beg mercy ——the principal বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে

(ক) of

(খ) to

(গ) on

(ঘ) from

উত্তরঃ ক। of

৫৫‘Abolish’ —এর সমার্থক শব্দ কোনটি?

(ক) Cancel

(খ) General

(গ) Perform

(ঘ) Create

উত্তরঃ ক। Cancel

৫৬‘Gain’ —এর সমার্থক শব্দ কোনটি?

(ক) Promote

(খ) Advantage

(গ) Fulfil

(ঘ) Trouble

উত্তরঃ খ। Advantage

৫৭‘Null and void’— phrase —টির অর্থ কি?

(ক) Good and bad

(খ) Light and dark

(গ) Advantage and disadvantage

(ঘ) এর কোনটিই নয়

উত্তরঃ ঘ। এর কোনটিই নয়

৫৮‘Blue blood’— phrase —টির অর্থ কি?

(ক) Scoundrel

(খ) Sound health

(গ) Aristrocratic birth

(ঘ) Blood of blue colour

উত্তরঃ গ। Aristrocratic birth

৫৯স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম স্থাপন করা হয়

(ক) কালুরঘাট, চট্টগ্রাম

(খ) শ্রীমঙ্গল, মৌলভীবাজার

(গ) মুজিবনগর, মেহেরপুর

(ঘ) নাটোর, রাজশাহী

উত্তরঃ ক। কালুরঘাট, চট্টগ্রাম

৬০২০১০ সালের বিশ্বকাপ ফুটবলে কোন দেশ রানার্স আপ হয়েছে?

(ক) নেদারল্যান্ডস

(খ) জার্মানি

(গ) স্পেন

(ঘ) ইতালি

উত্তরঃ ক। নেদারল্যান্ডস

৬১পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?

(ক) এশিয়া

(খ) আফ্রিকা

(গ) উত্তর আমেরিকা

(ঘ) অস্ট্রেলিয়া

উত্তরঃ ক। এশিয়া

৬২২০১০ সালে সাহিত্যে নোবেলজয়ী মারিও বার্গার য়োসা কোন দেশে জন্মগ্রহণ করেন?

(ক) আর্জেন্টিনা

(খ) মেক্সিকো

(গ) পেরু

(ঘ) কলাম্বিয়া

উত্তরঃ গ। পেরু

৬৩চাঁদের মাটিতে প্রথম পা রাখেন

(ক) ইউরি গ্যাগারিন

(খ) মাইকেল কলিন্স

(গ) এডউইন-ই-অলড্রিন

(ঘ) নীল আর্মস্ট্রং

উত্তরঃ ঘ। নীল আর্মস্ট্রং

৬৪বিশ্বকাপ ফুটবল কত বছর পর পর অনুষ্ঠিত হয়?

(ক) ৩ বছর

(খ) ৪ বছর

(গ) ৫ বছর

(ঘ) ৬ বছর

উত্তরঃ খ। ৪ বছর

৬৫রিচার্ড হ্যাডলিবিখ্যাত

(ক) ফুটবলার হিসেবে

(খ) ক্রিকেটার হিসেবে

(গ) দৌড়বিদ হিসেবে

(ঘ) টেনিস খেলোয়াড় হিসেবে

উত্তরঃ খ। ক্রিকেটার হিসেবে

৬৬কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশি?

(ক) লাল

(খ) নীল

(গ) কালো

(ঘ) বেগুনি

উত্তরঃ গ। কালো

৬৭নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার তৈরি করা হয়?

(ক) পটাস

(খ) ইউরিয়া

(গ) টিএসপি

(ঘ) এর কোনোটিই নয়

উত্তরঃ খ। ইউরিয়া

৬৮পানিমিশ্রিত দুধ পরীক্ষা যন্ত্রের নাম কি?

(ক) ওডোমিটার

(খ) ম্যানোমিটার

(গ) ল্যাকটোমিটার

(ঘ) এর কোনোটিই নয়

উত্তরঃ গ। ল্যাকটোমিটার

৬৯বৈদ্যুতিক ক্ষমতার একক হচ্ছে

(ক) ভোল্ট

(খ) ওহম

(গ) অ্যাম্পিয়ার

(ঘ) ওয়াট

উত্তরঃ ঘ। ওয়াট

৭০বায়ুমণ্ডলের কোন উপাদান অতি বেগুনি রশ্মিকে শোষণ করে?

(ক) অক্সিজেন

(খ) ওজোন

(গ) নাইট্রোজেন

(ঘ) হিলিয়াম

উত্তরঃ খ। ওজোন

৭১উত্তর গোলার্ধ সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় কখন?

(ক) ২১ মার্চ

(খ) ২১ জুন

(গ) ২৩ সেপ্টেম্বর

(ঘ) ২২ ডিসেম্বর

উত্তরঃ ঘ। ২২ ডিসেম্বর

৭২একজন সাধারণ মানুষের দেহে মোট কত টুকরা হাড় থাকে?

(ক) ১০৬

(খ) ১৫৬

(গ) ২০৬

(ঘ) ২৬০

উত্তরঃ গ। ২০৬

৭৩পাতা পীত বর্ণ ধারণ করে কিসের অভাবে?

(ক) পটাশিয়াম

(খ) ম্যাগনেশিয়াম

(গ) নাইট্রোজেন

(ঘ) আয়রন

উত্তরঃ গ। নাইট্রোজেন

৭৪বটের বীজের বিস্তার ঘটে কিসের সাহায্যে?

(ক) পাখি

(খ) পানি

(গ) বাতাস

(ঘ) এর কোনোটিই নয়

উত্তরঃ ক। পাখি

৭৫হাড় দাঁতকে মজবুত করে

(ক) ফসফরাস

(খ) আয়রন

(গ) আয়োডিন

(ঘ) ম্যাগনেশিয়াম

উত্তরঃ ক। ফসফরাস

৭৬নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানব দেহের

(ক) কিডনি

(খ) ফুসফুস

(গ) যকৃত

(ঘ) হৃৎপিণ্ড

উত্তরঃ খ। ফুসফুস

৭৭দক্ষিণ মেরুর অক্ষাংশ কত?

(ক) ০ ডিগ্রী

(খ) ৯০ ডিগ্রী

(গ) ১২০ ডিগ্রী

(ঘ) ১৮০ ডিগ্রী

উত্তরঃ খ। ৯০ ডিগ্রী

৭৮দুইটি স্থানের মধ্যে দ্রাঘিমাংশের পার্থক্য ডিগ্রী হলে সময়ের পার্থক্য কত হবে?

(ক) ১ মিনিট

(খ) ২ মিনিট

(গ) ৪ মিনিট

(ঘ) ১০ মিনিট

উত্তরঃ গ। ৪ মিনিট

৭৯পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?

(ক) শুক্র

(খ) মঙ্গল

(গ) বৃহস্পতি

(ঘ) বুধ

উত্তরঃ ক। শুক্র

৮০সমুদ্রে পানির গভীরতা মাপার একক

(ক) মিটার

(খ) ফুট

(গ) কিলোমিটার

(ঘ) ফ্যাদোমিটার

উত্তরঃ ঘ। ফ্যাদোমিটার

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *