12th Bangladesh Judicial Service (BJS) assistant judge exam question and solution 2018

১২ তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) সহকারী জজ নিয়োগ পরীক্ষার প্রশ্ন ২০১৮

১। “আমি জন্মেছি বাংলায়,
আমি বাংলায় কথা বলি,
আমি বাংলার আলপথ দিয়ে__ বছর চলি”
চরণের শূণ্যস্থান কোন শব্দ দিয়ে পূরণ হবে?
(ক) সহস্র
(খ) হাজার
(গ) শত
(ঘ) অযুত
উত্তরঃ খ। হাজার

২। “ধর্ম ও ন্যায়ের পথে চলাে।” কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?
(ক) অনুরোধ
(খ) উপদেশ
(গ) আদেশ
(ঘ) বিধান
উত্তরঃ খ। উপদেশ

৩। “চিত্তনামা” কাব্যগ্রন্থের রচয়িতা __
(ক) চিত্তরঞ্জন দাস
(খ) অমিয় চক্রবর্তী
(গ) বিহারীলাল চক্রবর্তী
(ঘ) কাজী নজরুল ইসলাম
উত্তরঃ ঘ। কাজী নজরুল ইসলাম

৪। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিনাট্য ?
(ক) বাল্মীকি প্রতিভা
(খ) বিসর্জন
(গ) চিত্রাঙ্গদা
(ঘ) রাজা ও রানী
উত্তরঃ ক। বাল্মীকি প্রতিভা

৫। We want to take legal action against the hoodlum. Here in this sentence “to” is a/an__
(ক) Adverb
(খ) Infinitive maker
(গ) Preposition
(ঘ) Conjunction
উত্তরঃ খ। Infinitive maker

৬। The expression “Voir Dire” means _
(ক) telling the truth
(খ) lying in the court
(গ) evidence of the witness
(ঘ) speaking lies
উত্তরঃ গ। evidence of the witness

৭। who is the speaker of this quote? “No man is above the law and no man is below it___ “
(ক) Roosevelt
(খ) Douglas
(গ) Dickens
(ঘ) Franklin
উত্তরঃ ক। Roosevelt

৮। Times have changed and so __
(ক) Had I
(খ) I had
(গ) I have
(ঘ) Have I
উত্তরঃ ঘ। Have I

৯। Making a good result in the exam needs a lot of hard work. Here “making” is a __
(ক) present participle
(খ) pronoun
(গ) adjective
(ঘ) gerund
উত্তরঃ ঘ। gerund

১০। A cock crews but a crow _
(ক) coos
(খ) caws
(গ) lows
(ঘ) bleats
উত্তরঃ খ। caws

১১। The saying “Enough is enough” is used to mean _
(ক) something to stop
(খ) something to continue
(গ) to stop behaving badly
(ঘ) instructions are clear
উত্তরঃ ক। something to stop

১২। Identify the correct passive form of “fortune favors the brave”
(ক) The brave is favored by fortune.
(খ) The brave was favored by fortune .
(গ) The brave were favored by fortune.
(ঘ) The brave are favored by fortune.
উত্তরঃ ঘ। The brave are favored by fortune.

১৩। ফররুখ আহমদের কাব্যগ্রন্থ কোনটি?
(ক) মুহূর্তের কবিতা
(খ) অদৃশ্যবাদীদের রান্নাবান্না
(গ) সন্দীপের চর
(ঘ) মা যে জননী কান্দে
উত্তরঃ ক। মুহূর্তের কবিতা

১৪। “বাংলাদেশ যেন জয়লাভ করে।” -এটি কোন ধরনের বাক্য?
(ক) প্রার্থনাসূচক
(খ) আবেগসূচক
(গ) অনুজ্ঞাসূচক
(ঘ) বর্ণনাত্বক
উত্তরঃ ক। প্রার্থনাসূচক

১৫। “গুনাহ” কোন ভাষার শব্দ ?
(ক) উর্দু
(খ) ফারসি
(গ) আরবি
(ঘ) হিন্দি
উত্তরঃ খ। ফারসি

১৬। কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয়?
(ক) নেকড়ে অরণ্য
(খ) রাইফেল রোটি আওরাত
(গ) কাঁদো নদী কাঁদো
(ঘ) দুই সৈনিক
উত্তরঃ গ। কাঁদো নদী কাঁদো

১৭। “কর্ম কর, অনুরুপ ফল পাবে।” __ গঠন অনুসারে এটি কোন ধরনের বাক্য?
(ক) সরল
(খ) জটিল
(গ) যৌগিক
(ঘ) কার্যকারণাত্বক
উত্তরঃ ক। সরল

১৮। একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে বসে_
(ক) কোলন-ড্যাশ
(খ) সেমিকোলন
(গ) কমা
(ঘ) কোলন
উত্তরঃ খ। সেমিকোলন

