8th Bangladesh Judicial Service (BJS) assistant judge exam question and solution 2013

৮ম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) সহকারী জজ নিয়োগ পরীক্ষার প্রশ্ন ২০১৩

১। What is the antonym of the word baggy—–
(ক) foggy
(খ) load
(গ) loose
(ঘ) tight
উত্তরঃ ঘ। tight

২। What is the synonym of the word relax—-
(ক) deluxe
(খ) swindle
(গ) unwind
(ঘ) freewind
উত্তরঃ গ। unwind

৩। Convert the sentence into a simple one : He said that he was innocent.
(ক) He published his innocence.
(খ) He expressed his innocence .
(গ) He told his innocence.
(ঘ) He declared his innocence.
উত্তরঃ খ। He expressed his innocence .

৪। All the world’s a stage And all the men and women merely players; Poet of the poem is :
(ক) John Keats
(খ) William Shakespeare
(গ) John Milton
(ঘ) William Wordsworth
উত্তরঃ খ। William Shakespeare

৫। He started early.Here early is —-
(ক) adjective
(খ) adverb
(গ) noun
(ঘ) pronoun
উত্তরঃ খ। adverb

৬। Change the narration of the sentence : What do you want?
(ক) What is wanted by you?
(খ) Let what be wanted by you.
(গ) What has been wanted by you?
(ঘ) What was being wanted by you?
উত্তরঃ ক। What is wanted by you?

৭। The phrase functus officio means —–
(ক) officiating
(খ) functional office
(গ) functional authority
(ঘ) having no further authority
উত্তরঃ ঘ। having no further authority

৮। Plural number of ultimatum is —–
(ক) ultimate
(খ) ultimata
(গ) ultimator
(ঘ) ultimates
উত্তরঃ খ। ultimata

৯। Mens Legis means—–
(ক) Mens rea
(খ) Legal status of the men
(গ) Purpose of a law
(ঘ) Preamble of a law
উত্তরঃ গ। Purpose of a law

১০। Double Jeopardy means——
(ক) Judicating twice
(খ) Duplicate issue
(গ) Double zero
(ঘ) Double Standard
উত্তরঃ ক। Judicating twice

১১। What are the correct prepositions? He had a need —–and an interest —–athletics.
(ক) of, for
(খ) to, at
(গ) for, in
(ঘ) with, for
উত্তরঃ গ। for, in

১২। Choose the best option to complete the sentence : Telling lies— a great sin.
(ক) is
(খ) are
(গ) have
(ঘ) highly
উত্তরঃ ক। is

১৩। Choose the best option to complete the sentence : I look forward to —–
(ক) meet you soon
(খ) meeting you soon
(গ) have met you soon
(ঘ) be meeting you soon
উত্তরঃ খ। meeting you soon

১৪। মতিন ও কমল নামের চরিত্রকে কেন্দ্র করে একটি শিশুর আত্মানুসন্ধান প্রকাশিত হয় হুমায়ূন আহমেদের কোন উপন্যাসে?
(ক) আগুনের পরশমণি
(খ) এই সব দিনরাত্রি
(গ) দুই দুয়ারী
(ঘ) কে কথা কয়
উত্তরঃ ঘ। কে কথা কয়

১৫। প্রাচী-শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
(ক) প্রচীতী
(খ) প্রতীচী
(গ) প্রতিচী
(ঘ) প্রীতিচী
উত্তরঃ খ। প্রতীচী

১৬। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নথ হলে থাকাবস্থায় বুদ্ধদেব বসু যে পত্রিকা সম্পাদনা করতেন, তার নাম —-
(ক) অবধূত
(খ) সমকাল
(গ) শতদল
(ঘ) বাসন্তিকা
উত্তরঃ ঘ। বাসন্তিকা

১৭। “তুমি আসবে বলে হে স্বাধীনতা, সখিনা বিবির কপাল ভাঙল।” –এটি কোন ধরনের বাক্যের উদাহরণ?
(ক) মিশ্র
(খ) সরল
(গ) যৌগিক
(ঘ) বিভ্রমপূর্ণ বাক্য
উত্তরঃ ক। মিশ্র

১৮। ইংরেজি ব্যাকরণের Adverb–কে বাংলা ব্যাকরণে বলে —-
(ক) নাম বিশেষণ
(খ) ভাব বিশেষণ
(গ) সমুচ্চয়ী অব্যয়
(ঘ) নামপদ
উত্তরঃ খ। ভাব বিশেষণ

১৯। “স্বাধীনতা আমার স্বাধীনতা” নাটকের রচয়িতা কে?
(ক) শামসুর রাহমান
(খ) মমতাজউদ্দীন আহমদ
(গ) সৈয়দ শামসুল হক
(ঘ) আব্দুল্লাহ-আল মামুন
উত্তরঃ খ। মমতাজউদ্দীন আহমদ

২০। নাড়ী অর্থ শিরা; নারি অর্থ কী?
(ক) পানি
(খ) স্ত্রীলোক
(গ) পারি না
(ঘ) শেষাংশ
উত্তরঃ গ। পারি না

২১। নিচের কোন বানান শুদ্ধ নয়?
(ক) কর্ণেল
(খ) চক্ষুষ্মান
(গ) খ্রিস্টাব্দ
(ঘ) বিপণী
উত্তরঃ ঘ। বিপণী

২২। “আষাঢ়ে মেঘ থেকে আসার নামে”—এ বাক্যে “আসার” শব্দের অর্থ কি?
(ক) জলধারা
(খ) জলকণা
(গ) জলধর
(ঘ) ঝলঝড়
উত্তরঃ খ। জলকণা

২৩। “কথায় বর্ণনা করা যায় না যা” —এ বাক্যের সংক্ষিপ্ত রূপ কি?
(ক) বর্ণনাতীত
(খ) অনির্বচনীয়
(গ) অবর্ণননীয়
(ঘ) নির্বচনীয়
উত্তরঃ খ। অনির্বচনীয়

২৪। “বাগধারা” কোথায় আলোচিত হয়?
(ক) ধ্বনিতত্ত্বে
(খ) রূপতত্ত্বে
(গ) শব্দতত্ত্বে
(ঘ) বাক্যতত্ত্বে
উত্তরঃ ঘ। বাক্যতত্ত্বে

২৫। একটি আয়তকার মাঠের বাইরে চারদিকে একটি রাস্তা আছে। মাঠের দৈর্ঘ্য ৫০ মিটার, প্রস্থ ৪০ মিটার এবং রাস্তার চওড়া ২ মিটার। রাস্তাসহ মাঠের দৈর্ঘ্য কত মিটার?
(ক) ৫৪
(খ) ৫০
(গ) ৪৬
(ঘ) ৪৪
উত্তরঃ ক। ৫৪

২৬। শিহাব ১৬০০০ মিটার দৌড়ালে, সে কত কিলোমিটার দৌড়েছিল?
(ক) ১.৬০ কিমি
(খ) ১৬০ কিমি
(গ) .১৬ কিমি
(ঘ) ১৬ কিমি
উত্তরঃ ঘ। ১৬ কিমি

২৭। ১ বিলিয়নে কত মিলিয়ন?
(ক) ১০০০০
(খ) ১০০০
(গ) ১০০
(ঘ) ১০
উত্তরঃ খ। ১০০০

২৮। ∠A ও ∠B পরস্পর সম্পূরক কোণ। ∠A ১২০ ডিগ্রি হলে ∠B = কত?
(ক) ৫০ ডিগ্রী
(খ) ৬০ ডিগ্রী
(গ) ৭০ ডিগ্রী
(ঘ) ৮০ ডিগ্রী
উত্তরঃ খ। ৬০ ডিগ্রী

২৯। ঘড়িতে যখন ৭টা বাজে তখন ঘণ্টা ও মিনিটের কাঁটা দুটির মধ্যবর্তী কোণ কত ডিগ্রী?
(ক) ৯০ ডিগ্রী
(খ) ১২০ ডিগ্রী
(গ) ১৫০ ডিগ্রী
(ঘ)
উত্তরঃ গ। ১৫০ ডিগ্রী

৩০। (-1)x(-1)x(-1)+(1)x(-1)=কত?
(ক) 0
(খ) 2
(গ) -2
(ঘ)
উত্তরঃ গ। -2

৩১। একটি প্রতিযোগীতামূলক পরীক্ষায় ৬০% পরীক্ষার্থী পাস করেছে। যারা পাস করেনি তাদের ১৫ জন বিদেশে চলে গেল এবং ৪৫ জন ব্যবসা শুরু করল। কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে?
(ক) ১০০
(খ) ১৫০
(গ) ২০০
(ঘ) ২৫০
উত্তরঃ খ। ১৫০

৩২। ঘণ্টায় a মাইল বেগে b দূরত্ব অতিক্রম করতে কত ঘণ্টা সময় লাগবে?
(ক) ab
(খ) b/a
(গ) a/b
(ঘ) ab/b
উত্তরঃ খ। b/a

৩৩। একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ১২০ বার ঘুরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রী ঘুরে?
(ক) ৩৬০ ডিগ্রী
(খ) ৪৫০ ডিগ্রী
(গ) ৫৪০ ডিগ্রী
(ঘ) ৭২০ ডিগ্রী
উত্তরঃ ঘ। ৭২০ ডিগ্রী

৩৪। বাংলাদেশের সংবিধানের তৃতীয় তফসিলে কয়টি পদে নির্বাচিত বা নিযুক্ত ব্যক্তির শপথগ্রহণ বা ঘোষণাপত্র পাঠের বিষয় উল্লেখ আছে?
(ক) ৭
(খ) ৮
(গ) ৯
(ঘ) ১০
উত্তরঃ গ। ৯

৩৫। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নিম্নবর্ণিত কোন দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল বিভাগে অধিকারবলে আপিল করা যাবে?
(ক) যাবজ্জীবন কারাদণ্ড
(খ) ১৪ বছর কারাদণ্ড
(গ) ১০ বছর কারাদণ্ড
(ঘ) কোনোটিই
উত্তরঃ খ। ১৪ বছর কারাদণ্ড

৩৬। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার বিধান আছে?
(ক) ১১
(খ) ১০
(গ) ৯
(ঘ) ৮
উত্তরঃ ক। ১১

৩৭। রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত নিচের কোন বিল সংসদে উত্থাপন করা যায় না?
(ক) আইন-প্রণয়ন বিল
(খ) বেসরকারি বিল
(গ) বিল
(ঘ) কোনোটিই
উত্তরঃ গ। বিল

৩৮। জরুরি অবস্থা ঘোষণার পূর্বেই উক্ত ঘোষণার বৈধতার জন্য কার প্রতি-স্বাক্ষরের প্রয়োজন ?
(ক) রাষ্ট্রপতি
(খ) প্রধানমন্ত্রী
(গ) স্পিকার
(ঘ) প্রধান বিচারপতি
উত্তরঃ খ। প্রধানমন্ত্রী

৩৯। ১৯৭২ সালের ৪ নভেম্বর স্বাধীন বাংলাদেশের সংবিধানের খড়সা গৃহীত হয় —-
(ক) জাতীয় পরিষদে
(খ) জাতীয় সংসদে
(গ) গণপরিষদে
(ঘ) জাতীয় পার্লামেন্টে
উত্তরঃ গ। গণপরিষদে

৪০। হিন্দু বিধবার বিয়ে নিচের কোন আইন দ্বারা Regulated হয়?
(ক) The Hindu Women Marriage Ceremonies Act, 1856
(খ) The Hindu Women Marriage Act, 1856
(গ) The Hindu Women Re-marriage Act, 1856
(ঘ) The Hindu Widow Re – marriage Act, 1856
উত্তরঃ ঘ। The Hindu Widow Re – marriage Act, 1856

৪১। একজন হানাফী মুসলিম মৃত্যুকালে ত্যাজ্যবিত্তে স্ত্রীকে একমাত্র উত্তরাধিকারী রেখে যায় । স্ত্রী ওয়ারিশ হিসেবে ১ / ৪ অংশ প্রাপ্তির পর মৃতের অবশিষ্ট সম্পত্তি অর্থাৎ ৩ / ৪ অংশ —-
(ক) রাষ্ট্রের অনুকূলে ন্যস্ত হবে
(খ) অবশিষ্টভোগী হিসেবে স্ত্রী পাবে
(গ) স্ত্রীর নিকট ফেরত যাবে
(ঘ) বায়তুল মাল হিসেবে সরকারের নিকট অর্পিত হবে
উত্তরঃ গ। স্ত্রীর নিকট ফেরত যাবে

৪২। “চ” ও “ছ” মুসলিম নর – নারী পরস্পরের সম্মতিতে কোনো সাক্ষী ব্যতীত বিয়ে করলে তাদের বিয়ের আইনগত ফলাফল হবে —
(ক) অবৈধ
(খ) বাতিলযোগ্য
(গ) নিয়মিত
(ঘ) অনিয়মিত
উত্তরঃ ঘ। অনিয়মিত

৪৩। সাক্ষ্য আইনের কোন ধারায় Res Judicata নীতির প্রতিফলন ঘটেছে?
(ক) ৩৯
(খ) ৪০
(গ) ৪৫
(ঘ) ৪৭
উত্তরঃ খ। ৪০

৪৪। ইঙ্গিতবাহী প্রশ্ন (Leading Question) নিচের কোনটিকে বুঝাবে?
(ক) যে প্রশ্নের পূর্বে উত্তর বলা থাকে
(খ) যে প্রশ্নের পরে উত্তর বলা থাকে
(গ) যে প্রশ্নের মধ্যেই উত্তর থাকে
(ঘ) যে প্রশ্নের প্রশ্নকারী হ্যাঁ বা না সূচক প্রশ্ন করে থাকে
উত্তরঃ গ। যে প্রশ্নের মধ্যেই উত্তর থাকে

৪৫। নিচের কোনটিকে প্রত্যক্ষ সাক্ষ্য (Direct Evidence) হিসেবে গণ্য করা যায়?
(ক) যে বিষয়ে সাক্ষ্য দিবেন সাক্ষী তা দেখেননি বা শুনেননি।
(খ) যে বিষয়ে সাক্ষ্য দিবেন সাক্ষী তা দেখেননি।
(গ) যে বিষয়ে সাক্ষ্য দিবেন সাক্ষী স্বয়ং উহা দেখেছেন।
(ঘ) যে বিষয়ে সাক্ষ্য দিবেন সাক্ষী তা অন্যের অভিমতের ভিত্তিতে প্রাপ্ত।
উত্তরঃ গ। যে বিষয়ে সাক্ষ্য দিবেন সাক্ষী স্বয়ং উহা দেখেছেন।

৪৬। কোন আইনের মাধ্যমে দ্যা অ্যাভিডেল অ্যাক্ট, ১৮৭২-কে চট্টগ্রামের পার্বত্য জেলাসমূহে বলবৎ করা হয়েছে?
(ক) পার্বত্য জেলাসমূহে (আইন রহিত ও প্রয়োগ এবং বিশেষ বিধান) আইন ১৯৮৯।
(খ) চিটাগাং হিল ট্রাক্টস রেগুলেশন, ১৯০০।
(গ) পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন, ১৮৯৮।
(ঘ) General Clauses Act, 1897 এর ধারা ৫
উত্তরঃ ঘ। General Clauses Act, 1897 এর ধারা ৫

৪৭। যে ক্ষেত্রে কোনো কর্ম বা কর্মবিচ্যুতি দুই বা ততোধিক আইনের অধীনে শাস্তিযোগ্য অপরাধ হয়, সে ক্ষেত্রে নিচের কোনটি সঠিক হবে?
(ক) অপরাধীকে দুটি বা ততোধিক আইনের অধীনে অভিযুক্ত করা যাবে।
(খ) অপরাধীকে দুটি বা ততোধিক আইনের অধীনে শাস্তি দেয়া যাবে।
(গ) অপরাধীকে দুটি বা ততোধিক আইনের অধীনে অভিযুক্ত ও শাস্তি প্রদান করা যাবে।
(ঘ) দুটি আইনের অধীনে দায়েরকৃত পৃথক দুটি মামলায় যুগপৎ (Analogous) বিচার হবে।
উত্তরঃ গ। অপরাধীকে দুটি বা ততোধিক আইনের অধীনে অভিযুক্ত ও শাস্তি প্রদান করা যাবে।

৪৮। “জ”, মিথ্যা কুৎসা রটনার ভয় দেখিয়ে “ঝ” -কে ১ লক্ষ টাকা দিতে বাধ্য করে। “জ” নিচের কোন অপরাধ করেছে?
(ক) দস্যুতা
(খ) প্রতারণা
(গ) বলপূর্বক গ্রহণ
(ঘ) চুরি
উত্তরঃ গ। বলপূর্বক গ্রহণ

৪৯। “চ” সহ পাঁচ ব্যক্তি “ছ”-কে হত্যা করার পরিকল্পনা করে। পরিকল্পিত দিন, তারিখ ও সময়ে তারা সকলে মিলে “ছ”-কে হত্যা করে। “চ” সহ উক্ত পাঁচ ব্যক্তির বিরুদ্ধে পেনাল কোডের ৩০২ ধারার সাথে নিচের কোন ধারাটি প্রাসঙ্গিক?
(ক) ১৩৪
(খ) ৩৪
(গ) ১২০
(ঘ) ১১৪
উত্তরঃ খ। ৩৪

৫০। নিচের কোন কার্যটি চুরি (Theft) হিসেবে গণ্য হবে না?
(ক) চলাচলের রাস্তায় পড়ে থাকা মূল্যবান আংটি কুড়িয়ে নেয়া।
(খ) অপরের জমিতে দণ্ডায়মান গাছ কেটে ফেলা
(গ) টোপ দিয়ে অন্যের পোষা প্রাণী নিয়ে যাওয়া।
(ঘ) অপরের জমিতে দণ্ডায়মান গাছ কেটে নিয়ে যাওয়া।
উত্তরঃ ক। চলাচলের রাস্তায় পড়ে থাকা মূল্যবান আংটি কুড়িয়ে নেয়া।

৫১। একজন শৈল্য চিকিৎসক সরল বিশ্বাসে একজন রোগীকে বলেন ” আপনি আর বাঁচবেন না।” এতে উক্ত রোগী মানসিক আঘাত পেয়ে মারা যায়। এক্ষেত্রে শৈল্য চিকিৎসক নিচের কোন ধারার অপরাধ করেছেন?
(ক) খুন
(খ) নরহত্যা
(গ) হত্যার প্রচেষ্টা
(ঘ) কোনো অপরাধ করেননি
উত্তরঃ ঘ। কোনো অপরাধ করেননি

৫২। পেনাল কোডে বর্ণিত অপরাধগুলোর মধ্যে সর্বনিম্ন সাজা —-
(ক) ২৪ ঘণ্টার বিনাশ্রম কারাদণ্ড বা ১০ টাকা জরিমানা
(খ) ২৪ ঘণ্টা পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা ১০ টাকা পর্যন্ত জরিমানা বা উভয়ই
(গ) ১ দিনের বিনাশ্রম কারাদণ্ড বা ১০০ টাকা পর্যন্ত জরিমানা বা উভয়ই
(ঘ) ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড বা ৫০০ টাকা পর্যন্ত জরিমানা বা উভয়ই
উত্তরঃ খ। ২৪ ঘণ্টা পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা ১০ টাকা পর্যন্ত জরিমানা বা উভয়ই

৫৩। যাবজ্জীবন কারাদণ্ড বলতে নিচের কোনটিকে নির্দেশ করে?
(ক) ১৪ বছরের সশ্রম কারাদণ্ড
(খ) দণ্ডিত ব্যক্তির অবশিষ্ট জীবনব্যাপী কারাদণ্ড
(গ) ২০ বছরের সশ্রম কারাদণ্ড
(ঘ) ৩০ বছরের সশ্রম কারাদণ্ড
উত্তরঃ খ। দণ্ডিত ব্যক্তির অবশিষ্ট জীবনব্যাপী কারাদণ্ড

৫৪। সহকারী জজ আদালতে প্রচারিত ডিগ্রীর বিরুদ্ধে জেলা জজ আদালতে কত দিনের মধ্যে আপিল দায়ের করতে হয়?
(ক) ৩০
(খ) ৬০
(গ) ৯০
(ঘ) ১২০
উত্তরঃ গ। ৯০

৫৫। কোনো জলপথে বর্তস্বত্ব(Easement) অধিকার অর্জনের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য?
(ক) শুধুমাত্র ২০ বছর ব্যবহার
(খ) নিরবচ্ছিন্নভাবে ২০ বছর ব্যবহার
(গ) নিরবচ্ছিন্নভাবে ও শান্তিপূর্ণভাবে ২০ বছর ব্যবহার
(ঘ) নিরবচ্ছিন্নভাবে, শান্তিপূর্ণভাবে ও অধিকার হিসেবে ২০ বছর ব্যবহার
উত্তরঃ ঘ। নিরবচ্ছিন্নভাবে, শান্তিপূর্ণভাবে ও অধিকার হিসেবে ২০ বছর ব্যবহার

৫৬। “চ” দলিলটি “ছ” দলিলের পূর্বে সম্পাদিত হয় কিন্তু “ছ” দলিলের পরে রেজিস্ট্রি হয় । এক্ষেত্রে সঠিক আইনগত ফলাফল কি হবে ?
(ক) “ছ” দলিলটি “চ” দলিলের উপর প্রাধান্য লাভ করবে
(খ) “চ” দলিলটি “ছ” দলিলের উপর প্রাধান্য লাভ করবে
(গ) দুটি দলিলই সমানভাবে প্রাধান্য পাবে
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ খ। “চ” দলিলটি “ছ” দলিলের উপর প্রাধান্য লাভ করবে

৫৭। একটি বিক্রয় চুক্তি সম্পাদনের কত দিনের মধ্যে রেজিস্ট্রেশনের জন্য উপস্থাপন করতে হয় ।
(ক) ৩০
(খ) ৬০
(গ) ৯০
(ঘ) ১২০
উত্তরঃ ঘ। ১২০

৫৮। কোন মামলায় আদালত ডিক্রির কপি রেজিস্ট্রি অফিসে প্রেরণ করতে আইনত বাধ্য ?
(ক) রেজিস্টার্ড দলিল বেআইনিমর্মে ঘোষণামূলক মোকদ্দমা
(খ) রেজিস্টার্ড দলিল সংশোধনের মোকদ্দমা
(গ) রেজিস্টার্ড দলিল বাতিলের মোকদ্দমা
(ঘ) রেজিস্টার্ড দলিল রদরহিতের মোকদ্দমা
উত্তরঃ খ। রেজিস্টার্ড দলিল সংশোধনের মোকদ্দমা

৫৯। নিচের কোন ক্ষেত্রে একটি দেওয়ানি আদলত এর বিবেচনামূলক ক্ষমতা (Discretionary Power) প্রয়োগ করতে পারে না ?
(ক) ঘোষণামূলক মোকদ্দমা
(খ) স্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা
(গ) দলিল সংশোধনের মোকদ্দমা
(ঘ) অগ্রক্রয় সংক্রান্ত মোকদ্দমা
উত্তরঃ ঘ। অগ্রক্রয় সংক্রান্ত মোকদ্দমা

৬০। “ক” ১০০ মন গম “খ” এর নিকট বিক্রয় করার চুক্তি করে । কোনো কারণ ব্যতিরেকেই উক্ত গম “খ” কে সরবরাহ করা হয়নি । “খ” এর প্রতিকার কি ?
(ক) খ সুনির্দিষ্টভাবে চুক্তিটি বলবৎ করতে পারবে
(খ) খ ক্ষতিপূরণ লাভ করতে পারবে
(গ) খ ক্ষতিপূরণ পাবে না
(ঘ) খ শুধুমাত্র চুক্তির ক্রয়মূল্য ফেরত পাবে
উত্তরঃ ক। খ সুনির্দিষ্টভাবে চুক্তিটি বলবৎ করতে পারবে

৬১। “ক” একটি বাড়ি ১ লক্ষ টাকায় “খ” এর নিকট বিক্রয় করতে চুক্তি করে । পরদিন ঘূর্ণিঝড়ে বাড়িটি ধ্বংস হয়ে যায় । এক্ষেত্রে নিচের কোনটি সঠিক হবে ?
(ক) ক, খ এর বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করতে পারবে
(খ) খ, ক এর বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করতে পারবে
(গ) খ – কে চুক্তির ক্রয়মূল্য পরিশোধে বাধ্য করা যাবে
(ঘ) খ – কে চুক্তির ক্রয়মূল্য পরিশোধে বাধ্য করা যাবে না
উত্তরঃ ঘ। খ – কে চুক্তির ক্রয়মূল্য পরিশোধে বাধ্য করা যাবে না

৬২। কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ অনুযায়ী মৃত্যুদণ্ডাদেশ বহাল করেন —
(ক) হাইকোর্ট বিভাগ
(খ) অতিরিক্ত দায়রা জজ আদালত
(গ) দায়রা জজ আদালত
(ঘ) আপিল বিভাগ
উত্তরঃ ক। হাইকোর্ট বিভাগ

৬৩। ১৮৩৪ সালে গঠিত প্রথম আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন —-
(ক) G. W. Anderson
(খ) F. Millet
(গ) J. M. Macleod
(ঘ) Lord Macaulay
উত্তরঃ ঘ। Lord Macaulay

৬৪। ফৌজদারী বিচার ব্যবস্থায় নিচের কোন আদালতের অন্তর্নিহিত ক্ষমতা (Inherent Power) আছে?
(ক) আপিল বিভাগ
(খ) হাইকোর্ট বিভাগ
(গ) দায়রা জজ আদালত
(ঘ) মহানগর দায়রা জজ আদালত
উত্তরঃ খ। হাইকোর্ট বিভাগ

৬৫। আসামির বিরুদ্ধে চার্জ গঠনের পূর্বে প্রসিকিউশন কোনো মামলা প্রত্যাহার করলে ফলাফল হবে —
(ক) আসামি খালাস
(খ) আসামির মুক্তি
(গ) আসামির অব্যাহতি
(ঘ) কোনোটিই
উত্তরঃ গ। আসামির অব্যাহতি

৬৬। আগাম জামিন (Anticipatory bail) বলতে নিচের কোনটিকে বুঝাবে?
(ক) গ্রেফতার পূর্ব জামিন
(খ) বিচার পূর্ব জামিন
(গ) চার্জ গঠন পূর্ব জামিন
(ঘ) যুক্তিতর্ক শুনানি পূর্ব জামিন
উত্তরঃ ক। গ্রেফতার পূর্ব জামিন

৬৭। Negotiable Instruments Act, 1881 এর অধীন ১৩৮ ধারার মামলায় যুগ্ম দায়রা জজের দণ্ডাদেশের বিরুদ্ধে আসামি নিচের কোন আদালতে আপিল দায়ের করবে?
(ক) হাইকোর্ট বিভাগ
(খ) আপিল বিভাগ
(গ) দায়রা জজ আদালত
(ঘ) স্পেশাল জজ আদালত
উত্তরঃ ক। হাইকোর্ট বিভাগ

৬৮। কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৯৯৮ অনুসারে ১২০ দিনের মধ্যে মামলার তদন্তকার্য সম্পন্ন করার বিধানটি—
(ক) নির্দেশনামূলক
(খ) বিচার-বিবেচনামূলক
(গ) বাধ্যতামূলক
(ঘ) নিষেধাজ্ঞামূলক
উত্তরঃ ক। নির্দেশনামূলক

৬৯। কোনো জেলার ফৌজদারী আদালতের ওয়ারেন্ট স্থানীয় অধিক্ষেত্র বহির্ভূত কোনো মেট্রোপলিটান এলাকায় তামিলের জন্য নিচের কার নিকট প্রেরণ করতে হবে?
(ক) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(খ) পুলিশ কমিশনার
(গ) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
(ঘ) চীফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট
উত্তরঃ খ। পুলিশ কমিশনার

৭০। একজন দায়রা জজ কোনো আসামিকে বিচারে খালাস প্রদান করেন। উক্ত রায়ের বিরুদ্ধে দায়েরকৃত আপিল বিচারাধীন থাকাবস্থায় আসামি মারা যায়। সেক্ষেত্রে আপিলটির ফলাফল কি হবে?
(ক) আপিলটি মেধাতে নিষ্পত্তি হবে
(খ) প্রসিকিউশনকে শুনানি করে আদেশ প্রদান করা হবে
(গ) আপিলটি অ্যাবেইট হবে
(ঘ) আপিলটি খারিজ হবে
উত্তরঃ ঘ। আপিলটি খারিজ হবে

৭১। আদালত কারাবন্দি আসামির বিরুদ্ধে কারাদণ্ডাদেশ প্রদান করলে, উক্ত দণ্ডাদেশ সংক্রান্ত ওয়ারেন্ট কার নিকট প্রেরণ করতে হবে?
(ক) জেলা ম্যাজিস্ট্রেট
(খ) পুলিশ সুপার
(গ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ঘ) কারারক্ষক
উত্তরঃ ঘ। কারারক্ষক

৭২। একজন মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট একটি নালিশ মামলায় কারাদণ্ড প্রদান করেন। উক্ত দণ্ডাদেশ বৃদ্ধির জন্য অভিযোগকারী নিচের কোন আদালতে আপিল দায়ের করবে?
(ক) মহানগর দায়রা জজ আদালত
(খ) হাইকোর্ট বিভাগ
(গ) চীফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট
(ঘ) দায়রা জজ আদালত
উত্তরঃ ক। মহানগর দায়রা জজ আদালত

৭৩। একজন ১ম শ্রেণীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পেনাল কোডের ৩৭৯ ধারার অভিযুক্ত আসামির বিরুদ্ধে চার্জ গঠনকালে আসামি guilty plead করায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়ের হলে নিচের কোনটি হতে পারে?
(ক) আপিলটি শুনানীর জন্য গ্রহণ করা হবে
(খ) আপিলটি দায়রা জজ আদালতে দাখিলের জন্য ফেরত দেয়া হবে
(গ) আপিলযোগ্য নয় বিধায় আপিলটি না-মঞ্জুর হবে
(ঘ) রিভিশন দায়েরের জন্য ফেরত দেয়া হবে
উত্তরঃ ঘ। রিভিশন দায়েরের জন্য ফেরত দেয়া হবে

৭৪। সমন বিনা জারিতে ফেরত আসার কত দিনের মধ্যে বাদী পদক্ষেপ না নিলে মামলা খারিজ হবে?
(ক) এক মাস
(খ) দুই মাস
(গ) তিন মাস
(ঘ) ছয় মাস
উত্তরঃ গ। তিন মাস

৭৫। . নিচের কোন ক্ষেত্রে রিভিউ দরখাস্ত দাখিল করা যায় না?
(ক) কোনো ডিক্রি রিভিউ এর আদেশের বিরুদ্ধে
(খ) আপিলযোগ্য কিন্তু আপিল করা হয়নি এমন ডিক্রির বিরুদ্ধে
(গ) আপিলযোগ্য নয় এমন ডিক্রির বিরুদ্ধে
(ঘ) স্মল কজেজ আদালতের রেফারেন্স প্রদত্ত সিদ্ধান্তের বিরুদ্ধে
উত্তরঃ ক। কোনো ডিক্রি রিভিউ এর আদেশের বিরুদ্ধে

৭৬। মামলার অ্যাবেইটমেন্ট আদেশ সরাসরি বাতিলের জন্য আদালত একজন দরখাস্তকারীর বিরুদ্ধে সর্বোচ্চ কত Cost পরিশোধের নির্দেশ দিতে পারেন?
(ক) ৫০০ টাকা
(খ) ৩০০০ টাকা
(গ) ২০০০ টাকা
(ঘ) ৫০০০ টাকা
উত্তরঃ খ। ৩০০০ টাকা

৭৭। চূড়ান্ত ডিক্রি প্রচারের পর সংক্ষুব্ধ পক্ষ নিচের কোন পদক্ষেপ নিতে পারবে?
(ক) প্রাথমিক ডিক্রির বিরুদ্ধে আপিল
(খ) প্রাথমিক ডিক্রির বিরুদ্ধে রিভিশন
(গ) চূড়ান্ত ডিক্রির বিরুদ্ধে আপিল
(ঘ) প্রাথমিক ডিক্রির বিরুদ্ধে রিভিউ
উত্তরঃ গ। চূড়ান্ত ডিক্রির বিরুদ্ধে আপিল

৭৮। নিচের কোন আদেশটি ডিক্রি হিসেবে গণ্য হবে?
(ক) আরজি ফেরত আদেশ
(খ) আরজি গ্রহণ আদেশ
(গ) আরজি সংশোধন আদেশ
(ঘ) আরজি প্রত্যাখ্যান আদেশ
উত্তরঃ ঘ। আরজি প্রত্যাখ্যান আদেশ

৭৯। কোনো দেওয়ানি মামলায় ডিক্রি প্রচারের পর কত দিনের মধ্যে ডিক্রি প্রস্তুত করতে হয়?
(ক) ৭
(খ) ১০
(গ) ২১
(ঘ) ৩০
উত্তরঃ ক। ৭

৮০। জেলা জজ কর্তৃক রিভিশন মামলায় প্রদত্ত আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ হাইকোর্ট বিভাগে —
(ক) সরাসরি রিভিশন দায়ের করতে পারে
(খ) অনুমতি সাপেক্ষে রিভিশন দায়ের করতে পারে
(গ) আপিল করতে পারে
(ঘ) অনুমতি সাপেক্ষে আপিল করতে পারে
উত্তরঃ খ। অনুমতি সাপেক্ষে রিভিশন দায়ের করতে পারে

৮১। একজন জেলা জজ কোড অব সিভিল প্রসিডিউর, ১৯০৮ অনুসারে সহকারী জজের নিচের কোন আদেশের বিরুদ্ধে রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে পারেন?
(ক) অর্ডার ৭ রুল ১০ অনুযায়ী আরজি ফেরতের আদেশ
(খ) অর্ডার ৮ রুল ১০ অনুসারে প্রচারিত রায়
(গ) অর্ডার ৯ রুল ৯ অনুসারে দাখিলী দরখাস্তের না-মঞ্জুর আদেশ
(ঘ) অর্ডার ৯ রুল ১৩ অনুযায়ী দাখিলী দরখাস্ত মঞ্জুর আদেশ
উত্তরঃ খ। অর্ডার ৮ রুল ১০ অনুসারে প্রচারিত রায়

৮২। সর্বপ্রথম কখন সিভিল কোর্ট সংক্রোন্ত পদ্ধতিগত আইন কোডিফাইড হয়?
(ক) ১৮৭৭ সালে
(খ) ১৮৪৯ সালে
(গ) ১৮৫৯ সালে
(ঘ) ১৮৬৩ সালে
উত্তরঃ গ। ১৮৫৯ সালে

৮৩। কোড অব সিভিল প্রসিডিউর, ১৯০৮ এবং ১০৭ ধারার বিধান অনুযায়ী নিচের কোনটি আপিল আদালতের ক্ষমতায় অন্তর্ভুক্ত নয়?
(ক) মামলা পুনঃবিচারে প্রেরণ
(খ) পুনঃবিচারে প্রেরণের জন্য বিচার্য বিষয় গঠন
(গ) অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ
(ঘ) আরজী গ্রহন
উত্তরঃ ঘ। আরজী গ্রহন

৮৪। বিল গেইটসের প্রথম কম্পিউটার প্রোগ্রাম হলো —-
(ক) BASIC
(খ) Tic-tac-toe
(গ) Ms Dos
(ঘ) Windows 95
উত্তরঃ খ। Tic-tac-toe

৮৫। সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটারের নাম হলো —
(ক) টাইটান
(খ) তিয়ানহে-২
(গ) সেকুইয়া
(ঘ) সুপারমুক
উত্তরঃ খ। তিয়ানহে-২

৮৬। AIDS -এর সংক্রমণের ক্ষেত্রে নিচের কোনটি সত্য নয়?
(ক) গর্ভবতী মহিলা এ রোগে আক্রান্ত হলে তার সন্তানের মধ্যে এ রোগ হতে পারে
(খ) রক্ত সঞ্চালনের মাধ্যমে AIDS আক্রান্ত ব্যক্তির রক্ত দ্বারা এ রোগ ছড়ায়
(গ) স্তনদুগ্ধ পানের মাধ্যমে আক্রান্ত মহিলার দেহ থেকে শিশুর AIDS হতে পারে
(ঘ) AIDS রোগীর সাধারণ স্পর্শের দ্বারা এ রোগ ছড়ায়
উত্তরঃ ঘ। AIDS রোগীর সাধারণ স্পর্শের দ্বারা এ রোগ ছড়ায়

৮৭। বাঁদুড়ের শ্রাব্যতার ঊর্ধবসীমা হলো —-
(ক) ৪৫০০০ Hz
(খ) ১০০০০০ Hz
(গ) ৩৫০০০ Hz
(ঘ) ২০০০০ Hz
উত্তরঃ খ। ১০০০০০ Hz

৮৮। শব্দের স্রোতধ্বনি শোনার জন্য উৎস ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব হলো —-
(ক) ১৫.৬ মিটার
(খ) ১৪.৬ মিটার
(গ) ১৬.৬ মিটার
(ঘ) ১৭.৬ মিটার
উত্তরঃ গ। ১৬.৬ মিটার

৮৯। নিম্নের কোন দেশটি Arctic Council -এর সদস্য নয়?
(ক) যুক্তরাষ্ট্র
(খ) যুক্তরাজ্য
(গ) কানাডা
(ঘ) রাশিয়া
উত্তরঃ খ। যুক্তরাজ্য

৯০। “লাল করিডোর” অঞ্চল চিহ্নিত হয় —
(ক) ভারতে
(খ) ভুটানে
(গ) নেপালে
(ঘ) ভিয়েতনামে
উত্তরঃ ক। ভারতে

৯১। “বিগ বেন” এর গ্রেট ক্লক টাওয়ার বর্তমানে কি নামে পরিচিত?
(ক) ক্লক টাওয়ার
(খ) ভিক্টোরিয়া টাওয়ার
(গ) ওয়েস্টমিনিস্টারস্ টাওয়ার
(ঘ)এলিজাবেথ টাওয়ার
উত্ত ঘ। এলিজাবেথ টাওয়ার

৯২। জাতিসংঘ ঘোষিত Public Service Day কোনটি?
(ক) ২১ জুন
(খ) ২২ জুন
(গ) ২৩ জুন
(ঘ) ২৪ জুন
উত্তরঃ গ। ২৩ জুন

৯৩। টিক্ফা (TICFA) কি?
(ক) Trade and Investment Corporation Framework Agreement
(খ) Trade and Investment Conciliation Framework Agreement
(গ) Trade and Investment Cooperation Framework Agreement
(ঘ) Trade and Investment Coordination Framework Agreement
উত্তরঃ গ। Trade and Investment Cooperation Framework Agreement

৯৪। “কংস” নদীর উৎপত্তিস্থল–
(ক) গারো পাহাড়
(খ) লুসাই পাহাড়
(গ) সীতা পাহাড়
(ঘ) কংস পাহাড়
উত্তরঃ ক। গারো পাহাড়

৯৫। জিএসপি (GSP) কী?
(ক) Generalized System of Perference
(খ) Generalized System of Preferences
(গ) Generalized System of Progress-in-Garments
(ঘ) Generalized System of Preference-in-Garments
উত্তরঃ খ। Generalized System of Preferences

৯৬। “কুসুম্বা মসজিদ” কোন শাসকের রাজত্বকালে নির্মিত হয়?
(ক) শেরশাহ
(খ) বাহাদুর শাহ
(গ) গিয়াসউদ্দিন বাহাদুর শাহ
(ঘ) ফখরুদ্দীন মোবারক শাহ
উত্তরঃ গ। গিয়াসউদ্দিন বাহাদুর শাহ

৯৭। ঢাকেশ্বরী মন্দিরের সিংহদ্বার কি নামে পরিচিত?
(ক) সুবাহর তোরণ
(খ) দশভুজা তোরণ
(গ) ঈশ্বরী তোরণ
(ঘ) নহবতখানা তোরণ
উত্তরঃ ঘ। নহবতখানা তোরণ

৯৮। বিচারপতি আবু সাঈদ চৌধুরী ১৯৭১ সালে গঠিত মুজিবনগর সরকারের কোন পদে নিযুক্ত ছিলেন?
(ক) পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী
(খ) আইন ও বিচার বিষয়ক মন্ত্রী
(গ) বিশেষ কূটনৈতিক প্রতিনিধি
(ঘ) নয়াদিল্লীস্থ বাংলাদেশ মিশন প্রধান
উত্তরঃ গ। বিশেষ কূটনৈতিক প্রতিনিধি

৯৯। কাজী নজরুল ইসলাম প্রথম কবে ঢাকায় আসেন ?
(ক) ১৯৭৬ সালে
(খ) ১৯৭৪ সালে
(গ) ১৯২৬ সালে
(ঘ) ১৯৬২ সালে
উত্তরঃ গ। ১৯২৬ সালে

১০০। x-1/x=5 হলে (x3-1/x3) -এর মান নিম্নের কোনটি?
(ক) 15
(খ) 110
(গ) 125
(ঘ) 140
উত্তরঃ ঘ। 140

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *