ষষ্ঠ শ্রেনী বিজ্ঞান প্রথম অধ্যায়ঃ বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ

বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ

অধ্যায়ের গুরম্নত্বপূর্ণ বিষয়গুলো সংক্ষেপে জেনে রাখি

  • বিজ্ঞানের জ্ঞান অর্জন করতে হলে একাধিক পদ্ধতি অনুসরণ করে সামনের দিকে অগ্রসর হতে হয়। একে বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয়।
  • যেসব যন্ত্রের সাহায্যে নির্ভুলভাবে পরিমাপ করা হয়, সেগুলোকে পরিমাপ যন্ত্র বলে।
  • কোনো বস্তুর একটি তল বা পৃষ্ঠ যতটুকু স্থান দখল করে তাকে ওই বস্তুর ক্ষত্রেফল বলে।
  • আয়তনের একক হলো কোনো বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার এককের গুণফল।
  • প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞানকে বিজ্ঞান বলে। বিজ্ঞানমনস্ক ব্যক্তিরা অপরের মতামতের মূল্য দেয় এবং নিজের ভুল স্বীকার করে নেয়।
  • কোনো কিছু পরিমাপ করার জন্য একটি সুবিধাজনক পরিমাণকে আদর্শ হিসেবে ধরে নিতে হয়। কোনো একটি ন্যূনতম ক্ষুদ্র অংশকে এই আদর্শ হিসেবে ধরা হয়। এই জানা আদর্শ অংশকেই পরিমাপের একক বলা হয়।
  • কোনো কোনো রাশিকে পরিমাপের ড়্গেেত্র দুই বা ততোধিক এককের সমন্বয় দরকার। এরূপ একক হলো লব্ধ একক। আয়তনের একক হলো লব্ধ একক। কেননা এটি হলো দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার এককের গুণফল।

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

মাস্টার ট্রেইনার প্রণীত সৃজনশীল প্রশ্ন ও উত্তর

প্রশ্ন- ১                  ক্ষত্রেফল পরিমাপ 

নন্দিনীর পড়ার টেবিলের প্রস্থ ৬০ সেন্টিমিটার এবং ক্ষত্রেফল ৬২৪০ বর্গ সেন্টিমিটার। তার টেবিলের উপর একটি বই আছে যার দৈর্ঘ্য ২৬ সেন্টিমিটার এবং প্রস্থ ২০ সেন্টিমিটার।

ক.          কেলভিন কী?     ১

খ.           বৈজ্ঞানিক প্রক্রিয়া ব্যাখ্যা কর।    ২

গ.           নন্দিনীর পড়ার টেবিলের দৈর্ঘ্য কত?        ৩

ঘ.           নন্দিনী টেবিলে সমআকৃতির আর কতটি বই পাশাপাশি রাখতে পারবে? গাণিতিক বিশেস্নষণ কর।   ৪

  ১ নং প্রশ্নের উত্তর

 ক          তাপমাত্রা পরিমাপের আšত্মর্জাতিক একক হলো কেলভিন।

 খ           কোনো সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানীরা যে পদ্ধতি অনুসরণ করেন তাকে বৈজ্ঞানিক প্রক্রিয়া বলে। এ পদ্ধতিতে সূক্ষ্ম গাণিতিক যুক্তি, গভীর বিশেস্নষণ, নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ, তত্ত্ব সৃষ্টি ইত্যাদি জটিল কর্মকাণ্ড সম্পৃক্ত থাকে। বিজ্ঞানীদেরকে এ ধাপগুলো রড়্গা করে কাজ করতে হয়।

 গ           দেওয়া আছে, নন্দিনীর পড়ার টেবিলের প্রস্থ ৬০ সেন্টিমিটার। এর ক্ষত্রেফল ৬২৪০ বর্গসেন্টিমিটার।

টেবিলের ক্ষত্রেফল = টেবিলের দৈর্ঘ্য × টেবিলের প্রস্থ

∴ টেবিলের দৈর্ঘ্য = টেবিলের ক্ষত্রেফলটেবিলের প্রস্থ

বা, টেবিলের দৈর্ঘ্য = ৬২৪০৬০  সেন্টিমিটার।

∴ টেবিলের দৈর্ঘ্য = ১০৪ সেন্টিমিটার।

∴ নন্দিনীর পড়ার টেবিলের দৈর্ঘ্য ১০৪ সেন্টিমিটার।

 ঘ            উদ্দীপক হতে পাই, নন্দিনীর পড়ার টেবিলের ক্ষত্রেফল ৬২৪০ বর্গসেন্টিমিটার। বই-এর দৈর্ঘ্য ২৬ সেন্টিমিটার ও প্রস্থ ২০ সেন্টিমিটার।

অতএব, একটি বই-এর ক্ষত্রেফল = দৈর্ঘ্য × প্রস্থ

                                = (২৬ × ২০) বর্গসেন্টিমিটার

                                = ৫২০ বর্গসেন্টিমিটার।

অতএব, সমআকৃতির বই রাখা যাবে = ৬২৪০৫২০ টি = ১২টি

যেহেতু টেবিলে পূর্বেই ১টি বই রাখা আছে। অতএব নন্দিনীর টেবিলে আর (১২-১)টি বা ১১টি বই পাশাপাশি রাখা যাবে।

প্রশ্ন- ২                 ক্ষত্রেফল আয়তন পরিমাপ 

নজরম্নল সাহেব ব্যবসা করেন। তার গোডাউনের দৈর্ঘ্য ১৮০ মিটার এবং প্রস্থ ১১০ মিটার। তার কর্মচারীরা একটির উপর আরেকটি কার্টন সাজিয়ে রাখে। দেখা গেল, চারটি কার্টন রাখতে চতুর্থ কার্টনটি গোডাউনের ছাদ স্পর্শ করে ফেলল। প্রতিটি কার্টনের উচ্চতা ২.২৫ মিটার।

ক.          আয়তন কাকে বলে?       ১

খ.           কুইন্টালের সাথে মিলিগ্রামের সম্পর্ক লেখ।           ২

গ.           নজরম্নল সাহেবের গোডাউনের আয়তন নির্ণয় কর।          ৩

ঘ.           নজরম্নল সাহেব ২০ মিটার দৈর্ঘ্য ও ১৫ মিটার প্রস্থের ৭০টি কাঠের বাক্স তার গোডাউনের মেঝেতে পর পর সাজিয়ে রাখতে পারেন কি? উত্তরের পড়্গে গাণিতিক বিশেস্নষণ দাও।        ৪

  ২ নং প্রশ্নের উত্তর

 ক          কোনো বস্তু সামগ্রিকভাবে যে স্থান দখল করে তার পরিমাপ হলো আয়তন।

 খ           কুইন্টালের সাথে মিলিগ্রামের সম্পর্ক হলো এরা উভয়েই ভরের একক, তবে মিলিগ্রাম ব্যবহৃত হয় কম ভরের বস্তুর জন্য এবং কুইন্টাল ব্যবহৃত হয় বেশি ভরের বস্তু পরিমাপের জন্য।

১ কুইন্টাল = ১০,০০,০০,০০০ মিলিগ্রাম। এটাই কুইন্টাল ও মিলিগ্রামের সম্পর্ক।

 গ           নজরম্নল সাহেবের গোডাউনটির দৈর্ঘ্য ১৮০ মিটার

                                এবং প্রস্থ ১১০ মিটার

                                কার্টনের উচ্চতা ২.২৫ মিটার

                চারটি কার্টন একটির উপর আরেকটি রাখলে চতুর্থ কার্টনটি গোডাউনের ছাদ স্পর্শ করে।

                সুতরাং গোডাউনের উচ্চতা = ৪টি কার্টনের উচ্চতা

                                = ৪ × ১টি কার্টনের উচ্চতা

                                = ৪ × ২.২৫ মিটার

                                = ৯ মিটার

                আমরা জানি, আয়তন    = দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা

                ∴ গোডাউনের আয়তন  = (১৮০  ১১০  ৯) ঘনমিটার

                                = ১,৭৮,২০০ ঘনমিটার।

                অতএব, নজরম্নল সাহেবের গোডাউনটির আয়তন ১,৭৮,২০০ ঘনমিটার।

 ঘ            কাঠের বাক্সের দৈর্ঘ্য ২০ মিটার এবং প্রস্থ ১৫ মিটার।

                কাঠের বাক্সের ক্ষত্রেফল = (২০ × ১৫) বর্গমিটার

                                = ৩০০ বর্গমিটার।

                ১টি কাঠের বাক্সের ক্ষত্রেফল ৩০০ বর্গমিটার

                ∴ ৭০টি কাঠের বাক্সের ক্ষত্রেফল = (৩০০ × ৭০) বর্গমিটার

                                = ২১,০০০ বর্গমিটার।

                আবার, ‘গ’ হতে পাই,

                নজরম্নল সাহেবের গোডাউনের আয়তন ১,৭৮,২০০ ঘনমিটার।

                 নজরম্নল সাহেবের গোডাউনের ক্ষত্রেফল = আয়তন × উচ্চতা  = (১,৭৮,২০০  ৯) বর্গমিটার

                                = ১৯,৮০০ বর্গমিটার।

                দেখা যাচ্ছে যে, নজরম্নল সাহেবের গোডাউনের মেঝের ক্ষত্রেফল ৭০টি কাঠের বাক্সের ক্ষত্রেফলের চেয়ে কম ।               

                অতএব, নজরম্নল সাহেব প্রদত্ত ৭০টি বাক্স তার গোডাউনের মেঝেতে পরপর সাজিয়ে রাখতে পারেন না।

প্রশ্ন- ৩                 আয়তন পরিমাপ  

রকি সমান আয়তনের এক টুকরা ইট এবং এক টুকরা পাথর নিল। এদের উভয়ের আয়তন পরিমাপ করে দেখল ৪৫ ঘন সেমি।

ক.          সেকেন্ড কী?       ১

খ.           পরিমাপের জন্য সুবিধাজনক পরিমাণকে আদর্শ হিসেবে ধরে নিতে হয় কেন?        ২

গ.           ইটটির দৈর্ঘ্য ৫ সেমি ও উচ্চতা ৩ সেমি হলে, প্রস্থ কত হবে? নির্ণয় কর।     ৩

ঘ.           পাথরটির আয়তন নির্ণয় পদ্ধতি বর্ণনা কর।           ৪

  ৩ নং প্রশ্নের উত্তর

 ক          সেকেন্ড হলো সকল পদ্ধতিতে সময় পরিমাপের একক।

 খ           কোনো কিছু পরিমাপ করার জন্য সুবিধাজনক একটি পরিমাণকে আদর্শ হিসেবে ধরে নিতে হয়। কোনো একটি ন্যূনতম ক্ষুদ্র অংশকে এই আদর্শ হিসেবে ধরা হয়। এই জানা আদর্শ অংশের পরিমাণই পরিমাপের একক। দৈর্ঘ্য পরিমাপের একটি সুবিধাজনক দৈর্ঘ্য, ভর পরিমাপের একটি সুবিধাজনক ভর এবং সময় পরিমাপের জন্য একটি নির্দিষ্ট সময় আদর্শ হিসেবে ধরা হয়।

 গ           ইটটির আয়তন হবে ইটটির দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার গুণফলের সমান।

                দেওয়া আছে,   ইটটির দৈর্ঘ্য           ৫ সেমি

                                ইটটির উচ্চতা    ৩ সেমি

                                 ইটটির আয়তন  ৪৫ ঘন সেমি

                                ইটটির প্রস্থ = ?

                ∴ ইটটির প্রস্থ = আয়তন দৈর্ঘ্য  উচ্চতা

                ∴ ইটটির প্রস্থ =  ৪৫ ঘন সেমি/(৫ × ৩) বর্গ সেমি = ৩ সেমি

                সুতরাং, ইটটির প্রস্থ ৩ সেমি হবে।

 ঘ            উদ্দীপকের রকির পরীক্ষণীয় পাথরটি একটি অসম আকৃতির বস্তু। এজন্য পাথরটির আয়তন নির্ণয়ে মাপচোঙ পদ্ধতি অবলম্বন করতে হবে।

অসম বস্তুর আয়তন নির্ণয় করতে সাধারণত মাপচোঙ ব্যবহার করা হয়ে থাকে। মাপচোঙে আয়তনের এককে দাগ কাটা থাকে যা থেকে সরাসরি বস্তুর আয়তন মাপা যায়। এড়্গেেত্র, প্রথমে মাপচোঙটি কিছুটা পানিতে ভরে নিতে হবে। এ অবস্থায় পানির উপরিতলের পাঠ দেখে নেওয়া হয়। তারপর পাথরটিকে একটি সুতা দ্বারা বেঁধে মাপচোঙের মধ্যে ডুবাতে হবে। খেয়াল রাখতে হবে যাতে পাথরটি পানির মধ্যে সম্পূর্ণ ডুবে থাকে। এ অবস্থায় আবার পানির উপরিতলের পাঠ নেওয়া হয়। এ দ্বিতীয় পাঠ থেকে প্রথম পাঠ বিয়োগ করে অপসারিত পানির আয়তন পাওয়া যাবে। এ অপসারিত পানির আয়তন পাথরটির আয়তনের সমান। এভাবে মাপচোঙ থেকে সরাসরি পাথরটির আয়তন বের করা যাবে।

প্রশ্ন- ৪                  পরিমাপের প্রয়োজনীয়তা একক  

বিজ্ঞানের শিক্ষক ক্লাসে পরিমাপ বিষয়ে পড়াতে গিয়ে শিড়্গার্থীদের দৈনন্দিন জীবনে বিভিন্ন পরিমাপের কথা বললেন। তিনি পরিমাপের প্রয়োজনীয়তা ও পরিমাপের এককের ব্যবহার বিশেস্নষণ করলেন।                [ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, দিনাজপুর]

ক.          পরিমাপ কী?      ১

খ.           পরিমাপ যন্ত্র বলতে কী বোঝ?      ২

গ.           শিক্ষক যে প্রয়োজনীয়তার কথা বলেছেন তা ব্যাখ্যা কর।  ৩

ঘ.           শিক্ষক উদ্দীপকে কিসের ব্যবহার উলেস্নখ করেছেন তা বিশেস্নষণ কর।    ৪

  ৪ নং প্রশ্নের উত্তর

 ক          কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাই পরিমাপ।

 খ           যেসব যন্ত্রের সাহায্যে নির্ভুলভাবে পরিমাপ করা হয়, সেগুলোকে পরিমাপ যন্ত্র বলে।

বিভিন্ন রাশি পরিমাপের জন্য আমরা বিভিন্ন রকম যন্ত্র ব্যবহার করে থাকি। যেমন : দৈর্ঘ্য পরিমাপের জন্য স্কেল, সময় পরিমাপের জন্য ঘড়ি, ভর পরিমাপের জন্য নিক্তি, আয়তন পরিমাপের জন্য মাপচোঙ, তাপমাত্রা পরিমাপের জন্য থার্মোমিটার ইত্যাদি।

 গ           শিক্ষক দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজের ক্ষেত্রে পরিমাপের প্রয়োজনীয়তার কথা বলেছেন।

দৈনন্দিন জীবনে আমরা প্রত্যেকটি কাজেই সঠিক পরিমাপের প্রয়োজনীয়তা অনুভব করি। বাজার করা, বিভিন্ন জায়গায় যাওয়া, বাড়িঘর নির্মাণ ইত্যাদি কাজে ওজন, সময়, দৈর্ঘ্য ইত্যাদি আমাদের সঠিকভাবে জানতে হয়। এক কথায় দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি কাজেই প্রয়োজন সঠিক পরিমাপের। বিজ্ঞান শিক্ষক মো¯ত্মাফিজ সাহেবও ক্লাসে পরিমাপ বিষয়ে পড়াতে গিয়ে দৈনন্দিন জীবনে বিভিন্ন পরিমাপের প্রয়োজনীয়তার কথাই বলেছেন। কারণ সঠিক মান বা পরিমাণ নির্ণয় না হলে নানারকম ভুল হওয়ার সম্ভাবনা থাকে।

 ঘ            শিক্ষক উদ্দীপকে মাপের এককের ব্যবহার উলেস্নখ করেছেন।

কোনো কিছু পরিমাপ করার জন্য একটি সুবিধাজনক পরিমাণকে আদর্শ হিসাবে ধরে নিতে হয়। কোনো একটি ন্যূনতম ড়্গুদ্র অংশকে এই আদর্শ হিসাবে ধরা হয়। এই জানা আদর্শ অংশের পরিমাণকেই পরিমাপের একক ধরা হয়।

দৈর্ঘ্য পরিমাপের ড়্গেেত্র একটি সুবিধাজনক দৈর্ঘ্য, ভর পরিমাপের ড়্গেেত্র একটি সুবিধাজনক ভর এবং সময় পরিমাপের জন্য একটি সুবিধাজনক নির্দিষ্ট সময় আদর্শ হিসাবে ধরা হয়। নিজ নিজ এই আদর্শ মানের সাথে তুলনা করেই সাধারণত বিভিন্ন জিনিসের দৈর্ঘ্য, ভর, সময় ও তাপমাত্রার পরিমাপ করা হয়। প্রত্যেক ড়্গেেত্রই পরিমাপকে একটি একক দ্বারা প্রকাশ করা হয়।

সঠিকভাবে পরিমাপ করতে হলে একক ব্যবহার করতেই হয়। তাই বিজ্ঞানের শিক্ষক উদ্দীপকে পরিমাপের একক ব্যবহারের কথা উলেস্নখ করেছেন।

প্রশ্ন- ৫                 আয়তন নির্ণয়, পরিমাপের একক 

শাকিল পরিমাপ বিষয়টি পড়ছিল। সে জানল, গ.ক.ঝ পদ্ধতি একটি সর্বজনগ্রাহ্য পদ্ধতি। তাই সে তার পড়ার টেবিলের আয়তন পরিমাপ করার জন্য একটি মিটার স্কেল ব্যবহার করল। সে দেখল, টেবিলের উচ্চতা প্রস্থের ২ গুণ এবং দৈর্ঘ্য উচ্চতার ১.৫ গুণ।            [খুলনা মডেল স্কুল অ্যান্ড কলেজ]

ক.          এসআই পদ্ধতিতে ভরের একক কী?        ১

খ.           আয়তনের একক একটি লব্ধ একক ব্যাখ্যা কর।                ২

গ.           উদ্দীপকে উলিস্নখিত টেবিলের প্রস্থ ০.৫ মিটার হলে আয়তন নির্ণয় কর।   ৩

ঘ.           উদ্দীপকে উলিস্নখিত “গ.ক.ঝ পদ্ধতিটি সর্বজনগ্রাহ্য পদ্ধতি” উক্তিটি বিশেস্নষণ কর।    ৪

৫ নং প্রশ্নের উত্তর

 ক          এসআই পদ্ধতিতে ভরের একক কিলোগ্রাম।

 খ           আয়তনের একক একটি সমন্বিত বা যৌগিক তথা লব্ধ একক।

কোনো কোনো রাশিকে পরিমাপ করার ড়্গেেত্র কেবল একটি একক দ্বারা প্রকাশ করা যায় না। দুই বা ততোধিক এককের গুণ বা ভাগের সমন্বয় দরকার। এরূপ একককে লব্ধ একক বা যৌগিক একক বলে। যেমন : আয়তনের একক হলো কোনো বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার এককের গুণফল। কাজেই আয়তনের একক একটি লব্ধ একক।

 গ           উদ্দীপকে উলিস্নখিত টেবিলটির প্রস্থ ০.৫ মিটার

                যেহেতু উচ্চতা প্রস্থের ২ গুণ

                সুতরাং উচ্চতা = ০.৫ × ২ মিটার = ১ মিটার

                আবার, দৈর্ঘ্য উচ্চতার ১.৫ গুণ

                সুতরাং,  দৈর্ঘ্য = (১ × ১.৫) মিটার = ১×৫ মিটার।

                আমরা জানি,     আয়তন = দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা

                 টেবিলের          আয়তন = (১.৫ × ০.৫ × ১) ঘনমিটার

                                = ০.৭৫ ঘনমিটার

                অতএব, উদ্দীপকে উলিস্নখিত টেবিলের আয়তন ০৭৫ ঘনমিটার।

 ঘ            উদ্দীপকে উলিস্নখিত M.K.S পদ্ধতিটি সর্বজনগ্রাহ্য পদ্ধতি- উক্তিটি যুক্তিসংগত।

এক সময় আমরা একই পরিমাপের জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করতাম। এগুলো M.K.S (মিটার, কিলোগ্রাম, সেকেন্ড), F.P.S (ফুট, পাউন্ড, সেকেন্ড) ও C.G.S (সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড) পদ্ধতি নামে প্রচলিত এবং পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন পরিমাপ পদ্ধতি ব্যবহৃত হয়ে আসছিল। অর্থাৎ একই রাশি পরিমাপের জন্য বিভিন্ন দেশে বিভিন্ন একক ব্যবহার করা হতো। আšত্মর্জাতিক পদ্ধতিতে সকল ভৌত রাশির জন্য কেবল একটি নির্দিষ্ট একক নির্ধারণ করা হয়েছে। যেমন : দৈর্ঘ্যরে একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, তাপমাত্রার একক কেলভিন, বিদ্যুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, আলোক ঔজ্জ্বল্যের একক ক্যান্ডেলা ও পদার্থের পরিমাণের একক মোল। এগুলো মৌলিক একক।

দেখা যাচ্ছে যে, M.K.S পদ্ধতির এককগুলোই গৃহীত হয়েছে এককের আšত্মর্জাতিক পদ্ধতিতে। সুতরাং বলা যায়, “উদ্দীপকে উলিস্নখিত M.K.S পদ্ধতিটি সর্বজনগ্রাহ্য” উক্তিটি যথার্থ।

প্রশ্ন- ৬                 দৈর্ঘ্য, ভর সময়ের পরিমাপ  

রাকিবুল একজন গার্মেন্টস কর্মী। প্রতিদিন তাকে ২৫টি প্যান্ট সেলাই করতে হয়। একটি প্যান্টের ভর ৫০০ গ্রাম। এ বছর কোম্পানি তাকে ১ মেট্রিক টন প্যান্ট সেলাই করে দিতে বলেছে।

ক.          কুইন্টাল কী?      ১

খ.           সময় পরিমাপের মৌলিক একক ব্যাখ্যা কর।         ২

গ.           এ বছর রাকিবুলকে কয়টি প্যান্ট সেলাই করতে হবে?         ৩

ঘ.           রাকিবুল কি নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে পারবে? তোমার মতামত বিশেস্নষণ কর।            ৪

 ৬ নং প্রশ্নের উত্তর

 ক          কুইন্টাল হলো ভরের একক।

 খ           পরিমাপের একাধিক একক ও পদ্ধতি রয়েছে, তবে সব পদ্ধতিতেই সময় পরিমাপের মৌলিক একক সেকেন্ড।

পৃথিবী নিজ অক্ষরে চারপাশে ঘুরে একই অবস্থায় পুনরায় ফিরে আসতে যে সময় লাগে, তা হলো ১ দিন। এক দিনের ২৪ ভাগের এক ভাগ হলো ১ ঘণ্টা। ১ ঘণ্টার ৬০ ভাগের ১ ভাগ হলো ১ মিনিট। ১ মিনিটের ৬০ ভাগের ১ ভাগই হলো সময়ের মৌলিক একক সেকেন্ড।

 গ           এ বছর রাকিবুলকে ১ মেট্রিক টন প্যান্ট সেলাই করতে হবে।

                আমরা জানি, ১ মেট্রিক টন = ১০ কুইন্টাল

                                আবার,  ১ কুইন্টাল           = ১০০ কিলোগ্রাম

                                ∴             ১ মেট্রিক টন       = ১০×১০০ কিলোগ্রাম

                                                                = ১০০০ কিলোগ্রাম

                                                                = (১০০০ × ১০০০) গ্রাম

                                                                = ১০,০০,০০০ গ্রাম।

                উদ্দীপক অনুযায়ী,

                                ৫০০ গ্রাম ভর = ১টি প্যান্ট

                ∴             ১ গ্রাম ভর = ১৫০০ টি প্যান্ট

                ∴             ১০,০০,০০০ গ্রাম ভর = ১০,০০,০০০/৫০০ টি প্যান্ট

                                                                = ২,০০০টি প্যান্ট

                সুতরাং এ বছর রাকিবুলকে ২,০০০টি প্যান্ট সেলাই করতে হবে।

 ঘ            রাকিবুলের নির্ধারিত সময় ১ বছর।

                আমরা জানি, ১ বছর = ৩৬৫ দিন

                রাকিবুল ১ দিনে তৈরি করতে পারে ২৫টি প্যান্ট

                ∴ রাকিবুল ৩৬৫ দিনে তৈরি করতে পারে (২৫ × ৩৬৫)টি প্যান্ট

                                                = ৯১২৫টি প্যান্ট।

                ‘গ’ থেকে দেখা যায়, রাকিবুলকে ১ বছরের মধ্যে ২,০০০টি প্যান্ট সেলাই করতে হবে। কিন্তু সে এক বছরে তৈরি করতে পারে ৯১২৫টি প্যান্ট।

                অতএব, রাকিবুল নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে পারবে।

প্রশ্ন- ৭                  আয়তন পরিমাপ  

                [বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ]

ক.          আয়তনের এসআই একক কী?   ১

খ.           আয়তনের একককে যৌগিক একক বলা হয় কেন?            ২

গ.           চিত্রের ইটটির আয়তন নির্ণয় কর।             ৩

ঘ.           চিত্রে উলিস্নখিত ইটটির আয়তন মিটার স্কেলের সাহায্য ছাড়া অন্য কোনো পদ্ধতিতে নির্ণয় করা সম্ভব কিনা আলোচনা কর। ৪

 ৭ নং প্রশ্নের উত্তর

 ক          আয়তনের এসআই একক ঘনমিটার।

 খ           আয়তনের একক একটি সমন্বিত বা যৌগিক একক।

কোনো কোনো রাশিকে পরিমাপ করার ড়্গেেত্র কেবল একটি একক দ্বারা প্রকাশ করা যায় না। দুই বা ততোধিক এককের গুণ বা ভাগের সমন্বয় দরকার। এ রূপ একককে যৌগিক একক বলে। যেমন : আয়তনের একক হলো কোনো বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার এককের গুণফল। কাজেই আয়তনের একক একটি যৌগিক একক।

 গ           চিত্রের ইটটির দৈর্ঘ্য ১০ সেমি, প্রস্থ ৬ সেমি এবং উচ্চতা ৪ সেমি।

                আমরা জানি,  আয়তন = দৈর্ঘ্য  প্রস্থ  উচ্চতা

                      ইটের আয়তন          = (১০  ৬  ৪) ঘন সেমি

                                                = ২৪০ ঘন সেমি।

অতএব, চিত্রের ইটটির নির্ণেয় আয়তন ২৪০ ঘন সেমি।

 ঘ            চিত্রের উলিস্নখিত ইটটির আয়তন মিটার স্কেলের সাহায্য ছাড়া দাগাঙ্কিত মাপচোঙের সাহায্যেও নির্ণয় করা সম্ভব। নিচে প্রক্রিয়াটি আলোচনা করা হলো :

প্রথমে মাপচোঙে কিছু পানি নিয়ে তার পাঠ নিই। সুতা দিয়ে ইটটি বাঁধি এবং সুতার সাহায্যে ঝুলিয়ে ইটটিকে মাপচোঙের মধ্যে ডুবাই। দেখা যাবে যে, মাপচোঙের পানির উচ্চতা অনেকখানি বেড়েছে। এই পানির উচ্চতার পাঠ নিই। এই দুই পাঠের পার্থক্য থেকে ইটের আয়তন বের করি।

ধরি,

মাপচোঙে ইট ডুবানোর আগে পানির উপরিতলের পাঠ ৪০০ ঘন সেমি

মাপচোঙে ইট ডুবানোর পরে পানির উপরিতলের পাঠ ৬৪০ ঘন সেমি

 ইটের আয়তন  = (৬৪০  ৪০০) ঘন সেমি = ২৪০ ঘন সেমি

অতএব, উপরের আলোচনা থেকে এটা প্রমাণিত ও নিশ্চিত যে, চিত্রে উলিস্নখিত ইটটির আয়তন মাপচোঙ পদ্ধতিতেও নির্ণয় করা সম্ভব।

প্রশ্ন- ৮                 বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ 

ষষ্ঠ শ্রেণিতে পড়া তিতলি রোজ রাতে ভূতের ভয়ে একা ঘুমাতে পারে না। টেলিভিশনের বিভিন্ন চ্যানেলে ভূতের অনুষ্ঠান দেখে তার মনে ভূতের ভয় ঢুকে গেছে। একদিন তার ছোট মামা বিপুল, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানের ছাত্র, সে তিতলিকে বোঝাল, ভূত বলে কিছু নেই। প্রাকৃতিক ঘটনাগুলোকে বৈজ্ঞানিক পদ্ধতি দিয়ে বিশেস্নষণ করলেই এসব ভ্রাšত্মবিশ্বাস থেকে মুক্তি পাওয়া যায়।

ক.          বিজ্ঞান কী?         ১

খ.           বিজ্ঞানমনস্কতা বলতে কী বুঝ?   ২

গ.           বিপুল যে পদ্ধতির কথা বলেছে তার ধাপগুলো প্রবাহচিত্রের সাহায্যে দেখাও।           ৩

ঘ.           বিপুল কি বিজ্ঞানমনস্ক? তোমার মতামত বিশেস্নষণ কর। ৪

৮ নং প্রশ্নের উত্তর

 ক          বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান।

 খ           বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি, অপরের মতামতের মূল্য দেওয়া এবং নিজের ভুল স্বীকার করাকে বিজ্ঞানমনস্কতা বলে।

বিজ্ঞানের জ্ঞান অর্জনের জন্য দরকার একটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি বা মনোভাব। এগুলো হলো যুক্তিযুক্ত চিšত্মা করা, অপরের মতামতের মূল্য দেওয়া এবং নিজের ভুল স্বীকার করা ।

 গ           বিপুল বৈজ্ঞানিক পদ্ধতির কথা বলেছে।

বিজ্ঞানের জ্ঞান অর্জন করতে হলে একাধিক পদ্ধতি অনুসরণ করে সামনের দিকে অগ্রসর হতে হয়। একে বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয়। বৈজ্ঞানিক পদ্ধতির ধাপসমূহ নিম্নোক্তভাবে বর্ণনা করা যায়Ñ

 ঘ            বিপুল একজন বিজ্ঞানমনস্ক মানুষ।

বিজ্ঞানমনস্কতা হলো বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি এবং নিজের ভুল স্বীকার করা। বিপুল তিতলিকে ভূতের বিষয়টি বিজ্ঞান ও যুক্তি দ্বারা বুঝিয়েছে। কারণ সে জানে যে, বিজ্ঞানের জ্ঞান হতে হলে তাকে হয় তা পরীড়্গা বা পর্যবেক্ষণ করে পেতে হবে অথবা পরীড়্গা বা পর্যবেক্ষণ থেকে পাওয়া তথ্য দ্বারা সমর্থিত হতে হবে।

বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান, যা পর্যবেক্ষণ ও পরীড়্গা থেকে পাওয়া বা পরীড়্গা-নিরীড়্গা দ্বারা সমর্থিত। এই জ্ঞান অর্জনের জন্য প্রয়োজন বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি।

অতএব, এটা নির্দ্বিধায় বলা যায় যে, বিপুল একজন সম্পূর্ণ বিজ্ঞানমনস্ক মানুষ।

অনুশীলনের জন্য সৃজনশীল প্রশ্নব্যাংক

প্রশ্ন- ৯                                 ক্ষত্রেফল পরিমাপ 

অমিতদের বাসার ১টি রম্নমের দৈর্ঘ্য ১২ ফিট ও প্রস্থ ১৫ ফিট। রম্নমের মেঝেটি টাইলস দিয়ে তৈরির জন্য ২৪” × ১৮” মাপের টাইলস ব্যবহার করা হলো।

ক.          রাশি কী?              ১

খ.           ক্ষত্রেফল ও আয়তনের মধ্যে দুটি পার্থক্য লেখ।   ২

গ.           উদ্দীপকের আলোকে মেঝেটিতে কতটি টাইলস লাগবে? ৩

ঘ.           উক্ত মেঝেটির জন্য যদি ২৪  ১৮ মাপের টাইলস ব্যবহার করা হতো তবে কতটি টাইলস বেশি বা কম লাগতো- ব্যাখ্যা কর।          ৪

৯ নং প্রশ্নের উত্তর

 ক          যা পরিমাপ করা যায় তাই রাশি।

 খ           ক্ষত্রেফল ও আয়তনে পার্থক্য-

র.            ক্ষত্রেফল হলো দৈর্ঘ্য ও প্রস্থের গুণফল। অন্যদিকে আয়তন হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার গুণফল।