১৯। Wordsworth’s “I Wandered Lonely as a Cloud” is about__
(ক) Roses
(খ) Cherries
(গ) Maples
(ঘ) Daffodils
উত্তরঃ ঘ। Daffodils

২০। Who wrote this famous line, “Our sweetest songs are those that tell of saddest thought”?
(ক) P.B.Shelley
(খ) Shakespeare
(গ) Jonn Keats
(ঘ) Robert Frost
উত্তরঃ ক। P.B.Shelley

২১। কোনো বাগানো ১৮০০ টি চারাগাছ বর্গাকারে লাগাতে গিয়ে ৩৬ টি চারা বেশি হলো। বর্গাকারে সাজানোর পরে প্রতিটি সারিতে চারার সংখ্যা কত?
(ক) ৪৪
(খ) ৪০
(গ) ৪২
(ঘ) ৪৫
উত্তরঃ গ। ৪২

২২। রিমি ও সিমি একত্রে একটি কাজ ৮ দিনো করতে পারে। তারা একত্রে ৬ দিন করার পর সিমি চলে গেলে কাজটির কত অংশ বাকি থাকবে?
(ক)
(খ)
(গ)
(ঘ)
উত্তরঃ গ।

২৩। যদি ABCD সামান্তরিকটির ও হয়, তবে সামান্তরিকটিকে কী বলা যাবে?
(ক) আয়ত
(খ) বর্গ
(গ) রম্বস
(ঘ) ট্রাপিজিয়াম
উত্তরঃ গ। রম্বস

২৪। একজন চাকুরিজীবীর বেতন ১৫% বৃদ্ধি পেয়ে ৫,৭৫০ টাকা হলে পূর্বের বেতন কত ছিল?
(ক) ৪,৭৫০ টাকা
(খ) ৫,০০০ টাকা
(গ) ৫,২৫০ টাকা
(ঘ) ৫,৫৫০ টাকা
উত্তরঃ খ। ৫,০০০ টাকা

২৫। (x2 – x – 30) / (x2 – 30) এর লঘিষ্ঠ রূপ কোনটি?
(ক) (x + 5) / (x + 6)
(খ) (x + 5) / (x – 6)
(গ) (x – 5) / (x + 6)
(ঘ) (x – 5) / (x – 6)
উত্তরঃ সঠিক উত্তর পাওয়া যায়নি

২৬। একজন হিন্দু ০১ পুত্র, ০১ কন্যা, ০১ মৃত পুত্রের পুত্র এবং ০১ মৃত কন্যার পুত্র রেখে মারা যান। পুত্রের অংশ __
(ক) ১/৩
(খ) ১/২
(গ) ১
(ঘ) ১/৪
উত্তরঃ খ। ১/২

২৭। একজন হানাফি মুসলিম পিতা -মাতাকে রেখে মারা যান । তার তাজ্য সম্পত্তিতে পিতার অংশ _
(ক) ১/৪
(খ) ১/২
(গ) ২/৩
(ঘ) ৩/৪
উত্তরঃ গ। ২/৩

২৮। “ক” এর পুত্র “খ” ১৯৬০ সনে মারা যান । ১৯৬২ সনে “ক” ১ পুত্র এবং মৃত পুত্রের ১ পুত্র রেখে মারা যান । The Muslim Family Laws Ordinance, 1961 অনুযায়ী মৃত পুত্র “খ” এর পুত্রের অংশ হবে__
(ক) ১ / ৩ অংশ
(খ) ১ / ২ অংশ
(গ) ১ / ৪ অংশ
(ঘ) ১৯৬১ সনের অধ্যাদেশ জারীর আগে “খ” এর মৃত্যু হওয়ায় তার পুত্র সম্পত্তি পাবে না
উত্তরঃ খ। ১ / ২ অংশ

২৯। কোনটি মিডিয়া ?
(ক) রাউটার
(খ) অপটিক্যাল ফাইবার
(গ) নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড
(ঘ) প্রটোকল
উত্তরঃ খ। অপটিক্যাল ফাইবার

৩০। কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলে_
(ক) অক্টাল
(খ) ডেসিমেল
(গ) বাইনারী
(ঘ) হেক্সাডেসিমেল
উত্তরঃ গ। বাইনারী

৩১। একই উচ্চতা থেকে এক টুকরা পাথর ও একটি কাগজের টুকরাকে বিনা বাধায় পড়তে দিলে _
(ক) পাথরের টুকরাটি আগে মাটিতে পড়বে
(খ) কাগজের টুকরাটি আগে মাটিতে পড়বে
(গ) এরা একই সময়ে মাটিতে পড়বে
(ঘ) উভয়টি শূন্যে ঝুলন্ত থাকবে
উত্তরঃ গ। এরা একই সময়ে মাটিতে পড়বে

৩২। নদীতে বাঁধ দেয় জলবিদ্যুৎ উৎপাদনের সময় সঞ্চিত জলরাশিতে কোন শক্তি জমা হয় ?
(ক) স্থিতি শক্তি
(খ) গতি শক্তি
(গ) ঘর্ষণ শক্তি
(ঘ) যান্ত্রিক
উত্তরঃ ক। স্থিতি শক্তি

৩৩। নিচের কোনটিকে কিডনির কার্যকরী একক বলা হয় ?
(ক) গ্লোমারুলাস
(খ) মাইনর কেলিস
(গ) নেফ্রন
(ঘ) মেজর কেলিস
উত্তরঃ গ। নেফ্রন

৩৪। এসডিজি – ৪ কোন বিষয়ের সাথে সম্পর্কিত ?
(ক) নারীর সম অধিকার
(খ) মানবাধিকার
(গ) মানসম্মত শিক্ষা
(ঘ) জলবায়ু
উত্তরঃ গ। মানসম্মত শিক্ষা

৩৫। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার কারাগার জীবনে লেখা দিনপঞ্জির নাম দিয়েছিলেন _
(ক) কারাগারের রোজনামচা
(খ) থালা বাটি কম্বল জেলখানার সম্বল
(গ) অসমাপ্ত আত্মজীবী
(ঘ) কারাগারের রাতদিন
উত্তরঃ ক। কারাগারের রোজনামচা

৩৬। নিচের কোনাটি এলডিসি হতে উত্তরণের যোগ্যতা নয় ?
(ক) মাথাপিছু জাতীয় আয়
(খ) অর্থনৈতিক দুর্বলতা সূচক
(গ) রপ্তানি আয় সূচক
(ঘ) মানবসম্পদ সূচক
উত্তরঃ গ। রপ্তানি আয় সূচক

৩৭। Ping pong Diplomacy কোন দেশের সাথে সম্পর্কিত ?
(ক) জাপান
(খ) কোরিয়া
(গ) আমেরিকা
(ঘ) চীন
উত্তরঃ ঘ। চীন

৩৮। “Bangladesh Road” কোন শহরের একটি সড়কের নাম ?
(ক) Danane Town
(খ) Fish Town
(গ) Dalaba
(ঘ) Freetown
উত্তরঃ ক। Danane Town

৩৯। স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন নারীকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয় ?
(ক) ২
(খ) ৫
(গ) ৬
(ঘ) ৮
উত্তরঃ ক। ২

৪০। ২১ তম বিশ্বকাপ ফুটবল আসরে কয়টি মুসলিম দেশ অংশ নিচ্ছে ?
(ক) ৬টি
(খ) ৭টি
(গ) ৮টি
(ঘ) ৯টি
উত্তরঃ খ। ৭টি

৪১। কোন দেশে সবচেয়ে বেশি সংখ্যক ভাষা ব্যবহৃত হয় ?
(ক) চীন
(খ) ভারত
(গ) পাপুয়া নিউ গিনি
(ঘ) রাশিয়া
উত্তরঃ গ। পাপুয়া নিউ গিনি

৪২। “Neumania Nobiprabia” বাংলাদেশী বিজ্ঞানী ড.মো.বেলাল হোসেন কর্তৃক অতি সম্প্রতি আবিস্কৃত _
(ক) একটি পানিবাহিত রােগ
(খ) পৃথিবীর ক্ষুদ্রতম জীবাশ্ম
(গ) অতি ক্ষুদ্রতম জীবাশ্ম
(ঘ) অতি ক্ষুদ্র সপুষ্প উদ্ভিদ
উত্তরঃ ঘ। অতি ক্ষুদ্র সপুষ্প উদ্ভিদ

৪৩। ইষ্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে অস্ত্র ধারণ করে প্রথম শহীদ হয়েছিলেন __
(ক) ফকির মজনু শাহ
(খ) মঙ্গল পাণ্ডে
(গ) সৈয়দ নিসার আলী
(ঘ) নেতাজী সুভাষ চন্দ্র বসু
উত্তরঃ গ। সৈয়দ নিসার আলী

৪৪। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুসারে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি হবে বাঙালি জাতির _
(ক) মতৈক্য ও সমঝোতা
(খ) ঐক্য ও সংহতি
(গ) ভাষা ও সংস্কৃতি
(ঘ) ভাষা ও আচার – অনুষ্ঠান
উত্তরঃ খ। ঐক্য ও সংহতি

৪৫। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন ভাগের অনুচ্ছেদসমূহ জাতীয় সংসদ সংশোধন করতে পারে ?
(ক) প্রথম
(খ) দ্বিতীয়
(গ) তৃতীয়
(ঘ) চতুর্থ
উত্তরঃ ঘ। চতুর্থ

৪৬। In Anwar Hossain Chowdhury vs.Bangladesh 41 DL (AD) the supreme Court established the __
(ক) doctrine of basic structure of the constitution
(খ) separation of judiciary
(গ) illegality of Martial Law
(ঘ) secularism in the constitution
উত্তরঃ ক। doctrine of basic structure of the constitution

৪৭। Writ of Quo – Warranto এর উল্লেখ রয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে ?
(ক) ১০২ (খ) (আ)
(খ) ১০২ (খ) (অ)
(গ) ১০২ (ক) (আ)
(ঘ) ১০২ (ক) (অ)
উত্তরঃ ক। ১০২ (খ) (আ)

৪৮। সকল বালক – বালিকাকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়ে রাষ্ট্রের দায়িত্বের কথা সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে ?
(ক) ১৫
(খ) ১৬
(গ) ১৭
(ঘ) ১৮ ক
উত্তরঃ গ। ১৭

৪৯। Kazi Mukhlesur Rahman vs.Bangladesh 26 DLR (SC) ( Berubari Case) is also known as the _
(ক) Second Amendment case
(খ) Third Amendment case
(গ) Fourth Amendment case
(ঘ) Fifth Amendment case
উত্তরঃ খ। Third Amendment case

৫০। The Evidence Act, 1872 প্রণয়ন করেন_
(ক) James Spenser
(খ) James Stuart
(গ) James stephen
(ঘ) James Steven
উত্তরঃ গ। James stephen

৫১। The Evidence Act, 1872 এর ৭৪ ধারা অনুযায়ী নিচের কোন দলিলটি Public Document নয় ?
(ক) সার্টিফাইড কপি অব রেজিষ্টার্ড পাওয়ার অব এটর্নি
(খ) তদন্তকালে পুলিশের দিনপঞ্জী
(গ) গ্রেফতারী পরোয়ানা
(ঘ) কমনওয়েলথ সচিবালয়ের দাপ্তরিক পত্র
উত্তরঃ খ। তদন্তকালে পুলিশের দিনপঞ্জী

৫২। মৃত্যুকালীন ঘোষণার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক ?
(ক) ম্যাজিস্ট্রেট বাতিত অন্য কারো নিকট মৃত্যুকালীন ঘোষণা দেয়া যায় না
(খ) পুলিশের কাছে মৃত্যুকালীন ঘোষণা দিলে তা গ্রহণযোগ্য নয়
(গ) মৃত্যুকালীন ঘোষণা কেবল ডাক্তার এর সামনে দেয়া যাবে
(ঘ) মৃত্যুকালীন ঘোষণা যে কোনো ব্যক্তির সামনে দেয়া যাবে
উত্তরঃ ঘ। মৃত্যুকালীন ঘোষণা যে কোনো ব্যক্তির সামনে দেয়া যাবে

৫৩। কোনো আইন পূর্ববর্তী আইনকে বাতিল করে প্রবর্তিত হলে ঐ আইন পূর্ববর্তী বাতিলকৃত আইনের অধীনে যথাযথভাবে কৃত বা ব্যাহত কোনো কার্যক্রম _
(ক) সরাসরি বাতিল করবে
(খ) অসামঞ্জস্যপূর্ণ হলে বাতিল করবে
(গ) প্রাপ্ত অধিকারকে ক্ষুন্ন করবে না
(ঘ) এর কোনোটি প্রযোজ্য হবে না
উত্তরঃ গ। প্রাপ্ত অধিকারকে ক্ষুন্ন করবে না

৫৪। মুসলিম আইনে “মুশাই” অর্থ_
(ক) দান
(খ) অপ্রক্রয়
(গ) অবিভক্ত অংশ
(ঘ) বিক্রয়
উত্তরঃ গ। অবিভক্ত অংশ

৫৫। একজন মুসলিম তার স্ত্রীকে একখণ্ড জমি দান করেন এবং দখল বুঝিয়ে দেন । এমতাবস্থায় দানটি__
(ক) প্রত্যাহারযোগ্য
(খ) মৌখিক হলে প্রত্যাহার করতে পারেন
(গ) প্রত্যাহারযোগ্য নয়
(ঘ) রেজিস্ট্রশন না করলে প্রত্যাহার করতে পারেন
উত্তরঃ ক। প্রত্যাহারযোগ্য

৫৬। পারিবারিক আদালতের ডিক্রিকৃত টাকা আদায়ের জন্য দায়িক (Judgment debtor) – কে _ পর্যন্ত কারাদন্ড দেয়া যায় ।
(ক) ৬
(খ) ৩
(গ) ১
(ঘ) ২
উত্তরঃ খ। ৩

