BDS (Dental) Admission Question and Solution (2009-10)

ডেন্টাল ভর্তি পরীক্ষা ২০০৯-১০

১। নিম্নের কোন শ্বেতকণিকার নিউক্লিয়াসটি দুই সোব বিশিষ্ট?
(ক) নিউট্রোফিল
(খ) ইওসিনোফিল
(গ) মনোসাইট
(ঘ) লিস্ফোসাইট
উত্তরঃ খ। ইওসিনোফিল

২। ইথানল নিম্নের কোনটির সাথে বিক্রিয়ার ফলে কমলা বর্ণের অধঃক্ষেপ সৃষ্টি করে?
(ক) ফেলিং দ্রবণ
(খ) টলেন বিকারক
(গ) 2.4 ডাই নাইট্রো ফিনাইল হাইড্রাজিন
(ঘ) এসিড অ্যামাইড
উত্তরঃ গ। 2.4 ডাই নাইট্রো ফিনাইল হাইড্রাজিন

৩। একটি সরু তারের মধ্য দিয়ে প্রবাহিত অনুদৈর্ঘ্য তরঙ্গের বেগ নিম্নের কোনটি ?
(ক) v = √(y/p)
(খ) v = √(k/p)
(গ) v = √(p/p)
(ঘ) v = √(y/k)
উত্তরঃ ক। v = √(y/p)

৪। 1969 সালের 15 ফেব্রুয়ারি বিচারাধীন থাকা অবস্থায় নিম্নের কাকে অত্যন্ত নিষ্ঠুর ভাবে জেলখানায় পাকিস্তানিরা হত্যা করে?
(ক) হাবিলদার মুজিবুর রহমান
(খ) ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক
(গ) সার্জেন্ট জহুরুল হক
(ঘ) কমান্ডার মোয়াজ্জেম হোসেন
উত্তরঃ গ। সার্জেন্ট জহুরুল হক

৫। Which of the following pair contain correct antonyms?
(ক) complacent: satisfied
(খ) buoyant: cheerful
(গ) Frivolous: grave
(ঘ) Inclement: tyrannical
উত্তরঃ গ। Frivolous: grave

৬। নিম্নের কোনটি বৃক্ক সম্পর্কে সঠিক নয়?
(ক) অসমোরেগুলেশনের প্রধান অঙ্গ হচ্ছে বৃক্ষ
(খ) বৃক্কে অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপন্ন হয়
(গ) ADH এর প্রভাবে পানির পুনঃশোষণ বেশি হয়
(ঘ) সক্রিয় পরিবহন পদ্ধতিতে গ্লুকোজ শোষিত হয়
উত্তরঃ খ। বৃক্কে অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপন্ন হয়

৭। সালফারকে তাপ দেয়া হলে তরল না হয়ে সরাসরি কঠিন থেকে গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হওয়া নিম্নে কোন পদ্ধতি?
(ক) ঘনীভূতকরণ
(খ) বাষ্পীভবন
(গ) উর্ধ্বপাতন
(ঘ) বরফ কণায় পরিবর্তন
উত্তরঃ গ। উর্ধ্বপাতন

৮। গ্যাসীয় জৈব যৌগের বিশোধন প্রক্রিয়া নিম্নের কোনটি?
(ক) কেলাসন
(খ) রাসায়নিক পদ্ধতি
(গ) শোষণ পদ্ধতি
(ঘ) সমস্ফুটন পাতন
উত্তরঃ গ। শোষণ পদ্ধতি

৯। নিম্নের কোন জোড়াটি সঠিক?
(ক) আব্দুল কাদির
(খ) মোজাম্মল হক
(গ) সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
(ঘ) গোলাম মোস্তফা
উত্তরঃ গ। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী

১০। Which is the following underlined word is an adverb?
(ক) He answered the question correctly
(খ) He did it with care
(গ) We proceeded cautiously
(ঘ) It was troublesome to me
উত্তরঃ গ। We proceededcautiously

১১। নিম্নের কোন তথ্যটি সঠিক নয়?
(ক) প্রোলাকটিনের প্রভাবে মাতৃদুগ্ধ নিঃসৃত হয়
(খ) জরায়ু প্রাচীরের এন্ডোমেট্রিয়াম স্তরে মানব ভ্রুণের ইমপ্ল্যানটেশন হয়
(গ) প্রথম নিঃসৃত দুগ্ধকে শাল দুধ বলে
(ঘ) ডিম্বাশয় থেকে রিলাক্সিন নিঃসরণ হয়
উত্তরঃ গ। প্রথম নিঃসৃত দুগ্ধকে শাল দুধ বলে

১২। নিম্নের কোনটি সঠিক নয়?
(ক) সরণের সঙ্গে অভিলম্ব বলের উপাংশ কোন কাজ করে না
(খ) একটি বস্তুকে সুতায় ঝুলায়ে যদি চক্রাকারে ঘোরানো হয়, তবে কোন কাজ সংঘটিত হয় না
(গ) ধনাত্মক কাজের ফলে স্থিতিশক্তি বৃদ্ধিপায়
(ঘ) কাজের মাত্রা ML2T-2
উত্তরঃ গ। ধনাত্মক কাজের ফলে স্থিতিশক্তি বৃদ্ধিপায়

১৩। ডায়াজোনিয়াম লবণ থেকে বেনজিন কার্বোনাইট্রাইল উৎপন্ন করার সময়ে নিম্নের কোন প্রভাবকের প্রয়োজন হয়?
(ক) পটাসিয়াম সায়ানাইড
(খ) সোডিয়াম সায়ানাইড
(গ) কপার সায়ানাইড
(ঘ) ব্রোমিন সায়ানাইড
উত্তরঃ গ। কপার সায়ানাইড

১৪। বিশ্বে প্রথম নিম্নের কোন শহরে সেল ফোন চালু হয়?
(ক) ওসলো
(খ) শিকাগো
(গ) নিউইয়র্ক
(ঘ) লন্ডন
উত্তরঃ গ। নিউইয়র্ক

১৫। Which of the following is compound sentence?
(ক) Digging a deeper hole, he steadied it.
(খ) Let us read or we shall not pass.
(গ) If you read more, you will know more.
(ঘ) When the school broke up, we went to play.
উত্তরঃ খ। Let us read or we shall not pass.

১৬। নিম্নের কোন তথ্যটি ম্যালেরিয়া সম্পর্কে সঠিক নয়?
(ক) প্রাসমোডিয়াম ফ্যালসিপ্যারাম ম্যলিগন্যান্ট টারশিয়ারি ম্যালেরিয়া করে
(খ) ম্যালেরিয়া রোগের একমাত্র চিকিৎসা ক্লোরোকুইন
(গ) ম্যালেরিয়া জীবাণু একটি আন্তঃপরজীবী প্রোটোজোয়া
(ঘ) প্লাসমোডিয়াম ভাইভেক্স ম্যালেরিয়ার সুপ্তিকাল 14 দিন
উত্তরঃ খ। ম্যালেরিয়া রোগের একমাত্র চিকিৎসা ক্লোরোকুইন

১৭। নিম্নের কোনটি এককোষী গ্রন্থি?
(ক) গবলেট
(খ) অগ্ন্যাশয়
(গ) লালা
(ঘ) যকৃত
উত্তরঃ ক। গবলেট

১৮। নিম্নের কোন অস্থিতে মজ্জা গহ্বর নাই?
(ক) ইস্কিয়াম
(খ) স্টার্নাম
(গ) কারপাল
(ঘ) ক্ল্যাভিকল
উত্তরঃ ঘ। ক্ল্যাভিকল

১৯। পর্যায়কাল “T” হলে, অর্ধচক্রের জন্য গড় তড়িৎ প্রবাহ নিম্নের কোনটি?
(ক) (1 / π) × দিক পরিবর্তী প্রবাহের সর্বোচ্চ মান
(খ) (2 / π) × দিক পরিবর্তী প্রবাহের সর্বোচ্চ মান
(গ) (3 / π) × দিক পরিবর্তী প্রবাহের সর্বোচ্চ মান
(ঘ) (4 / π) × দিক পরিবর্তী প্রবাহের সর্বোচ্চ মান
উত্তরঃ খ। (2 / π) × দিক পরিবর্তী প্রবাহের সর্বোচ্চ মান

২০। নিম্নের কোনটি পামিটিক এসিড?
(ক) C15H31CO2H
(খ) C17H35CO2H
(গ) C17H33CO2H
(ঘ) C17H31CO2H
উত্তরঃ ক। C15H31CO2H

২১। মানবদেহের ক্যান্সার আক্রান্ত কোষকে ধ্বংস করার জন্য নিম্নের কোন রশ্মি ব্যবহার করা হয়?
(ক) আলফা
(খ) বিটা
(গ) গামা
(ঘ) রঞ্জন
উত্তরঃ গ। গামা

২২। ফোসা ওভালিস হৃদপিন্ডের কোথায় থাকে?
(ক) ভ্রুণের হৃদপিন্ডের আন্তঃ অলিন্দ পর্দার গাত্রে
(খ) হৃৎপিন্ডের আন্তঃনিলয় পর্দায় গাত্রে
(গ) অলিন্দ-নিলয় পর্দার গাত্রে
(ঘ) ডান নিলয়ের অভ্যন্তর গাত্রে
উত্তরঃ ক। ভ্রুণের হৃদপিন্ডের আন্তঃ অলিন্দ পর্দার গাত্রে

২৩। নিম্নের কোনটি প্রোপিয়ন্যালডিহাইড – এর সংকেত?
(ক) CH3-CH2-CHO
(খ) CH3-CH2-COOH
(গ) CH3-CH2-CH3
(ঘ) CH3-CH2-CH3-CHO
উত্তরঃ ক। CH3-CH2-CHO

২৪। একজন ব্যক্তি লিফটে দাঁড়িয়ে “g” ত্বরণ নিচে নামার সময় নিজেকে তার কি মনে হবে?
(ক) ভারী
(খ) হালকা
(গ) ওজনহীন
(ঘ) কিছুই মনে হবে না
উত্তরঃ গ। ওজনহীন

২৫। Which of the following is complex sencence?
(ক) Our night would have been very joyous.
(খ) It is a very pitiable sight.
(গ) The evil that men do lives after them.
(ঘ) The colours of the snakes were very beautiful.
উত্তরঃ গ। The evil that men do lives after them.