রর.         ক্ষত্রেফলের একক হলো বর্গ একক। অন্যদিকে আয়তনের একক হলো ঘন একক।

 X-clusive লিংক : প্রয়োগ (গ) উচ্চতর দক্ষতার (ঘ) প্রশ্নের উত্তরের জন্য অনুরূপ যে প্রশ্নের উত্তর জানা থাকতে হবে-

 গ           মেঝের ক্ষত্রেফলকে টাইলস-এর ক্ষত্রেফল দিয়ে ভাগ করে টাইলস-এর সংখ্যা নির্ণয় কর।

 ঘ             ২৪” × ১৮” মাপের টাইলস দিয়ে মেঝে তৈরি করতে টাইলসের সংখ্যা নির্ণয় করে দেখাও যে পূর্বের তুলনায় টাইলস কম লাগবে।

প্রশ্ন- ১০               আয়তন পরিমাপ 

চিত্র : একটি পাথর

ক.          সিসি কী?             ১

খ.           পরিমাপের একক নির্ধারণ গুরম্নত্বপূর্ণ কেন?         ২

গ.           পাথরটির আয়তন কীভাবে নির্ণয় করবে? ব্যাখ্যা কর।        ৩

ঘ.           স্কেলের সাহায্যে পাথরটির আয়তন নির্ণয় করা যাবে কী? যুক্তি দিয়ে বিশেস্নষণ কর।               ৪

 ১০ নং প্রশ্নের উত্তর

 ক          সিজিএস পদ্ধতিতে আয়তনের একককে ঘন সেন্টিমিটার বা সি সি বলা হয়।

 খ           কোনো পরিমাপকে প্রকাশ করার জন্য পরিমাপের এককের প্রয়োজন। যদি বলা হয়, কোনো একটি বস্তুর দৈর্ঘ্য ১০ তবে এটি দ্বারা বস্তুর সম্পর্কে প্রকৃত ধারণা পাওয়া যায় না। প্রকৃত ধারণা পাওয়া জন্য দৈর্ঘ্যরে সংখ্যাগত মানের পাশে একক ব্যবহার করতে হয় যেমন, একটি বস্তুর দৈর্ঘ্য ১০ মিটার।

X-clusive লিংক : প্রয়োগ (গ) উচ্চতর দক্ষতার (ঘ) প্রশ্নের উত্তরের জন্য অনুরূপ যে প্রশ্নের উত্তর জানা থাকতে হবে-

 গ           মাপচোঙের সাহায্যে পাথরটির আয়তন নির্ণয় পদ্ধতি বর্ণনা কর।

 ঘ            স্কেলের সাহায্যে অসম বস্তুর আয়তন নির্ণয় করা সম্ভব নয়- বিশেস্নষণ কর।

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন মৌলিক একক কাকে বলে?

উত্তর : যে একক অন্য এককের ওপর নির্ভর করে না এবং নিজে স্বয়ংসম্পূর্ণ তাকে মৌলিক একক বলে।

প্রশ্ন মৌলিক একক কয়টি?

উত্তর : মৌলিক একক ৭টি।

প্রশ্ন বিদ্যুৎ প্রবাহের একক কী?

উত্তর : বিদ্যুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার।

প্রশ্ন মাপজোখের মাধ্যমে আমরা কোন বিষয়ে নিশ্চিত হতে পারি?

উত্তর : মাপজোখের মাধ্যমে আমরা কোনো কিছুর সঠিক পরিমাণ সম্পর্কে নিশ্চিত ধারণা পাই।

প্রশ্ন জ্ঞান কী?

উত্তর : জ্ঞান হলো কোনো কিছু সম্পর্কে তথ্য।

প্রশ্ন বিজ্ঞানের জ্ঞান অর্জনের গুরম্নত্বপূর্ণ পদ্ধতি কী?

উত্তর : বিজ্ঞানের জ্ঞান অর্জনের গুরুত্বপূর্ণ পদ্ধতি পরীক্ষণ।

প্রশ্ন বেঁচে থাকার জন্য গাছের কী দরকার?

উত্তর : বেঁচে থাকার জন্য গাছের দরকার পানি ও সূর্যালোক।

প্রশ্ন বৈজ্ঞানিক পদ্ধতির শেষ ধাপ কোনটি?

উত্তর : বৈজ্ঞানিক পদ্ধতির শেষ ধাপ হলো ফলাফল প্রকাশ।

প্রশ্ন বৈজ্ঞানিক প্রশ্নের উত্তর খোঁজার জন্য প্রথমে কী দরকার?

উত্তর : বৈজ্ঞানিক প্রশ্নের উত্তর খোঁজার জন্য প্রথমে জানা বা বিদ্যমান তথ্যের আলোকে একটি আনুমানিক সিদ্ধাšত্ম গ্রহণ করা দরকার।

প্রশ্ন ১০ পরিমাপের বৈষম্য দূর করার জন্য কী বিবেচনা করা হয়?

উত্তর : পরিমাপের বৈষম্য দূর করার জন্য পরিমাপের একটি আদর্শ একক বিবেচনা করা হয়।

প্রশ্ন ১১ আলোক ঔজ্জ্বল্যের একক কী?

উত্তর : আলোক ঔজ্জ্বল্যের একক ক্যান্ডেলা।

প্রশ্ন ১২ ১০০০ মিলিগ্রাম সমান কত গ্রাম?

উত্তর : ১০০০ মিলিগ্রাম সমান ১ গ্রাম।

প্রশ্ন ১৩ সময় পরিমাপের একক কী?

উত্তর : সময় পরিমাপের একক সেকেন্ড।

প্রশ্ন ১৪ ক্ষেত্রফলের সূত্র কী?

উত্তর : ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য  প্রস্থ।

প্রশ্ন ১৫ কোনো বস্তুর দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে গুণ করলে কী পাওয়া যায়?

উত্তর : কোনো বস্তুর দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যায়।

প্রশ্ন ১৬ সিজিএস পদ্ধতিতে ক্ষেত্রফলের একক কী?

উত্তর : সিজিএস পদ্ধতিতে ক্ষেত্রফলের একক বর্গ সেমি।

প্রশ্ন ১৭ দৈর্ঘ্য পরিমাপের জন্য কোন স্কেল ব্যবহার করা হয়?

উত্তর : দৈর্ঘ্য পরিমাপের জন্য মিটার স্কেল ব্যবহার করা হয়।

প্রশ্ন ১৮ একটি অসম বস্তুর আয়তন কী দিয়ে পরিমাপ করতে হয়?

উত্তর : একটি অসম বস্তুর আয়তন মাপচোঙ দিয়ে পরিমাপ করতে হয়।

প্রশ্ন ১৯ তরল পদার্থের আয়তন কী দিয়ে পরিমাপ করতে হয়?

উত্তর : দাগাঙ্কিত মাপচোঙ ব্যবহার করে তরল পদার্থের আয়তন পরিমাপ করতে হয়।

প্রশ্ন ২০ তাপমাত্রার একক কী?

উত্তর : তাপমাত্রার একক কেলভিন।

প্রশ্ন ২১ তাপমাত্রা নির্ণয়ের জন্য কী ব্যবহার করা হয়?

উত্তর : তাপমাত্রা নির্ণয়ের জন্য থার্মোমিটার ব্যবহার করা হয়।

প্রশ্ন ২২ থার্মোমিটারে কোন একক ব্যবহার করা হয়?

উত্তর : থার্মোমিটারে ফারেনহাইট একক ব্যবহার করা হয়।

প্রশ্ন ২৩ থার্মোমিটারে কী ব্যবহার করা হয়?

উত্তর : থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয়।

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন সিজিএস পদ্ধতি বলতে কী বুঝ?

উত্তর : সেন্টিমিটার, গ্রাম ও সেকেন্ড পদ্ধতিকে সংক্ষেপে সিজিএস পদ্ধতি বলা হয়। এ পদ্ধতিতে দৈর্ঘ্যরে একক সেন্টিমিটার, ওজনের একক গ্রাম এবং সময়ের একক সেকেন্ড।

প্রশ্ন মাপচোঙের সাহায্যে কঠিন বস্তুর আয়তন নির্ণয়ে কী কী সতর্কতা অবলম্বন করতে হয়?

উত্তর : মাপচোঙের সাহায্যে কঠিন বস্তুর আয়তন নির্ণয়ে যেসব সতর্কতা অবলম্বন করতে হয়, সেগুলো হলো- প্রথমত, মাপচোঙটি একটি সমতল ড়্গেেত্রর উপর সোজা রাখতে হবে। দ্বিতীয়ত, পাঠ নেওয়ার সময় চোখকে পানির সমাšত্মরালে নিয়ে যেতে হবে।

প্রশ্ন বিজ্ঞান বলতে কী বোঝ?

উত্তর : বিজ্ঞান এক ধরনের জ্ঞান। বিজ্ঞানের জ্ঞানের সাহায্যে আমাদের অনেক ভ্রাšত্মবিশ্বাস দূর হয়। প্রকৃতির বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে আমরা সঠিক তথ্য পেতে পারি। যেমনÑ কীভাবে একটি উদ্ভিদ সালোকসংশ্লেষণ পদ্ধতিতে খাবার তৈরি করে তা জানতে পারি। সুতরাং বিজ্ঞান বলতে আমরা বুঝি প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান।

প্রশ্ন কীভাবে আমরা বিজ্ঞানের জ্ঞান অর্জন করি?

উত্তর : পরীড়্গা-নিরীড়্গা ও পর্যবেক্ষণের মাধ্যমে আমরা বিজ্ঞানের জ্ঞান অর্জন করি। কোনো কিছু সম্পর্কে জ্ঞান অর্জিত হলেই তাকে বিজ্ঞানের জ্ঞান বলা যাবে না। বিজ্ঞানের মানদণ্ডে উত্তীর্ণ হতে হলে জ্ঞানকে পরীক্ষা, নিরীক্ষা, পর্যবেক্ষণ ও যুক্তিযুক্ত চিšত্মার মানদণ্ডে উত্তীর্ণ হতে হবে। এভাবে ব্যাখ্যা ও বিশেস্নষণ দ্বারা আমরা বিজ্ঞানের জ্ঞান অর্জন করি।

প্রশ্ন পরীক্ষণ পদ্ধতির ধাপগুলো কী কী?

উত্তর : পরীক্ষণের মাধ্যমে কোনো বিষয় সম্পর্কে সঠিক তথ্য জানা যায়। পরীক্ষণের ধাপগুলো নিম্নরূপ :

(১) সমস্যা নির্ধারণ; (২) জানা তথ্য সংগ্রহ; (৩) আনুমানিক সিদ্ধাšত্ম গ্রহণ; (৪) পরীক্ষণের পরিকল্পনা; (৫) পরীক্ষণ; (৬) উপাত্ত বিশ্লেষণ ও সিদ্ধাšত্ম গ্রহণ; (৭) ফল প্রকাশ।

প্রশ্ন পরিমাপ প্রকাশের জন্য কী কী প্রয়োজন?

উত্তর : প্রত্যেক ক্ষেত্রেই পরিমাপকে একটি সংখ্যা ও একক দ্বারা প্রকাশ করা হয়। যেমন : কোনো কিছুর দৈর্ঘ্য মাপার পরে আমরা বলি ১০ মিটার। কিন্তু যদি বলি ১০ তাহলে কোনো অর্থ বহন করে না। অর্থাৎ পরিমাপকে প্রকাশ করার জন্য একটি সংখ্যা ও একটি এককের প্রয়োজন।

প্রশ্ন পরিমাপের এসআই পদ্ধতি বলতে কী বোঝ?

উত্তর : পরিমাপের এসআই (ঝও) পদ্ধতির পূর্ণরূপ হলো ওহঃবৎহধঃরড়হধষ ঝুংঃবস ড়ভ টহরঃ.

পরিমাপের বিভিন্নতার কথা বিবেচনা করে এবং সকল মতবিরোধ দূর করার জন্য ১৯৬০ সালে পৃথিবীতে একটি সাধারণ একক পদ্ধতি ব্যবহারের সিদ্ধাšত্ম গৃহীত হয়। এটাই পরিমাপের এসআই পদ্ধতি।

প্রশ্ন ক্ষেত্রফল বলতে কী বুঝ?

উত্তর : ক্ষেত্রফল বলতে একটি বস্তুর পৃষ্ঠতল কতটুকু স্থান দখল করে আছে তাকে বুঝায়। কোনো বস্তুর দৈর্ঘ্য এবং প্রস্থ আলাদাভাবে পরিমাপ করে দৈর্ঘ্যকে প্রস্থের সাথে গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যায়।

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

 ন্ধ পাঠ ১ : বিজ্ঞান কী?

সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর

১.            বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ কয়টি? [বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]

                ক ৫টি   খ ৬টি   গ ৭টি     ৮টি

২.           পরীক্ষা বা পর্যবেক্ষণ থেকে পাওয়া তথ্য দ্বারা সমর্থিত জ্ঞানকে কী বলে?    (জ্ঞান)

                ক পর্যবেক্ষণ      খ প্রযুক্তি               বিজ্ঞান              ঘ রহস্য

৩.           অপরের মতামতের মূল্য দেওয়া এবং নিজের ভুল স্বীকার করাকে কী বলা হয়?        (অনুধাবন)

                 বিজ্ঞানমনস্কতা             খ বিজ্ঞান             গ প্রযুক্তি              ঘ জ্ঞান

৪.           সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে কোনো সিদ্ধাšত্ম গ্রহণ করাকে কী বলা হয়?    (অনুধাবন)

                ক প্রশ্ন নির্বাচন    সম্ভাব্য ফলাফল

                গ উপাত্ত সংগ্রহ ঘ উপাত্ত বিশ্লেষণ

৫.           বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম ধাপ কোনটি?

                ক তথ্য সংগ্রহ    খ তথ্য গ্রহণ বা বর্জন

                গ উপাত্ত বিশেস্নষণ          সমস্যা নির্বাচন

৬.           বৈজ্ঞানিক পদ্ধতির শেষ ধাপ কোনটি?   

                ক পরীড়্গা           খ সিদ্ধাšত্ম           ফলাফল          ঘ উপাত্ত সংগ্রহ

৭.           কোনো কিছু সম্পর্কিত তথ্যকে কী বলা হয়?         

                ক বিজ্ঞান             জ্ঞান  গ রাশি  ঘ বিশ্বাস

৮.           বিজ্ঞানমনস্ক বলতে কোনটি বোঝায়?      

                ক অবা¯ত্মব ধ্যানধারণা   যুক্তিযুক্ত চিšত্মাভাবনা

                গ কল্পনাপ্রবণতা               ঘ অতি প্রাকৃতিক বিশ্বাস

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর

৯.           প্রাকৃতিক পরিবেশের অংশ        (অনুধাবন)

                র. জীব  রর. পানি              ররর. বায়ু

                নিচের কোনটি সঠিক?

                ক র ও রর            খ র ও ররর          গ রর ও ররর        র, রর ও ররর

১০.         আমরা বিজ্ঞানের জ্ঞান অর্জন করি        (অনুধাবন)

                র. পরীড়্গা-নিরীড়্গার মাধ্যমে     রর. পর্যবেক্ষণের মাধ্যমে

                ররর. যুক্তিযুক্ত চিšত্মার মাধ্যমে

                নিচের কোনটি সঠিক?

                ক র ও রর            খ র ও ররর          গ রর ও ররর        র, রর ও ররর

১১.         বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ            (উচ্চতর দক্ষতা)

                র. সম্ভাব্য ফলাফল গ্রহণ                রর. ফলাফল প্রকাশ

                ররর. তথ্যসংগ্রহ

                নিচের কোনটি সঠিক?

                ক র ও রর            খ র ও ররর          গ রর ও ররর        র, রর ও ররর

অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর

নিচের অনুচ্ছেদটি পড় এবং ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও :

সবিতা বিজ্ঞানের নানা দিক, দৈনন্দিন প্রয়োজনীয়তা এবং বিজ্ঞানের ভ্রাšত্ম দিক সম্পর্কে বাবার কাছ থেকে দিক-নির্দেশনা নেয়। এতে সে বিজ্ঞানের বিভিন্ন দিক সম্পর্কে জানতে পারে।

১২.         বিজ্ঞানের জ্ঞানকে নির্ভুলভাবে পেতে হলে সবিতার কী প্রয়োজন?                (প্রয়োগ)

                 বৈজ্ঞানিক প্রক্রিয়া       খ মনগড়া ব্যাখ্যা

                গ বাবা-মা’র মতামত   ঘ শিক্ষকের মতামত

১৩.         সবিতা বিজ্ঞানমনস্ক হবে যদি সে              (উচ্চতর দক্ষতা)

                র. কোনো ভুল না করে    রর. যুক্তিযুক্তভাবে চিšত্মা করে

                ররর. অপরের মতামতের মূল্য দেয়

                নিচের কোনটি সঠিক?

                ক র ও রর            খ র ও ররর           রর ও ররর        ঘ র, রর ও ররর

ন্ধ পাঠ ২-৩ : পরীক্ষণ

সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর

১৪.         বিজ্ঞানীরা ফলাফল প্রকাশের আগে কী করে?       (অনুধাবন)

                ক আনুমানিক সিদ্ধাšত্ম গ্রহণ       উপাত্ত বিশেস্নষণ

                গ পরীক্ষণ           ঘ পরীক্ষণের পরিকল্পনা

১৫.        বিজ্ঞানের জ্ঞান পাওয়ার গুরুত্বপূর্ণ পদ্ধতি কী?    (জ্ঞান)

                 পরীক্ষণ            খ অনুধাবন

                গ তথ্যসংগ্রহ      ঘ সমস্যা নির্ধারণ

১৬.        পরীক্ষণ পদ্ধতির প্রথম ধাপ কী? (জ্ঞান)

                ক যাচাই করা     খ আনুমানিক সিদ্ধাšত্ম গ্রহণ

                 সমস্যা নির্ধারণ               ঘ স্থান নির্বাচন

১৭.         কোনো বৈজ্ঞানিক প্রশ্নের উত্তর খোঁজার জন্য প্রথমে কী করেন?   (জ্ঞান)

                 অনুমিত সিদ্ধাšত্ম গ্রহণ              খ পরীক্ষণের পরিকল্পনা

                গ তথ্যসংগ্রহ      ঘ ফল প্রকাশ

১৮.         পরীক্ষণ পদ্ধতির শেষ ধাপ কী?  [ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়]

                ক সিদ্ধাšত্ম গ্রহণ               ফল প্রকাশ

                গ উপাত্ত বিশ্লেষণ             ঘ আনুমানিক সিদ্ধাšত্ম গ্রহণ

১৯.         পরীক্ষণের উপাত্ত বিশ্লেষণ করতে গিয়ে যদি দেখা যায় অনুমিত সিদ্ধাšত্ম ঠিক নেই, তখন কী করতে হবে?                (উচ্চতর দক্ষতা)

                ক নতুন করে পরীক্ষণের পরিকল্পনা করতে হবে

                খ নতুন করে তথ্য সংগ্রহ করতে হবে

                গ নতুন করে উপাত্ত বিশ্লেষণ করতে হবে

                 নতুন করে অনুমিত সিদ্ধাšত্ম গ্রহণ করতে হবে

২০.        পরীক্ষণ পদ্ধতির প্রয়োজন কেন?              (অনুধাবন)

                ক নতুন তথ্য প্রদান করার জন্য   সঠিক সিদ্ধাšেত্ম আসার জন্য

                গ জ্ঞান সমৃদ্ধ করার জন্য             ঘ সমস্যা সমাধানের জন্য

২১.         পরীক্ষণ পদ্ধতির আরেক নাম কী?            (অনুধাবন)

                 বৈজ্ঞানিক পদ্ধতি         খ পরীক্ষা

                গ পরিকল্পনা      ঘ প্রাকৃতিক পদ্ধতি

২২.        অনুমিত সিদ্ধাšত্ম কীসের ভিত্তিতে নিতে হয়?       (প্রয়োগ)

                ক বইতে পাওয়া তথ্য       খ মাতা-পিতার ধারণা

                গ অজানা তথ্য  জানা তথ্য

২৩.        বই পড়ে তথ্য জানাকে বৈজ্ঞানিক কর্ম পদ্ধতিতে কী বলা হয়?       (জ্ঞান)

                ক উপাত্ত বিশ্লেষণ            খ পরীক্ষণের পরিকল্পনা

                 তথ্যসংগ্রহ      ঘ অনুমিত সিদ্ধাšত্ম গ্রহণ

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর

২৪.        বেঁচে থাকার জন্য যে গাছের পানি দরকার তা পরীড়্গা করতে প্রয়োজন   (প্রয়োগ)

                র. দুটি চারাগাছ রর. দুটি পাত্র     

                ররর. পানি ও ভেজা মাটি

                নিচের কোনটি সঠিক?

                ক র         র ও রর              গ র ও ররর          ঘ র, রর ও ররর

২৫.        পরীক্ষণ কার্যক্রম পরিচালনা করতে গেলে তথ্য সংগ্রহ করা যায় (উচ্চতর দক্ষতা)

                র. বই পড়ে          রর. শিক্ষককে জিজ্ঞাসা করে

                ররর. গুরম্নজনদের থেকে

                নিচের কোনটি সঠিক?

                ক র        খ র ও রর             গ র ও ররর           র, রর ও ররর

অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর

নিচের প্রবাহচিত্রটি দেখ ২৬ ও ২৭ নং প্রশ্নের উত্তর দাও :

সমস্যা নির্ধারণ  জানা তথ্যসংগ্রহ  আনুমানিক সিদ্ধাšত্ম গ্রহণ পরীক্ষণের পরিকল্পনা  পরীক্ষণ  উপাত্ত বিশ্লেষণ  ফল প্রকাশ

২৬.       উক্ত প্রবাহচিত্রটি কিসের ধাপ নির্দেশ করে?           (প্রয়োগ)

                ক তথ্যসংগ্রহের  পরীক্ষণ পদ্ধতির

                গ তথ্য বিশেস্নষণের         ঘ সিদ্ধাšত্ম গ্রহণের

২৭.        প্রদত্ত কর্মপদ্ধতির অপরিহার্য বিষয়       (উচ্চতর দক্ষতা)

                র. অনুমান

                রর. গবেষণা      

                ররর. বিজ্ঞানাগারে তথ্য প্রেরণ

                নিচের কোনটি সঠিক?

                ক র         র ও রর              গ রর ও ররর       ঘ র, রর ও ররর

ন্ধ পাঠ ৪-৫ : পরিমাপের প্রয়োজনীয়তা

সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর

২৮.        দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি কাজেই আমরা কিসের প্রয়োজনীয়তা অনুভব করি?

                ক শক্তি  পরিমাপ           গ আসবাবপত্র  ঘ মূল্যায়ন

২৯.        কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে কী বলে?     (জ্ঞান)

                 পরিমাপ           খ মাপজোখ       গ তাপমাত্রা        ঘ ঘনত্ব

৩০.        কোনো কিছু মাপা এবং তা সংখ্যা ও একক দিয়ে প্রকাশ করাকে কী বলে?

                ক পরিমাণ           পরিমাপ

                গ দৈর্ঘ্যরে পরিমাপ          ঘ ওজনের পরিমাপ

৩১.        চাল, ডাল রান্নার জন্য তেলের সঠিক ব্যবহার করা কিসের উদাহরণ?           (অনুধাবন)

                ক মাপজোখের  পরিমাপের     

                 ওজনের                              উচ্চতার

৩২.        রান্না করার জন্য যেমন চাল, ডাল, তেল দরকার তেমনি দরকার  (উচ্চতর দক্ষতা)

                ক আবহাওয়া      পরিমাপ

                গ ওজন                                পর্যবেক্ষণ

৩৩.       পরিমাপের ছোট-বড় বৈষম্য দূর করতে কী বিবেচনায় আনা হয়?  (জ্ঞান)

                 আদর্শ মান      খ অনির্দিষ্ট মান

                গ মৌলিক মান  ঘ যৌগিক মান

৩৪.        বিজ্ঞান শিক্ষার গুরুত্বপূর্ণ বিষয় কী?         (জ্ঞান)

                ক পরিকল্পনা       পরিমাপ

                গ দৈর্ঘ্য                  ভর

৩৫.       একটি বস্তুর আদর্শ অংশের পরিমাণকে কী বলা হয়?          (জ্ঞান)

                 পরিমাপের একক         খ পরিমাপের সংখ্যা

                গ পরিমাপের মান            ঘ পরিমাপের মাত্রা

৩৬.       পরিমাপ প্রকাশ করার জন্য কী দরকার? (জ্ঞান)

                 সংখ্যা ও একক              খ সংখ্যা ও মান

                গ একক ও সময়               ঘ সময় ও মাত্রা

৩৭.        দোকানদার যে কাঠের দণ্ড দিয়ে কাপড় মেপে দেয় সেটি কী?        (উচ্চতর দক্ষতা)

                ক কুইন্টাল দণ্ড  মিটার দণ্ড       গ গ্রাম দণ্ড          ঘ লিটার দণ্ড

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর

৩৮.       একটি পরিমাপ প্রকাশ করতে লাগে       (উচ্চতর দক্ষতা)

                র. একটি সংখ্যা রর. একটি একক

                ররর. একটি স্কেল

                নিচের কোনটি সঠিক?

                 র ও রর              খ র ও ররর          গ রর ও ররর       ঘ র, রর ও ররর

৩৯.        আন্দাজ করে পরিমাপ করলে   (প্রয়োগ)

                র. ফলাফল ভুল হয়         রর. ফলাফল সঠিক হয়

                ররর. সঠিক ফল পাওয়া যায় না

                নিচের কোনটি সঠিক?

                ক র        খ রর      গ ররর   র ও ররর

অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৪০ ও ৪১ নং প্রশ্নের উত্তর দাও :

বাজার থেকে আমরা চাল, ডাল, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী যা-ই কিনি না কেন সবকিছুর সাথে পরিমাপ জড়িত। জামা বানাতে গেলেও দর্জি আমাদের শরীরের মাপ নেন।

৪০.        দর্জি কী পরিমাপ করেন?              (প্রয়োগ)

                 দৈর্ঘ্য                  খ ভর

                গ সময়                 ঘ আয়তন

৪১.         উদ্দীপকের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পরিমাপ করতে ব্যবহার করা হয় কোনটি?     (অনুধাবন)

                ক দৈর্ঘ্যরে একক               ভরের একক

                গ আয়তনের একক         ঘ ঘনত্বের একক

ন্ধ পাঠ ৬ : মৌলিক ও যৌগিক একক গ্দ বোর্ড বই, পৃষ্ঠা : ৪ ও ৫

সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর

৪২.        লব্ধ একক কোনটি?        [চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]

                ক গ্রাম  খ কিলোগ্রাম      গ মিটার                ঘনমিটার

৪৩.        সেন্টিমিটার মিটারের কী?             [বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]

                ক গুণিতক                         সরল গুণিতক

                 ভগ্নাংশ                              দশগুণ

৪৪.        সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যরে একক কোনটি?          [নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]

                ক মিটার                              সেন্টিমিটার

                গ কিলোমিটার  ঘ মিলিমিটার

৪৫.        আলোক ঔজ্জ্বল্যের একক কোন ধরনের একক?               

                ক জটিল              খ যৌগিক            গ লব্ধ    মৌলিক

৪৬.       আšত্মর্জাতিক পদ্ধতিতে মৌলিক একক কয়টি?

                ক ৫টি   খ ৬টি    ৭টি     ঘ ৮টি

৪৭.        আšত্মর্জাতিক পদ্ধতি বা ঝ. ও. একক কত সালে চালু হয়? [খুলনা জিলা স্কুল;

                পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়; বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]

                 ১৯৬০               খ ১৯৬১               গ ১৯৬৩              ঘ ১৯৬৫

৪৮.        আয়তন নির্ণয় করতে কয়টি এককের গুণফল দরকার?  

                ক ২        ৩         গ ৪        ঘ ৬

৪৯.        ১ কিলোমিটার সমান কত মিটার?             

                ক ১০০ মিটার     ১০০০ মিটার

                গ ১০ মিটার        ঘ ৫০ মিটার

৫০.        যাকে পরিমাপ করা যায় তাকে সাধারণত কী বলে?              (জ্ঞান)

                ক দৈর্ঘ্য খ ভর      রাশি   ঘ উচ্চতা

৫১.        যে একক অন্য এককের ওপর নির্ভর করে তাকে কী বলে?               (জ্ঞান)

                ক মৌলিক একক              যৌগিক একক

                গ আšত্মর্জাতিক একক ঘ সময়ের একক

৫২.        আয়তন কোন ধরনের একক?     (অনুধাবন)

                ক মৌলিক           যৌগিক            গ সংকর              ঘ মিশ্র

৫৩.       এসআই পদ্ধতিতে দৈর্ঘ্য এবং প্রস্থের একক কী?   (জ্ঞান)

                 মিটার খ ইঞ্চি   গ ফুট    ঘ গজ

৫৪.        ১ সেন্টিমিটার সমান কত মিলিমিটার?     (জ্ঞান)

                ক ১০০ মিলিমিটার           ১০ মিলিমিটার

                গ ০.১ মিলিমিটার             ঘ ০.০০১ মিলিমিটার

৫৫.       এককের আšত্মর্জাতিক পদ্ধতিকে সংক্ষেপে কী বলে?      

                                 [শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি]

                ক সিজিএস পদ্ধতি          খ এফপিএস পদ্ধতি

                গ এসআইজি পদ্ধতি       এসআই পদ্ধতি

৫৬.       প্লাটিনাম-ইরিডিয়াম নামক মিশ্রিত ধাতুর তৈরি একটি দণ্ডকে বিজ্ঞানীরা কিসের আদর্শ একক হিসেবে ঠিক করেছেন?            (জ্ঞান)

                ক ভরের                দৈর্ঘ্যরে             গ সময়ের            ঘ তাপমাত্রার

৫৭.        ১ মিটার = কত সেন্টিমিটার?       

                ক ১০ সেন্টিমিটার            খ ২০ সেন্টিমিটার

                 ১০০ সেন্টিমিটার          ঘ ১০০০ সেন্টিমিটার

৫৮.       কোনটি যৌগিক একক?

                ক সেকেন্ড          খ কিলোগ্রাম      গ মিটার                বর্গমিটার

৫৯.        আলোক ঔজ্জ্বল্যের একক কোনটি?       

                ক অ্যাম্পিয়ার    ক্যান্ডেলা

                গ কেলভিন                         মোল

৬০.       তাপমাত্রার একক কোনটি?          [সেন্ট যোসেফ মাধ্যমিক বিদ্যালয়, খুলনা]

                ক অ্যাম্পিয়ার   খ ক্যান্ডেলা

                 কেলভিন                          মোল

৬১.        কোনটির একক মৌলিক?             (অনুধাবন)

                ক ক্ষেত্রফলের  খ আয়তনের

                 ভরের                ঘনত্বের

৬২.       টেবিলের দৈর্ঘ্য পরিমাপ করতে কোন একক ব্যবহার করতে হয়?  (প্রয়োগ)

                ক কিলোগ্রাম                     মিটার

                গ সেন্টিমিটার   ঘ মিলিমিটার

৬৩.       এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যরে একক কী?    

                 মিটার                কিলোমিটার

                গ সেন্টিমিটার   ঘ মিলিমিটার

৬৪.       ১ সেন্টিমিটার = কত মিটার?        [রংপুর জিলা স্কুল]

                ক ০.১    ০.০১  গ ০.০০১             ঘ ০.০৩

৬৫.       কত সালে দৈর্ঘ্যরে একক নির্ধারিত হয়?  

                ক ১৯৬০             খ ১৯৭৫               গ ১৮৬০               ১৮৭৫

৬৬.       কোনটির একক সকল পদ্ধতিতে একই?

                ক ভর    খ দৈর্ঘ্য গ গ্রাম   সময়

৬৭.       দৈর্ঘ্যরে আšত্মর্জাতিক একক কোনটি?    [

                 মিটার খ কিলোগ্রাম      গ সেকেন্ড           ঘ অ্যাম্পিয়ার

৬৮.       এমকেএস পদ্ধতিতে বিদ্যুৎ প্রবাহের একক কী? 

                ক মিটার              খ কেলভিন          অ্যাম্পিয়ার     ঘ সেকেন্ড

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর

৬৯.       মৌলিক একক হলো    

                র. ভরের               রর. বস্তুর পরিমাণের       ররর. ক্ষত্রেফলের

                নিচের কোনটি সঠিক?

                 র ও রর              খ র ও ররর          গ রর ও ররর       ঘ র, রর ও ররর

৭০.        যৌগিক একক হলো      (অনুধাবন)

                র. বিদ্যুৎ প্রবাহের একক রর. ক্ষেত্রফলের একক

                ররর. আয়তনের একক

                নিচের কোনটি সঠিক?

                ক র ও রর            খ র ও ররর           রর ও ররর        ঘ র, রর ও ররর

৭১.         আšত্মর্জাতিক পদ্ধতিতে মৌলিক একক হলো   

                র. দৈর্ঘ্যরে একক, ভরের একক

                রর. সময়ের একক, তাপমাত্রার একক

                ররর. বিদ্যুৎ প্রবাহের একক, আলোক ঔজ্জ্বল্যের একক

                নিচের কোনটি সঠিক?

                ক র        খ রর      গ ররর   র, রর ও ররর

৭২.        ১০ মিটার সমান            

                র. ০.১ কিলোমিটার

                রর. ১০০০ সেন্টিমিটার

                ররর. ১০০০ মিলিমিটার

                নিচের কোনটি সঠিক?

                ক র         রর      গ ররর  ঘ র, রর ও ররর

অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৭৩ ও ৭৪ নং প্রশ্নের উত্তর দাও :

রহিম মিয়া একজন কাঠমিস্ত্রি। কাঠ কাটার আগে দৈর্ঘ্য মাপার জন্য তিনি বিভিন্ন ধরনের স্কেল ব্যবহার করেন। তার স্কেলগুলো এসআই পদ্ধতিতে তৈরি।

৭৩.        রহিম মিয়ার স্কেল কিসের মিশ্রণে তৈরি? (প্রয়োগ)

                ক কপার ও জিংক            খ কাঠ ও পস্নাস্টিক

                 পস্নাটিনাম ও ইরিডিয়াম             ঘ লোহা ও স্টিল

৭৪.        উক্ত পদ্ধতি ছাড়াও রহিম মিয়া দৈর্ঘ্য মাপতে পারেন        (উচ্চতর দক্ষতা)

                র. সিজিএস পদ্ধতিতে    রর. এমকেএস পদ্ধতিতে

                ররর. এফপিএস পদ্ধতিতে

                নিচের কোনটি সঠিক?

                ক র ও রর            খ র ও ররর          গ রর ও ররর        র, রর ও ররর

ন্ধ পাঠ-৭ : ভরের একক

সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর

৭৫.        কোনটি বৃহদাকার একক?             (অনুধাবন)

                ক কিলোগ্রাম     খ কুইন্টাল           গ মিলিগ্রাম         মেট্রিক টন

৭৬.       এক ঘণ্টার ৬০ ভাগের এক ভাগ সময়কে কী বলে?            (অনুধাবন)

                ক ঘণ্টা খ সৌর দিন         গ সেকেন্ড            মিনিট

৭৭.        কত কিলোগ্রামে এক মেট্রিক টন?              (প্রয়োগ)

                ক ১০০ খ ০০০০১          ১০০০ ঘ ০০১

৭৮.        এক কিলোগ্রামের এক হাজার ভাগের এক ভাগকে কী বলা হয়?     (উচ্চতর দক্ষতা)

                ক মেট্রিক টন     খ মিলিগ্রাম         গ কুইন্টাল           গ্রাম

৭৯.        এক ঘণ্টা সমান কত সেকেন্ড?    [যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]

                ক ৬০   খ ৩৬০  ৩৬০০              ঘ ৬৪০০

৮০.        এক ব্যক্তির ৩৫০০ কেজি চাল আছে তার চালের ওজন কত কুইন্টাল?

                ক ৩.৫   ৩৫     গ ৩৫০ ঘ ৩৫০০

৮১.        ভরের একক নির্ণয়ের দণ্ডটি কোথায় সংরক্ষতি আছে?     

                 ফ্রান্সে                চীনে

                গ আমেরিকায়  ঘ বাংলাদেশে

৮২.        আšত্মর্জাতিক পদ্ধতিতে ভরের একক কী?            

                ক গ্রাম   কেজি গ টন     ঘ কুইন্টাল

৮৩.       ভরের একক কোনটি?

                 কিলোগ্রাম                       কিলোমিটার

                গ কেলভিন         ঘ ক্যান্ডেলা

৮৪.        কত গ্রামে এক কিলোগ্রাম?          [শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি]

                ক ১০     খ ১০০   ১০০০ ঘ ১০,০০০

৮৫.       সংক্ষেপে কিলোগ্রামকে কী বলে?              (জ্ঞান)

                ক মিলিমিটার     কেজি

                গ সেমি                 কিলোমিটার

৮৬.       ১ মেট্রিক টন সমান কত কুইন্টাল?            (জ্ঞান)

                 ১০ কুইন্টাল     খ ২০ কুইন্টাল

                গ ১৫ কুইন্টাল   ঘ ২৫ কুইন্টাল

৮৭.        পৃথিবীর নিজ অক্ষকে কেন্দ্র করে একবার ঘুরতে যে সময় লাগে তাকে কী বলে?     (জ্ঞান)

                 ১ দিন খ ১ রাত                গ ১দিন ১ রাত    ঘ ২ দিন

৮৮.       কম ভরের জন্য ব্যবহৃত একক নিচের কোনটি?  (অনুধাবন)

                 গ্রাম   খ কুইন্টাল           গ কিলোগ্রাম      ঘ মেট্রিক টন

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর

৮৯.        ভরের একক হলো        

                র. কুইন্টাল          রর. মেট্রিক টন

                ররর. একর

                নিচের কোনটি সঠিক?

                 র ও রর              খ র ও ররর          গ রর ও ররর       ঘ র, রর ও ররর

৯০.        বেশি ভরের বস্তু পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করা হয়         (অনুধাবন)

                র. কুইন্টাল          রর. মেট্রিক টন 

                ররর. তোলা

                নিচের কোনটি সঠিক?

                ক র         র ও রর              গ র ও ররর          ঘ র, রর ও ররর

অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৯১ ও ৯২ নং প্রশ্নের উত্তর দাও :

রাতুল তার বড় আপুর ল্যাপটপের মাধ্যমে ইন্টারনেটে ফ্রান্স দেশটি সম্পর্কে জানতে গিয়ে সেখানকার এমন একটি অফিসের খোঁজ পেল যেখানে ওজন ও পরিমাপ নিয়ে কাজ করা হয়।

৯১.         উদ্দীপকের অফিসটি ফ্রান্সের কোথায় অবস্থিত? (প্রয়োগ)

                ক প্যারিসে           সাভ্রে গ মেলবোর্নে      ঘ লুভর

৯২.        উক্ত অফিসে   (উচ্চতর দক্ষতা)

                র. ভরের আদর্শ একক সংরক্ষতি আছে

                রর. পস্নাটিনাম-ইরিডিয়াম ধাতুর দণ্ড আছে

                ররর. সূর্যঘড়ি সংরক্ষতি আছে

                নিচের কোনটি সঠিক?

                 র         খ ররর   গ র ও রর             ঘ র, রর ও ররর

ন্ধ পাঠ ৮-৯ : দৈর্ঘ্য, ভর ও সময়ের পরিমাপ

সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর

৯৩.        সূর্যঘড়ির প্রধান উপকরণ কী?

                 সূর্য     খ চাঁদ    গ পানি ঘ বায়ু

৯৪.        ২০টি পঞ্চাশ পয়সার মুদ্রার নির্মিত উচ্চতা ২৫ মিলিমিটার। ১টি পঞ্চাশ পয়সার মুদ্রার পুরম্নত্ব কত হবে?     

                ক ২.৫ মিলিমিটার           ১.২৫ মিলিমিটার

                গ ০.৮ মিলিমিটার           ঘ ১.৫ মিলিমিটার

৯৫.        পয়সার পুরম্নত্বের একক কী?     

                ক মিটার                              সেন্টিমিটার

                 মিলিমিটার      ঘ ঘনমিটার

৯৬.       ২০টি ৫০ পয়সার মুদ্রা একটির উপর আরেকটি স্থাপন করলে মোট উচ্চতা হয় ০.০২ মিটার। একটি মুদ্রার পুরম্নত্ব কত?     

                ক ০.০১ মিটার    ০.০০১ মিটার

                গ ০.০০০১ মিটার             ঘ ০.১ মিটার

৯৭.        ভরের কোন এককটি সবচেয়ে ক্ষুদ্র?         (জ্ঞান)

                ক গ্রাম                  সেন্টিমিটার

                গ ডেসিগ্রাম                       মিলিগ্রাম

৯৮.        পরিমাপ পদ্ধতিতে বিভিন্ন মানের একক ব্যবহার করা হয় কেন?    (উচ্চতর দক্ষতা)

                ক ভগ্নাংশ বের করতে      অসুবিধা এড়াতে

                গ গুণিতক হিসাব করতে               ঘ সুবিধা বাড়াতে

৯৯.        মেট্রিক পদ্ধতিতে ভরের একককে কী বলে?          (জ্ঞান)

                ক গ্রাম   কিলোগ্রাম       গ পাউন্ড             ঘ মিলিগ্রাম

১০০.     দৈর্ঘ্য, ভর ও সময়ের একক কেমন একক?            (অনুধাবন)

                 মৌলিক একক               খ যৌগিক একক

                গ লব্ধ একক      ঘ সিজিএস একক

১০১.      কিলোগ্রাম এককের গুণিতক ও ভগ্নাংশ কেন ব্যবহার করা হয়?     (অনুধাবন)

                ক খুব কম ভর মাপার জন্য

                 খুব কম বা খুব বেশি ভর মাপার জন্য

                গ খুব বেশি ভর মাপার জন্য

                ঘ একককে মেট্রিক পদ্ধতিতে রূপ দেয়ার জন্য

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর

১০২.     এসআই পদ্ধতিতেÑ        (অনুধাবন)

                র. দৈর্ঘ্যরে একক মিটার

                রর. ভরের একক কিলোগ্রাম

                ররর. সময়ের একক সেকেন্ড

                নিচের কোনটি সঠিক?

                ক র ও রর            খ র ও ররর          গ রর ও ররর        র, রর ও ররর

১০৩.     দৈর্ঘ্যরে গুণিতক এককগুলো   (উচ্চতর দক্ষতা)

                র. মিলিমিটার ও সেন্টিমিটার

                রর. ডেসিমিটার ও মিটার

                ররর. মিলিগ্রাম ও সেন্টিগ্রাম

                নিচের কোনটি সঠিক?

                 র ও রর              খ র ও ররর          গ রর ও ররর       ঘ র, রর ও ররর

১০৪.     ভরের গুণিতক এককগুলো      (উচ্চতর দক্ষতা)

                র. ডেকামিটার ও হেক্টোমিটার

                রর. মিলিগ্রাম ও সেন্টিগ্রাম

                ররর. ডেসিগ্রাম ও গ্রাম

                নিচের কোনটি সঠিক?

                ক র ও রর            খ র ও ররর           রর ও ররর        ঘ র, রর ও ররর

ন্ধ পাঠ-১০ : ক্ষত্রেফল ও তার পরিমাপ

সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর

১০৫.     একটি টেবিলের দৈর্ঘ্য ৫ মিটার এবং প্রস্থ ২ মিটার হলে, টেবিলটির ক্ষত্রেফল কত? (প্রয়োগ)

                ক ১২ মিটার       খ ৭ বর্গমিটার

                 ১০ বর্গমিটার   ঘ ৫ বর্গমিটার

১০৬.     একটি ঘরের দৈর্ঘ্য ২০ মিটার, প্রস্থ ১০ মিটার হলে এর ক্ষত্রেফল কত হবে?               

                ক ২০০ মিটার    খ ০.২০০ মিলিমিটার

                 ২০০ বর্গমিটার               ঘ ০.২ সেন্টিমিটার

১০৭.     কোন একক থেকে ক্ষেত্রফলের একক গঠন করা হয়?      (জ্ঞান)

                 দৈর্ঘ্যরে একক খ ভরের একক

                গ সময়ের একক               ঘ আয়তনের একক

১০৮.     কোনো ক্ষেত্রের দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে গুণ করলে কী পাওয়া যাবে?   (জ্ঞান)

                ক আয়তন          খ ভর      ক্ষেত্রফল         ঘ ঘনত্ব

১০৯.     ১ বর্গমিটার কী? (অনুধাবন)

                ক ১ মিটার  ১ সেন্টিমিটার

                খ ১ সেন্টিমিটার  ১ সেন্টিমিটার

                গ ১ মিটার  ১ কিলোমিটার

                 ১ মিটার  ১ মিটার

১১০.      জায়গা জমি পরিমাপের ক্ষেত্রে কোন একক ব্যবহার করা হয়?      (অনুধাবন)

                 ক্ষেত্রফল         খ আয়তন           গ ঘনত্ব ঘ ভর

১১১.       কোনটি যৌগিক রাশি?   (জ্ঞান)

                 ক্ষেত্রফল         খ ভর     গ দৈর্ঘ্য ঘ সময়

১১২.      যে বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ১ মিটার তার ক্ষেত্রফল কত হবে?           (প্রয়োগ)

                ক ১ কিলোমিটার              খ ১ বর্গসেন্টিমিটার

                গ ১ মিটার             ১ বর্গমিটার

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর

১১৩.      ক্ষেত্রফলের একক-         (অনুধাবন)

                র. বর্গমিটার ও বর্গমাইল রর. বর্গফুট ও বর্গগজ

                ররর. বর্গটন ও বর্গগ্রাম

                নিচের কোনটি সঠিক?

                 র ও রর              খ র ও ররর          গ রর ও ররর       ঘ র, রর ও ররর

১১৪.      ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র (অনুধাবন)

                র. দৈর্ঘ্য  প্রস্থ  উচ্চতা রর. দৈর্ঘ্য  প্রস্থ

                ররর. ভর  আয়তন

                নিচের কোনটি সঠিক?

                ক র         রর      গ র ও রর             ঘ র ও ররর

অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর

নিচের অনুচ্ছেদটি পড় এবং ১১৫ ও ১১৬ নং প্রশ্নের উত্তর দাও :

দৈর্ঘ্যরে একক থেকে ক্ষেত্রফলের একক গঠন করা যায়। এ কারণে এ একককে যৌগিক একক বলা হয়।

১১৫.      প্রদত্ত যৌগিক রাশির একক কোনটি?       (প্রয়োগ)

                 বর্গমিটার          খ বর্গ টন             গ  বর্গ সিসি         ঘ মাইল

১১৬.     যৌগিক একক হলো      (উচ্চতর দক্ষতা)

                র. ক্ষেত্রফল ও আয়তনের একক               রর. ঘনত্ব ও আপেক্ষিক ঘনত্বের একক

                ররর. ভর ও দৈর্ঘ্যরে একক

                নিচের কোনটি সঠিক?

                ক র         র ও রর              গ র ও ররর          ঘ র, রর ও ররর

ন্ধ পাঠ-১১ : আয়তন ও তার পরিমাপ

সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর

১১৭.      কোনো বস্তু যে জায়গা দখল করে তাকে কী বলে? (জ্ঞান)

                 আয়তন            খ ওজন গ ভর    ঘ উচ্চতা

১১৮.      তরল পদার্থের আয়তন কোন এককে মাপা হয়?   (জ্ঞান)

                 লিটার খ এয়র  গ স্টেয়র              ঘ একর

১১৯.      একটি বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটিই ১ সেন্টিমিটার হলে বস্তুটির আয়তন কত?

                ক ১ বর্গ সেন্টিমিটার        ১ ঘন সেন্টিমিটার

                গ ৩ বর্গ সেন্টিমিটার       ঘ ৩ ঘন সেন্টিমিটার

১২০.     ১ লিটার = ?

                ক ১ সিসি             খ ১০ সিসি           গ ১০০ সিসি        ১০০০ সিসি

১২১.      কোন দুটি একক পরস্পর সমান?

                ক কুইন্টাল, মেট্রিক টন  খ ফারেনহাইট, সেলসিয়াস

                 সিসি, মিলিলিটার          ঘ সেকেন্ড, মিনিট

১২২.     আšত্মর্জাতিক পদ্ধতিতে আয়তনের একক নিচের কোনটি?            (অনুধাবন)

                ক মিটার               ঘনমিটার         গ বর্গমিটার        ঘ কিলোমিটার

১২৩.     ক্ষেত্রফলকে উচ্চতা দিয়ে গুণ করলে কী পাওয়া যায়?      (জ্ঞান)

                 আয়তন            খ ক্ষেত্রফল        গ ঘনকের একক              ঘ দৈর্ঘ্য

১২৪.     সিজিএস পদ্ধতিতে আয়তনের একক কী?             (অনুধাবন)

                ক ঘনমিটার        খ মিটার                ঘন সেন্টিমিটার             ঘ মিলিমিটার

১২৫.     উচ্চতা যত বাড়ে আয়তন তত কী হয়?    (উচ্চতর দক্ষতা)

                 বৃদ্ধি পায়          খ কমে  গ অপরিবর্তিত থাকে      ঘ হ্রাস পায়

১২৬.     দৈর্ঘ্য ১ মিটার, প্রস্থ ১ মিটার এবং উচ্চতা ১ মিটার বিশিষ্ট বস্তুর আয়তন কত হবে?   (প্রয়োগ)

                ক ১ বর্গমিটার    খ ১ মিটার

                 ১ ঘনমিটার      ঘ ১ ডেসিমিটার

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর

১২৭.      মাপচোঙের সাহায্যে আয়তন নির্ণয়ের সময় খেয়াল রাখতে হবে

                                                                (উচ্চতর দক্ষতা)

                র. মাপচোঙে দাগ কাটা আছে কিনা

                রর. পাথর খণ্ডটি ডুবানো হয়েছে কিনা

                ররর. মাপচোঙটি সমতল জায়গায় রাখা হয়েছে কিনা

                নিচের কোনটি সঠিক?

                ক র ও রর            খ র ও ররর          গ রর ও ররর        র, রর ও ররর

১২৮.     আয়তন বের করার সূত্র               (অনুধাবন)

                র. ক্ষেত্রফল  উচ্চতা    রর. দৈর্ঘ্য  প্রস্থ  উচ্চতা

                ররর. ভর  ঘনত্ব

                নিচের কোনটি সঠিক?

                ক র         র ও রর              গ র ও ররর          ঘ র, রর ও ররর

অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর

নিচের অনুচ্ছেদটি পড় এবং ১২৯ ও ১৩০ নং প্রশ্নের উত্তর দাও :

তোমার একটি পাঠ্যবইয়ের দৈর্ঘ্য ২৬ সেন্টিমিটার, প্রস্থ ২০ সেন্টিমিটার এবং উচ্চতা ২ সেন্টিমিটার। বইটিতে ৮০টি পৃষ্ঠা আছে।

১২৯.     বইটির আয়তন কত?      (প্রয়োগ)

                ক ৩২০০ ঘনমিটার         খ ১৬০০ ঘন সেন্টিমিটার

                 ১০৪০ ঘন সেন্টিমিটার               ঘ ১০৪০ বর্গ সেন্টিমিটার

১৩০.     বইটির পাতার পুরম্নত্ব কত হবে? (প্রয়োগ)

                 ০.০২৫ সেমি  খ ০.০২৫ বর্গসেমি

                গ ০.০২৫ ঘনসেমি          ঘ ০.২৫ সেমি

ন্ধ পাঠ-১২ : তরল পদার্থের আয়তন নির্ণয়

সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর

১৩১.      ডাক্তারি থার্মোমিটারে কোন মাপ দাগাঙ্কিত থাকে?              (অনুধাবন)

                ক ৯৮-১০০ ডিগ্রি ফারেনহাইট     ৯৪-১০৮ ডিগ্রি ফারেনহাইট

                গ ১০০-১০২ ডিগ্রি ফারেনহাইট  ঘ ৯৪-১০৮ ডিগ্রি সেলসিয়াস

১৩২.     ডাক্তারি থার্মোমিটারে কোন স্কেল ব্যবহৃত হয়?     (অনুধাবন)

                ক সেলসিয়াস     ফারেনহাইট

                গ সেন্টিগ্রেড                      কেলভিন

১৩৩.     তরল পদার্থের আয়তন মাপার জন্য কী ব্যবহার করা হয়? (জ্ঞান)

                ক ক্ষেত্রফল        মাপচোঙ         গ ঘনমিটার        ঘ ঘনলিটার

১৩৪.     জ্বর কোন এককে পরিমাপ করা হয়?      

                ক ডিগ্রি                সেলসিয়াস       

                 ফারেনহাইট                      সেন্টিগ্রেড

১৩৫.     তাপমাত্রা পরিমাপের আšত্মর্জাতিক একক কী?  

                                [খুলনা জিলা স্কুল; চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়]

                ক সেলসিয়াস    খ ফারেনহাইট

                 কেলভিন                          ডিগ্রি

১৩৬.     থার্মোমিটার কী?               (জ্ঞান)

                 তাপমাত্রা মাপার যন্ত্র   খ উচ্চতা মাপার যন্ত্র

                গ ওজন মাপার যন্ত্র          ঘ আয়তন মাপার যন্ত্র

১৩৭.     থার্মোমিটারের ভেতর কী ব্যবহার করা হয়?            (জ্ঞান)

                 পারদ খ পানি  গ লবণ পানি       ঘ অ্যালকোহল

বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর

১৩৮.     পারদ ব্যবহৃত হয়          (অনুধাবন)

                র. থার্মোমিটারে রর. মাপচোঙে 

                ররর. আয়তন মাপক যন্ত্রে

                নিচের কোনটি সঠিক?

                 র         খ রর      গ ররর  ঘ র, রর ও ররর

অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর

নিচের অনুচ্ছেদটি পড় এবং ১৩৯ ও ১৪০ নং প্রশ্নের উত্তর দাও :

তাওহীদ ১২ বছরের বালক। বিকালে স্কুল থেকে ফেরার পথে বৃষ্টিতে ভিজে ঠাণ্ডা জ্বর হয়। এ নিয়ে তার বাবা-মা চিšিত্মত।

১৩৯.     তাওহীদের বাবা-মা তার জ্বর কী দিয়ে মাপতে পারবে?        (প্রয়োগ)

                 থার্মোমিটার                    খ মাপচোঙ

                গ বাটখারা                           ঘ আয়তন মাপক

১৪০.     জ্বর পরীক্ষা করার জন্য তাওহীদ থার্মোমিটার কোথায় ব্যবহার করবে?        (প্রয়োগ)

                র. হাতের নিচে

                রর. জিহ্বার নিচে               

                ররর. হাতের তালুতে

                নিচের কোনটি সঠিক?

                 র ও রর              খ র ও ররর          গ রর ও ররর       ঘ র, রর ও ররর

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *