37th BCS Preliminary Exam Question and  Solution

৩৭ তম বিসিএস পরিক্ষা- প্রিলিমিনারি প্রশ্ন

কোনটি বাগধারা বোঝায় ?

(ক) চৈত্র সংক্রান্তি

(খ) পৌষ সংক্রান্তি

(গ) শিব-সংক্রান্তি

(ঘ) শিরে সংক্রান্তি

উত্তরঃ ঘ। শিরে সংক্রান্তি

কোনটি মৌলিক শব্দ ?

(ক) মানব

(খ) গোলাপ

(গ) একান্ক

(ঘ) ধাতব

উত্তরঃ খ। গোলাপ

বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি . মুহম্মদ শহীদুল্লাহ্র লেখা ?

(ক) বঙ্গভাষা ও সাহিত্য

(খ) বাংলা সাহিত্যের কথা

(গ) বাংলা সাহিত্যের ইতিবৃত্ত

(ঘ) বাঙ্গালা সাহিত্যের ইতিহাস

উত্তরঃ খ। বাংলা সাহিত্যের কথা

ভাষা আন্দোলনভিত্তিক প্রথম প্রত্রিকার সম্পাদকের নাম কী ?

(ক) মুনীর চৌধুরী

(খ) শামসুর রহমান

(গ) হাসান হাফিজুর রহমান

(ঘ) গাজীউল হক

উত্তরঃ গ। হাসান হাফিজুর রহমান

নিচের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ ?

(ক) নিক্কণ, সূচগ্র, অনুর্ধ্ব

(খ) ভূরিভূরি, ভূঁড়িওয়ালা, মাতৃব্ষসা

(গ) অনূর্বর, ঊর্ধ্বগামী, শুদ্ধ্যশুদ্ধি

(ঘ) রানি, বিকিরণ, দুরতিক্রম্য

উত্তরঃ ক। নিক্কণ, সূচগ্র, অনুর্ধ্ব

বাংলাদেশে গ্রাম থিয়েটারে প্রবর্তক কে?

(ক) মমতাজ উদদীন আহমদ

(খ) আব্দুল্লাহ আল মামুন

(গ) রামেন্দু মজুমদার

(ঘ) সেলিম আল দীন

উত্তরঃ ঘ। সেলিম আল দীন

সমভিব্যাহারে শব্দটির অর্থ কী ?

(ক) একযোগে

(খ) সমান ব্যবহারে

(গ) সম ভাবনায়

(ঘ) একাগ্রতায়

উত্তরঃ ক। একযোগে

শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কী রস বলে ?

(ক) ভাবরস

(খ) প্রেমরস

(গ) মধুর রস

(ঘ) লীলারস

উত্তরঃ গ। মধুর রস

. মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কী ?

(ক) Buddhist Mystic Songs

(খ) চর্যাগীতিকা

(গ) চর্যাগীতিকোষ

(ঘ) হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা

উত্তরঃ ক। Buddhist Mystic Songs

১০পূর্ববঙ্গ গীতিকা লোকপালাসমূহের সংগ্রাহক কে ?

(ক) চন্দ্রকুমার দে

(খ) হরপ্রসাদ শাস্ত্রী

(গ) দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার

(ঘ) দীনেশচন্দ্র সেন

উত্তরঃ ক। চন্দ্রকুমার দে

১১চর্যাচর্যবিনিশ্চয়এর অর্থ কী ?

(ক) কোনটি আচরনীয়, আর কোনটি নয়

(খ) কোনটি চর্যাগান, আর কোনটি নয়

(গ) কোনটি চরাচরের, আর কোনটি নয়

(ঘ) কোনটি আচার্যের, আর কোনটি নয়

উত্তরঃ ক। কোনটি আচরনীয়, আর কোনটি নয়

১২গোরক্ষ বিজয় কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা ?

(ক) শৈবধর্ম

(খ) বৌদ্ধ সহজযান

(গ) নাথধর্ম

(ঘ) কোনটি নয়

উত্তরঃ গ। নাথধর্ম

১৩শাক্ত পদাবলির জন্য বিখ্যাত

(ক) রামনিধি গুপ্ত

(খ) দাশরথি রায়

(গ) রামপ্রসাদ সেন

(ঘ) এ্যান্টনি ফিরিঙ্গি

উত্তরঃ গ। রামপ্রসাদ সেন

১৪অলৌকিক ইস্টিমার গ্রন্থের রচয়িতা কে ?

(ক) হেলাল হাফিজ

(খ) আসাদ চৌধুরী

(গ) রফিক আজাদ

(ঘ) হুমায়ুন আজাদ

উত্তরঃ ঘ। হুমায়ুন আজাদ

১৫‘Custom’ শব্দের পরিভাষা কোনটি যথার্থ ?

(ক) প্রথা

(খ) আইন

(গ) শুল্ক

(ঘ) রাজস্বনীতি

উত্তরঃ ক। প্রথা

১৬কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় কালাপাহাড়কে স্মরণ করেছেন কেন ?

(ক) ব্রাহ্মনযুগে নব মুসলিম ছিলেন বলে

(খ) প্রাচীন বাংলার বিদ্রোহী ছিলেন বলে

(গ) প্রচলিত ধর্ম ও সংস্কার-বিদ্বেষী ছিলেন বলে

(ঘ) ইসলামের গুণকীর্তন করেছিলেন

উত্তরঃ গ। প্রচলিত ধর্ম ও সংস্কার-বিদ্বেষী ছিলেন বলে

১৭প্রদীপ নিবিয়া গেল !- বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের ?

(ক) বঙ্কিমচন্দ্রের ‘বিষবৃক্ষ’

(খ) বঙ্কিমচন্দ্রের ‘কপালকুন্ডলা’

(গ) রবীন্দ্রনাথের ‘যোগাযোগ

(ঘ) রবীন্দ্রনাথের ‘চোখের বালি’

উত্তরঃ খ। বঙ্কিমচন্দ্রের ‘কপালকুন্ডলা’

১৮মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে কার উক্তি ?

(ক) কাজী নজরুল ইসলামের

(খ) ইসমাইল হোসেন সিরাজীর

(গ) রবীন্দ্রনাথ ঠাকুরের

(ঘ) মীর মশাররফ হোসেনের

উত্তরঃ ঘ। মীর মশাররফ হোসেনের

১৯বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণধ্বনি ?

(ক) প্রথম ও দ্বিতীয় বর্ণ

(খ) তৃতীয় বর্ণ

(গ) দ্বিতীয় ও তৃতীয় বর্ণ

(ঘ) দ্বিতীয় ও চতুর্থ বর্ণ

উত্তরঃ ঘ। দ্বিতীয় ও চতুর্থ বর্ণ

২০কদাকার শব্দটি কোন উপসর্গযোগে গঠিত ?

(ক) বিদেশি উপসর্গযোগে

(খ) দেশি উপসর্গযোগে

(গ) সংস্কৃত উপসর্গযোগে

(ঘ) কোনটি নয়

উত্তরঃ খ। দেশি উপসর্গযোগে

২১মুক্তাক্ষর একমাত্রা এবং বদ্ধাক্ষরও এক মাত্রা গণনা করা হয় কোন ছন্দে ?

(ক) মাত্রাবৃত্ত

(খ) অক্ষরবৃত্ত

(গ) মুক্তক

(ঘ) স্বরবৃত্ত

উত্তরঃ ঘ। স্বরবৃত্ত

২২নিচের কোনটি অশুদ্ধ ?

(ক) দোষী-নির্দোষী

(খ) অহিংস-সহিংস

(গ) প্রসন্ন-বিষণ্ন

(ঘ) নিষ্পাপ-পাপিনী

উত্তরঃ ক। দোষী-নির্দোষী

২৩কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী ?

(ক) দীনেশ রঞ্জন দাশ

(খ) বুদ্ধদেব বসু

(গ) সজনীকান্ত দাস

(ঘ) প্রেমেন্দ্র মিত্র

উত্তরঃ ক। দীনেশ রঞ্জন দাশ

২৪।  আমি কথা, ব্যথা, সুখব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি রবীন্দ্রনাথের গানে নিছনি কী অর্থে ব্যবহৃত হয়েছে ?

(ক) অপনোদন অর্থে

(খ) পূজা অর্থে

(গ) বিলানো অর্থে

(ঘ) উপহার অর্থে

উত্তরঃ খ। পূজা অর্থে

২৫ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম কে বলেছেন ?

(ক) কাজী আব্দুল ওদুদ

(খ) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী

(গ) প্রমথ চৌধুরী

(ঘ) মোহাহের হোসেন চৌধুরী

উত্তরঃ ঘ। মোহাহের হোসেন চৌধুরী

২৬কোন বাক্যটি শুদ্ধ ?

(ক) আপনি স্বপরিবারে আমন্ত্রিত ।

(খ) তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম ।

(গ) তোমার পরশ্রীকাতরতায় আমি মুগ্ধ ।

(ঘ) সেদিন থেকে তিনি সেখানে আর যায় না ।

উত্তরঃ খ। তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম ।

২৭Ode কী ?

(ক) শোককবিতা

(খ) কোরাসগান

(গ) খন্ড কবিতা

(ঘ) পত্রকাব্য

উত্তরঃ খ। কোরাসগান

২৮মুহম্মদ আবদুল হাই রচিত ধ্বনি বিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কী ?

(ক) বাংলা ধ্বনিবিজ্ঞান

(খ) ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব

(গ) ধ্বনিবিজ্ঞানের কথা

(ঘ) আধুনিক বাংলা ধ্বনিবিজ্ঞান

উত্তরঃ খ। ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব

২৯জলেস্থলে কী সমাস ?

(ক) অলুক দ্বন্দ্ব

(খ) সমার্থক দ্বন্দ্ব

(গ) বিপরীতার্থক দ্বন্দ্ব

(ঘ) একশেষ দ্বন্দ্ব

উত্তরঃ ক। অলুক দ্বন্দ্ব

৩০ কোন ধরনের স্বরধ্বনি ?

(ক) তালব্য স্বরধ্বনি

(খ) মিলিত স্বরধ্বনি

(গ) যৌগিক স্বরধ্বনি

(ঘ) কোনটি নয়

উত্তরঃ গ। যৌগিক স্বরধ্বনি

৩১বিস্ময়াপন্ন সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি ?

(ক) বিস্ময়কে আপন্ন

(খ) বিস্ময়ে আপন্ন

(গ) বিস্ময় দ্বারা আপন্ন

(ঘ) বিস্ময়ে যে আপন্ন

উত্তরঃ ক। বিস্ময়কে আপন্ন

৩২কবি কায়কোবাদ রচিত মহাশ্মশান কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল

(ক) পলাশীর যু্দ্ধ

(খ) ছিয়াত্তরের মন্বন্তর

(গ) ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ

(ঘ) তৃতীয় পানিপথের যুদ্ধ

উত্তরঃ ঘ। তৃতীয় পানিপথের যুদ্ধ

৩৩সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি ?

(ক) রহু চন্ডালের হাড়

(খ) কৈবর্ত খন্ড

(গ) অলীক মানুষ

(ঘ) ফুল বউ

উত্তরঃ গ। অলীক মানুষ

৩৪রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলী কাব্য প্রকাশিত হয় কত সনে ?

(ক) ১৯১১

(খ) ১৯১২

(গ) ১৯১০

(ঘ) ১৯১৩

উত্তরঃ গ। ১৯১০

৩৫আসাদের শার্ট কবিতার লেখক কে ?

(ক) আল মাহমুদ

(খ) আব্দুল মান্নান সৈয়দ

(গ) শামসুর রাহমান

(ঘ) অমিয় চক্রবর্তী

উত্তরঃ গ। শামসুর রাহমান

৩৬Which of the following words is in singular form ?

(ক) formulae

(খ) agenda

(গ) oases

(ঘ) radius

উত্তরঃ ঘ। radius

৩৭Choose the correct sentence:

(ক) All of it depend on you

(খ) All of it are depending on you

(গ) All of it are depended on you

(ঘ) All of it depends on you

উত্তরঃ ঘ। All of it depends on you

৩৮“A rolling stone gathers no moss” The complex form of the sentence is-

(ক) Since a stone is rolling, it gathers no moss.

(খ) Though a stone rolls, it gathers no moss.

(গ) A stone that rolls gathers no moss.

(ঘ) A stone what rolls gathers no moss.

উত্তরঃ গ। A stone that rolls gathers no moss.

৩৯A chart was appended to the report. Here ‘appended’ means-

(ক) changed

(খ) joined

(গ) removed

(ঘ) shortened

উত্তরঃ খ। joined

৪০The mother sat vigilantly beside the sick baby. Here ‘vigilantly’ is –

(ক) A noun

(খ) An adjective

(গ) An adverb

(ঘ) none of the three

উত্তরঃ গ। An adverb

৪১The new offer of job was alluring . Here ‘alluring’ means-

(ক) tempting

(খ) unexpected

(গ) disappointing

(ঘ) ordinary

উত্তরঃ ক। tempting

৪২“who planted this tree here ?” The correct passive voice of this sentence is-

(ক) By whom was this tree planted here ?

(খ) Who the tree had been planted hereby ?

(গ) The tree was planted here by whom ?

(ঘ) By whom had the tree been planted here ?

উত্তরঃ ক। By whom was this tree planted here ?

৪৩Frailty the name is women. Here ‘Frailty’ is :

(ক) An adjective

(খ) A verb

(গ) An adverb

(ঘ) A noun

উত্তরঃ ঘ। A noun

৪৪Education is enlightening. Here ‘enlightening’ is :

(ক) A gerund

(খ) An infinitive

(গ) A particople

(ঘ) A finite verb

উত্তরঃ গ। A particople

৪৫Choose the appropriate prepositions in the blank of the following sentence :
The family doesn’t feel ____ going outing this season.

(ক) like

(খ) on

(গ) in

(ঘ) of

উত্তরঃ ক। like

৪৬Fill in the blank with appropriate use of tense “
I couldn’t mend the computer myself, so I ____ at a shop.

(ক) had it mend

(খ) had it mended

(গ) had mended

(ঘ) did it mend

উত্তরঃ খ। had it mended

৪৭Use the appropriate article-
I saw ____ one-eyed man when I was walking on the road.

(ক) an

(খ) A

(গ) the

(ঘ) No article is needed

উত্তরঃ খ। A

৪৮The word ‘omnivorous’ means :

(ক) eating only

(খ) eating only meat

(গ) eating all types of food

(ঘ) eating grass and plants only

উত্তরঃ গ। eating all types of food

৪৯Complete the following sentence choosing the appropriate option :
It’s raining cats and dogs, so-

(ক) Make sure you take an umbrella.

(খ) Watch out for falling animals.

(গ) Keep your pets inside.

(ঘ) Keep the windows open.

উত্তরঃ ক। Make sure you take an umbrella.

৫০The phrase ‘Achilles heel’ means :

(ক) A strong point

(খ) A permanent solution

(গ) A weak point

(ঘ) A serious idea

উত্তরঃ গ। A weak point

৫১He worked with all sincerity. The underlined phrase is-

(ক) A noun phrase

(খ) An Adverbial phrase

(গ) An adjective phrase

(ঘ) An infinitive phrase

উত্তরঃ খ। An Adverbial phrase

৫২This is the book I lost. Here ‘I lost’ is-

(ক) A noun clause

(খ) An Adjective clause

(গ) An adverbial clause

(ঘ) None of the three

উত্তরঃ খ। An Adjective clause

৫৩Which do you think is the nearest in meaning to ‘proviso’ :

(ক) stipulation

(খ) sanction

(গ) substitute

(ঘ) directive

উত্তরঃ ক। stipulation

৫৪Cassandra is a night owl, so she doesn’t usually get up until about :

(ক) 7 am

(খ) 11 pm

(গ) 11 am

(ঘ) 7 pm

উত্তরঃ গ। 11 am

৫৫Select the word that is the most closely opposite in meaning to the capitalized word : DELETERIOUS

(ক) toxic

(খ) spurious

(গ) lethal

(ঘ) harmless

উত্তরঃ ঘ। harmless

৫৬“Gerontion” is a poem by-

(ক) W. B. Yeats

(খ) Mathew Arnold

(গ) Robert Browning

(ঘ) T. S. Eliot

উত্তরঃ ঘ। T. S. Eliot

৫৭Fill in the blank. ‘_____’ is Shakespeare’s last play.

(ক) As you like it

(খ) Macbeth

(গ) Tempest

(ঘ) Othello

উত্তরঃ গ। Tempest

৫৮Who has written the peom “Elegy Written in a Country Churcyard” ?

(ক) Robert Frost

(খ) P. B. Shelley

(গ) Y. B. Yeats

(ঘ) Thomas Gray

উত্তরঃ ঘ। Thomas Gray

৫৯Who has written the play ‘Volpone’ ?

(ক) John Webster

(খ) Ben Jonson

(গ) Christopher Marlowe

(ঘ) William Shakespeare

উত্তরঃ গ। Christopher Marlowe

৬০Shakespeare composed much of his plays in what sort of verse ?

(ক) Alliterative verse

(খ) Sonnet form

(গ) Lambic pentameter

(ঘ) Daetylic Haxameter

উত্তরঃ ক। Alliterative verse

৬১The repetition of beginning consonant sound is known as –

(ক) Alliteration

(খ) personification

(গ) onomatopoeia

(ঘ) rhyme

উত্তরঃ খ। personification

৬২Which of the following is not a poetic tradition ?

(ক) The Epic

(খ) The Comic

(গ) The Occult

(ঘ) The Tragic

উত্তরঃ খ। The Comic

৬৩What is a funny poem of five lines called ?

(ক) Limerick

(খ) Quartet

(গ) Sixtet

(ঘ) Haiku

উত্তরঃ ক। Limerick

৬৪Who wrote “Biographia Literaria” ?

(ক) Lord Byron

(খ) S. T. Coleridge

(গ) P.B. Shelley

(ঘ) Charles Lamb

উত্তরঃ খ। S. T. Coleridge

৬৫Robert Browning was a ____ poet. Fill in the gap with appropriate word.

(ক) Romantic

(খ) Modern

(গ) Victorian

(ঘ) Elizathan

উত্তরঃ গ। Victorian

৬৬Othello gave Desdemona _____ as a token of love.

(ক) Handkerchief

(খ) Ring

(গ) Pendant

(ঘ) Bangles

উত্তরঃ ক। Handkerchief

৬৭P. B. Shelley’s ‘Adonais’ is an elegy on the death of-

(ক) John Milton

(খ) S. T. Coleridge

(গ) Lord Byron

(ঘ) John Keats

উত্তরঃ ঘ। John Keats

৬৮The comparison of unlike things using the words like on as is known to be-

(ক) metaphor

(খ) simile

(গ) alliteration

(ঘ) personification

উত্তরঃ খ। simile

৬৯‘Restoration period’ in English literature refers to –

(ক) 1560

(খ) 1660

(গ) 1760

(ঘ) 1866

উত্তরঃ খ। 1660

৭০‘The Sun Also Rises’ is a novel written by –

(ক) Earnest Hemingway

(খ) Charles Dickens

(গ) Hermanne Melville

(ঘ) Thomas Hardy

উত্তরঃ ক। Earnest Hemingway

৭১পূর্ববঙ্গ আসাম প্রদেশ গঠনকালে বৃটিশ ভারতের গভর্ণর জেনারেল ভাইসরয় ছিলেন

(ক) লর্ড কার্জন

(খ) লর্ড রিপন

(গ) লর্ড মিন্টো

(ঘ) লর্ড হার্ডিঞ্জ

উত্তরঃ ক। লর্ড কার্জন

৭২১৯৫৪ সালে পূর্ব পাকিস্তান প্রাদেদিশ পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল

(ক) ধানের শীষ

(খ) লাঙ্গল

(গ) বাইসাইকেল

(ঘ) নৌকা

উত্তরঃ ঘ। নৌকা

৭৩ঐতিহাসিক দফাকে কিসের সাথে তুলনা করা হয় ?

(ক) বিল অব রাইটস

(খ) পিটিশন অব রাইটস

(গ) মুখ্য আইন

(ঘ) ম্যাগনাকার্টা

উত্তরঃ ঘ। ম্যাগনাকার্টা

৭৪বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব কে?

(ক) নবাব সিরাজউদ্দৌলা

(খ) ইলিয়াস শাহ

(গ) মুর্শিদ কুলী খান

(ঘ) আলাউদ্দিন হুসেন শাহ

উত্তরঃ গ। মুর্শিদ কুলী খান

৭৫আলুর একটি জাত

(ক) রূপালী

(খ) ড্রামহেড

(গ) ডায়মন্ড

(ঘ) ব্রিশাইল

উত্তরঃ গ। ডায়মন্ড

৭৬বাংলাদেশে সবচেয়ে বেশী উৎপাদিত হয়

(ক) বোরো ধান

(খ) আউশ ধান

(গ) আমন ধান

(ঘ) ইরি ধান

উত্তরঃ ক। বোরো ধান

৭৭প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান

(ক) BARI

(খ) BADC

(গ) BRRI

(ঘ) BINA

উত্তরঃ খ। BADC

৭৮২০১১ সালের আদমশুমারী অনুযায়ী বাংলাদেশে নারীপুরুষের অনুপাত

(ক) ১০০ : ১০৬

(খ) ১০০: ১০০.৬

(গ) ১০০:১০০.৩

(ঘ) ১০০:১০০

উত্তরঃ গ। ১০০:১০০.৩

৭৯সরকারী হিসেব মতে বাংলাদেশীদের গড় আয়ু

(ক) ৭০.৮ বছর

(খ) ৬৫.৪ বছর

(গ) ৬৭.৫ বছর

(ঘ) ৭৩.৭ বছর

উত্তরঃ ক। ৭০.৮ বছর

৮০যে জেলায় হাজংদের বসবাস নেই

(ক) শেরপুর

(খ) ময়মনসিংহ

(গ) নেত্রকোণা

(ঘ) সিলেট

উত্তরঃ ঘ। সিলেট

৮১২০১১ সালের আদমশুমারী অনুযায়ী বাংলাদেশে Household প্রতি জনসংখ্যা

(ক) ৫.৫ জন

(খ) ৫.০ জন

(গ) ৫.৪ জন

(ঘ) ৪.৪ জন

উত্তরঃ ঘ। ৪.৪ জন

৮২যে বিভাগে স্বাক্ষরতার হার সর্বাধিক

(ক) ঢাকা বিভাগ

(খ) রাজশাহী বিভাগ

(গ) খুলনা বিভাগ

(ঘ) বরিশাল বিভাগ

উত্তরঃ ঘ। বরিশাল বিভাগ

৮৩২০১৫২০১৬ অর্থ বছরে অর্জিত বাংলাদেশের অর্জিত অর্থনৈতিক প্রবৃদ্ধির হার

(ক) ৬.৮৫%

(খ) ৭.০৫%

(গ) ৬.৯৭%

(ঘ) ৭.০০%

উত্তরঃ খ। ৭.০৫%

৮৪বাংলাদেশে তৈরি জাহাজ স্টেলা মেরিস রপ্তানি হয়েছে

(ক) ফিনল্যান্ডে

(খ) সুইডেনে

(গ) নরওয়েতে

(ঘ) ডেনমার্কে

উত্তরঃ ঘ। ডেনমার্কে

৮৫বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দর

(ক) ডাউকি

(খ) পেট্রাপোল

(গ) কৃষ্ণনগর

(ঘ) মোহাদিপুর

উত্তরঃ খ। পেট্রাপোল

৮৬বাংলাদেশে সরকারি EPZ সংখ্যা

(ক) ৬ টি

(খ) ১২ টি

(গ) ৮ টি

(ঘ) ১০ টি

উত্তরঃ গ। ৮ টি

৮৭বাংলাদেশে সবচেয়ে বেশী রপ্তানী করে

(ক) চীন

(খ) ভারত

(গ) যুক্তরাজ্য

(ঘ) থাইল্যান্ড

উত্তরঃ ক। চীন

৮৮বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে

(ক) ব্র্যাক ব্যাংক

(খ) ডাচ-বাংলা ব্যাংক

(গ) এবি ব্যাংক

(ঘ) সোনালী ব্যাংক

উত্তরঃ খ। ডাচ-বাংলা ব্যাংক

৮৯ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীন

(ক) বাণিজ্য মন্ত্রণালয়

(খ) পরিকল্পনা মন্ত্রণালয়

(গ) অর্থ মন্ত্রণালয়

(ঘ) শিল্প মন্ত্রণালয়

উত্তরঃ ক। বাণিজ্য মন্ত্রণালয়

৯০বাংলাদেশে কোন জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু হয় ?

(ক) প্রথম

(খ) দ্বিতীয়

(গ) অষ্টম

(ঘ) সপ্তম

উত্তরঃ ঘ। সপ্তম

৯১মাত্র টি সংসদীয় আসন

(ক) লক্ষ্মীপুর জেলায়

(খ) মেহেরপুর জেলায়

(গ) রাঙ্গামাটি জেলায়

(ঘ) ঝালকাঠী জেলায়

উত্তরঃ গ। রাঙ্গামাটি জেলায়

৯২বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত ধীরে বহে মেঘনা চলচ্চিত্রের নির্মাতা কে?

(ক) খান আতাউর রহমান

(খ) আলমগীর কবির

(গ) হুমায়ুন আহমেদ

(ঘ) সুভাষ দত্ত

উত্তরঃ খ। আলমগীর কবির

৯৩জাতীয় সংসদে কাউন্টিং ভোট কি?

(ক) স্পীকারের ভোট

(খ) সংসদ নেতার ভোট

(গ) হুইপের ভোট

(ঘ) রাষ্ট্রপতির ভোট

উত্তরঃ ক। স্পীকারের ভোট

৯৪NILG এর পূর্ণরূপ

(ক) National Information Legal Guide

(খ) National Identity Licence Guide

(গ) National Institute of Local Government

(ঘ) National Industrial League Group

উত্তরঃ গ। National Institute of Local Government

৯৫বাংলাদেশের সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা

(ক) ২৭

(খ) ২৮

(গ) ২৬

(ঘ) ৩১

উত্তরঃ গ। ২৬

৯৬সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে

(ক) ১৩০

(খ) ১৩৭

(গ) ১৩১

(ঘ) ১৪০

উত্তরঃ খ। ১৩৭

৯৭অবস্থান অনুশারে বাংলাদেশের টারশিয়ারী পাহাড়কে কত ভাগে ভাগ করা হয়?

(ক) ৫ ভাগে

(খ) ২ ভাগে

(গ) ৪ ভাগে

(ঘ) ৮ ভাগে

উত্তরঃ খ। ২ ভাগে

৯৮বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি ?

(ক) মালদ্বীপ

(খ) ইন্দোনেশিয়া

(গ) মালয়েশিয়া

(ঘ) সেনেগাল

উত্তরঃ ঘ। সেনেগাল

৯৯বাংলাদেশে মর্যাদা অনুসারে ৩য় বীরত্বসূচক খেতাব

(ক) বীরশেষ্ঠ

(খ) বীর প্রতীক

(গ) বীর বিক্রম

(ঘ) বীর উত্তম

উত্তরঃ গ। বীর বিক্রম

১০০ক্রিকেটে বাংলাদেশ টেস্ট মর্যাদা পায়

(ক) ২০০০ সালে

(খ) ১৯৯৯ সালে

(গ) ১৯৯৮ সালে

(ঘ) ২০০১ সালে

উত্তরঃ ক। ২০০০ সালে

১০১কালাপানি কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখন্ড?

(ক) বাংলাদেশ ও ভারত

(খ) ভারত ও নেপাল

(গ) পাকিস্তান ও চীন

(ঘ) ভুটান ও ভারত

উত্তরঃ খ। ভারত ও নেপাল

১০২সলোমনদ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত?

(ক) প্রশান্ত মহাসাগর

(খ) ভারত মহাসাগর

(গ) আটলান্টিক মহাসাগর

(ঘ) আর্কটিক মহাসাগর

উত্তরঃ ক। প্রশান্ত মহাসাগর

১০৩চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম কি?

(ক) তুর্কমেন

(খ) তাজিক

(গ) উইঘুর

(ঘ) কাজাখ

উত্তরঃ গ। উইঘুর

১০৪২০১৬ ভারত Google- কে নিচের কোন প্রোগ্রামের জন্য ছবি তোলা বিরত করে?

(ক) Google Earth

(খ) Road Image

(গ) Google Map

(ঘ) Street View

উত্তরঃ ঘ। Street View

১০৫।  সংবিধান অনুযায়ী মিয়ানমারের সংসদে কত শতাংশ আসন অনির্বাচিত সামরিক বাহিনীর সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে?

(ক) ২৫%

(খ) ৩৫%

(গ) ৪৫%

(ঘ) ৫৫%

উত্তরঃ ক। ২৫%

১০৬নিম্নের কোনটি গ্রীন হাউজ গ্যাস নয়?

(ক) নাইট্রাস অক্সাইড

(খ) অক্সিজেন

(গ) কার্বন ডাই-অক্সাইড

(ঘ) মিথেন

উত্তরঃ খ। অক্সিজেন

১০৭।  জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা (UNEP) জলবায়ু বিষয়ক সংস্থা (WMO) এর মিলিত উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে

(ক) Green Peace

(খ) COP 21

(গ) IPCC

(ঘ) Sierra Club

উত্তরঃ গ। IPCC

১০৮World Development Report নিম্নের কোন সংস্থাটির বার্ষিক প্রকাশনা?

(ক) World Bank

(খ) IMF

(গ) UNDP

(ঘ) BRICS

উত্তরঃ গ। UNDP

১০৯IMF এর সদর দপ্তর অবস্থিত

(ক) নিউইয়র্ক

(খ) ওয়াশিংটন ডিসি

(গ) রোম

(ঘ) জেনেভা

উত্তরঃ খ। ওয়াশিংটন ডিসি

১১০বিশ্বব্যাংক সংশ্লিষ্ট কোন সংস্থাটি স্বল্প আয়ের উন্নয়নশীল দেশে বেসরকারী খাতে আর্থিক সহায়তা উপদেশ দিয়ে থাকে?

(ক) MIGA

(খ) IBRD

(গ) IFC

(ঘ) ICSID

উত্তরঃ গ। IFC

১১১সামন্তবাদ কোন ইউরোপীয় দেশে প্রথম সূত্রপাত হয়?

(ক) ইংল্যান্ড

(খ) ইতালি

(গ) ফ্রান্স

(ঘ) রাশিয়া

উত্তরঃ খ। ইতালি

১১২জাতিসংঘের স্থায়ী সদস্য

(ক) ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, বৃটেন, চীন

(খ) জাপান, জার্মানী, ফ্রান্স, বৃটেন, কানাডা, যুক্তরাষ্ট্র

(গ) যুক্তরাষ্ট্র, জার্মানী, বৃটেন, ব্রাজিল, চীন, নাইজেরিয়া

(ঘ) উত্তর কোরিয়া, পাকিস্তান, ভারত, ইসরায়েল, চীন

উত্তরঃ ক। ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, বৃটেন, চীন

১১৩‘Law of the Sea Convention’ অনুযায়ী উপকূল থেকে কত দূরত্ব পর্যন্ত Exclusive Economic Zone হিসেবে গণ্য?

(ক) ২২ নটিক্যাল মাইল

(খ) ৪৪ নটিক্যাল মাইল

(গ) ৩৭০ নট

(ঘ) ২০০ নটিক্যাল মাইল

উত্তরঃ ঘ। ২০০ নটিক্যাল মাইল

১১৪২০১৬ সালে কার্যকর ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি যা Joint Comprehensive Plan of Action নামে পরিচিত তা সই হয়

(ক) ১৪ জুলাই ২০১৫

(খ) ২ এপ্রিল ২০১৫

(গ) ২৪ সেপ্টেম্বর ২০১৪

(ঘ) ১০ ডিসেম্বর ২০১৩

উত্তরঃ ক। ১৪ জুলাই ২০১৫

১১৫গ্রীন পীস যাত্রা শুরু করে

(ক) ১৯৪৫

(খ) ২০১১

(গ) ২০১৩

(ঘ) ১৯৭১

উত্তরঃ ঘ। ১৯৭১

১১৬‘Black Lives Matter’ কী ?

(ক) একটি গ্রন্থের নাম

(খ) বর্ণবাদ বিরোধী আন্দোলন

(গ) একটি পানীয়

(ঘ) একটি NGO

উত্তরঃ খ। বর্ণবাদ বিরোধী আন্দোলন

১১৭মাথাপিছু গ্রীন হাউজ গ্যাস উদগীরণে সবচেয়ে বেশী দায়ী নিচের কোন দেশটি?

(ক) রাশিয়া

(খ) ইরান

(গ) যুক্তরাষ্ট্র

(ঘ) জার্মানী

উত্তরঃ গ। যুক্তরাষ্ট্র

১১৮কোনটি নিরস্ত্রীকরণের সঙ্গে সম্পৃক্ত নয়?

(ক) SALT

(খ) NPT

(গ) CTBT

(ঘ) NATO

উত্তরঃ ঘ। NATO

১১৯BRICS এর সদর দপ্তর কোথায়?

(ক) সাংহাই

(খ) মস্কো

(গ) প্রিটোরিয়া

(ঘ) সদর দপ্তর নেই

উত্তরঃ ঘ। সদর দপ্তর নেই

১২০SDR (Special Drawing Rights) সুবিধা প্রবর্তনের জন্য কত সালে IMF এর গঠনতন্ত্র (Articles) সংশোধন করা হয়েছিল?

(ক) ১৯৭৫

(খ) ১৯৭১

(গ) ১৯৬৯

(ঘ) ১৯৭৮

উত্তরঃ গ। ১৯৬৯

১২১বাংলাদেশের নিম্নলিখিত জেলাসমূহের মধ্যে কোন জেলায় নীচু ভুমির (Low land) পরিমাণ সবচেয়ে বেশী ?

(ক) কিশোরগঞ্জ

(খ) হবিগঞ্জ

(গ) গোপালগঞ্জ

(ঘ) মুন্সীগঞ্জ

উত্তরঃ ক। কিশোরগঞ্জ

১২২বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি ?

(ক) যমুনা

(খ) পদ্মা

(গ) মেঘনা

(ঘ) কর্ণফুলী

উত্তরঃ গ। মেঘনা

১২৩বাংলাদেশের কোন অঞ্চল বেশী খরা প্রবণ ?

(ক) দক্ষিণ-পূর্ব অঞ্চল

(খ) উত্তর-পশ্চিম অঞ্চল

(গ) উত্তর-পূর্ব অঞ্চল

(ঘ) দক্ষিণ-পশ্চিম অঞ্চল

উত্তরঃ খ। উত্তর-পশ্চিম অঞ্চল

১২৪বাংলাদেশের কোন অঞ্চলের পরিবেশ বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন সেচের (FCDI) কারণে খুব বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে ?

(ক) উপকূলীয় অঞ্চল

(খ) মধুপুর গড় অঞ্চল

(গ) চলন বিল অঞ্চল

(ঘ) বরেন্দ্র অঞ্চল

উত্তরঃ ঘ। বরেন্দ্র অঞ্চল

১২৫বাংলাদেশে বার্ষিক সর্ব্বোচ্চ গড় বৃষ্টিপাত নিম্নের কোন স্টেশনে রেকর্ড করা হয় ?

(ক) টেকনাফ

(খ) কক্সবাজার

(গ) সন্দ্বীপ

(ঘ) সিলেট

উত্তরঃ ঘ। সিলেট

১২৬নিম্নের কোন নিয়ামকটি একটি অঞ্চলের বা দেশের জলবায়ু নির্ধারণ করে না ?

(ক) অক্ষরেখা

(খ) উচ্চতা

(গ) দ্রাঘিমারেখা

(ঘ) সমুদ্রস্রোত

উত্তরঃ গ। দ্রাঘিমারেখা

১২৭নিম্নের কোন আপদটি (Hazard) পৃথিবীতে মানুষের মৃত্যুর প্রধান কারণ ?

(ক) সড়ক দূর্ঘটনা

(খ) বায়ু দূষণ

(গ) তামাক ও মাদকদ্রব্য গ্রহণ

(ঘ) ক্যান্সার

উত্তরঃ খ। বায়ু দূষণ

১২৮সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত ?

(ক) নতুন দিল্লী

(খ) ঢাকা

(গ) কলম্বো

(ঘ) কাঠমুন্ডু

উত্তরঃ ক। নতুন দিল্লী

১২৯কোন পর্যায়ে দুর্যোগের ক্ষতি মূল্যায়ন করা হয় ?

(ক) উদ্ধার পর্যায়ে

(খ) পুনর্বাসন পর্যায়ে

(গ) সতর্কতা পর্যায়ে

(ঘ) প্রভাব পর্যায়ে

উত্তরঃ খ। পুনর্বাসন পর্যায়ে

১৩০নিম্নের কোন দুর্যোগটি বাংলাদেশের জনগণের জীবিকা পরিবর্তনের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে ?

(ক) ভূমিকম্প

(খ) ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস

(গ) খরা বা বন্যা

(ঘ) সমুদ্রের জলস্তরের বৃদ্ধি ( Sea level rise)

উত্তরঃ ঘ। সমুদ্রের জলস্তরের বৃদ্ধি ( Sea level rise)

১৩১আকাশে রংধনু সৃষ্টির কারণ

(ক) ধুলিকণা

(খ) বায়ুস্তর

(গ) অতিবেগুনী রশ্মি

(ঘ) বৃষ্টির কণা

উত্তরঃ ঘ। বৃষ্টির কণা

১৩২ঈষ্টের সংশ্লিষ্টতা নেই কোন শিল্পে?

(ক) সাইট্রিক এসিড উৎপাদন

(খ) মদ্য শিল্পে (Wine industry)

(গ) রুটি শিল্পে (Bakery)

(ঘ) এক কোষীয় প্রোটিন (Single-cell-protein) তৈরিতে

উত্তরঃ ক। সাইট্রিক এসিড উৎপাদন

১৩৩চন্দ্রে কোন বস্তুর ওজন পৃথিবীর ওজনের

(ক) ছয় ভাগের একভাগ

(খ) দশ ভাগের একভাগ

(গ) তিন ভাগের একভাগ

(ঘ) চার ভাগের একভাগ

উত্তরঃ ক। ছয় ভাগের একভাগ

১৩৪মানবদেহে রোগ প্রতিরোধে প্রাথমিক প্রতিরক্ষাস্তরের (First line of defence) অন্তর্ভুক্ত নয় কোনটি?

(ক) লিম্ফোসাইট (LYMPHOCYTES)

(খ) লাইসোজাইম (LYSOZYME)

(গ) গ্যাসট্রিক জুস (GASTRIC JUICE)

(ঘ) সিলিয়া (CILIA)

উত্তরঃ ক। লিম্ফোসাইট (LYMPHOCYTES)

১৩৫নীচের কোনটি ভাইরাসের (VIRUS) জন্য সত্য নয়?

(ক) ডি. এন. এ বা আর. এন. এ থাকে

(খ) রাইবোজোম (Ribosome) থাকে

(গ) শুধুমাত্র জীবদেহের অভ্যন্তরে সংখ্যাবৃদ্ধি করে

(ঘ) স্ফটিক দানায় রূপান্তরিত (CRYSTALIZATION)

উত্তরঃ খ। রাইবোজোম (Ribosome) থাকে

১৩৬তাপ ইঞ্জিনের কাজ (Heat Engine)

(ক) তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর

(খ) যান্ত্রিক শক্তিকে তাপশক্তিতে রূপান্তর

(গ) বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর

(ঘ) তাপ শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর

উত্তরঃ ক। তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর

১৩৭শূন্য মাধ্যমে শব্দের বেগ কত?

(ক) ২৮০ m/s

(খ) ০

(গ) ৩৩২ m/s

(ঘ) ১১২০ m/s

উত্তরঃ গ। ৩৩২ m/s

১৩৮দৈনিক খাদ্য তালিকায় সামুদ্রিক মাছ/শৈবালের অন্তর্ভুক্তি, কোন রোগের প্রাদুর্ভাব কমাতে সাহায্য করবে?

(ক) হাইপো-থাইরয়ডিজম (HYPOTHYROIDISM)

(খ) কোয়াশিয়রকর (KWASHIORKOR)

(গ) রাতকানা

(ঘ) এনিমিয়া

উত্তরঃ ক। হাইপো-থাইরয়ডিজম (HYPOTHYROIDISM)

১৩৯গ্রীন হাউস কি?

(ক) সবুজ আলোর আলোকিত ঘর

(খ) সবুজ ভবনের নাম

(গ) সবুজ গাছপালা

(ঘ) কাঁচের তৈরী ঘর

উত্তরঃ ঘ। কাঁচের তৈরী ঘর

১৪০কোনটি জারক পদার্থ নয়?

(ক) অক্সিজেন

(খ) হাইড্রোজেন

(গ) ক্লোরিন

(ঘ) ব্রোমিন

উত্তরঃ খ। হাইড্রোজেন

১৪১নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়?

(ক) মেসন

(খ) ফিশন

(গ) ফিউশন

(ঘ) ফিউশন ও মেসন

উত্তরঃ খ। ফিশন

১৪২ধরিত্রি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

(ক) আফ্রিকার জোহানেসবার্গে

(খ) ইটালির রোমে

(গ) ব্রাজিলের রিওডিজেনিরোতে

(ঘ) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে

উত্তরঃ গ। ব্রাজিলের রিওডিজেনিরোতে

১৪৩বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশী ?

(ক) বিষুব অঞ্চলে

(খ) পাহাড়ের ওপর

(গ) মেরু অঞ্চলে

(ঘ) পৃথিবীর কেন্দ্রে

উত্তরঃ গ। মেরু অঞ্চলে

১৪৪প্রাকৃতিক গ্যাসে মিথেন কি পরিমাণ থাকে?

(ক) ৪০-৫০ ভাগ

(খ) ৬০-৭০ ভাগ

(গ) ৮০-৯০ ভাগ

(ঘ) ৩০-২৫ ভাগ

উত্তরঃ গ। ৮০-৯০ ভাগ

১৪৫চা পাতায় কোন ভিটামিন থাকে?

(ক) ভিটামিন ‘ই’

(খ) ভিটামিন ‘কে’

(গ) ভিটামিন ‘এ’

(ঘ) ভিটামিন বি কমপ্লেক্স

উত্তরঃ ঘ। ভিটামিন বি কমপ্লেক্স

১৪৬কম্পিউটার সি. পি. ইউ (CPU)- এর কোন অংশ গাণিতিক সিদ্ধান্ত গ্রহনের কাজ করে ?

(ক) কন্ট্রোল ইউনিট (Control unit)

(খ) এ. এল. ইউ (ALU)

(গ) রেজিস্ট্রার সেট (Register set)

(ঘ) কোনটিই নয়

উত্তরঃ খ। এ. এল. ইউ (ALU)

১৪৭একটি (দুই) ইনপুট লজিক সেটের আউটপুট ø হবে, যদি এর ইনপুটগুলো সমান হয়এই উক্তটি কোন সেটের জন্য সত্য ?

(ক) AND

(খ) NOR

(গ) x-OR

(ঘ) OR

উত্তরঃ গ। x-OR

১৪৮কোনটি অপারেটিং সিস্টেম নয়

(ক) DOS

(খ) XENIX

(গ) CP/M

(ঘ) C

উত্তরঃ ঘ। C

১৪৯ক্লাউড সার্ভার নীচের কোনটিতে সবচেয়ে ভালো বর্ণনা করা সম্ভব

(ক) নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত একাধিক কম্পিউটার সার্ভার

(খ) একটি বিশাল ক্ষমতা সম্পন্ন কম্পিউটার সার্ভার

(গ) ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কম্পিউটিং সেবা দেয়া

(ঘ) উপরের কোনটিই নয়

উত্তরঃ গ। ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কম্পিউটিং সেবা দেয়া

১৫০IP-V6 এড্রেস কত বিটের ?

(ক) ৩২

(খ) ১২৮

(গ) ১২

(ঘ) ৬

উত্তরঃ খ। ১২৮

১৫১নীচের কোনটি ইনপুট ডিভাইস ?

(ক) COM

(খ) OMR

(গ) Plotter

(ঘ) Monitor

উত্তরঃ খ। OMR

১৫২ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্নকে নির্দিষ্ট করা যায় ?

(ক) ৬৫৫৩৬ টি

(খ) ২৫৬ টি

(গ) ৪০৯৬ টি

(ঘ) ৪২৯৪৯৬৭২৯৬ টি

উত্তরঃ ক। ৬৫৫৩৬ টি

১৫৩এনড্রয়েড অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে নীচের কোনটি সঠিক ?

(ক) এটির নির্মাতা গুগল

(খ) এটি লিনাক্স (Linux) কার্ণেল নির্ভর

(গ) এটি প্রধানত টাচ স্ক্রিন মোবাইল ডিভাইসের জন্য তৈরী

(ঘ) উপরের সবগুলো সঠিক

উত্তরঃ ঘ। উপরের সবগুলো সঠিক

১৫৪আই. . এস (IOS) মোবাইল অপারেটিং সিস্টেমটি কোন প্রতিষ্ঠান বাজারজাত করে ?

(ক) অ্যাপেল

(খ) গুগল

(গ) মাইক্রোসফট

(ঘ) আই, বি, এম

উত্তরঃ ক। অ্যাপেল

১৫৫EDSAC কম্পিউটার ডাটা সংরক্ষণের জন্য কি ধরনের মেমরী ব্যবহার হতো ?

(ক) Mercury Delay lines

(খ) RAM

(গ) ROM

(ঘ) Registors

উত্তরঃ ক। Mercury Delay lines

১৫৬কমার্স সাইট amazon.com কত সালে প্রতিষ্ঠিত হয় ?

(ক) ১৯৯০ সালে

(খ) ১৯৮৮ সালে

(গ) ১৯৯৮ সালে

(ঘ) ১৯৯৪ সালে

উত্তরঃ ঘ। ১৯৯৪ সালে

১৫৭মেইল আদান প্রদানে ব্যবহৃত SMTP এর পূর্ণরূপ কি ?

(ক) Simple Message Transmission Protocol

(খ) Simple Mail Transmission Protocol

(গ) Strategic Mail Transfer Protocol

(ঘ) Strategic Mail Transmission Protocol

উত্তরঃ খ। Simple Mail Transmission Protocol

১৫৮TCP দ্বারা কোনটি বোঝানো হয়েছে ?

(ক) প্রোগাম

(খ) প্রোগামিং

(গ) প্রোটোকল

(ঘ) ফ্লোচার্ট

উত্তরঃ গ। প্রোটোকল

১৫৯Push এবং Pop নীচের কার সাথে সম্পর্কিত ?

(ক) Queue

(খ) Union

(গ) Stack

(ঘ) Array

উত্তরঃ গ। Stack

১৬০ওয়াইফাই (Wi-Fi) নেটওয়ার্কে সংযোগের জন্য সংশ্লিষ্ট ডিভাইসটির সংযোগ মাধ্যম কোনটি

(ক) তামার তার

(খ) অপটিক্যাল ফাইবার

(গ) তারহীন সংযোগ

(ঘ) উপরের সবকটি

উত্তরঃ গ। তারহীন সংযোগ

১৬১261 টি আম তিন ভাইয়ের মধ্যে 1/3 : 1/5 : 1/9 অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কতটি আম পাবে ?

(ক) 135

(খ) 90

(গ) 81

(ঘ) 45

উত্তরঃ ক। 135

১৬২10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে ?

(ক) 9%

(খ) 9.2%

(গ) 8%

(ঘ) 8.2%

উত্তরঃ খ। 9.2%

১৬৩100 টাকায় 10 টি ডিম কিনে 100 টাকায় 8 টি ডিম বিক্রয় করলে শতকরা লাভ কত হবে ?

(ক) 16%

(খ) 28%

(গ) 20 %

(ঘ) 25%

উত্তরঃ ঘ। 25%

১৬৪x2 – 3x+1=0 হলে (x2 – 1/ x2) এর মান

(ক) 5√3

(খ) 3√5

(গ) 4√5

(ঘ) 6√5

উত্তরঃ ক। 5√3

১৬৫x2-5x+6 < 0 হলে

(ক) X < 3

(খ) X < 2

(গ) 2 < x < 3

(ঘ) -3 < x < -2

উত্তরঃ গ। 2 < x < 3

১৬৬দুই অংক বিশিষ্ট একটি সংখ্যা, অংকদ্বয়ের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায় অংক দুইটির যোগফল 12 হলে সংখ্যাটি কত?

(ক) 39

(খ) 57

(গ) 75

(ঘ) 93

উত্তরঃ ক। 39

১৬৭log x(3/2) = -1/2 হলে, x- এর মান

(ক) 9/4

(খ) 4/9

(গ) 3/4

(ঘ) 1/4

উত্তরঃ খ। 4/9

১৬৮একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর 10 এবং 6 –তম পদটি 52 হলে 15-তম পদটি

(ক) 142

(খ) 140

(গ) 148

(ঘ) 150

উত্তরঃ ক। 142

১৬৯একটি গুণোত্তর অনুক্রমে তৃতীয় পদটি 20 এবং ষষ্ঠ ( 6-তম) পদটি 160 হলে প্রথম পদটি

(ক) 12

(খ) 5

(গ) 10

(ঘ) 8

উত্তরঃ খ। 5

১৭০17 সে.মি., 15 সে.মি., 8সে.মি. বাহু বিশিষ্ট ত্রিভুজটি হবে?

(ক) সমবাহু

(খ) সমদ্বিবাহু

(গ) সমকোণী

(ঘ) স্থুলকোণী

উত্তরঃ গ। সমকোণী

১৭১একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মি. এবং প্রস্থ 10 মি. হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার ?

(ক) 35√5

(খ) 40√5

(গ) 50√5

(ঘ) 45√5

উত্তরঃ গ। 50√5

১৭২13 সে. মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যাএর দৈর্ঘ্য 24 সে. মি. হলে কেন্দ্র থেকে উক্ত জ্যাএর লম্ব দূরত্ব কত সে. মি. ?

(ক) 3

(খ) 4

(গ) 5

(ঘ) 6

উত্তরঃ গ। 5

১৭৩।  A= { x | x ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং x 2 < 25 },
B= { x | x
মৌলিক সংখ্যা এবং x 2 < 25 },
C= { x | x
মৌলিক সংখ্যা এবং x 2 = 25 },
হলে, A n B n C = ?

(ক) {1, 2, 3, 4},

(খ) {2, 3, 4},

(গ) ø

(ঘ) {2, 3, 4, 5},

উত্তরঃ গ। ø

১৭৪10 টি জিনিসের মধ্যে 2 টি এক জাতীয় এবং বাকীগুলো ভিন্ন ভিন্ন জিনিস জিনিসগুলো থেকে প্রতিবারে 5 টি নিয়ে কত প্রকারে বাছাই করা যায় ?

(ক) 170

(খ) 192

(গ) 190

(ঘ) 182

উত্তরঃ ঘ। 182

১৭৫একটি থলিতে 6 টি নীল বল, 8 টি সাদা বল এবং 10 টি কালো বল আছে দৈবভাবে একটি বল তুললে সেটি সাদা না হবার সম্ভাবনা কত?

(ক) 2/3

(খ) 1/3

(গ) 3/4

(ঘ) 1/4

উত্তরঃ ক। 2/3

১৭৬কোনটি অগ্নি সমার্থক শব্দ নয়

(ক) প্রজ্বলিত

(খ) পাবক

(গ) বহ্নি

(ঘ) হুতাশন

উত্তরঃ ক। প্রজ্বলিত

১৭৭ভোর বেলায় আপনি বেড়াতে বের হয়েছেন বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন, কয়েক মিনিট পরে আপনি ডানদিকে ঘুরলেন এখন আপনার মুখ কোনদিকে ?

(ক) পূর্ব

(খ) পশ্চিম

(গ) উত্তর

(ঘ) দক্ষিণ

উত্তরঃ ক। পূর্ব

১৭৮একটি মোটা একটি চিকন হাতলওয়ালা স্ক্রুড্রাইভার দিয়ে একই মাপের দুটি স্ক্রুকে কাঠবোর্ডের ভিতরে সমান গভীরতায় প্রবেশ করাতে চাইলে কোনটি ঘটবে ?

(ক) মোটা হাতলের ড্রাইভারকে বেশীবার ঘুরাতে হবে

(খ) চিকন হাতলের ড্রাইভারকে বেশীবার ঘুরাতে হবে

(গ) দু’টিকে একই সংখ্যকবার ঘুরাতে হবে

(ঘ) কোনটিই নয়

উত্তরঃ খ। চিকন হাতলের ড্রাইভারকে বেশীবার ঘুরাতে হবে

১৭৯এর কত শতাংশ হবে

(ক) ৯০

(খ) ১৪০

(গ) ৪০

(ঘ) ১২৫

উত্তরঃ খ। ১৪০

১৮০. ×.০২×.০৮

(ক) ০.০০০৬৪

(খ) ০.৬৪

(গ) ০.০৬৪

(ঘ) ৬.৪০

উত্তরঃ ক। ০.০০০৬৪

১৮১কোন নৌকাকে বেশী গতিতে চালাতে হবে, বৈঠা ব্যবহার করতে হবে

(ক) সামনে

(খ) ডান পার্শ্বে

(গ) পিছনে

(ঘ) বাম পার্শ্বে

উত্তরঃ গ। পিছনে

১৮২Telephone : Cable :: Radio : ?

(ক) Microphone

(খ) Wire

(গ) Wireless

(ঘ) Electricity

উত্তরঃ গ। Wireless

১৮৩২০০৯ সালের ২৮ আগষ্ট শুক্রবার ছিল বছরের অক্টোবর কি বার ছিল ?

(ক) বৃহস্পতিবার

(খ) শুক্রবার

(গ) শনিবার

(ঘ) বুধবার

উত্তরঃ ক। বৃহস্পতিবার

১৮৪কোন বৃত্তের ব্যাসার্ধ যদি ২০% কমে, তবে উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত % কমবে

(ক) ১০%

(খ) ২০%

(গ) ৪০%

(ঘ) ৩৬%

উত্তরঃ ঘ। ৩৬%

১৮৫Find out the correct synonym of ‘TENUOUS’-

(ক) Vital

(খ) Thin

(গ) Careful

(ঘ) Dangerous

উত্তরঃ খ। Thin

১৮৬২য় বৃত্তের মধ্যে সঠিক সংখ্যাটি কত হবে? 

(ক) ৩৬

(খ) ২৭

(গ) ৯

(ঘ) ৬৫

উত্তরঃ গ। ৯

১৮৭কোন বানানটি শুদ্ধ ?

(ক) Achiebment

(খ) Acheivment

(গ) Acheivement

(ঘ) Achievement

উত্তরঃ ঘ। Achievement

১৮৮If ‘LOYAL’ is coded as ‘JOWAJ’, then ‘PRONE’ is coded as-

(ক) QRPNF

(খ) NRMND

(গ) NRMNC

(ঘ) ORNMG

উত্তরঃ গ। NRMNC

১৮৯একটি লন রোলারকে যদি দুইজন ব্যক্তির একজন টেনে নেয় একজন ঠেলে নেয় তবে কার বেশী কষ্ট হবে ?

(ক) ঠেলে নেয়া ব্যক্তির

(খ) টেনে নেয়া ব্যক্তির

(গ) দু’জনের সমান কষ্ট হবে

(ঘ) কোনটিই নয়

উত্তরঃ ক। ঠেলে নেয়া ব্যক্তির

১৯০বিভা : কিরণ : : সুবলিত : ?

(ক) সুবদিত

(খ) সুবিনীত

(গ) বিধিত

(ঘ) সুগঠিত

উত্তরঃ ঘ। সুগঠিত

১৯১একজন যোগ্য প্রশাসক ব্যবস্থাপকের অত্যাবশকীয় মৌলিক গুণাবলীর মধ্যে শ্রেষ্ট গুন কোনটি ?

(ক) দায়িত্বশীলতা

(খ) দক্ষতা

(গ) সরলতা

(ঘ) নৈতিকতা

উত্তরঃ ঘ। নৈতিকতা

১৯২আমাদের চিরন্তন মূল্যবোধ কোনটি ?

(ক) সত্য ও ন্যায়

(খ) স্বার্থকতা

(গ) শঠতা

(ঘ) অসহিষ্ণুতা

উত্তরঃ ক। সত্য ও ন্যায়

১৯৩রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয় ?

(ক) রাজনীতি

(খ) বুদ্ধিজীবী সম্প্রদায়

(গ) সংবাদ মাধ্যম

(ঘ) যুবশক্তি

উত্তরঃ গ। সংবাদ মাধ্যম

১৯৪সরকারী সিদ্ধন্ত প্রণয়নে কোন মূল্যবোধটি গুরুত্বপূর্ণ নয় ?

(ক) সৃজনশীলতা

(খ) নিরপেক্ষতা

(গ) বিশ্বস্ততা

(ঘ) জবাবদিহিতা

উত্তরঃ ক। সৃজনশীলতা

১৯৫UNDP সুশাসন নিশ্চিতকরণে কয়টি উপাদান উল্লেখ করেছে ?

(ক) ৬ টি

(খ) ৯ টি

(গ) ৮ টি

(ঘ) ৭ টি

উত্তরঃ খ। ৯ টি

১৯৬কোনটি ন্যায়পরায়ণতার নৈতিক মূলনীতি নয় ?

(ক) পুরষ্কার ও শাস্তির ক্ষেত্রে সমতার নীতি প্রয়োগ

(খ) সুশাসনের জন্য উচ্চ শিক্ষিত কর্মকর্তা নিয়োগ

(গ) আইনের শাসন

(ঘ) অধিকার ও সুযোগের ক্ষেত্রে সমতার নিশ্চিতকরণ

উত্তরঃ খ। সুশাসনের জন্য উচ্চ শিক্ষিত কর্মকর্তা নিয়োগ

১৯৭সরকারি চাকরিতে সততার মাপকাঠি কি ?

(ক) যথা সময়ে অফিসে আগমন ও অফিস ত্যাগ করা

(খ) দাপ্তরিক কাজে কোন অবৈধ সুবিধা গ্রহণ না করা

(গ) নির্মোহ ও নিরপেক্ষ ভাবে অর্পিত দায়িত্ব যথাবিধি সম্পন্ন করা

(ঘ) উর্ধ্বতন কর্তৃপক্ষের যে কোন নির্দেশ প্রতিপালন করা

উত্তরঃ গ। নির্মোহ ও নিরপেক্ষ ভাবে অর্পিত দায়িত্ব যথাবিধি সম্পন্ন করা

১৯৮নৈতিক শক্তির প্রথান উপাদান কি ?

(ক) মায়া ও সততা

(খ) উদারতা

(গ) কর্তব্যপরায়ণতা

(ঘ) সততা ও নিষ্ঠা

উত্তরঃ ঘ। সততা ও নিষ্ঠা

১৯৯।  সুশাসন বলতে রাষ্ট্রের সঙ্গে সুশীল সমাজের, সরকারের সঙ্গে শাসিত জনগণের, শাসকের সঙ্গে শাসিতের সম্পর্ক বোঝায়উক্তিটি কার ?

(ক) এরিষ্টটল

(খ) জন স্টুয়ার্ট মিল

(গ) ম্যাককরনী

(ঘ) মেকিয়াভেলি

উত্তরঃ গ। ম্যাককরনী

২০০জনগণ, রাষ্ট্র প্রশাসনের সাথে ঘণিষ্ঠ প্রত্যয় হল

(ক) সুশাসন

(খ) আইনের শাসন

(গ) রাজনীতি

(ঘ) মানবাধিকার

উত্তরঃ ক। সুশাসন

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *