7th Bangladesh Judicial Service (BJS) assistant judge exam question and solution 2012
৭ম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) সহকারী জজ নিয়োগ পরীক্ষার প্রশ্ন ২০১২
১। যেক্ষেত্রে পেনাল কোড অনুসারে অর্থদন্ডের বিধান থাকে কিন্তু কত টাকা অর্থদন্ড দেয়া যাবে সে বিষয়ে কোনো উল্লেখ থাকে না সেক্ষেত্রে সর্বোচ্চ অর্থদন্ডের পরিমাণ কত?
(ক) এক হাজার টাকা
(খ) দুই হাজার টাকা
(গ) পাঁচশত টাকা
(ঘ) নির্দিষ্ট সীমা নেই তবে অত্যধিক হবে না
উত্তরঃ ঘ। নির্দিষ্ট সীমা নেই তবে অত্যধিক হবে না
২। আত্মরক্ষার জন্য আক্রমণকারীকে হত্যা/ গুরুতর জখম করার জন্য নিন্মের কোন কারণটি গ্রহণযোগ্য হবে না?
(ক) আক্রমণকারীকে হত্যা না করলে নিজেই নিহত হত
(খ) আক্রমণকারীকে গুরুতর জখম না করলে নিজেই জখম হত
(গ) আক্রমণকারীকে গুরুতর জখম না করলে তাকে অপহরণ করা হত
(ঘ) আক্রমণকারীকে হত্যা না করলে তার মূল্যবান জিনিসপত্র জোরপূর্বক নিয়ে যেত
উত্তরঃ ঘ। আক্রমণকারীকে হত্যা না করলে তার মূল্যবান জিনিসপত্র জোরপূর্বক নিয়ে যেত
৩। “ক” -এর প্ররোচনায় “খ” খুন করার উদ্দেশ্যে “গ” -কে ছুরিকাঘাত করে। “গ” চিকিৎসান্তে সুস্থ হয়ে উঠ্ “ক” নিম্বের কোন অপরাধ করেছে?
(ক) গুরুতর আঘাতের প্ররোচনা
(খ) নরহত্যার প্ররোচনা
(গ) খুন করার প্ররোচনা
(ঘ) “গ” সুস্থ হওয়ার কোনো অপরাধ হয়নি
উত্তরঃ গ। খুন করার প্ররোচনা
৪। “খ” একজন পুলিশ কর্মকর্তা আদালতের নির্দের্শে “ক”- কে আইনানুগভাবে গ্রেফতার করে। “ক” পেনাল কোডের কোন ধারার শাস্তিযোগ্য অপরাধ করেছে?
(ক) ৩০০
(খ) ৩০২
(গ) ৩০৪
(ঘ) ৩০৪ এ
উত্তরঃ ক। ৩০০
৫। ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারানুসারে পুলিশ ম্যাজিস্ট্রেটের আদেশ এবং ওয়ারেন্ট ব্যতীত কত প্রকারের ব্যক্তিকে গ্রেফতার করতে পারে?
(ক) ৯
(খ) ৮
(গ) ৭
(ঘ) ৬
উত্তরঃ ক। ৯
৬। একটি Complaint Case এর cognizance taking stage- এ ম্যাজিস্ট্রেট যদি দেখতে পান যে তার কোনো এখতিয়ার নেই,তখন নিম্বের কোন আদেশটি সঠিক হবে?
(ক) Complaint সরাসরি রিজেক্ট করা
(খ) আসামী যদি উপস্থিত থাকে তাকে রিলিজ করা
(গ) ২০৩ ধারায় Complaint টি ডিসমিস করা
(ঘ) উপযুক্ত আদালতে পেশের জন্য Complaint ফেরত দেয়া
উত্তরঃ ঘ। উপযুক্ত আদালতে পেশের জন্য Complaint ফেরত দেয়া
৭। আসামীর অব্যাহিত পাওয়ার দরখাস্ত (Discharge Petition) বিবেচনায় সময় নিম্নের কোন দলিল বিবেচনায় নেয়া যায় না?
(ক) তদন্তকারী কর্মকর্তার নিকট প্রদত্ত জবানবন্দী
(খ) আসামীর দাখিলকৃত দলিলপত্র
(গ) ডাক্তারের সার্টিফিকেট
(ঘ) প্রাথমিক তথ্য বিবরণী
উত্তরঃ ঘ। প্রাথমিক তথ্য বিবরণী
৮। নারী ও শিশু নির্যাতন দমন আইনে বেআইনী উদ্দেশ্যে কোনো শিশুকে বিদেশ থেকে আনা , বিদেশে পাচার করা বা কোনো শিশুকে ক্রয়-বিক্রয় করার অপরাধের সর্বোচ্চ শাস্তি কি?
(ক) মৃত্যুদন্ড
(খ) যাবজ্জীবন কারাদন্ড
(গ) ১০ বছরের কারাদন্ড
(ঘ) ১৪ বছরের কারাদন্ড
উত্তরঃ ক। মৃত্যুদন্ড
৯। প্রচলিত কোনো আইনের বাধা নিষেধ ভঙ্গ করে বেআইনীভাবে কোনো জিনিসপত্র বাংলাদেশে আনা বা অন্য কোনো দেশে পাচার করার জন্য Special powers Act- এর অধীন সর্বোচ্চ শাস্তি কি?
(ক) ১৪ বছরের কারাদন্ড
(খ) যাবজ্জীবন কারাদন্ড
(গ) মৃত্যুদন্ড
(ঘ) ১০ বছরের কারাদন্ড
উত্তরঃ গ। মৃত্যুদন্ড
১০। অবৈধ অস্ত্র দখলে রাখার অপরাধ কোন আদালত বা ট্রাইব্যুনালের বিচার্য?
(ক) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
(খ) দায়রা জজ আদালত
(গ) দ্রুত বিচার ট্রাইব্যুনাল
(ঘ) স্পেশাল ট্রাইব্যুনাল
উত্তরঃ ঘ। স্পেশাল ট্রাইব্যুনাল
১১। একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের, রাষ্ট্রদ্রোহিতা ব্যতীত, অন্য সকল অপরাধের দন্ডাদেশের বিরুদ্ধে কোন আদালতে আপীল করতে হবে?
(ক) দায়রা আদালত
(খ) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত
(গ) চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত
(ঘ) হাইকো্র্ট বিভাগ
উত্তরঃ ক। দায়রা আদালত
১২। একটি Complaint Case -এ প্রদত্ত খালাসের রায় প্রদানের কত দিনের মধ্যে Complaint আপীল করতে পারে?
(ক) ১৫ দিন
(খ) ২১ দিন
(গ) ৩০ দিন
(ঘ) ৬০ দিন
উত্তরঃ ঘ। ৬০ দিন
১৩। ম্যাজিস্ট্রেট কর্তৃক জামিন না-মঞ্জুরের আদেশের বিরুদ্ধে কোন আদালতে জামিনের আবেদন করা যাবে?
(ক) জেলা জজ আলাদল
(খ) বিশেষ জজ আদালত
(গ) দায়রা আদালত
(ঘ) হাইকোর্ট বিভাগ
উত্তরঃ গ। দায়রা আদালত
১৪। কোনো জেলার ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন মামলা অন্য কোনো জেলায় অবস্থিত ম্যাজিস্টেট আদলতে স্থানান্তর করার দরখাস্ত কোন আদালতে করতে হবে?
(ক) হাইকোর্ট বিভাগ
(খ) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত
(গ) দায়রা আদালত
(ঘ) চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত
উত্তরঃ গ। দায়রা আদালত
১৫। জারীর দরখাস্ত ডিক্রির কতদিন পর দায়ের করা হলে দায়িকের উপর অবশ্যই নোটিশ জারী করতে হবে?
(ক) ৬ মাস
(খ) ১ বছর
(গ) ২ বছর
(ঘ) ৩ বছর
উত্তরঃ গ। ২ বছর
১৬। নিম্বের কোন ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা দেয়া যাবে না?
(ক) বাদীর দখলে বাধা সৃষ্টি না করার জন্য
(খ) বাদীর নিজ পদের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি না করার জন্য
(গ) বাদীর চলাচলের রাস্তায় বাধা সৃষ্টি না করার জন্য
(ঘ) লীজের মেয়াদ অতিক্রান্তের পর ও বাদীর দখলে বিঘ্ন সৃষ্টি না করার জন্য
উত্তরঃ ঘ। লীজের মেয়াদ অতিক্রান্তের পর ও বাদীর দখলে বিঘ্ন সৃষ্টি না করার জন্য
১৭। একটি সাহিত্যকর্ম সম্পাদন ও প্রকাশের জন্য লেখক “ক” গ্রন্থ প্রকাশক “খ” এর সাথে চুক্তিবদ্ধ হন। “ক” চুক্তি ভঙ্গ করলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীন “খ” এর কি প্রতিকার আছে?
(ক) চুক্তি বলবতের মামলা করা
(খ) চুক্তি বলবতের জন্য ঘোষণামূলক মামলা করা
(গ) চুক্তিপত্র বাতিলের মামলা করা
(ঘ) চুক্তি বলবতের কোনো সুযোগ নেই
উত্তরঃ ঘ। চুক্তি বলবতের কোনো সুযোগ নেই
১৮। নিম্বের কোন ক্ষেত্রে দেওয়া্নী কার্যবিধির অর্ডার ২৬ এর বিধান অনুযায়ী Commission ইস্যুর আদেশ দেয়া যায় না?
(ক) স্থাবর সম্পত্তির ভাগ বন্টন
(খ) নালিশী জমি কোনো নির্দিষ্ট দাগভুক্ত কিনা তা নির্ধারণ
(গ) কোনো দলিলে বর্ণিত জমি নির্দিষ্ট কোনো দাগভুক্ত কিনা তা নির্ধারণ
(ঘ) নালিশী জমিতে কোনো পক্ষের স্বত্ব আছে কিনা তা নির্ধারণ
উত্তরঃ ঘ। নালিশী জমিতে কোনো পক্ষের স্বত্ব আছে কিনা তা নির্ধারণ
১৯। একটি Complaint Case -এ প্রদত্ত খালাসের রায় প্রদানের কত দিনের মধ্যে Complaint আপীল করতে পারে?
(ক) ১৫ দিন
(খ) ২১ দিন
(গ) ৩০ দিন
(ঘ) ৬০ দিন
উত্তরঃ ঘ। ৬০ দিন
২০। নিম্নের কোন দেশটি সার্কের পর্যবেক্ষক রাষ্ট্র নয়?
(ক) চীন
(খ) ইরান
(গ) যুক্তরাষ্ট্র
(ঘ) মিশর
উত্তরঃ ঘ। মিশর
২১। দেওয়ানী মামলার আরজি ভুল আদালতে দাখির করার পরিণাম কি?
(ক) মামলা ডিসমিস
(খ) আরজি খারিজ
(গ) আরজি ফেরত
(ঘ) মামলার কার্যক্রম চলবে
উত্তরঃ গ। আরজি ফেরত
২২। একাটি সহকারী জজ আদালত নিম্নের কোন সম্পত্তি রায় প্রদানের পূর্বে অগ্রিম ক্রোকের আদেশ দিতে পারে না?
(ক) কৃষকের জমি /বাড়ি
(খ) কৃষকের স্থাবর সম্পত্তি
(গ) কৃষকের ফসল
(ঘ) ব্যাংকে রক্ষিক কৃষকের টাকা
উত্তরঃ গ। কৃষকের ফসল
২৩। . সহকারী জজের রায়ের বিরুদ্ধে কোন আদালতে রিভিউ দায়ের করা যায়?
(ক) রায় প্রদানকারী সহকারী জজ আদালত
(খ) জেলা জজ আদালত
(গ) সিনিয়র সহকারী জজ আদালত
(ঘ) হাইকোর্ট বিভাগ
উত্তরঃ ক। রায় প্রদানকারী সহকারী জজ আদালত
২৪। অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করার কারণে আদালত কি কি আদেশ দিতে পারে?
(ক) সম্পত্তি বাজেয়াপ্ত ও ৬ মাসের দেওয়ানী জেল
(খ) ৬ মাসের সশ্রম কারাদন্ড ও জরিমানা
(গ) সম্পত্তি ক্রোক ও ৬ মাসের দেওয়ানী জের
(ঘ) ৬ মাসের দেওয়ানী জের
উত্তরঃ গ। সম্পত্তি ক্রোক ও ৬ মাসের দেওয়ানী জের
২৫। দেওয়ানী আদলতের ডিক্রি বা আদেশ প্রদানের কত সময়ের মধ্যে ডিক্রীজারী মামলা দায়ের করতে হবে?
(ক) তিন বছর
(খ) বার বছর
(গ) দশ বছর
(ঘ) এক বছর
উত্তরঃ খ। বার বছর
২৬। কোনো দেওয়ানী মামলা চলাকালীন উহার বাদী বা বিবাদী মারা গেলে তার মৃত্যুর কত দিনের মধ্যে তার ওয়ারিশদের স্থলাভিষিক্ত না করলে মামলা বাতিল হভে?
(ক) ত্রিশ দিন
(খ) ষাট দিন
(গ) নব্বই দিন
(ঘ) একশত দিন
উত্তরঃ খ। ষাট দিন
২৭। দেওয়ানী আদালতের অর্থ-ডিক্রি জারীর মামলায় নিম্বের কোন ব্যক্তিকে দেওয়ানী জেলে আটক রাখার আদেশ দেয়া যাবে না?
(ক) একজন কৃষক
(খ) একজন মহিলা
(গ) একজন নি:স্ব ব্যক্তি
(ঘ) একজন সরকারি কর্মচারী
উত্তরঃ খ। একজন মহিলা
২৮। নিম্বের কোনটি পাবলিল দলিল?
(ক) চিঠি
(খ) কবলা
(গ) রায়
(ঘ) উইর
উত্তরঃ গ। রায়
২৯। নিম্নের কোন বিষয়ে নিজের সাক্ষীকে ইঙ্গিপূর্ণ প্রশ্ন করা যায়?
(ক) যে কোনো বিষয়
(খ) স্বীকৃত বিষয়
(গ) তর্কিত বিষয়
(ঘ) বিশেজ্ঞের মতামত বিষয়
উত্তরঃ খ। স্বীকৃত বিষয়
৩০। যদি কোনো ব্যক্তি সংসদ -সদস্য হওয়ার যোগ্য নন বা অযোগ্য হয়েছেন জেনে ও সংসদে সদস্যরুপে আসন গ্রহণ করেন, তবে প্রতিদিন সংসদে যোগদানের জন্য তিনি কত টাকার অর্থদন্ড হবেন?
(ক) পাঁচশত টাকা
(খ) এক হাজার টাকা
(গ) দুই হাজার টাকা
(ঘ) তিন হাজার টাকা
উত্তরঃ খ। এক হাজার টাকা
৩১। সংবিধানের কোন অনুচ্ছেদের ক্ষমতাবলে সুপ্রীম কোর্টের আপীল বিভাগ কোনো মামলা বা কোনো বিষয়ে সম্পূর্ণ ন্যায় বিচারের জন্য যে কোনো প্রয়োজনীয় আদেশ বা নির্দেশ জারী করতে পারেন?
(ক) ১০৩
(খ) ১০২
(গ) ১০৪
(ঘ) ১০৫
উত্তরঃ গ। ১০৪
৩২। নিম্বের কোন ব্যক্তি বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান মনোনীত হতে পারেন?
(ক) আপীল বিভাগের বিচারক
(খ) হাইকো্র্ট বিভাগের বিচারক
(গ) সুপ্রীম কোর্টের অতিরিক্ত বিচারক
(ঘ) প্রধান বিচারপতি
উত্তরঃ ক। আপীল বিভাগের বিচারক
৩৩। পারিবারিক আদারত কর্তৃক প্রদত্ত কোনো অন্তর্বর্তী আদেশের আইনগত ত্রুটির কারণে বিক্ষুদ্ধ পক্ষ কি উপায়ে প্রতিকার পেতে পারে?
(ক) আপীল
(খ) রিভিউ
(গ) রিভিশন
(ঘ) রেফাসেন্স
উত্তরঃ গ। রিভিশন
৩৪। যেক্ষেত্রে অপরাধের শাস্তি শুধুমাত্র অর্থদন্ড, সেক্ষেত্রে ১০০ টাকার অধিক অর্থদন্ড প্রদানে ব্যর্থ হলে সর্বোচ্চ কত মেয়াদের জন্য বিনাশ্রম কারাদন্ড দেয়া যাবে?
(ক) ২ মাস
(খ) ৩ মাস
(গ) ৪ মাস
(ঘ) ৬ মাস
উত্তরঃ ঘ। ৬ মাস
৩৫। কোনো মহাসড়কে রাতের বেলায় দস্যুতার অপরাধ করলে সর্বোচ্চ কত বছরের কারাদন্ড হতে পারে?
(ক) যাবজ্জীবন
(খ) ১৪ বছর
(গ) ৪ মাস
(ঘ) ৬ মাস
উত্তরঃ খ। ১৪ বছর
৩৬। আইনে যদি কোনো দলিল প্রত্যয়ন করার বিধান থাকে. তবে উহা প্রমাণে সাক্ষ্য আইনের কোন ধারা অনুসরণ করতে হবে?
(ক) ৬৮
(খ) ৬৯
(গ) ৭০
(ঘ)
উত্তরঃ ক। ৬৮
৩৭। কোন সন হতে স্থাবর সম্পত্তি বিক্রিয় অরেজিস্ট্রিকৃত চুক্তিনামা বলবৎ যোগ্য নহে?
(ক) ২০০৩
(খ) ২০০৪
(গ) ২০০৫
(ঘ) ২০০৬
উত্তরঃ গ। ২০০৫
৩৮। সরকার পক্ষকে নোটিশ প্রদান না করে দেওয়ানী মামলা করলে, সরকার -বিবাদীকে লিখিত বর্ণনা দাখিলের জন্য আদালত অন্যূন কত দিনের সময় মঞ্জুর করবে?
(ক) ৩০ দিন
(খ) মাস
(গ) তিন মাস
(ঘ) ছয় মাস
উত্তরঃ খ। মাস
৩৯। দেওয়ানী মামলায় বিচার্য বিষয় কত প্রকার?
(ক) ১ প্রকার
(খ) ২ প্রকার
(গ) ৩ প্রকার
(ঘ) ৪ প্রকার
উত্তরঃ খ। ২ প্রকার
৪০। দেওয়ানী কার্যবিধির অর্ডার ৭ রুল ১১-এর বিধান মতে আরজি নাকচের সিদ্ধান্ত মূলত একটি-
(ক) আাদেশ
(খ) রায়
(গ) ডিক্রি
(ঘ) চূড়ান্ত রায়
উত্তরঃ গ। ডিক্রি
৪১। সংসদের অধিবেশন ব্যতীত কোন সময়ে অধ্যাদেশ জারী হলে, সংসদের প্রথম বৈঠকে উক্ত অধ্যাদেশ উপস্থাপন করার কত দিন অতিবাহিত হওয়ার পর এর কার্যকারিতা লোপ পাবে?
(ক) ১৫
(খ) ৩০
(গ) ৪৫
(ঘ) ৬০
উত্তরঃ খ। ৩০
৪২। এভারেস্ট জয়ী প্রথম বাঙালি কে?
(ক) মুসা ইব্রাহিম
(খ) নিশাত মজুমদার
(গ) সত্যব্রত দাম
(ঘ) ওয়াফিয়া নাজরীন
উত্তরঃ গ। সত্যব্রত দাম
৪৩। আন্তর্জাতিক সমুদ্র আইন ট্রাইব্যুনাল (ITLOS) -এর সদর দপ্তর কোথায়?
(ক) ইংল্যান্ড
(খ) জার্মানি
(গ) স্পেন
(ঘ) ইতালি
উত্তরঃ খ। জার্মানি
৪৪। কর্ণফুলি নদীর উৎপত্তিস্থল কোথায়?
(ক) পার্বত্য চট্রগ্রামের বরকল পাহাড়
(খ) আরাকান পর্বত
(গ) মিজোরামের লুসাই পাহাড়
(ঘ) আসামের লুসাই পাহাড়
উত্তরঃ ঘ। আসামের লুসাই পাহাড়
৪৫। বাংলাদেশের কোন নারী-মুক্তিযোদ্ধা “মুক্তবেটি” নামে পরিচিত?
(ক) কাঁকন বিবি
(খ) সেতারা বেগম
(গ) তারামন বিবি
(ঘ) নীলিমা ইব্রাহিম
উত্তরঃ ক। কাঁকন বিবি
৪৬। নিম্নের কোন দেশের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই?
(ক) সিঙ্গাপুর
(খ) তাইওয়ান
(গ) উত্তর কোরিয়া
(ঘ) ইসরাইল
উত্তরঃ খ। তাইওয়ান
৪৭। মিট রমনি কোন অঙ্গরাজ্যের গভর্নর ছিলেন?
(ক) ভার্জিনীয়া
(খ) উইসকনসিন
(গ) ক্যালিফোর্নিয়া
(ঘ) ম্যাসাচুসেটস
উত্তরঃ ঘ। ম্যাসাচুসেটস
৪৮। কোন রাষ্ট্র মোট জাতীয় সুখ (Gross National Happiness) কে অর্থনৈতিক উন্নয়নের মানদন্ড হিসেবে গ্রহণ করেছে?
(ক) শ্রীলংকা
(খ) ভুটান
(গ) কম্বোডিয়া
(ঘ) কম্বোডিয়া
উত্তরঃ খ। ভুটান
৪৯। বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট Jim Yong Kim কোন দেশের নাগরিক?
(ক) যুক্তরাষ্ট্র
(খ) জাপান
(গ) দক্ষিণ কোরিয়া
(ঘ) চীন
উত্তরঃ গ। দক্ষিণ কোরিয়া
৫০। বাংলাদেশে তৈরি patrol craft কোন ধরনের বাহন?
(ক) সাবমেরিন
(খ) যুদ্ধজাহাজ
(গ) উড়োজাহাজ
(ঘ) রেল ইঞ্জিন
উত্তরঃ খ। যুদ্ধজাহাজ
৫১। “এগারসিন্ধুর গ্রাম” -এর নামকরণের কারণ হলো , পূর্বে সেখানে-
(ক) এগারটি দুর্গ ছিল
(খ) ঈসা খানের ১১ কক্ষবিশিষ্ট দালানবড়ি ছিল
(গ) এগারটি নদীর সংযোগস্থল ছিল
(ঘ) এগারটি দীঘি ছিল
উত্তরঃ গ। এগারটি নদীর সংযোগস্থল ছিল
৫২। বিদ্যাপতি কোন ভাষার রাধাকৃষ্ণ -বিষয়ক পদগুলো রচনা করেন?
(ক) মৈথিলী
(খ) মৈথিলী
(গ) বাংলা
(ঘ) অহমীয়া
উত্তরঃ খ। মৈথিলী
৫৩। মঙ্গলকাব্যে কোন দুই দেবতার প্রাধান্য বেশি?
(ক) শিবায়ন ও ধর্মঠাকুর
(খ) মনসা ও শিবমঙ্গল
(গ) চন্ডী ও শিবায়ন
(ঘ) মনসা ও চন্ডী
উত্তরঃ ঘ। মনসা ও চন্ডী
৫৪। বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত চর্যাপদ কে সম্পাদনা করেন?
(ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ
(খ) শ্রী হরপ্রসাদ শাস্ত্রী
(গ) ড. দীনেশচন্দ্র
(ঘ) শ্রী হরলাল রায়
উত্তরঃ খ। শ্রী হরপ্রসাদ শাস্ত্রী
৫৫। ” হে মোর চিত্ত, পুণ্য তীর্থে জাগো রে ধারে– এই ভারতের মহামানবের সাগরতীরে ।” চরণগুলো কার রচিত?
(ক) কাজী নজরুল ইসলাম
(খ) সত্যেন্দ্রনাথ দত্ত
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) প্রফুল্লচন্দ্র রায়
উত্তরঃ গ। রবীন্দ্রনাথ ঠাকুর
৫৬। “সংবিধান” শব্দের যথার্থ সন্ধিবিচ্ছেদ কোনটি ?
(ক) সম্ + বিন
(খ) সম: + বিন
(গ) সং + বিন
(ঘ) সং + বিধান
উত্তরঃ ক। সম্ + বিন
৫৭। “সবান্ধব” কোন সমাস ?
(ক) দ্বন্দ্ব
(খ) তৎপুরুষ
(গ) বহুব্রীহি
(ঘ) অব্যয়ীভাব
উত্তরঃ গ। বহুব্রীহি
৫৮। কর্মবাচ্যের উদাহরণ কোনটি ?
(ক) তা, আপনার কী করা হয়
(খ) দূর থেকে পাহাড় নিচু মনে হয়
(গ) কেমন শীত শীত করছে
(ঘ) আসামীকে জরিমানা করা হয়েছে
উত্তরঃ ঘ। আসামীকে জরিমানা করা হয়েছে
৫৯। “এত শঠতা এত যে ব্যথা,
তবু যেন তা মধুতে মাখা” । এ বাক্যে “মধুতে” কোন কারক ?
(ক) কর্ম
(খ) অপাদান
(গ) করণ
(ঘ) অধিকরণ
উত্তরঃ গ। করণ
৬০। “আমলার মামলা” নাটকটি লিখেছেন —
(ক) শওকত ওসমান
(খ) হুমায়ূন আহমেদ
(গ) মুনীর চৌধুরী
(ঘ) সেলিম আল দীন
উত্তরঃ ক। শওকত ওসমান
৬১। “রিকশা” কোন ভাষা থেকে আগত শব্দ-
(ক) ওলন্দাজ
(খ) জাপানি
(গ) পুর্তগীজ
(ঘ) গুজরাটি
উত্তরঃ খ। জাপানি
৬২। “পঞ্চতন্ত্র” গ্রন্থটি কার রচনা?
(ক) সত্যেন সেন
(খ) সৈয়দ শামসুল হক
(গ) সৈয়দ মুজতবা আলী
(ঘ) সমরেশ বসু
উত্তরঃ গ। সৈয়দ মুজতবা আলী
৬৩। সন্ধি সম্বন্ধে ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়?
(ক) ধ্বনিতত্ত্ব
(খ) রুপতত্ত্ব
(গ) বাক্যতত্ত্ব
(ঘ) অর্থতত্ত্ব
উত্তরঃ ক। ধ্বনিতত্ত্ব
৬৪। “Friends of Bangladesh” পুরস্কার কাকে দেয়া হয়েছে?
(ক) শ্যাম সুন্দর সিং
(খ) ফ্রান্সিস জুলিয়ান
(গ) শংকর কৃষ্ণা
(ঘ) অব: কর্নেল অশোক তারা
উত্তরঃ খ। ফ্রান্সিস জুলিয়ান
৬৫। ২০১২ সালে আন্তর্জাতিক শান্তি দিবসের প্রতিপাদ্য কি?
(ক) Sustainable Development Sustainable Peace.
(খ) Sustainable Development for Sustainable Future.
(গ) Sustainable peace for a Sustainable Future.
(ঘ) None Of the above.
উত্তরঃ গ। Sustainable peace for a Sustainable Future.
৬৬। The synonym of misappropriate is–
(ক) inappropriate
(খ) embezzle
(গ) miscalculate
(ঘ) misgiving
উত্তরঃ খ। embezzle
৬৭। Give the antonym of impromptu—
(ক) extempore
(খ) spontaneous
(গ) rehearsed
(ঘ) natural
উত্তরঃ গ। rehearsed
৬৮। Which word is spelt correctly?
(ক) jepardy
(খ) jeopardy
(গ) geopardy
(ঘ) jepaddy
উত্তরঃ খ। jeopardy
৬৯। A greenhorn is a person who has—
(ক) much experience
(খ) best experience
(গ) no experience
(ঘ) little experienous
উত্তরঃ গ। no experience
৭০। Which sentence is incorrect?
(ক) How a good man he is!
(খ) How good man is he!
(গ) What a good man is he!
(ঘ) What a good man he is!
উত্তরঃ ঘ। What a good man he is!
৭১। Live and let live means–
(ক) to become friendly to other people
(খ) to accept other peoples opinions
(গ) to unite and stand together
(ঘ) to struggle for survival and peace
উত্তরঃ খ। to accept other peoples opinions
৭২। `The die is cast means–
(ক) the death news is broadcast
(খ) somebody escaped his death
(গ) the decision that can be changed
(ঘ) the decision that can not be changed
উত্তরঃ ঘ। the decision that can not be changed
৭৩। what is the correct preposition ? He refused to be a party — any violence.
(ক) to
(খ) for
(গ) of
(ঘ) at
উত্তরঃ ক। to
৭৪। what is the correct preposition ? Don’t lean — the wall.
(ক) over
(খ) into
(গ) of
(ঘ) against
উত্তরঃ ঘ। against
৭৫। Choose the best option to complete the sentence: Rony was listening to music…..
(ক) as sitting in a traffic jam
(খ) when sitting in a traffic jam
(গ) by sitting in a traffic jam
(ঘ) while sitting in a traffic jam
উত্তরঃ ঘ। while sitting in a traffic jam
৭৬। choose the best option to complete the sentence: If you lose your credit card……..
(ক) you had to ring the bank
(খ) you have to ring the bank
(গ) you must to ring the bank
(ঘ) you should be ring the bank
উত্তরঃ খ। you have to ring the bank
৭৭। The word mar is–
(ক) an adjective
(খ) a noun
(গ) a verb
(ঘ) an adverb
উত্তরঃ গ। a verb
৭৮। পানিতে ডুব দিয়ে কেউ হাততালি দিলে , সেই তালির শব্দ জোরে শুনতে পাবে-
(ক) ডুবন্ত অবস্থায় থাকা ব্যক্তি
(খ) সকলেই জোরে শব্দ শুনতে পাবে
(গ) পানির তীরে দাঁড়ানো ব্যক্তি
(ঘ) ডুবন্ত অবস্থায় কেউ শব্দ শুনতেই পাবে না
উত্তরঃ ক। ডুবন্ত অবস্থায় থাকা ব্যক্তি
৭৯। ০.২* ০.৫* ০.৪ এর মান নিচের কোনটি?
(ক) ০.৪
(খ) ০.০৪
(গ) ০.০০৪
(ঘ) ০.০০০৪
উত্তরঃ খ। ০.০৪
৮০। একটি ল্যাপটপের বিক্রয়মূল্য ক্রয়মূল্যের ১/৪ অংশের সমান হলে, শতকরা কত ক্ষতি হবে?
(ক) ২৫%
(খ) ৫০%
(গ) ৭৫%
(ঘ) ৬০%
উত্তরঃ গ। ৭৫%
৮১। রতন ১৬০০০ মিটার দৌড়ালে সে কত কিমি পথ পাড়ি দিয়েছে?
(ক) ১৬০
(খ) ১১
(গ) ১২
(ঘ) ১৬
উত্তরঃ ঘ। ১৬
৮২। আফজাল সাহেব ও তার দুই ছেলের বয়সের সমষ্টি ৩৬ বছর। ৫ বছর পরে তাদের বয়সের সমষ্টি কত বছর হবে?
(ক) ৪০
(খ) ৪১
(গ) ৪৬
(ঘ) ৫১
উত্তরঃ খ। ৪১
৮৩। ৩ঃ ৫ কে শতকরায় প্রকাশ কত হয়?
(ক) ৭০%
(খ) ৬০%
(গ) ৩০%
(ঘ) ৫০%
উত্তরঃ খ। ৬০%
৮৪। একটি কলমের ক্রয়মূল্য ১০ টাকা, ২০% লাভে এর বিক্রয়মূল্য কত হবে?
(ক) ১৫ টাকা
(খ) ১৬ টাকা
(গ) ১২ টাকা
(ঘ) ১৮ টাকা
উত্তরঃ গ। ১২ টাকা
৮৫। কোন সংখ্যার চারগুণের সাথে ১ যোগ করলে যোগফল ঐ সংখ্যার ৩ গুণ হতে ৫ বেশি হবে?
(ক) ২
(খ) ১
(গ) ৩
(ঘ) ৪
উত্তরঃ ঘ। ৪
৮৬। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান কত?
(ক) ৪০ ডিগ্রী
(খ) ৫০ ডিগ্রী
(গ) ৬০ ডিগ্রী
(ঘ) ৭০ ডিগ্রী
উত্তরঃ গ। ৬০ ডিগ্রী
৮৭। বায়ুমন্ডলের দ্বিতীয় স্তরটির নাম কি?
(ক) আয়ানোস্ফিয়ার
(খ) স্ট্রাটোস্ফিয়ার
(গ) ট্রপোস্ফিয়ার
(ঘ) এক্সস্ফীয়ার
উত্তরঃ খ। স্ট্রাটোস্ফিয়ার
৮৮। ডায়াস্টোল বলতে বুঝায় –
(ক) হৃৎপিন্ডের সংকোচন ও প্রসারণ
(খ) হৃৎপিন্ডে রক্ত প্রবেশ করা
(গ) হৃৎপিন্ডের প্রসারণ
(ঘ) হৃৎপিন্ডের সংকোচন
উত্তরঃ গ। হৃৎপিন্ডের প্রসারণ
৮৯। নিচের কোনটি প্রোগ্রামিং -এর উচ্চস্তরের ভাষা ?
(ক) বেসিক
(খ) সি
(গ) অ্যাপেল
(ঘ) সি ++
উত্তরঃ ক। বেসিক
৯০। “Friend of Bangladesh” পুরস্কার কাকে দেয়া হয়েছে?
(ক) শ্যাম সুন্দর সিং
(খ) ফ্রান্সিস জুলিয়ান
(গ) শংকর কৃষ্ণা
(ঘ) অব : কর্নেল অশোক তারা
উত্তরঃ খ। ফ্রান্সিস জুলিয়ান
৯১। . আন্তর্জাতিক সমুদ্র আইন ট্রাইব্যুনাল (ITLOS) । এর সদর দপ্তর কোথায় ?
(ক) ইংল্যান্ড
(খ) জার্মানি
(গ) স্পেন
(ঘ) ইতালি
উত্তরঃ খ। জার্মানি
৯২। কর্ণফুলি নদীর উৎপত্তিস্থল কোথায় ?
(ক) পার্বত্য চট্রগ্রামের বরকল পাহাড়
(খ) আরাকান
(গ) লুসাই
(ঘ) পাহাড়
উত্তরঃ ঘ। পাহাড়
৯৩। বাংলাদেশের কোন নারী -মুক্তিযোদ্ধা “মুক্তিবেটি” নামে পরিচিত?
(ক) কাঁকন বিবি
(খ) সেতারা বেগম
(গ) তারামন বিবি
(ঘ) নীলিমা ইব্রাহিম
উত্তরঃ ক। কাঁকন বিবি
৯৪। নিন্মের কোন দেশের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই।
(ক) সিঙ্গাপুর
(খ) তাইওয়ান
(গ) উত্তর কোরিয়া
(ঘ) ইসরাইল
উত্তরঃ খ। তাইওয়ান
৯৫। মিট রমনি কোন অঙ্গরাজ্যের গভর্নর ছিলেন?
(ক) ভার্জিনীয়া
(খ) উইসকনসিন
(গ) ক্যালিফোর্নিয়া
(ঘ) ম্যাসচিুসেটস
উত্তরঃ ঘ। ম্যাসচিুসেটস
৯৬। কোন রাষ্ট্রে মোট জাতীয় সুখ কে অর্থনৈতিক উন্নয়নের মানদন্ড হিসেবে গ্রহ্যণ করেছে?
(ক) শ্রীলংকা
(খ) শ্রীলংকা
(গ) কম্বোডিয়া
(ঘ) ভিয়েতনাম
উত্তরঃ খ। শ্রীলংকা
৯৭। বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট জিম ইয়ং কিম কোন দেশের নাগরিক ?
(ক) যুক্তরাষ্ট্র
(খ) জাপান
(গ) দক্ষিণ কোরিয়া
(ঘ) চীন
উত্তরঃ গ। দক্ষিণ কোরিয়া
৯৮। বাংলাদেশে তৈরি patrol Craft কোন ধরনের বাহন?
(ক) সাবমেরিন
(খ) যুদ্ধজাহাজ
(গ) উড়োজাহাজ
(ঘ) রেল ইঞ্জিন
উত্তরঃ খ। যুদ্ধজাহাজ
৯৯। ২০১২ সালে আন্তর্জাতিক শান্তি দিবসের প্রতিপাদ্য কি?
(ক) Sustainable Development for sustainable peace.
(খ) Sustainable development for sustainable Future .
(গ) Sustainable peace for a sustainable Future.
(ঘ) None of them
উত্তরঃ গ। Sustainable peace for a sustainable Future.
১০০। রাতের আকাশে তারাগুলো মিটমিট করার কারণ আলোর –
(ক) পোলারায়ন
(খ) বিচ্ছুরণ
(গ) প্রতিসরণ
(ঘ) প্রতিফলন
উত্তরঃ খ। বিচ্ছুরণ