২৬। নিম্নের কোনটি হৃৎপিণ্ডের সংবহনতন্ত্রের অংশ নহে?
(ক) পেস মেকার
(খ) মায়োকর্ডিয়াম
(গ) বান্ডেল অব হিজ
(ঘ) আরকিনজি তন্ত
উত্তরঃ খ। মায়োকর্ডিয়াম

২৭। Which of the following is affirmative sentence?
(ক) The platinum of-chain is very beautiful.
(খ) The porter was very fortunate.
(গ) Her love for Jim was very deep.
(ঘ) It was very lucky day.
উত্তরঃ গ। Her love for Jim was very deep.

২৮। 98ms-1 বেগে একটি পাথরকে উপরের দিকে নিক্ষেপ করা হলে উহা কত সেকেন্ড পরে ভূ-পৃষ্ঠ ফিরে আসবে ?
(ক) 8
(খ) 15
(গ) 20
(ঘ) 28
উত্তরঃ গ। 20

২৯। নিম্নের কোনটি হৃৎপিণ্ডকে বিভিন্ন প্রকোষ্ঠ বিভক্ত করে?
(ক) এপিকার্ডিয়াম
(খ) পেরিকার্ডিয়াম
(গ) এন্ডোকার্ডিয়াম
(ঘ) মায়োকার্ডিয়াম
উত্তরঃ গ। এন্ডোকার্ডিয়াম

৩০। বেনজোফেনোনের বাণিজ্যিক ব্যবহার নিম্নের কোনটি উৎপাদনে?
(ক) আয়না রঞ্জক
(খ) ঘুমের ওষধ
(গ) সেলুলয়েড
(ঘ) পারস্পেক্স
উত্তরঃ গ। সেলুলয়েড

৩১। নিম্নের কোন তথ্যটি সঠিক নয়?
(ক) মানবদেহে বিদ্যমান প্রায় সবগুলিই α – অ্যামিনো এসিড
(খ) টারপেনটাইন একটি উদ্বায়ী তেল
(গ) সেলুলোজ একটি বিজারক প্রকৃতির পলিস্যাকারাইড
(ঘ) সবুজ উদ্ভিদে গ্লাইকোজেন সম্পূর্ণভাবে অনুপস্থিত
উত্তরঃ গ। সেলুলোজ একটি বিজারক প্রকৃতির পলিস্যাকারাইড

৩২। নিম্নের কোনটি ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা?
(ক) 112
(খ) 102
(গ) 92
(ঘ) 82
উত্তরঃ গ। 92

৩৩। সূর্য থেকে বিকিরণ নিঃসরণের সময় যে তরঙ্গ দৈর্ঘ্যে সবোর্চ্চ বিকিরণ হয়, তা 500 nm হলে সূর্য পৃষ্ঠের তাপমাত্রা (K) নিম্নের কোনটি?
(ক) 5000
(খ) 5530
(গ) 5800
(ঘ) 6000
উত্তরঃ গ। 5800

৩৪। নিম্নের কোনটি উৎসেচকের উপাদান?
(ক) লিপিড
(খ) প্রোটিন
(গ) মনোস্যাকারাইড
(ঘ) গ্লাইকোপ্রোটিন
উত্তরঃ খ। প্রোটিন

৩৫। তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার সম্পর্কে নিম্নের কোনটি সঠিক?
(ক) 30Co থাইরয়েড গ্রন্থি রোগের চিকিৎসায় ব্যবহার কয়
(খ) 131I শ্বেত কণিকা অত্যাধিক বৃদ্ধিজনিত রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়
(গ) 14C বয়স নির্ধারণে ব্যবহার হয়
(ঘ) কীট পতঙ্গের আক্রমণ দমনে ব্যবহার করা যায় না
উত্তরঃ গ।14C বয়স নির্ধারণে ব্যবহার হয়

৩৬। স্থির তাপমাত্রায় কোন গ্যাসের চাপ এবং আয়তনের পরিবর্তন নিন্মের কোনটি?
(ক) আইসোথারমাল
(খ) আইসোব্যারিক
(গ) আইসোক্রনিক
(ঘ) অ্যাডায়াবেটিক
উত্তরঃ ক। আইসোথারমাল

৩৭। বাংলাদেশের সর্ব দক্ষিণের দ্বীপ কোনটি?
(ক) ছেঁড়া দ্বীপ
(খ) সেন্ট মার্টিন দ্বীপ
(গ) মনপুরা
(ঘ) শাহবাজপুর দ্বীপ
উত্তরঃ ক। ছেঁড়া দ্বীপ

৩৮। Which of the following is the correct translation of that Bangla sentence?
(ক) The emergence of Bangladesh in the map of the world is a memorable events of the twentieth century.
(খ) The emergence of Bangladesh on the map of the world is a memorable event of the twentieth century.
(গ) The emergence of Bangladesh in the maps of the world is a memorable event of the twentieth century.
(ঘ) The emergence of Bangladesh in the map of the world is a memorable event of the twentieth century.
উত্তরঃ গ। The emergence of Bangladesh in the maps of the world is a memorable event of the twentieth century.

৩৯। নিম্নের কোন তথ্যটি ভাইরাস সম্পর্কে সঠিক নয়?
(ক) ভাইরাস যেকোনো কোষেই সংখ্যা বৃদ্ধি করতে পারে
(খ) বার্ড ফ্লু ভাইরাস SARS করতে সক্ষম
(গ) ভাইরাসের ক্যাপসিড স্তরটিই এ্যান্টিজেনিক
(ঘ) ব্যাকটেরিয়া আক্রমণকারী ভাইরাসকে ব্যাকটেরিওফায বলে
উত্তরঃ খ। বার্ড ফ্লু ভাইরাস SARS করতে সক্ষম

৪০। দক্ষিণ তালপট্টি দ্বীপ নিম্নে কোন জেলায় অবস্থিত?
(ক) সাতক্ষীরা
(খ) ভোলা
(গ) নোয়াখালী
(ঘ) চট্টগ্রাম
উত্তরঃ ক। সাতক্ষীরা

৪১। নিম্নের কোনটি সালমোনেলা টাইফি দ্বারা সংঘটিত হয়?
(ক) পোলিওমায়েলাইটিস
(খ) হাম
(গ) টাইফয়েড
(ঘ) রুবেলা
উত্তরঃ গ। টাইফয়েড

৪২। Which of the following is the correct Bangla meaning of the English world?
(ক) tyrannize : অত্যাচার
(খ) Tremble : জয়লাভ করা
(গ) Proficient : লাভজনক
(ঘ) Indignant : অপরিহার্য
উত্তরঃ ক। tyrannize : অত্যাচার

৪৩। Which of the following pair contain correct past participle of that verb?
(ক) freeze froze
(খ) hide hid
(গ) go went
(ঘ) forget forgotten
উত্তরঃ ঘ। forget forgotten

৪৪। নিম্নের কোন বিক্রিয়ায় অম্লীয় মূলকের সংযোজন হয়েছে ?
(ক) HgCl2(s) + Hg(l) → HgzCl2(s)
(খ) 2Na + Cl2 → 2NaCl(s)
(গ) 4HCl(aq) + MnO2(s) → MnCl2(aq) + Cl2(g) + 2H2O
(ঘ) Zn(s) + H2SO4 → ZnSO4(aq) +H2(g)
উত্তরঃ ঘ। Zn(s) + H2SO4→ ZnSO4(aq) +H2(g)

৪৫। নিম্নের কোন তথ্যটি সঠিক নয়?
(ক) ডপলার নীতির উপর ভিত্তি করেই রোগ নির্ণয়ের জন্য আল্ট্রাসনোগ্রাম করা হয়
(খ) যে তাপমাত্রায় কোন নির্দিষ্ট আয়তনের বায়ু তার মধ্যস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, সেই তাপমাত্রাকে শিশিরাঙ্ক বলে
(গ) তাপমাত্রা পরিমাপের জন্য অর্ধপরিবাহক দ্বারা তৈরি সুবেদী রোধকে থার্মিস্টর বলে
(ঘ) সমোষ্ণ প্রক্রিয়ায় চার্লসের সূত্র প্রয়োগ করা যায়
উত্তরঃ গ। তাপমাত্রা পরিমাপের জন্য অর্ধপরিবাহক দ্বারা তৈরি সুবেদী রোধকে থার্মিস্টর বলে

৪৬। মূলরোমের কোষে রসে বিদ্যমান আয়নের ঘনত্ব মাটির রসের বিদ্যমান আয়নের ঘনত্ব অপেক্ষা কম হওয়ায় মাটির রস থেকে আয়ন মূলরোমের রসে প্রবেশ করে, ইহা নিম্নের কোন তত্ত্ব?
(ক) আয়ন বিনিময়
(খ) ব্যাপন
(গ) ডোন্যান সাম্যাবস্থা
(ঘ) ব্যাপক প্রবাহ
উত্তরঃ খ। ব্যাপন

৪৭। K2Cr2O7 যৌগের Cr এর জারণ সংখ্যা নিম্নের কোনটি ?
(ক) -6
(খ) +6
(গ) +12
(ঘ) -12
উত্তরঃ খ। +6

৪৮। স্থিতিস্থাপক সীমার মধ্যে পদার্থের দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাতের ধ্রুব সংখ্যা নিম্নের কোন গুণাঙ্ক দ্বারা প্রকাশিত ?
(ক) আয়তন
(খ) ইয়ং
(গ) স্থিতিস্থাপক
(ঘ) দৃঢ়তার
উত্তরঃ খ। ইয়ং

৪৯। নিম্নের কোনটি সঠিক নয়?
(ক) ইন্টরফেজ পর্যায়ে DNA তার প্রতিরূপ সৃষ্টি করে
(খ) সেলুলোজ অণুর মূল একক হচ্ছে গ্লুকোজ অণু
(গ) মদৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রোটিন সংশ্লেষণ বেশি হয়
(ঘ) জাইলেম ফাইবারকে উড ফাইবার বলে
উত্তরঃ গ। মদৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রোটিন সংশ্লেষণ বেশি হয়

৫০। 10g ফেরাস সালফেটকে জরিত করতে নিম্নের কত গ্রাম বিশুদ্ধ K2Cr2O7 প্রয়োজন হবে ?
(ক) 3.922
(খ) 2.239
(গ) 3.229
(ঘ) 2.329
উত্তরঃ গ। 3.229

৫১। অপ্রত্যগামী প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন নিম্নের কোনটি?
(ক) বৃদ্ধি পায়
(খ) হ্রাস পায়
(গ) শূন্য হয়
(ঘ) অপরিবর্তিত থাকে
উত্তরঃ ক। বৃদ্ধি পায়

৫২। নিম্নের কোনটি লাইসোসোম তৈরি করে?
(ক) গলগি বডি
(খ) মাইটোকনড্রিয়া
(গ) সেন্ট্রিওল
(ঘ) সাইটোপ্লাজম
উত্তরঃ ক। গলগি বডি

৫৩। নিম্নের কোনটি সমযোজী যৌগের ধর্ম নয়?
(ক) গলনাঙ্ক অনেক কম
(খ) উদ্বায়ী
(গ) পোলার দ্রাবকে অদ্রবণীয়
(ঘ) বিদ্যুৎ পরিবাহী
উত্তরঃ ঘ। বিদ্যুৎ পরিবাহী

৫৪। পারমাণবিক বর্ণালি সম্পর্কে নিম্নের কোনটি সঠিক নয়?
(ক) সোডিয়াম আয়ন থেকে সোনলী হলুল
(খ) পটাশিয়াম আয়ন থেকে হালকা বেগুনী
(গ) হাইড্রোজেন গ্যাস থেকে লাল বর্ণ
(ঘ) ক্যালসিয়াম আয়ন থেকে ইটের মতে লাল
উত্তরঃ গ। হাইড্রোজেন গ্যাস থেকে লাল বর্ণ

৫৫। নিম্নের কোনটি সঠিক নয়?
(ক) মোমে কোন দ্বি-বন্ধনী না থাকায় এরা রাসায়নিক ভাবে নিস্ক্রিয়
(খ) ডায়াবেটিস রোগীর দেহে লাইপোপ্রোটিনের আধিক্য থাকে
(গ) অ্যাডেনিন একটি পাইরিমিডিন
(ঘ) নাইট্রোজেন বেসটি সব সময় নিউক্লিওটাইড স্যুগারের প্রথম কার্বনের সাথে যুক্ত থাকে
উত্তরঃ গ। অ্যাডেনিন একটি পাইরিমিডিন

৫৬। বিক্রিয়ার হারের উপর প্রভাব বিস্তারকারী নিম্নের কোন নিয়ামকটি সঠিক?
(ক) উচ্চ তাপমাত্রা
(খ) নিম্ন চাপ
(গ) প্রভাবক
(ঘ) আলোর অনুপস্থিতি
উত্তরঃ ক। উচ্চ তাপমাত্রা

৫৭। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য বীরত্বের জন্য কতজন বিডিআর সদস্য বীরশ্রেষ্ঠ পুরষ্কারে ভূষিত হন?
(ক) 2
(খ) 3
(গ) 4
(ঘ) 5
উত্তরঃ ক। 2

৫৮। Which of the following Word is Verb?
(ক) Misleading
(খ) Lacklustue
(গ) Jab
(ঘ) Dealer
উত্তরঃ গ। Jab

৫৯। নিম্নের কোনটি বাতাসের CO2
(ক) সাইট্রিক এসিড চক্র
(খ) ক্র্যাসুলেসিয়ান এসিড বিপাক প্রক্রিয়া
(গ) ক্যাল্ভিন চক্র
(ঘ) হ্যাচ ও স্ল্যাক চক্র
উত্তরঃ ক। সাইট্রিক এসিড চক্র

৬০। নিম্নের কোন জোড়াটি সঠিক?
(ক) সোডা কাঁচ: উত্তাপে সহজে গলে না
(খ) পটাশ কাঁচ: টেস্টটিউব তৈরিতে ব্যবহৃত হয়
(গ) ফ্লিন্ট কাঁচ: অতি বেগুনী রশ্মি শোষণ করে
(ঘ) ক্রুকস গ্লাস: চশমার লেন্স তৈরিতে
উত্তরঃ ঘ। ক্রুকস গ্লাস: চশমার লেন্স তৈরিতে

৬১। নিউক্লিয়াসের বাহিরে একটি অরবিটে ইলেকট্রনের সংখ্যা সর্বাপক্ষা নিম্নের কয়টি?
(ক) 1n2
(খ) 2n2
(গ) 3n2
(ঘ) 4n2
উত্তরঃ খ। 2n2

৬২। লেখক জে কে রাউলিং তার হ্যারি পটার সিরিজ নিম্নের কোন সালে প্রথম প্রকাশ করেন?
(ক) 1995
(খ) 1985
(গ) 1997
(ঘ) 1987
উত্তরঃ গ। 1997

৬৩। Which of the following pair contain correct synonym?
(ক) Influence : lead
(খ) Informed : instructive
(গ) Injure : hurt
(ঘ) Inspection : observer
উত্তরঃ গ। Injure : hurt

৬৪। নিম্নের কোনটির তড়িৎ চৌম্বক তরঙ্গের দৈর্ঘ্য 10-1 থেকে 10-3?
(ক) অবলোহিত রশ্মি
(খ) বেতার তরঙ্গ
(গ) গামা রশ্মি
(ঘ) মাইক্রো তরঙ্গ
উত্তরঃ ঘ। মাইক্রো তরঙ্গ

৬৫। নিম্নের কোন তথ্যটি হাইপোগ্লোসাল স্নায়ুর জন্য সঠিক নয়?
(ক) উৎস: মেডুলা অবলঙ্গাটার অঙ্কীয়দেশ
(খ) বিস্তার: জিহ্বা
(গ) প্রকৃতি: সংবেদী
(ঘ) কাজ: জিহ্বার সঞ্চাল
উত্তরঃ গ। প্রকৃতি: সংবেদী

৬৬। Which of the following sentence is an example of active and present indefinite tense?
(ক) He is writing a letter
(খ) I have invited them
(গ) He has done the work
(ঘ) Floods destroy crops.
উত্তরঃ ঘ। Floods destroy crops.

৬৭। শূন্যস্থানে নিম্নের কোনটি প্রযোজ্য ? যে সব উদ্ভিদ কোষে __ থাকে না, সেইসব কোষে সবাত শ্বাসন ঘটে না।
(ক) নিউক্লিয়াস
(খ) মাইটোকন্ড্রিয়া
(গ) সেন্ট্রিওল
(ঘ) সেন্ট্রিওল গলগি বডি
উত্তরঃ খ। মাইটোকন্ড্রিয়া

৬৮। পদার্থের ভৌত ধর্ম সর্ম্পকে নিম্নের কোনটি সঠিক নয়?
(ক) গ্যাসের আন্তঃআণবিক আকর্ষণ সর্বোচ্চ ও স্থানান্তর গতি সর্বনিম্ন
(খ) কঠিন পদার্থ চাপে সংকুচিত হয় না
(গ) তরল পদার্থের ঘনত্ব কঠিন থেকে কম
(ঘ) গ্যাসীয় পদার্থ পাত্রকে পূর্ণ করে থাকে
উত্তরঃ ক। গ্যাসের আন্তঃআণবিক আকর্ষণ সর্বোচ্চ ও স্থানান্তর গতি সর্বনিম্ন

৬৯। নিম্বের কোনটি চোম্বকত্বের জন্য সঠিক?
(ক) পদার্থের ভৌত গুণ
(খ) পদার্থের রাসায়নিক গুণ
(গ) এক ধরনের তরঙ্গ
(ঘ) এক ধরনের শক্তি
উত্তরঃ ক। পদার্থের ভৌত গুণ

৭০। Which of the following simple sentence use prepositional phrase?
(ক) Going home they found they found their brother
(খ) Mother asked Runa to iron the dried clothes
(গ) During sorting, the rotten oranges are thrown away
(ঘ) Besides being a physician Dr S Atiqual Haque was an opinion leader
উত্তরঃ খ। Mother asked Runa to iron the dried clothes

৭১। বংশগতির ধারক নিম্নের কোনটি?
(ক) ক্রোমোমিয়ার
(খ) ক্রোমাটিড
(গ) ক্রোমোসোম
(ঘ) টেলোমিয়ার
উত্তরঃ গ। ক্রোমোসোম

৭২। নিম্নের কোনটি ম্যাঙ্গানিজের প্রধান আকরিক?
(ক) পাইরোলুসাইট
(খ) ইলমেনাইট
(গ) কারনোটাইট
(ঘ) ম্যাগনেটাইপ
উত্তরঃ ক। পাইরোলুসাইট

৭৩। রিকম্বিনেন্ট ডিএনএ পদ্ধতিতে ই-কোলাই ব্যাকটেরিয়াকে কাজে লাগিয়ে নিম্নের কোনটি তৈরি করা হয়?
(ক) পেনিসিলিন
(খ) ইনসুলিন
(গ) ভিটামিন-কে
(ঘ) রেটিনোল
উত্তরঃ খ। ইনসুলিন

৭৪। প্রোপিলিন থেকে পলি প্রোপিলিন পলিমার গঠনে সময় নিম্নের কত arm চাপের প্রয়োজন হয়?
(ক) 140
(খ) 120
(গ) 160
(ঘ) 180
উত্তরঃ ক। 140

৭৫। নিম্নের কোন জীবাণু মাতৃদেহ থেকে অমরার মাধ্যমে ফিটাসে যায়?
(ক) রুবেলা
(খ) ডিপথেরিয়া
(গ) টিটেনাস
(ঘ) কলেরা
উত্তরঃ ক। রুবেলা

৭৬। শূন্যস্থানের জন্য নিম্নে কোনটি প্রযোজ্য ? এড্রেনালিন হৃৎপিণ্ডের স্পন্দনের হারকে __
(ক) স্বাভাবিক রাথে
(খ) বাড়ায়
(গ) কমায়
(ঘ) প্রভাবিত করে না
উত্তরঃ খ। বাড়ায়