৫৭। দেনমোহরের জন্য মামলা দায়েরের তামাদির মেয়াদ কত ?
(ক) তিন বছর
(খ) ছয় বছর
(গ) এক বছর
(ঘ) কোনো তামাদি মেয়াদ নেই
উত্তরঃ ক। তিন বছর

৫৮। পিতা – মাতার ভরণ – পোষণ আইন, ২০১৩ এর অধীনে বিচারের ক্ষততাপ্রাপ্ত আদালত_
(ক) পারিবারিক আদালত
(খ) স্পেশাল ট্রাইব্যুনাল
(গ) জেলা জজ আদালত
(ঘ) প্রথম শ্রেণীর জুডিসিয়াল / মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
উত্তরঃ ঘ। প্রথম শ্রেণীর জুডিসিয়াল / মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট

৫৯। অভিযোগ বিষয়ে শুনানিকালে অভিযক্ত ব্যক্তি কর্তৃক দাখিলকৃতা বিতর্কিত দলিলাদি বিবেচনা করা যাবে কি না ?
(ক) হ্যাঁ
(খ) এটি আদালতের ইচ্ছাধীন ক্ষমতা
(গ) না
(ঘ) মূল দলির দাখিল সাপেক্ষে বিবেচনা করা যাবে
উত্তরঃ গ। না

৬০। The Code of Criminal Procedure, 1898 এর কোন ধারার বিধান মতে দায়রা আদালত আসামীকে অব্যাহতি দিতে পারে ?
(ক) 241 A
(খ) 245
(গ) 265 C
(ঘ) 265 H
উত্তরঃ গ। 265 C

৬১। The penal code, 1860 অনুযায়ী দণ্ড কত প্রকার ?
(ক) ৩
(খ) ৪
(গ) ৫
(ঘ) ৬
উত্তরঃ গ। ৫

৬২। The penal code, ১৮৬০ এর ৩০০ ধারায় উল্লিখিত খুনের সংজ্ঞায় কয়টি ব্যতিক্রম আছে ?
(ক) ২ টি
(খ) ৩ টি
(গ) ৪ টি
(ঘ) ৫ টি
উত্তরঃ ঘ। ৫ টি

৬৩। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর বিধানমতে বে _ আইনী বা হয়রানিমূলক তল্লাশীর সর্বোচ্চ কারাদণ্ড_
(ক) ২ বছর
(খ) ১ বছর
(গ) ৬ মাস
(ঘ) ৩ মাস
উত্তরঃ খ। ১ বছর

৬৪। The Negotiable Instruments Act, 1881 এর ১৩৮ (১) ধারা মতে চেক ডিসঅনারের মামালায় আদালত চেকে বর্ণিত টাকার তিনগুণ অর্থদন্ড প্রদান করলে তার কী পরিমাণ অভিযোগকরী পাবেন ?
(ক) অর্থদণ্ডের সম্যক টাকা
(খ) চেকের সমপরিমাণ টাকা
(গ) চেকের দ্বিগুণ টাকা
(ঘ) অর্থদণ্ডের অর্ধেক টাকা
উত্তরঃ খ। চেকের সমপরিমাণ টাকা

৬৫। আইন – শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ – এর কোন ধারা অনুযায়ী ক্যামেরা গৃহীত ছবি, রেকর্ডকৃত কথাবার্তা উক্ত আইনের অধীনে অপরধের বিচারে সাক্ষ্য হিসেবে গৃহীত হবে ?
(ক) ১২ ধারা
(খ) ১৩ ধারা
(গ) ১৪ ধারা
(ঘ) ১৫ ধারা
উত্তরঃ গ। ১৪ ধারা

৬৬। “গ” রাজপথে “চ” কে পেয়ে পিস্তল দেখিয়ে “চ” এর নিকট অর্থ দাবী করায় “চ” তার নিকট থাকা অর্থ “গ” এর নিকট সমর্পণ করে। এখানে “গ” কর্তৃক সংঘটিত অপরাধ _
(ক) Theft
(খ) Extortion
(গ) Robbery
(ঘ) Dacoity
উত্তরঃ খ। Extortion

৬৭। The Code of criminal Procedure, 1898 এর Section 161 অনুযায়ী সাক্ষীদের পরীক্ষা করতে পারেন_
(ক) অভিযোগ তদন্তকারী পুলিশ কর্মকর্তা
(খ) নির্বাহী ম্যাজিস্ট্রেট
(গ) জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
(ঘ) সকলেই
উত্তরঃ ক। অভিযোগ তদন্তকারী পুলিশ কর্মকর্তা

৬৮। Complainant তার Complaint প্রত্যাহার করলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রে _
(ক) অভিযুক্ত ব্যক্তিকে খালাস দিবেন
(খ) অভিযুক্ত ব্যক্তিকে মুক্তি দিবেন
(গ) অভিযুক্ত ব্যক্তিকে অব্যাহতি দিবেন
(ঘ) Complaint খারিজ করবেন
উত্তরঃ ক। অভিযুক্ত ব্যক্তিকে খালাস দিবেন

৬৯। একজন কৃষি জমির মালিক কত পরিমাণ কৃষি জমি নিজ মালিকানায় রাখতে পারবেন ?
(ক) ৬০ বিঘা
(খ) ১০০ বিঘা
(গ) ৩৭৫ বিঘা
(ঘ) কৃষক এবং জমির শ্রেণীভেদে পূর্বের সবগুলাে সঠিক
উত্তরঃ ক। ৬০ বিঘা

৭০। ভূমি জরিপের সময় কোন আইনের বিধি ৩০ এর আলোকে আপত্তি দেয়া যায় ?
(ক) The state Acquisition Rules, 1951
(খ) The State Acquisition (Bond) Rules, 1957
(গ) The State Acquisition and Tenancy Act, 1950.
(ঘ) The Tenancy Rules, 1954
উত্তরঃ ঘ। The Tenancy Rules, 1954

৭১। The Non – Agricultural Tenancy Act, 1949 – এ বর্ণিত অগ্রক্রয় কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে ?
(ক) হোল্ডিং এর হস্তান্তর
(খ) ভূমি হস্তান্তর
(গ) বিনিময়ের মাধ্যমে হস্তন্তর
(ঘ) বণ্টনের মাধ্যমে হস্তান্তর
উত্তরঃ খ। ভূমি হস্তান্তর

৭২। একজন বাড়িওয়ালাকে তার পাওনা ভাড়া আদায়ে The Small Cause Courts Act, 1887 এর 27A ধারার বিধানমতে কত দিনের মধ্যে Small Causes Court এর আবেদন করতে হবে ?
(ক) ০৩ মাস
(খ) ১২ মাস
(গ) ০৬ মাস
(ঘ) ০৩ মাস
উত্তরঃ খ। ১২ মাস

৭৩। রেজিস্ট্রেশন বাধ্যতামূলক এরুপ কোনো দলিল রেজিষ্ট্রি করা না হলে তা কোনো স্থাবর সম্পত্তির উপর কোনো অধিকার, স্বত্ব, স্বার্থ সৃষ্টি করে না মর্মে বিধানটি The Registration Act, 1908 – এর কোন ধারায় বর্ণিত হয়েছে ?
(ক) ৪৭
(খ) ৪৯
(গ) ৫১
(ঘ) ৫৩
উত্তরঃ খ। ৪৯

৭৪। Presumption as to correctness of record of rights সংক্রান্ত বিধানটি The State Acquisition and Tenancy Act, 1950 এর কত ধারায় বর্ণিত হয়েছে ?
(ক) ১৪৪
(খ) ১৪৪ এ
(গ) ১৪৪ বি
(ঘ) ১৪৫ বি
উত্তরঃ খ। ১৪৪ এ

৭৫। The state Acquisition and Tenancy Act, 1950 এর ৮৬ ধারা মতে সিকস্থি জমি কত দিনের মধ্যে স্বস্থানে পুনঃউদ্ভব হলে তাতে মূল মালিকের স্বত্ব – স্বার্থ অক্ষুন্ন থাকবে ?
(ক) ১৫ বছর
(খ) ৩০ বছর
(গ) ৬০ বছর
(ঘ) ২৫ বছর
উত্তরঃ খ। ৩০ বছর

৭৬। কোন প্রকার বন্ধকের ক্ষেত্রে বন্ধকদাতার ঋণ পরিশোধের কোনো বাধ্যবাধকতা থাকে না _
(ক) Usufructuary Mortgage
(খ) Eglish Mortgage
(গ) Mortgage by Conditional Sale
(ঘ) Mortgage against Immovable Property
উত্তরঃ ক। Usufructuary Mortgage

৭৭। The Transfer of Property Act, 1882 এর বিধান মতে নিন্মের কোনটি নালিশযোগ্য দাবী নয়
(ক) জামানত বিহীন ঋণ
(খ) জামানতে গৃহীত ঋণ
(গ) বকেয়া করের দাবী
(ঘ) চুক্তির সুবিধা বা লাভের দাবী
উত্তরঃ ক। জামানত বিহীন ঋণ

৭৮। উত্তরকালীন অসম্ভবতা এর ক্ষেত্রে নিচের কোন শর্তটি প্রযোজ্য নয় ?
(ক) চুক্তি করার সময় চুক্তি পালন সম্ভব ছিল
(খ) চুক্তি পরবর্তী কার্য সম্পাদন অসম্ভব হয়
(গ) অসম্ভবতা অঙ্গিকারকারীর অবহেলার কারণে হয়
(ঘ) অসম্ভবতা প্রাকৃতিক বা রাষ্ট্রীয় কারণে হয়
উত্তরঃ গ। অসম্ভবতা অঙ্গিকারকারীর অবহেলার কারণে হয়

৭৯। লিখিত নোটিশ ছাড়া সরকারের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হলে লিখিত জবাব দাখিলের জন্য আদালত সরকারকে কমপক্ষে — সময় দিবেন?
(ক) ১ মাস
(খ) ২ মাস
(গ) ৩ মাস
(ঘ) ৪ মাস
উত্তরঃ গ। ৩ মাস

৮০। রিসিভার নিয়োগ দেয়া হয় The code of Civil Procedure , 1908 এর __ অনুযায়ী ।
(ক) Order XL, rule 1
(খ) Order XLI, rule 1
(গ) Order XLII , rule 1
(ঘ) Order XLIII, rule 1
উত্তরঃ ক। Order XL, rule 1

৮১। The Code of Civil Procedure, 1908 এর কত ধারা অনুযায়ী জেলা জজ এক আদালত হতে অন্য আদলতে দেওয়ানী মামলা স্থানন্তর করেন?
(ক) ১৭
(খ) ২৪
(গ) ৯৪
(ঘ) ১৫১
উত্তরঃ খ। ২৪

৮২। অধস্তন আদালতের ভাষা কি হবে তা The code of civil Procedure, 1908 এর কত ধারায় বলা হয়েছে?
(ক) ১২৮
(খ) ১০৭
(গ) ১৩৭
(ঘ) ১৪০
উত্তরঃ গ। ১৩৭

৮৩। Tho Code of Civil Procedure, 1908 এর Order VIII, rule (1) অনুযায়ী বিবাদী প্রতম শুনানীর দিন জবাব দাখিল না করলে কত দিনের মধ্যে তা দাখিল করতে হবে?
(ক) ষাট দিন
(খ) তিন মাস
(গ) দুই মাস
(ঘ) নব্বই দিন
উত্তরঃ ক। ষাট দিন

৮৪। As per Section 89 A of the Code of Civil Procedure, 1908 after filing written statement the court__
(ক) may refer the dispute for mediation
(খ) may refer the dispute for conciliation
(গ) shall refer the dispute for mediation
(ঘ) shall refer the dispute for conciliation
উত্তরঃ গ। shall refer the dispute for mediation

৮৫। “Any person entitled to any legal character, or to any right as to any property, may institute a suit___ “- বিধানটি The Specific Relief Act, 1877 এর কোন ধারায় বর্ণিত হয়েছে ?
(ক) ৮
(খ) ৯
(গ) ৪২
(ঘ) ৫৪
উত্তরঃ গ। ৪২

৮৬। দেওয়ানী আদালত গঠিত হয় নিচের কোন আইন অনযায়ী ?
(ক) The code of civil Procedure, 1908
(খ) The General clauses Act, 1897
(গ) The Civil Courts Act, 1887
(ঘ) The Constitution of the People’s Republic of Bangladesh
উত্তরঃ গ। The Civil Courts Act, 1887

৮৭। কোনো দেওয়ানী মামলার যুক্তিতর্ক শুনানি সমাপ্তির পর আদালতকে কত দিনের মধ্যে রায় প্রচার করতে হয় ?
(ক) ১৫
(খ) ৭
(গ) ১০
(ঘ) ৩০
উত্তরঃ খ। ৭

৮৮। The Limitation Act, 1908 এর অনুচ্ছেদ ১১৩ অনুযায়ী চুক্তি প্রবলের মামলায় Period of Limitation হলো _
(ক) ১ বছর
(খ) ২ বছর
(গ) ৩ বছর
(ঘ) ৪ বছর
উত্তরঃ ক। ১ বছর

৮৯। কোনো ব্যক্তি সরকারি কর্মকর্তাকে ঘুষ দিয়ে কোনো কাজ করিয়ে দেওয়ার উদ্দেশ্যে ঘুষ গ্রহণ করলে তিনি The Penal Code, 1860 এর কত ধারায় শাস্তিযোগ্য অপরাধ সংঘটন করেন__
(ক) ১৬১
(খ) ১৬৫ এ
(গ) ১৬২
(ঘ) ১৬৩
উত্তরঃ গ। ১৬২

৯০। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬ অনুযায়ী হ্যাকিং এর অপরাধের শাস্তি কী ?
(ক) অনধিক বারো বছর এবং অন্যূন পাঁচ বছর কারাদণ্ড, বা অনধিক দশ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড
(খ) অনধিক দশ বছর এবং অন্যূন তিন বছর কারাদণ্ড, বা অনধিক পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড
(গ) অনধিক চৌদ্দ বছর এবং অন্যূন সাত বছর কারাদণ্ড, বা অনধিক এক কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড
(ঘ) সর্বোচ্চ যাবজ্জীবন কারা দণ্ড এবং অনধিক পঞ্চাশ লাখ টকা অর্থদণ্ড
উত্তরঃ গ। অনধিক চৌদ্দ বছর এবং অন্যূন সাত বছর কারাদণ্ড, বা অনধিক এক কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড

৯১। মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ অনুযায়ী মানব পাচার অপরাধের অর্থদণ্ডসহ সর্বনিম্ন কারাদণ্ড কত বছর ?
(ক) ৩
(খ) ৫
(গ) ৪
(ঘ) ৭
উত্তরঃ খ। ৫

৯২। “ক” বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে ৫, ০০, ০০০ / – টাকা ঋণ নিয়ে পরিশোধে ব্যর্থ হয় । ব্যাংক “ক” এর বিরুদ্ধে দায়ের করতে পারবে__
(ক) অর্থঋণ আদালতে নিয়মিত মামলা
(খ) যুগ্ম জেলা জজ আদালতে টাকার মামলা
(গ) সিনিয়র সহকারী জজ আদালতে টাকার মামলা
(ঘ) সার্টিফিকেট মামলা
উত্তরঃ ঘ। সার্টিফিকেট মামলা

৯৩। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ অনুযায়ী কমিশনের কোনা কর্মকর্তা ফাঁদ মামলা পরিচালনা করতে পারেন ?
(ক) সহকারী পরিচালক পদমর্যাদার নিচে নয় এমন কর্মকর্তা
(খ) উপ পরিচালক পদমর্যাদার নিচে নয় এমন কর্মকর্তা
(গ) পরিচালক পদমর্যাদার নিচে নয় এমন কর্মকর্তা
(ঘ) কমিশনার পদমর্যাদার যে কোনো কর্মকর্তা
উত্তরঃ ঘ। কমিশনার পদমর্যাদার যে কোনো কর্মকর্তা

৯৪। শিশু আইন, ২০১৩ অনুযায়ী “শিশু” র বয়স অনূর্ধ্ব – বৎসর_
(ক) ১৬
(খ) ১৭
(গ) ১৮
(ঘ) ২১
উত্তরঃ গ। ১৮

৯৫। মিমাংসার ক্ষেত্রে জেলা লিগ্যাল এইড অফিসার পারেন না __
(ক) মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখতে
(খ) বিরোধ সম্পর্কিত তথ্য সংগ্রহ করতে
(গ) স্ব – উদ্যোগে আইনগত প্রশ্নে মতামত প্রদান করতে
(ঘ) মিমাংসা সভার কর্যপদ্ধতি নির্ধারিত করতে
উত্তরঃ গ। স্ব – উদ্যোগে আইনগত প্রশ্নে মতামত প্রদান করতে

৯৬। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এ মিথ্যা মামলা দায়ের বা অভিযোগ দায়েরের শাস্তি অনধিক__ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড
(ক) ২
(খ) ৩
(গ) ৫
(ঘ) ৭
উত্তরঃ ঘ। ৭

৯৭। কোনো এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করতে পারে কে ?
(ক) পরিবেশ আদালত
(খ) সমাজসেবা অধিদপ্তর
(গ) পরিবেশ আপীল আদালত
(ঘ) সরকার, গেজেটের মাধ্যমে
উত্তরঃ গ। পরিবেশ আপীল আদালত

৯৮। মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে একজন নারীকে আটক করলে অর্থদণ্ডসহ সাজা কী হবে ?
(ক) মৃত্যুদণ্ড
(খ) ১৪ বছর সশ্রম কারাদণ্ড
(গ) যাবজ্জীবন কারাদণ্ড
(ঘ) মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড
উত্তরঃ ঘ। মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড

৯৯। “ক” বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে ৫, ০০, ০০০ / – টাকা ঋণ নিয়ে পরিশোধে ব্যর্থ হয় । ব্যাংক “ক” এর বিরুদ্ধে দায়ের করতে পারবে__
(ক) অর্থঋণ আদালতে নিয়মিত মামলা
(খ) যুগ্ম জেলা জজ আদালতে টাকার মামলা
(গ) সিনিয়র সহকারী জজ আদালতে টাকার মামলা
(ঘ) সার্টিফিকেট মামলা
উত্তরঃ ঘ। সার্টিফিকেট মামলা

১০০। একজন হিন্দু ০১ পুত্র, ০১ কন্যা, ০১ মৃত পুত্রের পুত্র এবং ০১ মৃত কন্যার পুত্র রেখে মারা যান । পুত্রের অংশ _
(ক) ১ / ৩
(খ) ১ / ২
(গ) ১
(ঘ) ১ / ৪
উত্তরঃ খ। ১ / ২

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *