NTRCA School Preliminary Question

11th NTRCA School-2 Preliminary Question with Answer

১১তম NTRCA School-2 প্রিলিমিনারি প্রশ্ন

চলিতরীতির শব্দ নয় কোনটি?

(ক) করবার

(খ) করিবার

(গ) করার

(ঘ) করে

উত্তরঃ খ। করিবার

ভূশক্তির কাক বাগধারাটির অর্থ কি?

(ক) একই স্বভাবের

(খ) মূর্খ

(গ) কপট ব্যাক্তি

(ঘ) দীর্ঘজীবি

উত্তরঃ ঘ। দীর্ঘজীবি

কোন বানানটি সঠিক?

(ক) সমিচীন

(খ) সমিচিন

(গ) সমীচীন

(ঘ) সমীচিন

উত্তরঃ গ। সমীচীন

বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন চিহ্ন বসে?

(ক) কমা

(খ) হাইফেন

(গ) দাঁড়ি

(ঘ) লোপ চিহ্ন

উত্তরঃ ক। কমা

ভাষার কোন রীতি তদ্ভব শব্দ বহুল?

(ক) চলিত রীতি

(খ) সাধুরীতি

(গ) কথ্য রীতি

(ঘ) বানান রীতি

উত্তরঃ ক। চলিত রীতি

‘For good’ এর সঠিক অর্থ কোনটি?

(ক) ভালো হওয়া

(খ) গড়িমসি

(গ) ক্ষনতরে

(ঘ) চিরতরে

উত্তরঃ ঘ। চিরতরে

অনুবাদ কোনটির সহায়ক?

(ক) ভাষার উন্নতির

(খ) জ্ঞান চর্চার

(গ) ভাষা শৃঙ্খলার

(ঘ) কাব্য রচনার

উত্তরঃ খ। জ্ঞান চর্চার

Waste not, want not এর সঠিক অনুবাদ কোনটি?

(ক) অপচয় করলে অভাবে পড়তে হয়

(খ) অপচয় অভাবের মূল কারন

(গ) অপচয় করোনা অভাবও হবেনা

(ঘ) অভাব থেকে বাঁচার জন্য অপচয় রোধ করা জরুরী

উত্তরঃ গ। অপচয় করোনা অভাবও হবেনা

লবণ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

(ক) লো+অন

(খ) লো+বন

(গ) ল+বন

(ঘ) লৈ+বন

উত্তরঃ ক। লো+অন

১০নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরন কোনটি?

(ক) নিস্কর

(খ) সন্তাপ

(গ) পরস্পর

(ঘ) ষষ্ঠ

উত্তরঃ গ। পরস্পর

১১চৌচালা কোন সমাসের উদাহরণ?

(ক) কর্মধারয়

(খ) তৎপুরুষ

(গ) দ্বিগু

(ঘ) বহুব্রীহি

উত্তরঃ ঘ। বহুব্রীহি

১২আমার যাওয়া হয়নিআমার কোন কারকে কোন বিভক্তি?

(ক) কর্মে শূন্য

(খ) কর্তায় ষষ্ঠী

(গ) কর্তায় শূন্য

(ঘ) কর্মে ষষ্ঠী

উত্তরঃ খ। কর্তায় ষষ্ঠী

১৩সমাসের রীতি কোন ভাষা হতে বাংলায় এসেছে?

(ক) হিন্দি

(খ) প্রাকৃত

(গ) সংস্কৃত

(ঘ) ইংরেজী

উত্তরঃ গ। সংস্কৃত

১৪ব্যতিহার কর্তার উদাহরণ কোনটি?

(ক) বাঘে-মহিষে এক ঘাটে জল খায়

(খ) ছেলেরা ফুটবল খেলছে

(গ) মুষলধারে বৃষ্টি পড়েছে

(ঘ) শিক্ষক ছাত্রদের বই পড়াচ্ছেন

উত্তরঃ ক। বাঘে-মহিষে এক ঘাটে জল খায়

১৫নিন্মের কোনটিতে বৃত্তি অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে?

(ক) জমিদারী

(খ) পোদ্দারী

(গ) উমেদারী

(ঘ) সরকারী

উত্তরঃ খ। পোদ্দারী

১৬একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্ন বসে?

(ক) সেমিকোলন

(খ) কোলন

(গ) ড্যাস

(ঘ) কমা

উত্তরঃ খ। কোলন

১৭চাঁদ এর সমার্থক শব্দ কোনটি?

(ক) সবিতা

(খ) তপন

(গ) আদিত্য

(ঘ) বিধু

উত্তরঃ ঘ। বিধু

১৮খাতক শব্দের বিপরীত শব্দ কোনটি?

(ক) মহাজন

(খ) পরতন্ত্র

(গ) তিরোভাব

(ঘ) শাঁস

উত্তরঃ ক। মহাজন

১৯পর্বত এর সমার্থক শব্দ কোনটি?

(ক) শৈল

(খ) মেদেনী

(গ) অদ্রি

(ঘ) অচল

উত্তরঃ খ। মেদেনী

২০দীপ্তি পাচ্ছে এমন এক কথায় কি হবে?

(ক) দ্বীপ্যমান

(খ) দ্বীপ্তমান

(গ) দীপ্যমান

(ঘ) দেদীপ্যমান

উত্তরঃ গ। দীপ্যমান

২১কোনটির স্ত্রী লিঙ্গ ভিন্ন শব্দ?

(ক) দাদা

(খ) কোকিল

(গ) গায়ক

(ঘ) বিদ্বান

উত্তরঃ ঘ। বিদ্বান

২২কোনটির শুধু মাত্র স্ত্রীবাচক হয়?

(ক) সন্তান

(খ) সৎমা

(গ) ঢাকী

(ঘ) ঘোষজা

উত্তরঃ খ। সৎমা

২৩অনুঢ়া কোনটির বাক্য সংকোচন?

(ক) যে মেয়ের বিয়ে হয়নি

(খ) যে নারীর সন্তাত বাঁচে না

(গ) যে নারী বীর সন্তান প্রসব করে

(ঘ) যে নারীর কোন সন্তাত হয়না

উত্তরঃ ক। যে মেয়ের বিয়ে হয়নি

২৪হরতাল কোন ভাষার শব্দ?

(ক) তুর্কি

(খ) পর্তুগীজ

(গ) বার্মিজ

(ঘ) গুজরাটি

উত্তরঃ ঘ। গুজরাটি

২৫উক্তিএর প্রকৃত প্রত্যয় কোনটি?

(ক) √বচ+ক্ত

(খ) √বচ+উক্তি

(গ) √বচ+ক্তি

(ঘ) √বচ+তি

উত্তরঃ গ। √বচ+ক্তি

২৬No sooner — than the students stand up.

(ক) The teacher enter the class

(খ) had the teacher enter the class

(গ) does the teacher enter the class

(ঘ) do the teacher enter the class

উত্তরঃ খ। had the teacher enter the class

২৭1971 was the year

(ক) when Bangladesh is born

(খ) when Bangladesh came to being

(গ) when Bangladsh comes to being

(ঘ) when Bangldesh came into being

উত্তরঃ ঘ। when Bangldesh came into being

২৮Had I the wings of a bird—

(ক) I flew in the sky

(খ) could fly in the sky

(গ) I would have flown in the sky

(ঘ) I fly in the sky

উত্তরঃ গ। I would have flown in the sky

২৯The man is too dishonest—

(ক) to speak the truth

(খ) to tell a lie

(গ) to take bride

(ঘ) to steal something

উত্তরঃ ক। to speak the truth

৩০It is many years since—-

(ক) I met you

(খ) I meet you

(গ) I help you

(ঘ) I have met you

উত্তরঃ ক। I met you

৩১The old man walks slowly lest—

(ক) he falls

(খ) he should fall

(গ) he may fall

(ঘ) he fell down

উত্তরঃ খ। he should fall

৩২কতই না বিস্ময়কর মানুষের জীবন!

(ক) How strange mans life was

(খ) What an wonderful mans life is!

(গ) How strange mans life is!

(ঘ) How wonderful a mans life is!

উত্তরঃ গ। How strange mans life is!

৩৩তার কোন বন্ধু নেই বললেই চলে।

(ক) He has a few friends

(খ) He has no friends

(গ) He has few friends

(ঘ) He has the few friends

উত্তরঃ ক। He has a few friends

৩৪ভাই ভাই ঠাই ঠাই

(ক) Brother part

(খ) Brother will part

(গ) Brother will be part

(ঘ) Brother have parted

উত্তরঃ ঘ। Brother have parted

৩৫শিশুটি কাঁদতে কাঁদতে আমার কাছে এল।

(ক) The child comes to me run

(খ) The child came to me running

(গ) The child came to me crying

(ঘ) The child came to me to cry

উত্তরঃ গ। The child came to me crying

৩৬তুমি কি কখনো কক্সবাজার গিয়েছ?

(ক) Did you ever go to Cox’s Bazar?

(খ) Have you ever been to Cox’s Bazar?

(গ) Have you ever go to Cox’s Bazar

(ঘ) Have you gone to Cox’s Bazar?

উত্তরঃ খ। Have you ever been to Cox’s Bazar?

৩৭I wish I ____ child again.

(ক) were

(খ) Be

(গ) was

(ঘ) am

উত্তরঃ ক। were

৩৮Two and two ____ four.

(ক) make

(খ) makes

(গ) made

(ঘ) make/makes

উত্তরঃ খ। makes

৩৯It is high time we ____ our food habits.

(ক) give up

(খ) gave up

(গ) changed

(ঘ) changing

উত্তরঃ গ। changed

৪০The headmaster along with his colleague ____ coming here today.

(ক) is

(খ) are

(গ) will

(ঘ) was

উত্তরঃ ক। is

৪১It ___ since morning.

(ক) has rained

(খ) has been raining

(গ) is raining

(ঘ) has rained/has been raining

উত্তরঃ ঘ। has rained/has been raining

৪২Birds fly __ in the sky.

(ক) at a stretch

(খ) at random

(গ) all along

(ঘ) at large

উত্তরঃ ঘ। at large

৪৩‘Tooth and nail’ means—

(ক) get by heart

(খ) go with heart

(গ) tried hard

(ঘ) get hard

উত্তরঃ গ। tried hard

৪৪‘Big bug’ means—

(ক) useful person

(খ) unemploymed person

(গ) important person

(ঘ) employed person

উত্তরঃ গ। important person

৪৫The price of rice is increasing____

(ক) by fits and starts

(খ) by leaps and bounds

(গ) by dint of

(ঘ) by virtue of

উত্তরঃ খ। by leaps and bounds

৪৬Della was too poor to buy a gift for Jim.(Negative)

(ক) Della was so poor that she could not buy a gift for Jim

(খ) Della was so poor that she cannot buy a gift for Jim.

(গ) Della was not too poor to buy a gift for Jim.

(ঘ) Della was so poor that she cannot buy a gift for him.

উত্তরঃ খ। Della was so poor that she cannot buy a gift for Jim.

৪৭Nobody wishes to be unhappy.(Interrogative)

(ক) Who wishes to be unhappy?

(খ) Who wishes to be happy?

(গ) Who does not wish to be unhappy?

(ঘ) Does nobody wish to be happy?

উত্তরঃ ক। Who wishes to be unhappy?

৪৮Unemployment is a start for a man having no work to earn money. (Complex)

(ক) Unemployment is a state when a man has no work to earn money.

(খ) Unemployment is a state of a man who has no work.

(গ) Unemployment is a state for a man who has no work to earn money.

(ঘ) Unemployment is the condition of a man who has no work.

উত্তরঃ গ। Unemployment is a state for a man who has no work to earn money.

৪৯Noun of the word ‘simple’ is—-

(ক) simply

(খ) simplify

(গ) simplication

(ঘ) simplicity

উত্তরঃ ঘ। simplicity

৫০Find out the correct synonym of ‘hazard’.

(ক) Impartial

(খ) Danger

(গ) static

(ঘ) impolite

উত্তরঃ খ। Danger

৫১তিনটি পূর্ণ সংখ্যার গড় ১৫০ এবং ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গড় ১২০ বৃহত্তম সংখ্যাটি কত?

(ক) ২১০

(খ) ২৩০

(গ) ২০০

(ঘ) ১৯০

উত্তরঃ ক। ২১০

৫২X4 + x2 + 1 এর উৎপাদক কোনটি?

(ক) (x2 + x + 1)(x2 + x – 1)

(খ) (x2 – x + 1)(x2 + x – 1)

(গ) (x2 + x + 1)(x2 + x + 1)

(ঘ) (x2 + x + 1)(x2 – x + 1)

উত্তরঃ ঘ। (x2+ x + 1)(x2– x + 1)

৫৩P এর মান কত হলে 4x2 – px + 9 একটি পূর্ণ বর্গ হবে?

(ক) 24

(খ) 16

(গ) 12

(ঘ) 9

উত্তরঃ গ। 12

৫৪একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য x একক হলে এর কর্ণের দৈর্ঘ্য কত একক?

(ক) x√2

(খ) x√3

(গ) 2√2x

(ঘ) √x

উত্তরঃ ক। x√2

৫৫দুইটি সংখ্যার অনুপাত : , তাদের .সা.গু হলে, সংখ্যা দুইটির .সা.গু কত?

(ক) ১২০

(খ) ১৮০

(গ) ২৪০

(ঘ) ৩৬০

উত্তরঃ ক। ১২০

৫৬৩৭৫ এর ২০% কত?

(ক) ৩৭

(খ) ৬০

(গ) ৬২

(ঘ) ৭৫

উত্তরঃ ঘ। ৭৫

৫৭f(x) =x3 – 6x2 + 11x – 6 হলে, f(2)= কত?

(ক) 3

(খ) 0

(গ) 1

(ঘ) 2

উত্তরঃ খ। 0

৫৮4x = 8 হলে x এর মান কত?

(ক) 2/3

(খ) 4/3

(গ) 3/2

(ঘ) 3/4

উত্তরঃ গ। 3/2

৫৯কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত?

(ক) ৩৬০°

(খ) ৩০০°

(গ) ২৭০°

(ঘ) ১৮৮°

উত্তরঃ ক। ৩৬০°

৬০একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ মিটার অপর দুইটি বাহুর প্রতিটি ১০ মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গমিটার?

(ক) ৩৬

(খ) ৪২

(গ) ৪৮

(ঘ) ৫০

উত্তরঃ গ। ৪৮

৬১a2 – 3a, a2 – 4a + 3 এর সা গু কত?

(ক) a(a – 3)

(খ) (a – 1)(a – 3)

(গ) a(a – 1)(a – 3)

(ঘ) a – 3

উত্তরঃ ঘ। a – 3

৬২চতুর্ভুজের চার কোণের অনুপাত : : : হলে বৃহত্তম কোণের পরিমান হবে?

(ক) ১০০°

(খ) ১৩৫°

(গ) ১১৫°

(ঘ) ১৪০°

উত্তরঃ খ। ১৩৫°

৬৩সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমান ১২০° হলে এর বাহুর সংখ্যা কত?

(ক) ৪

(খ) ৫

(গ) ৬

(ঘ) ৮

উত্তরঃ গ। ৬

৬৪৩০ লিটার পরিমাণ মিশ্রনে এসিড পানির অনুপাত : , মিশ্রণে কি পরিমান পানি মিশ্রিত করলে এসিড পানির  অনুপাত : হবে?

(ক) ৪০ লিটার

(খ) ৩৫ লিটার

(গ) ৩০ লিটার

(ঘ) ২৫ লিটার

উত্তরঃ ক। ৪০ লিটার

৬৫a+b = √7 এবং a-b= √5 হলে, 8ab(a2 + b2) = কত?

(ক) 12

(খ) 24

(গ) 36

(ঘ) 40

উত্তরঃ খ। 24

৬৬log 81 এর মান কত?

(ক) 4

(খ) 8

(গ) 5

(ঘ) 9

উত্তরঃ খ। 8

৬৭সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ কোণের মান 80° হলে অপর কোণদ্বয়ের মান কত?

(ক) 40° ও 40°

(খ) 45° ও 45°

(গ) 60° ও 40°

(ঘ) 50° ও 50°

উত্তরঃ ঘ। 50° ও 50°

৬৮দুটি কোণের সমষ্টি দুই সমকোন হলে, একটিকে অপরটির কি বলে?

(ক) সম্পূরক কোণ

(খ) পূরক কোন

(গ) সন্নিহিত কোন

(ঘ) বিপ্রতীপ কোন

উত্তরঃ ক। সম্পূরক কোণ

৬৯যদি x+2y=4 এবং x/y=2 হয়, তবে x=কত?

(ক) 0

(খ) 2

(গ) 1

(ঘ) 3

উত্তরঃ খ। 2

৭০(x-4)2=0 সমীকরণের মূল কয়টি?

(ক) 3

(খ) 2

(গ) 1

(ঘ) 0

উত্তরঃ গ। 1

৭১একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো, শতকরা ক্ষতির হার কত?

(ক) ৪%

(খ) ৭%

(গ) ৮%

(ঘ) ৫%

উত্তরঃ ঘ। ৫%

৭২দুটি সংখ্যার যোগফল ১৫ এবং বিয়োগফল ১৩, ছোট সংখ্যাটি কত?

(ক) ২

(খ) ১

(গ) ৪

(ঘ) ১৪

উত্তরঃ খ। ১

৭৩6√64 × 27= কত?

(ক) 6

(খ) 4

(গ) 2

(ঘ) 8

উত্তরঃ ক। 6

৭৪দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে, বড় সংখ্যাটি কত?

(ক) 70

(খ) 80

(গ) 90

(ঘ) 100

উত্তরঃ ঘ। 100

৭৫3x2-x+5=0 সমিকরনে x এর সহগ কত?

(ক) 3

(খ) 1

(গ) -1

(ঘ) 5

উত্তরঃ গ। -1

৭৬বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল কবে?

(ক) ১৯৭০ সালের, ১০ই এপ্রিল

(খ) ১৯৭১ সালের, ১০ই এপ্রিল

(গ) ১৯৭০ সালের, ১৭ই এপ্রিল

(ঘ) ১৯৭১ সালের, ১৭ই এপ্রিল

উত্তরঃ খ। ১৯৭১ সালের, ১০ই এপ্রিল

৭৭গারো ক্ষুদ্র জাতিসত্তার সমাজে পরিবারের প্রধান কে?

(ক) বাবা

(খ) প্রবীন ব্যক্তি

(গ) বড় ভাই

(ঘ) মা

উত্তরঃ ঘ। মা

৭৮মালালা ইউসুফজাই কৈলাশ সত্যার্থী নোবেল পুরষ্কার পেয়েছেন কোন ক্ষেত্রে?

(ক) সাহিত্যে

(খ) চিকিৎসায়

(গ) শান্তিতে

(ঘ) অর্থনীতিতে

উত্তরঃ গ। শান্তিতে

৭৯বাংলাদেশের প্রথম মহিলা উপাচার্যের নাম কি?

(ক) ড. ফারজানা ইসলাম

(খ) খালেদা একরাম

(গ) রাশেদা কে চৌধুরী

(ঘ) ড. শিরিন শারমিন চৌধুরী

উত্তরঃ ক। ড. ফারজানা ইসলাম

৮০বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত?

(ক) ১.২%

(খ) ১.৩৩%

(গ) ১.৩৪%

(ঘ) ১.৪৩%

উত্তরঃ ক। ১.২%

৮১যোগাযোগ মন্ত্রনালয়ের বর্তমান নাম কি?

(ক) পরিবহন ও সেতু মন্ত্রনালয়

(খ) সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রনালয়

(গ) সড়ক পরিবহন মন্ত্রনালয়

(ঘ) পরিবহন ও সড়ক মন্ত্রনালয়

উত্তরঃ ক। পরিবহন ও সেতু মন্ত্রনালয়

৮২বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি?

(ক) বরিশাল

(খ) খুলনা

(গ) ময়মনসিংহ

(ঘ) রংপুর

উত্তরঃ গ। ময়মনসিংহ

৮৩জাতিসংঘের প্রশাসনিক কাজ করে কোন শাখা?

(ক) জাতিসংঘ সচিবালয়

(খ) সাধারন পরিষদ

(গ) নিরাপত্তা পরিষদ

(ঘ) আন্তর্জাতিক আদালত

উত্তরঃ ক। জাতিসংঘ সচিবালয়

৮৪কোনটি গ্রীন হাউজ গ্যাস নয়?

(ক) নাইট্রাস অক্সাইড

(খ) কার্বন ডাই অক্সাইড

(গ) ক্লরো ফ্লোরো কার্বন

(ঘ) নাইট্রোজেন

উত্তরঃ ঘ। নাইট্রোজেন

৮৫নিশিথ সূর্যের দেশ কোনটি?

(ক) জাপান

(খ) কোরিয়া

(গ) নরওয়ে

(ঘ) সুদান

উত্তরঃ গ। নরওয়ে

৮৬গ্রামীন ব্যাংক কোন ধরনের তালিকার অন্তর্ভুক্ত?

(ক) তালিকাভুক্ত ব্যাংক

(খ) তফসিল বহির্ভুত ব্যাংক

(গ) বানিজ্যিক ব্যাংক

(ঘ) ব্যাংক বহির্ভুত আর্থিক প্রতিষ্ঠান

উত্তরঃ খ। তফসিল বহির্ভুত ব্যাংক

৮৭আন্তর্জাতিক মানবাধিকার দিবস কোনটি?

(ক) ১০ই ডিসেম্বর

(খ) ১১ই জানুয়ারী

(গ) ১৫ই মার্চ

(ঘ) ১৭ই মার্চ

উত্তরঃ ক। ১০ই ডিসেম্বর

৮৮ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র কোনটি?

(ক) ব্যারোমিটার

(খ) সিসমোগ্রাফ

(গ) ম্যানোমিটার

(ঘ) সেক্সট্যান্ট

উত্তরঃ খ। সিসমোগ্রাফ

৮৯২১ তম বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে

(ক) ফ্রান্সে

(খ) ব্রাজিলে

(গ) রাশিয়ায়

(ঘ) ইংল্যান্ড

উত্তরঃ গ। রাশিয়ায়

৯০বাংলাদেশের প্রথম যাদুঘর কোনটি?

(ক) বরেন্দ্র গবেষনা যাদুঘর

(খ) বিজ্ঞান যাদুঘর

(গ) জাতীয় যাদুঘর

(ঘ) ঢাকা নগর যাদুঘর

উত্তরঃ ক। বরেন্দ্র গবেষনা যাদুঘর

৯১মানবদেহের প্রতিটি কোষে কত জোড়া ক্রোমোজোম থাকে?

(ক) ২২

(খ) ২৪

(গ) ২৫

(ঘ) ২৩

উত্তরঃ ঘ। ২৩

৯২CNG এর পূর্ণ রুপ কি?

(ক) Converted Natural Gas

(খ) Conversed Natural Gas

(গ) Connected Natural Gas

(ঘ) Compressed Natural Gas

উত্তরঃ ঘ। Compressed Natural Gas

৯৩সিডর কী?

(ক) টাইফুন

(খ) সুনামি

(গ) ঘূর্ণিঝড়/ সাইক্লোন

(ঘ) ভূমিকম্প

উত্তরঃ গ। ঘূর্ণিঝড়/ সাইক্লোন

৯৪গুগল কী?

(ক) সফটওয়্যার প্রতিষ্ঠান

(খ) ওয়েব সাইট

(গ) সার্চ ইঞ্জিন

(ঘ) হার্ডওয়্যার প্রতিষ্ঠান

উত্তরঃ গ। সার্চ ইঞ্জিন

৯৫আলজাজিরা কোন দেশের সংবাদ সংস্থা?

(ক) আফগানিস্তান

(খ) কাতার

(গ) আলজেরিয়া

(ঘ) আরব আমিরাত

উত্তরঃ খ। কাতার

৯৬বিজ্ঞানীরা ইবোলা ভাইরাসসনাক্ত করেন কবে?

(ক) ১৯৭৫ সালে

(খ) ১৯৭৬ সালে

(গ) ১৯৭৭ সালে

(ঘ) ১৯৭৮ সালে

উত্তরঃ খ। ১৯৭৬ সালে

৯৭গোবি মরূভূমি কোন মহাদেশে অবস্থিত?

(ক) এশিয়া

(খ) আফ্রিকা

(গ) ইউরোপ

(ঘ) আমেরিকা

উত্তরঃ ক। এশিয়া

৯৮জাতিসংঘ দিবস পালিত হয় কোন তারিখে?

(ক) ২৪ আগস্ট

(খ) ২৪ সেপ্টেম্বর

(গ) ২৪ অক্টোবর

(ঘ) ২৪ নভেম্বর

উত্তরঃ গ। ২৪ অক্টোবর

৯৯রুপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত?

(ক) ভেড়ামারা, কুষ্টিয়া

(খ) কেরানীগঞ্জ, ঢাকা

(গ) রামপাল, বাগেরহাট

(ঘ) ঈশ্বরদী, পাবনা

উত্তরঃ ঘ। ঈশ্বরদী, পাবনা

১০০আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারীআমি কি ভুলিতে পারিগানটির গীতিকার কে?

(ক) গাজী মাজহারুল আনোয়ার

(খ) আব্দুল গাফফার চৌধুরী

(গ) আলাউদ্দিন

(ঘ) আলতাফ মাহমুদ

উত্তরঃ খ। আব্দুল গাফফার চৌধুরী

Mustafij Sir

Recent Posts

HSC Synonym Antonym Board Question All Board

WordsMeaningsSynonyms    antonymsouterবাইরেরoutmostinnerproletarianদরিদ্র/সর্বহারাWorking-classmorallaunchশুরু করাIntroductionwithdrawpreparingপ্রস্তুতিGet-readydoubtfaultlesslyনির্দোষভাবেabsolutelyfaultynauseaবমিবমিভাবvomitingheadachediscomfortঅসস্তিupsetcomfortmaintainedবজায় করাsustainuselessLaterকরেnextearlierdynamicগতিশীলAggressivestaticplanপরিকল্পনাproposaldisorderaimলক্ষGoalaimlessdirectionনিদ্ধেশনাInstructionnoticeprofessionপেশাJobjoblesssuitsআকারFormnothingaptitudeযোগ্যতাAttitudedislikevaryপরিবর্তীতVariousfixeducatedশিক্ষিতLearneduneducatedcitizenনাগরিকnativeforeignervirtueপূর্ণgoodnessevilA lotঅনেকhugelittlecourteousবিনয়ীpoliterudediscourtesyঅবিনয়ীrudenesscourteouswinজয় করাgainloseenemyশত্রুfoefriendensureনিশ্চিত করাconfirmcancelangerরাগtempercalmnessremoveঅপসারণcancelputcordialityসোহার্দrudenessdiscordialitydifferentভিন্নDissimilarsameseeksঅনুসন্ধানPursuefindeagerআগ্রহীinterestdisinterestedobservationপর্যবেক্ষণExaminationneglectmereএকমাত্রImmenseabnormalalertসতর্কWatchfulunawarelatentসুপ্তOpenrealizedinstructorsপ্রশিকক্ষকteacherstudentguideগাইডmentormisguidewayপথ/উপায়Pathpartfascinatingচমৎকারexcellentunattractiveinterestআগ্রহীeagerdisregardimpatientঅধৈয্যIntolerancepatientillogicalঅযোক্তিকunethicalLogicalindifferentউদাসীনUninteresteddifferentethicallyনৈথিকভাবেlawfullyUnethicalGood-lookingচমৎকারAttractiveUnattractiveDarkঅন্ধকারBlackbrightFlawlessস্থিরperfectflawedShinyউজ্জল্যbrightdarkSlenderসরুthinfatGracefulকরুনাময়elegantungracefulStylishlyআড়ম্বরপূর্ণভাবেattractivesimplyAppreciatesপ্রশংসা করেpriesCriticizeNoticeলক্ষ করেadvertisementoverlookAmbitionউচ্ছাকাঙকাAim/desirelazinessRequireপ্রয়োজনneedanswerProficiencyদক্ষতাskilledincompetenceWonderআশ্চয্যSurprisedisinterestTestedপরীক্ষীতverifiednewEquallyসমানভাবেsimilarlyUnequallyDisappointingহতাশাজনকInceptingappointingPresumablyসম্ভবতdoubtlesslyimprobableQualifyযোগ্যতাcertifyDisqualifywrongভুলmistakewriteIdealআদর্শModelbadMasterদক্ষTeacherStudentMakesতৈরীcreateBreak/destroyMethodপদ্ধতিSystemdifferenceConvincingবিশ্বাসীsatisfactoryUnconvincingPraisesপ্রশাংসা করেhurrahCriticizeMistakeভুলErrorsagacityAngryরাগevilcalmSimpleসাধারণgeneralComplexmoralনৈতিকethicalamoralAcceptedগৃহিতreceivedrejectedSincerityআন্তরিকতাGood-willinsincerityResponsibilityদায়িত্বdutiesdepartureComplexityজটিলতাcomplicationSimplicityEnvyহিংসাlastedpraiseVicesমন্দevilVirtueImpactsপ্রভাবeffectfailsAwarenessসতর্কতাalertnessunawarenessOut-comeবাহিরের দিকresultcauseimportanceগুর্ত্বপূর্ণsignificanceinsignificanceFriendবন্দুenemyfoeNeedপ্রয়োজনcommitment/necessaryavoidSympathyসহানুভুতিkindnessrudenessProveপ্রমানconfirmdisproveFalseমিথ্যাwrongtrueHarmক্ষতিকরlosshelpLaughহাসাburstcryPleasureআনন্দhappinesssadnessBringআনাcarryleaveideaধারণাconceptnothingAllowঅনুমতিpermitdenyFreedomস্বাধীনতাindependencebondageOpinionমতামতviewawarenessFairমেলাcleanunfairEqualসমানbalancedunequalDivisionবিভাগdistributionunionElectনির্বাচন করাvoterefuseSystemনিয়ম-নীতিprocesspartTreatmentচিকিৎশা করাcuringhurtFacilityসুবিধাadvantagepainNeverকখন নয়NotingAlwaysWeakerদুর্বলrottenstrongerDiscourageনিরুৎসাহিতdroopEncourageFrustratingহতাশাজনকBuffaloingsatisfyingInterestআগ্রহীeagernessdiscourageAbilityসক্ষমতাCapabilityinabilityDreamস্বপ্নfancyfactBestসবচেয়ে ভালfinestworstSuccessসফলতাachievementfailureachieveঅর্জন…

8 months ago

সরকারি চাকরী খুজুন ঘরে বসেঃ ইন্টারনেটে চাকরীর খোঁজ(জরুরী ধাপ ও নির্ভরযোগ্য সকল ওয়েবসাইট)

আপনি যদি ইন্টারনেটে চাকরির সন্ধান করছেন এবং আপনি এটি সম্পর্কে জানতে চান তবে আপনি সঠিক…

2 years ago

HSC 2023- English 1st Paper Model Question and Solution-1

Model Question 1 Part-I : Marks 60 1. Read the passage and answer the questions…

2 years ago

SSC-২০২৩ হিন্দু ধর্ম-পঞ্চম অধ্যায়- দেবদেবী ও পূজা সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নোত্তর

পঞ্চম অধ্যায় দেবদেবী ও পূজা এ অধ্যায়ে আমরা পূজা, পুরোহিতের ধারণা ও যোগ্যতা, দেবী দুর্গা,…

2 years ago

SSC-২০২৩ হিন্দু ধর্ম-চতুর্থ অধ্যায়- হিন্দুধর্মে সংস্কার সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নোত্তর

চতুর্থ অধ্যার হিন্দুধর্মে সংস্কার আমাদের এই পার্থিব জীবনকে সুন্দর ও কল্যাণময় করে গড়ে তোলার লড়্গ্েয…

2 years ago

SSC-২০২৩ হিন্দু ধর্ম-তৃতীয় অধ্যায়, ধর্মীয় আচার-অনুষ্ঠান সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নোত্তর

তৃতীয় অধ্যায় ধর্মীয় আচার-অনুষ্ঠান আমাদের জীবনকে সুন্দর ও কল্যাণময় করার জন্য যেসব আচার-আচরণ চর্চিত হয়…

2 years ago

This website uses cookies.