৭৭। পারস্পেক্স, প্লেক্সিগ্লাস – মনোমার নিম্নের কোনটি ?
(ক) ভিনাইল অ্যাসিটেট
(খ) মিথাইল 2 – মিথাইল প্রোপিনোয়েট
(গ) পলিস্ট্যারিন
(ঘ) মিথাইল বেনজিন
উত্তরঃ খ। মিথাইল 2 – মিথাইল প্রোপিনোয়েট

৭৮। 8. প্রায় 150°C তাপমাত্রায় নিম্নের কোন প্রভাবকের উপস্থিতিতে ইথাইন থেকে ইথিন উৎপন্ন হয়?
(ক) নিকেল
(খ) অ্যাসিটিলিন
(গ) H2SO4
(ঘ) ভিনাইল অ্যালকোহল
উত্তরঃ ক। নিকেল

৭৯। নিম্নের কোনটি সঠিক নয়?
(ক) লালারসে টায়ালিন নামক উৎসেচক উপস্থিত থাকে
(খ) প্রতিদিন প্রায় 2 লিটার গ্যাস্ট্রিক রস নিঃসৃত হয়
(গ) মিউসিন HCI এর ক্ষতিকর ভূমিকা থেকে পাকস্থলী প্রাচীরকে রক্ষা করে
(ঘ) হাইড্রোক্লোরিক এসিডের উপস্থিতি পেপসিনের কার্যক্রমকে বাধাগ্রস্থ করে
উত্তরঃ ঘ। হাইড্রোক্লোরিক এসিডের উপস্থিতি পেপসিনের কার্যক্রমকে বাধাগ্রস্থ করে

৮০। দর্শনানুভূতির স্থায়িত্বকাল নিম্নে উল্লেখিত কত সেকেন্ড?
(ক) 1
(খ) 1/10
(গ) 1/20
(ঘ) 1/5
উত্তরঃ খ। 1/10

৮১। নিম্নের কোনটি আলকাতরার জন্য সঠিক নয়?
(ক) লঘু তেলে থায়োফিন পাওয়া যায়
(খ) মধ্যম তেলের পরিমাণ 7.5%
(গ) ভারী তেলের পাতন তাপমাত্রা 231°C – 27-°C
(ঘ) সবুজ তেল থেকে কুইনোলিন পাওয়া যায়
উত্তরঃ ঘ। সবুজ তেল থেকে কুইনোলিন পাওয়া যায়

৮২। নিম্নের কোনটি বহিঃকর্ণে থাকে?
(ক) ককলিয়া
(খ) স্টেপিস
(গ) পিনা
(ঘ) ইনকাস
উত্তরঃ গ। পিনা

৮৩। একই দূরত্ব অবস্থিত অনুভূমিক এবং উল্লম্ব সরল রেখাগুলিকে স্পষ্টভাবে দেখতে পায় না। চোখের এই ক্রুটিকে নিম্নের কোনটি বলা হয়?
(ক) স্বল্প দৃষ্টি
(খ) চালশে
(গ) নকুলাব্ধতা
(ঘ) দূরবদ্ধ সৃষ্টি
উত্তরঃ গ। নকুলাব্ধতা

৮৪। চলনের সময় পায়ের কোন পেশি সংকোচনের ফলে গোড়ালির অস্থিটিতে টান পড়ে ফলে গোড়ালি মাটি থেকে উথিত হয়?
(ক) ট্রাপিজিয়াম
(খ) সোলিয়াস
(গ) রেকটাস
(ঘ) গুটিয়াস
উত্তরঃ খ। সোলিয়াস

৮৫। টলুইন সালফোনেশনের জন্য নিম্নের কত °C তাপমাত্রা প্রয়োজন হয়?
(ক) 30
(খ) 20
(গ) 10
(ঘ) 0
উত্তরঃ ঘ। 0

৮৬। একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 15 দিন । 2.5 g ওজনের ঐ পদার্থের নিম্নের কত ( g ) 60 দিন পর্যন্ত থাকবে?
(ক) 0.156
(খ) 0.312
(গ) 0.125
(ঘ) 0.250
উত্তরঃ ক। 0.156

৮৭। Which of the following sentence contain the word “round” as an adverb?
(ক) The boy played well in the first round
(খ) They rounded the temple silently
(গ) A square peg in a round table
(ঘ) At last he came round to their belief
উত্তরঃ ঘ। At last he came round to their belief

৮৮। নিম্নের বামদিকের কোনটি ডানদিকের কোনটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ?
(ক) গ্যাস্ট্রিন = আস্ত্রিক রস নিঃসরণ নিয়ন্ত্রণ করে
(খ) সিক্রেটিন = অগ্ন্যাশয় রস নিঃসরণ নিয়ন্ত্রণ করে
(গ) কোলেসিস্টেকাইনিন = লালারস নিঃসরণ নিয়ন্ত্রণ করে
(ঘ) প্যানক্রিওজাইমিন = পাচক রস নিঃসরণ নিয়ন্ত্রণ করে
উত্তরঃ খ। সিক্রেটিন = অগ্ন্যাশয় রস নিঃসরণ নিয়ন্ত্রণ করে

৮৯। মিনাঙ্গকাবাউ জনগোষ্ঠী নিম্নের কোন দেশে বসবাস করে?
(ক) ইন্দোনেশিয়া
(খ) থাইল্যান্ড
(গ) দি ফিলিপিনস
(ঘ) বোর্নিয়ো
উত্তরঃ ক। ইন্দোনেশিয়া

৯০। নাইট্রোজেনবিহীন কার্যকারীমূলক সম্পর্কে কোনটি সঠিক নয়?
(ক) অ্যালকোহলিক মূলক সোডিয়ামসহ পরীক্ষায় H2 গ্যাস বের হয়
(খ) অ্যাকোহলিক মূলক এস্টার পরীক্ষায় পাকা ফলের বিশেষ সুগন্ধ বের হয়
(গ) অ্যালডিহাইড টলেন বিকারক পরীক্ষায় সময় চকচকে সিলভার দর্পণ সৃষ্টি হয়
(ঘ) কার্বক্সিলক মূলক- এর লিবারম্যান নাইট্রোসো পরীক্ষার সময় উজ্জ্বল লাল বর্ণের সৃষ্টি হয়
উত্তরঃ ঘ। কার্বক্সিলক মূলক- এর লিবারম্যান নাইট্রোসো পরীক্ষার সময় উজ্জ্বল লাল বর্ণের সৃষ্টি হয়

৯১। আলোক তড়িৎনিম্নের কোন তত্ত্বকে সমর্থন করে?
(ক) ওয়েভ
(খ) করপাস্কুলার
(গ) কোয়ান্টম
(ঘ) ইলেকট্রো ম্যাগনেটিক
উত্তরঃ গ। কোয়ান্টম

৯২। চার্লস দ্য গল নিম্নের কোন দেশের নেতা ছিলেন?
(ক) ফ্যান্স
(খ) জার্মানি
(গ) স্পেন
(ঘ) পর্তুগাল
উত্তরঃ ক। ফ্যান্স

৯৩। Which of the following sentence contain the world “why” as relative adverb?
(ক) I don’t know the why and wherefore of it
(খ) Why did he come here?
(গ) I know the reason why he did it?
(ঘ) Why, it is surely Mahboob
উত্তরঃ গ। I know the reason why he did it?

৯৪। নিম্নের কোন কোষটি হিপারিন নিঃসরণ করে?
(ক) নিউট্রোফিল
(খ) বেসোফিল
(গ) ইওসিনোফিল
(ঘ) লিস্ফোসাইট
উত্তরঃ খ। বেসোফিল

৯৫। কোন একটি জৈব যৌগের বিশ্লেষণে 40 % কার্বন, এবং 6.7 % হাইড্রোজেন পাওয়া যায় । ঐ যৌগের 10 mg পরিমাণ 25 ° C এবং 760 mm (পারদ) চাপে 8.15 ml আয়তন হয় । ঐ যৌগের আণবিক সংকেত নিম্নের কোনটি?
(ক) CH2 O
(খ) C2H2O
(গ) CH2O2
(ঘ) C4H2O
উত্তরঃ ক। CH2O

৯৬। নিম্নের কোনটিতে ওহমের সূত্রের প্রয়োগ করা যায় না?
(ক) এ – সি বর্তনী
(খ) বিদ্যুৎ পরিবাহী পদার্থ
(গ) অর্ধ বিদ্যুৎ পরিবাহী পদার্থ
(ঘ) বিদ্যুৎ পরিবাহী পদার্থ, যেখানে তাপমাত্রার পরিবর্তন করা হয়েছে
উত্তরঃ ক। এ – সি বর্তনী

৯৭। নিম্নের কত হাজার বৎসর পূর্বে অস্ট্রেলিয়াতে অ্যাব্রোজনালরা সবসাস শুরু করে?
(ক) 10000
(খ) 20000
(গ) 30000
(ঘ) 40000
উত্তরঃ ঘ। 40000

৯৮। Which of the following sentence is correct?
(ক) The president gave away the prizes
(খ) The enemies gave off at last
(গ) The cooking coal gives in a lot of smoke
(ঘ) He will give out charge tomorrow
উত্তরঃ ক। The president gave away the prizes

৯৯। নিম্নের কোন স্থিকে মজ্জা গহ্বর নাই?
(ক) ইস্কিয়াম
(খ) স্টানার্ম
(গ) কারপাল
(ঘ) ক্লাভিকল
উত্তরঃ ঘ। ক্লাভিকল

১০০। বিপাকক্রিয়ার পলে উদ্ভিদ যে সমস্ত বর্জ্য পদার্থ তৈরি করে, তা মানুষের জন্য প্রয়োজনীয় । নিম্নের কোনটি তার অন্তভূক্ত নয়?
(ক) রেজিন
(খ) আঠা
(গ) উদ্বায়ী তেল
(ঘ) বিদ্যুৎ পরিবাহী
উত্তরঃ ঘ। বিদ্যুৎ পরিবাহী

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *