BDS (Dental) Admission Question and Solution (2010-11)

ডেন্টাল ভর্তি পরীক্ষা ২০১০-১১

১। নিম্নের কোন সমীকরণটি তাপগতিবিদ্যার জন্য সঠিক?
(ক) dQ=W
(খ) Cp-Cp=ধ্রুবক
(গ) TVy-1 = ধ্রুবক
(ঘ) PVy = R
উত্তরঃ গ। TVy-1= ধ্রুবক

২। নিম্নের কোন মৌলটির রাসায়নিক সক্রিয়তা সবচেয়ে কম?
(ক) আয়োডিন
(খ) ক্লোরিন
(গ) ফ্লুরিন
(ঘ) ব্রোমিন
উত্তরঃ ক। আয়োডিন

৩। ম্যাক্রোফাইব্রিলে নিম্নের কত (%) হেমিসেলুলোজ থাকে?
(ক) ১০-২৫
(খ) ১০-৩০
(গ) ৫-১৫
(ঘ) ৫-২০
উত্তরঃ গ। ৫-১৫

৪। পাথরের চাকতিতে নিম্নের কোথায় বাংলার প্রাচীনতম লিপি আবিষ্কৃত হয়েছে?
(ক) মহাস্থানগড়
(খ) ইরাবতী
(গ) মেদিনীপুর
(ঘ) পট্রিকেরা
উত্তরঃ ক। মহাস্থানগড়

৫। Which of the following words is “Adjective+Nominal”?
(ক) best-seller
(খ) short-cut
(গ) easy-chair
(ঘ) blue-black
উত্তরঃ ক। best-seller

৬। নিম্নের কোন জোড়াটি সঠিক? পদার্থ – ত্রৈতবিন্দু
(ক) অক্সিজেন – ২৪.৫৫৬১
(খ) পারদ – ২৭৩.১৬
(গ) নিয়ন – ৫৪.৩৫৮৪
(ঘ) আর্গন – ৮৩.৮০৫৮
উত্তরঃ ঘ। আর্গন – ৮৩.৮০৫৮

৭। রাইবোসোমের রাসায়নিক উপাদানের ৫০% নিম্নের কোন আমিষ?
(ক) গ্লিসারাইড
(খ) অ্যারাইল সালফাটেজ
(গ) সাইটোক্রোম রিডাকটেজ
(ঘ) হিস্টোন
উত্তরঃ ঘ। হিস্টোন

৮। নিম্নের কোন মহিয়সী নারী “অম্বেষা” পত্রিকাটি সম্পাদনা করেন?
(ক) মাহফুজা খাতুন
(খ) বেগম সুফিয়া কামাল
(গ) জাহানারা আরজু
(ঘ) নূরজাহান বেগম
উত্তরঃ ক। মাহফুজা খাতুন

৯। Which of the following sentence is passive with a complement verb?
(ক) The drums are being beaten
(খ) The rose is sweet when it is smelt
(গ) The trumpets are being sounded
(ঘ) The cows are being milked
উত্তরঃ খ। The rose is sweet when it is smelt

১০। নিম্নের কোনটি অসম্পৃক্ত বাস্পের বৈশিষ্ট্য
(ক) তাপমাত্রা বৃদ্ধি করে একটি নিদিষ্ট পরামাণ অসম্পৃক্ত বাষ্পকে সম্পৃক্ত করা হয়
(খ) যে স্থানে অসম্পৃক্ত বাষ্প থাকে ঐখানে নিদিষ্ট তাপমাত্রায় আরো বাষ্প গ্রহন করতে পারে
(গ) বয়েলের সূত্র মেনে চলে না
(ঘ) চার্লসের সূত্র মেনে চলে না
উত্তরঃ খ। যে স্থানে অসম্পৃক্ত বাষ্প থাকে ঐখানে নিদিষ্ট তাপমাত্রায় আরো বাষ্প গ্রহন করতে পারে

১১। নিম্নের কোনটি সঠিক?
(ক) সিলিকেট সমূহ উচ্চ অণবিক ভর বিমিষ্ট পলিমার
(খ) CCl4 একটি সন্নিবেশ যৌগ
(গ) সিলিকন শুধু দানাদান রূপে পাওয়া যায়
(ঘ) গ্রাফাইট বিদ্যুৎ অর্ধপরিবাহী
উত্তরঃ ক। সিলিকেট সমূহ উচ্চ অণবিক ভর বিমিষ্ট পলিমার

১২। নিউক্লিওলাসে নিম্নের কোন খনিজ লবণ বিদ্যামান?
(ক) পটাশিয়াম
(খ) ক্যালসিয়াম
(গ) রূপা
(ঘ) টাইটানিয়াম
উত্তরঃ ক। পটাশিয়াম

১৩। নিম্নের কোন দেশেএ বিশ্বে সর্বপ্রথম নারীরা ভোটাধিকার পায়?
(ক) নিউজিল্যান্ড
(খ) বেলজিয়াম
(গ) ফিনল্যান্ড
(ঘ) অস্ট্রেলিয়া
উত্তরঃ ক। নিউজিল্যান্ড

১৪। নিম্নের কোনটি ১০°C তাপমাত্রার শুষ্ক বাল্ববের গ্লেসিয়ারের উৎপাদক (G)
(ক) ২.০৬
(খ) ৭.৮২
(গ) ৪০.৪
(ঘ) ১.৯৯
উত্তরঃ ক। ২.০৬

১৫। নিম্নের কত pH এর বেশি পরিবর্তিত হলে মানুষের জীবন সংকটাপন্ন হয়?
(ক) 0.7
(খ) 0.5
(গ) 0.8
(ঘ) 0.6
উত্তরঃ খ। 0.5

১৬। . আস্তঃফ্লোয়েমের কাজ নিম্নের কোনটি?
(ক) পানি পরিবহন করে
(খ) নতুন কোষ সৃষ্টি করে
(গ) অভ্যন্তরীণ অংশকে রক্ষা করে
(ঘ) খাদ্য পরিবহন করে
উত্তরঃ ঘ। খাদ্য পরিবহন করে

১৭। Which of the following is the correct English translation of that বাংলা sentence?
(ক) Which of the following is the correct English translation of that বাংলা sentence?
(খ) এটি একটি ভাঙা চেয়ারের পা: This is leg of a broken chair
(গ) রামের দ্বারা রাবণ নিহত হলেন: Ravfna was kill by Ram
(ঘ) বিড়ালটি ইঁদুরের ওপর লাফিয়ে পড়ল: The cat jump on the rat
উত্তরঃ ক। Which of the following is the correct English translation of that বাংলা sentence?

১৮। কোন সরল ছন্দিত স্পন্দন গতিসম্পন্ন কণান বিস্তান 3cm এবং সর্বোচ্চ বেগ ৬.২৪ cms-1 হলে কণাটির পর্যায়কাল নিম্নের কত সেকেন্ড?
(ক) 2.03
(খ) 3.02
(গ) 4.03
(ঘ) 4.02
উত্তরঃ খ। 3.02

১৯। একটি আবদ্ধ পাত্রে হাইড্রোজেন ও গাঢ় বেগুনি বর্ণের আয়োডিন নিম্নের কত তাপমাত্রায় (০C) রেখে দিলে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়?
(ক) 450
(খ) 550
(গ) 350
(ঘ) 250
উত্তরঃ ক। 450

২০। নিম্নের কোনটিতে অসংখ্য ক্লোরোপ্লাস্ট থাকে?
(ক) প্যালিসেড প্যারেনকাইমা
(খ) নিম্নত্বক
(গ) স্পঞ্জী প্যারেনকাইমা
(ঘ) ঊর্ধ্বত্বক
উত্তরঃ ক। প্যালিসেড প্যারেনকাইমা

২১। Which of the following preposition will be the replacement of the underlined proposition to correct this sentence? “This will put a slur in this name.”
(ক) on
(খ) into
(গ) of
(ঘ) at
উত্তরঃ ক। on

২২। সাম্যবস্থায় পৌঁছার পর ১ মোল CH3COOH এসিড ও ১ মোল C2H5OH বিক্রিয়া করে নিম্নের কত মোল CH3COOC2H5 উৎপাদন কর?
(ক) 0.676
(খ) 0.766
(গ) 0.67
(ঘ) 0.667
উত্তরঃ ঘ। 0.667

২৩। Which of the following is an assertive sentence?
(ক) He is one of the most competent men
(খ) You ate a rouge, and must go away at once
(গ) He is the best boy in the class
(ঘ) This is easier than other subjucts
উত্তরঃ ক। He is one of the most competent men

২৪। পদার্থবিজ্ঞানের নিম্নের কোন তথ্যাটি সঠিক?
(ক) শক্তি নির্ধারণে মোট কাজের প্রয়োজন নেই
(খ) সংরক্ষণশীল বলের ক্রিয়ার ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র খাটে খাটে না
(গ) ক্ষমতা রুপান্তারিত হয় না
(ঘ) কাজের প্রকারভেদ নেই
উত্তরঃ গ। ক্ষমতা রুপান্তারিত হয় না

২৫। নিম্নের কোনটি ইথাইল ইথানোয়েট?
(ক) C2H5OH
(খ) CH3CO2C2H5
(গ) CH3COOH
(ঘ) CH3COONa
উত্তরঃ খ। CH3CO2C2H5

২৬। উদ্ভিদ সাধারণত নিম্নের কয়টি ধানাত্মক আয়ন শোষণ করে?
(ক) 7
(খ) 13
(গ) 10
(ঘ) 4
উত্তরঃ গ। 10

২৭। Which of the following is a compound sentence?
(ক) I offended him because I did this
(খ) He kept the promise he had made
(গ) I did this and so offered him
(ঘ) He kept his promise
উত্তরঃ গ। I did this and so offered him

২৮। নিম্নের কোনটি ইলেকক্ট্রনিকসের জন্য সঠিক?
(ক) IC-র স্বল্প দাম
(খ) FETএর ক্ষমতা লাভ নিম্ন
(গ) ইনটিগ্রেটেড সার্কিটের (IC) অতি উচ্চ তাপমাত্রায় কাজ করতে পারে না
(ঘ) ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার (FET) হল দুইটি প্রান্ত বিশিষ্ট
উত্তরঃ ক। IC-র স্বল্প দাম

২৯। ডোপায়নের মাধ্যমে বহির্জাত অর্ধপরিবাহক তৈরিতে নিম্নের কোন মৌল ব্যবহৃত হয়?
(ক) প্লাটিনিয়াম
(খ) আর্সেনিক
(গ) নিকেল
(ঘ) টাংস্টেন
উত্তরঃ খ। আর্সেনিক

৩০। ফটোসিস্টেম-II এর প্রতিক্রিয়া রঞ্জক নিম্নের কত তরঙ্গ দৈর্ঘ্যের (nm) লাল আলোক রশ্মি সর্বাধিক শোষণ করে?
(ক) 720
(খ) 660
(গ) 700
(ঘ) 680
উত্তরঃ ঘ। 680

৩১। নিম্নের কোনটি লেজারের জন্য সঠিক?
(ক) রুবি থেকে তৈরি লেজার নীলচে সবুজ হয়
(খ) আলোক সজ্জায় লেজার ব্যবহার করা যায় না
(গ) লেজার এক বর্ণের আলো
(ঘ) ক্রিপ্টন লেজারের রং লাল
উত্তরঃ গ। লেজার এক বর্ণের আলো

৩২। নিচের কোনটি আয়রোন-সালফার প্রোটিন?
(ক) NADP রিডাকটেজ
(খ) প্লাস্টোসায়ানিন
(গ) ফেরিডকসিন
(ঘ) সাইটোক্রোম
উত্তরঃ গ। ফেরিডকসিন

৩৩। 95.6% ইথানলএ 4.4% পানির মিশ্রণটিকে নিম্নের কোন পাতন প্রক্রিয়ায় পৃথকীকরণ করা হয়?
(ক) সমস্ফুটন পাতন
(খ) অ্যান্টিবডি উৎপাদন করে
(গ) আংশিক পাতন
(ঘ) অণুপ্রেষ পাতন
উত্তরঃ ক। সমস্ফুটন পাতন

৩৪। নিম্নের কোন বিক্রিয়ার সময়ে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়?
(ক) সাবাত শ্বাসন
(খ) গ্লাইকোলাইসিস
(গ) সালোকসংশ্লষণ
(ঘ) অবাত শ্বসন
উত্তরঃ গ। সালোকসংশ্লষণ

৩৫। নিম্নের কোন এসিডের Ka = 5.5×10-2?
(ক) ডাইক্লোরো অ্যাসিটিক
(খ) ফরমিক
(গ) অ্যাসিটিক
(ঘ) বেনজয়িক
উত্তরঃ ক। ডাইক্লোরো অ্যাসিটিক

৩৬। নিচের কোন তথ্যটি ইন্টারফেরনের জন্য সঠিক?
(ক) ক্যান্সার কোষকে ধ্বংস করে
(খ) Natural killer cells এর ক্ষমতা কমিয়ে দেয়
(গ) B ও T লিস্ফোসাইটের সংখ্যা বৃদ্ধি করে
(ঘ) অ্যান্টিবডি উৎপাদন করে
উত্তরঃ ক। ক্যান্সার কোষকে ধ্বংস করে

৩৭। মানুষের জরায়ু গর্ভাবস্থায় নিম্নের কতগুন বৃদ্ধি পায়?
(ক) 30
(খ) 20
(গ) 40
(ঘ) 10
উত্তরঃ খ। 20

৩৮। নিম্নের কোন হাইড্রোকার্বনটি চিকিৎসা বিঞ্জানে চেতনাশক হিসেবে ব্যবহৃত হয়?
(ক) CCl2F2
(খ) CF3-CHBrCl
(গ) CHCl= CCl2
(ঘ) CCIF2 CCIF2
উত্তরঃ খ। CF3-CHBrCl

৩৯। কোন এনজাইম স্নায়ু উদ্দীপনা পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
(ক) অ্যাসিটাইলকোলিনেস্টারেজ
(খ) মেটালোপ্রোটিন কাইনেজ
(গ) ক্ষারীয় ফসফাটেজ
(ঘ) লাইসোজাইম
উত্তরঃ ক। অ্যাসিটাইলকোলিনেস্টারেজ

৪০। নিম্নের কোন গ্রন্থি মোমের মতো আঠালো পদার্থ তৈরি করে?
(ক) সিবেসিয়াস
(খ) সেরুমিনাস
(গ) লালাগ্রন্থি
(ঘ) মিবোমিয়ান
উত্তরঃ খ। সেরুমিনাস

৪১। মানুষের সেসেব্রাল আকুইডাক্ট নিম্নের কত মি.মি. লম্বা?
(ক) 20
(খ) 10
(গ) 25
(ঘ) 15
উত্তরঃ ঘ। 15

৪২। স্যাফেনা পার্ভা শিরা নিম্নের কোন শিরায় উন্মুক্ত?
(ক) রেনাল
(খ) হেপাটিক
(গ) পপলিটিয়াল
(ঘ) সুপ্রারেনাল
উত্তরঃ গ। পপলিটিয়াল

৪৩। Moisturizing cream তৈরিতে নিম্নের কোন অ্যালকোহল ব্যবহৃত হয়?
(ক) হেক্সেন 1,3,4,6- টেট্রাওল
(খ) প্রোপানল-2
(গ) 2-মিথাইল-2 প্রোপানল
(ঘ) 2 ডিগ্রি – অ্যালকোহল
উত্তরঃ ক। হেক্সেন 1,3,4,6- টেট্রাওল

৪৪। উইর্সাং নালী নিম্নের কোথায় অবস্থিত?
(ক) লালাগ্রান্থি
(খ) আস্ত্রিক গ্রন্থি
(গ) অগ্ন্যাশয়
(ঘ) যকৃত
উত্তরঃ গ। অগ্ন্যাশয়

৪৫। নিম্নের কোন মৌল লালচে বেগুনী শিখা সৃষ্টি করে?
(ক) বেরীয়াম
(খ) সিজিয়াম
(গ) লিথিয়াম
(ঘ) রুবিডিয়াম
উত্তরঃ ঘ। রুবিডিয়াম

৪৬। বাংলাদেশ থেকে প্রথম পোশাক রপ্তানি হয় নিম্নের কোন দেশে?
(ক) সুইডেন
(খ) ফ্রান্স
(গ) নরওয়ে
(ঘ) যুক্তরাষ্ট্র
উত্তরঃ খ। ফ্রান্স

৪৭। In which of the following sentence the word “come” is used to mean is mean is bangla “পাওয়া”?
(ক) I came across the lame on the way
(খ) How did you come by this picture?
(গ) He course of a respectable family
(ঘ) How did the accident come about?
উত্তরঃ খ। How did you come by this picture?

৪৮। নিম্নের কোনটি অপ্রত্যাগামী প্রক্রিয়ার কৈশিষ্ট্য?
(ক) কার্যনির্বাহক বস্তু প্রাথমিক অবস্থায় ফিরে আসে
(খ) সিস্টেমের তাপপতীয় সাম্যবস্থা বজায় থাকে
(গ) স্বতঃস্ফূর্ত ও একমুখী
(ঘ) অতি ধীর প্রক্রিয়া
উত্তরঃ গ। স্বতঃস্ফূর্ত ও একমুখী

৪৯। ফেলস্পার নামক উৎস থেকে মূলত নিম্নের কোন যৌগটি পাওয়া যায়?
(ক) KNO3
(খ) KCI.MgCI2. 6H2O
(গ) KCI
(ঘ) K2O.AI2O3.6SiO2
উত্তরঃ ঘ। K2O.AI2O3.6SiO2

৫০। নিম্নের কোনটি Anthophyta-র উদাহারণ?
(ক) Cycas circinalis
(খ) Cycas pectinate
(গ) Cycas revoluta
(ঘ) Wolffia arrhiza
উত্তরঃ ঘ। Wolffia arrhiza

৫১। বাংলাদেশ উন্নয়ন ফোরামের প্রথম বৈঠক হয় নিম্নের কোন সালে?
(ক) 1973
(খ) 1991
(গ) 1972
(ঘ) 1975
উত্তরঃ ক। 1973

৫২। Which of the underlined preposition is correct?
(ক) We walked to the river bank
(খ) I flew to London at Thursday
(গ) I bought these shoes at 5000 taka
(ঘ) They spent their vacation at Dhaka
উত্তরঃ গ। I bought these shoes at 5000 taka

৫৩। নিম্নের কোন যৌগটির দ্রাব্যতা সবচেয়ে বেশি?
(ক) Ca(OH)2
(খ) Sr(OH)2
(গ) Mg(OH)2
(ঘ) Ba(OH)2
উত্তরঃ ঘ। Ba(OH)2

৫৪। E.coli মানুষের অস্ত্রে নিম্নের কোন ভিটামিন তৈরি করে?
(ক) C
(খ) D
(গ) B12
(ঘ) A
উত্তরঃ গ। B12

৫৫। Which of the following is the correct English?
(ক) I helped the afraid boy
(খ) He is liable to shout when he gets angry
(গ) Everyone likes a notorious actor like him
(ঘ) We only employ feminine workers
উত্তরঃ ক। I helped the afraid boy

৫৬। স্বাভাবিক কথপোকথনে শব্দের তীব্রতা লেভেল β (db) নিম্নের কোনটি?
(ক) 70
(খ) 40
(গ) 60
(ঘ) 50
উত্তরঃ গ। 60

৫৭। ভাইরাসের জন্য নিম্নের কোনটি সঠিক?
(ক) পোষকের বাইরে নিস্ক্রিয়
(খ) প্রকরণ সৃষ্টি করে না
(গ) আবাস্থল মৃত কোষ
(ঘ) বিপাকীয় ক্রিয়া সংঘটিত হয়
উত্তরঃ ক। পোষকের বাইরে নিস্ক্রিয়

৫৮। বাংলাদেশে নিম্নের কোন গ্যাস ক্ষেত্রটি পরিত্যাক্ত?
(ক) কামতা
(খ) হরিপুর
(গ) শাহবাজপুর
(ঘ) সাঙ্গু
উত্তরঃ ক। কামতা

৫৯। Which of the following word is the correct English translation of the word “ধুমড়ী”?
(ক) strumpet
(খ) nebulous
(গ) hullabaloo
(ঘ) hideous
উত্তরঃ ক। strumpet

৬০। নিম্নের কোন যৌগটি উদ্বায়ী নয়?
(ক) SnClsub>2
(খ) SiClsub>4
(গ) NaOH
(ঘ) PbCl2
উত্তরঃ গ। NaOH

৬১। বাংলাদেশে সবচেয়ে বেশি আর্সেনিক দূষণযুক্ত উপজেলা নিম্নের কোনটি?
(ক) বিজয়নগর
(খ) শাহরাস্তি
(গ) চৌদ্দগ্রাম
(ঘ) কচুয়া
উত্তরঃ খ। শাহরাস্তি

৬২। Which of the following word is an adjective?
(ক) hokum
(খ) hoity-toity
(গ) hogwash
(ঘ) hoki
উত্তরঃ খ। hoity-toity

৬৩। নিম্নের কোনটি শব্দের জন্য সঠিক?
(ক) বায়ুতে জলীয়বাস্প বেশি থাকলে শব্দের দ্রুতি কমে যায়
(খ) সকল বাদ্যযন্ত্র স্থির তরঙ্গের সৃষ্টি করে
(গ) বায়ুতে জলীবাস্প থাকলে শব্দের দ্রুতির পরিবর্তন হয়
(ঘ) বাঁশীর নলে চলমান তরঙ্গ সুরের সৃষ্টি করে
উত্তরঃ গ। বায়ুতে জলীবাস্প থাকলে শব্দের দ্রুতির পরিবর্তন হয়

৬৪। গ্রুপ IVA এর মৌলসমূহের জন্য নিম্নের কোনটি সঠিক? ঘনত্ব (20°C, g/ml) – মৌলসমূহ
(ক) 2.33 – সিলিকন
(খ) 7.31 – লেড
(গ) 5.36 – কার্বন
(ঘ) 2.22 – টিন
উত্তরঃ ক। 2.33 – সিলিকন

৬৫। নিম্নের কোনটির কোষ প্রাচীরে পলিস্যাকারাইড ও অ্যামিনো এসিড পাওয়া যায়?
(ক) প্রোটিস্টা
(খ) প্ল্যান্টি
(গ) মনেরা
(ঘ) ফানজাই
উত্তরঃ গ। মনেরা

৬৬। নিম্নের কে ২০০৯ সালে সাহিত্যে স্বাধীনতা দিবস পুরস্কারে ভূষিত হন?
(ক) আব্দুল গাফফার চৌধুরী
(খ) সাইদ আহমেদ
(গ) কবি নজরুল ইসলাম
(ঘ) গোলাম মাওলা
উত্তরঃ ক। আব্দুল গাফফার চৌধুরী

৬৭। Which of the following word is the correct synonym of “Scurrilous”?
(ক) derogatory
(খ) bitty
(গ) compartmentalize
(ঘ) clipperes
উত্তরঃ ক। derogatory

৬৮। নিম্নের কোন শ্বেতকণিকার সিউক্লিয়াসটি দুই লোব বিশিষ্ট?
(ক) নিউট্রোফিল
(খ) ইওসিনোফিল
(গ) মনোসাইট
(ঘ) লিস্ফোসাইট
উত্তরঃ খ। ইওসিনোফিল

৬৯। ইথানল নিম্নের কোনটির সাথে বিক্রিয়ার ফলে কমলা বর্ণের অধঃক্ষেপ সৃষ্টি করে?
(ক) ফেলিং দ্রনণ
(খ) টলেন বিকারক
(গ) 2.4 ডাই নাইট্রো ফিনাইল হাইড্রোজিন
(ঘ) এসিড অ্যাসাইড
উত্তরঃ গ। 2.4 ডাই নাইট্রো ফিনাইল হাইড্রোজিন

৭০। 969 সালের 15 ফেব্রুয়ারি বিচারাধীন থাকা অবস্থায় নিম্নের কাকে অত্যন্ত নিষ্ঠর ভাবে জেলখানায় পাকিস্তানিরা হত্যা করে?
(ক) হাবিলদার মুজিবুর রহমান
(খ) ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক
(গ) সার্জেন্ট জহুরুল হক
(ঘ) কমান্ডার মোয়াজ্জেম হোসেন
উত্তরঃ গ। সার্জেন্ট জহুরুল হক

৭১। Which of the following pair contain correct antonyms?
(ক) complacent: satisfied
(খ) buoyant: cheerful
(গ) Frivolous: grave
(ঘ) Inclement: tyrannical
উত্তরঃ গ। Frivolous: grave

৭২। নিম্নের কোনটি বৃক্ক সম্পর্কে সঠিক নয়?
(ক) অসমোরেগুলেশনের প্রধান অঙ্গ হচ্ছে বৃক্ক
(খ) বৃক্কে অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপন্ন হয়
(গ) ADH-এর প্রভাবে পানির পুনঃশোষণ বেশি হয়
(ঘ) সক্রিয় পরিবহন পদ্ধতিতে গ্লুকোজ শোষিত হয়
উত্তরঃ গ। ADH-এর প্রভাবে পানির পুনঃশোষণ বেশি হয়

৭৩। ক্রিপ্টনের ইলেকট্রণ বিন্যাস নিম্নের কোনটি?
(ক) 2s22p6
(খ) 3d1o4s24p2
(গ) 4f44d106p6
(ঘ) 3s2p6
উত্তরঃ ক। 2s22p6

৭৪। নিম্নের কোন মহিয়সী নারী ‘অন্বেষা’ পত্রিকা সম্পদনা করেন?
(ক) মাহফুজা
(খ) বেগম সুপিয়া কামাল
(গ) জাহানা আরজু
(ঘ) নূরজাহান
উত্তরঃ ক। মাহফুজা

৭৫। অম্লীয মাধ্যমে নিম্নের কোন নিদের্শকটি হলুদ?
(ক) মিথাইল অরেঞ্জ
(খ) মিথাইল রেড
(গ) ফেনলফথ্যালিন
(ঘ) থাইমলথ্যালিন
উত্তরঃ ঘ। থাইমলথ্যালিন

৭৬। Which of the following sentence has factitive objects?
(ক) He was made king by them
(খ) They were talked of by us
(গ) Puffed rice is not liked by us
(ঘ) Had he not called by you?
উত্তরঃ ক। He was made king by them

৭৭। নিম্নের কোনটি বিজারক শর্করা?
(ক) মলটেজ
(খ) সুক্রোজ
(গ) গ্রআকোজেন
(ঘ) সেলোবায়েজ
উত্তরঃ ঘ। সেলোবায়েজ

৭৮। নিম্নের কে জাতিসংঘ এর নারী ন্যায় পাল?
(ক) আলেক্সান্দ্রা কোলানটাই
(খ) প্যাট্রিসিয়া ডুরাই
(গ) হ্যারিয়েট কুইম্বি
(ঘ) লেডি অগাস্টা
উত্তরঃ খ। প্যাট্রিসিয়া ডুরাই

৭৯। Which of the following pair is correct to express in a single word in Bangla for a group of words?
(ক) One who pretends top be what he is not
(খ) One who is versed many language
(গ) A place where birds are kept
(ঘ) A messenger sent in great
উত্তরঃ খ। One who is versed many language

৮০। প্রবাহী পদার্থের জন্য নিম্নের কোন সমীকরনটি সঠিক?
(ক) v = ηA(dv/dy)
(খ) F = 6πrηv
(গ) F = 4π(Nr2 – R2)T
(ঘ) T = △AT
উত্তরঃ খ। F = 6πrηv

৮১। তীব্র এসিড ও মৃদু টাইট্রেশনে ব্যবহৃত উপযোগী নির্দেমক নিম্নের কোনটি?
(ক) মিথাইল অরেঞ্জ
(খ) মিথাইল রেড
(গ) ফেনলথ্যালিন
(ঘ) থাইমথ্যালিন
উত্তরঃ ক। মিথাইল অরেঞ্জ

৮২। Selaginella উদ্ভিদের নিম্নের কোন দরনের কোন ধরনের ভাস্কুলার বান্ডল থাকে?
(ক) সমপাশ্বীয়
(খ) সমদ্বিপাশ্বীয়
(গ) হ্যাড্রোকেন্দ্রিক
(ঘ) লেপ্টোকেন্দ্রিক
উত্তরঃ গ। হ্যাড্রোকেন্দ্রিক

৮৩। Which of the following word is an adverb?
(ক) economically
(খ) economize
(গ) economic
(ঘ) economical
উত্তরঃ ক। economically

৮৪। আন্তঃফ্রোয়েমের কাজ নিম্নের কোনটি?
(ক) পানি পরিবহন করে
(খ) নতুন কোষ সৃষ্টি করে
(গ) অভ্যন্তরীন অংষকে রক্ষা করে
(ঘ) খাদ্য পরিবহন করে
উত্তরঃ ঘ। খাদ্য পরিবহন করে

৮৫। কোন সরর ছন্দিত স্পন্দন গতিসম্পন্ন কণার বিস্তার 3 cm এবং সর্বোচ্চ বেগ 6.24 cm-1 হলে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়?
(ক) 450
(খ) 550
(গ) 350
(ঘ) 250
উত্তরঃ ক। 450

৮৬। নিম্নের কোন সমীকরণটি সেকেন্ড দোলকের জন্য সঠিক?
(ক) K = 2π√(e/g)
(খ) λ = (1/2)kA2cos2(ωt + δ)
(গ) T = sin(ωt + δ)
(ঘ) L = g/π2
উত্তরঃ ঘ। L = g/π2

৮৭। নিম্নের কোন উদ্ভিদে শল্ক বাকল থাকে?
(ক) Litchi chinesists
(খ) Psidium guajava
(গ) Musa acuminoto
(ঘ) Lycopersicon esculentum
উত্তরঃ খ। Psidium guajava

৮৮। মুক্তার রাসায়নিক গঠনে 3.8-5.9% নিম্নের কোনটি পাওয়া যায়?
(ক) C3OH48N2O11
(খ) অন্যান্য পদার্থ
(গ) CaCO3
(ঘ) H2O
উত্তরঃ ঘ। H2O

৮৯। Anopheles মশকী নিম্নের কোন সময়ে মানুষকে দংশন করে মাইক্রোফাইলেরি গ্রহণ করে?
(ক) সকাল 8 টা থেকে রাত 8 টা
(খ) সকাল 10 টা থেকে সন্ধ্যা 7 টা
(গ) ভোর 4 টা থেকে বিকাল 4টা
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ ঘ। কোনোটিই নয়

৯০। নিম্নের কোনটি বিকীর্ণ তাপের বৈশিষ্ট্য?
(ক) আলোর চেয়ে কম বেগে সঞ্চালিত হতে পারে
(খ) আলোর ন্যায় এর ব্যতিচার, অপবূর্তন ও সমবর্তন ঘটে না
(গ) শূন্যস্থানের মধ্যে দিয়ে সঞ্চালিত হতে পারে না
(ঘ) বিপরীত বর্গীয় সূত্র মেনে চলে
উত্তরঃ ঘ। বিপরীত বর্গীয় সূত্র মেনে চলে

৯১। Atropa belladonna নিম্নের কোন গোত্রের উদ্ভিদ?
(ক) Leguminosae
(খ) Solanacae
(গ) Caesalpiniodeae
(ঘ) Malvacae
উত্তরঃ ঘ। Malvacae

৯২। পাপড়ি হয় না উদ্ভিদের উদাহরন নিম্নের কোনটি?
(ক) Musa sapientum
(খ) Saccharum officinatum
(গ) Delonix regia
(ঘ) Casuarina equatifolio
উত্তরঃ খ। Saccharum officinatum

৯৩। নিম্রেন কোন তথ্য ইন্টারফেরনের জন্য সঠিক?
(ক) ক্যান্সার কোষকে ধ্বংস করে
(খ) Natural Killer cells এর ক্ষমতা কমিয়ে দেয়
(গ) B T লিম্ফোসাইটের সংখ্যা বৃদ্ধি করে
(ঘ) অ্যান্টিবডি উৎপাদন করে
উত্তরঃ ক। ক্যান্সার কোষকে ধ্বংস করে

৯৪। নিম্নের কোন গ্রন্থি মোমের মতো আঠালো পদার্থ তৈরি করে?
(ক) সিবেসিয়াস
(খ) সেরুমিনাস
(গ) লালা গ্রন্থি
(ঘ) মিবেমিয়ান
উত্তরঃ খ। সেরুমিনাস

৯৫। উগ্র দুর্গন্ধযুক্ত কার্বিল এমিন নিম্নের কোন কার্যকরী গ্রুপ শনাক্তকরণের সময়ে উৎপাদিত হয়?
(ক) এসিড হ্যালাইড (RCO – X)
(খ) এলকাইল হ্যালাইড (R – NH2)
(গ) এললডিহাইড (- CHO)
(ঘ) এসিড এমাইড (RCONH)
উত্তরঃ খ। এলকাইল হ্যালাইড (R – NH2)

৯৬। নিচের কোন বিক্রিয়াটি সঠিক?
(ক) ডেক্সট্রিন + এমাইলেজ → গ্লুকোজ + গ্যালাক্টোজ
(খ) তৈল + চর্বি + এস্টারেজ → ফ্যাটি এসিড + গ্লিসারিন
(গ) সেলুলোজ + সেলুলেজ → গ্লুকোজ + গ্লুকোজ
(ঘ) প্রোটিন + ট্রিপসিন → এমাইনো এসিড
উত্তরঃ ঘ। প্রোটিন + ট্রিপসিন → এমাইনো এসিড

৯৭। Which of the following is correct to express in a single word in bangla for a group of words
(ক) On who pretends to be what he is not : প্রতিমাঙ্গকারী
(খ) One who is versed many languages : বহুভাষাবিদ
(গ) A place where birds where birds are kept :মহাফেজখানা
(ঘ) A messenger sent in great haste : ভবিষ্যদবক্তা
উত্তরঃ খ। One who is versed many languages : বহুভাষাবিদ

৯৮। নিম্নের কোন জোড়াটি স্থিতিস্থাপকতার জন্য সঠিক? পদার্থ – দৃঢ়তার গুণাঙ্ক (1010Nm-2)
(ক) এলুমিনিয়াম – 2.6
(খ) নিকেল – 0.56
(গ) ইস্পাত – 3.1
(ঘ) সীসা – 3.5
উত্তরঃ ক। এলুমিনিয়াম – 2.6

৯৯। নিম্নের কোন জোড়াটি সঠিক? উৎস – যৌগ
(ক) ফসফোরাইট – CaF2
(খ) ডলোমাইট – CaCO3.MgCO3.
(গ) ক্যানাইট – MgSO4.7H2O
(ঘ) কিসোরাইট – KCl.MgCl2.6H2O
উত্তরঃ খ। ডলোমাইট – CaCO3.MgCO3.

১০০। গ্রিন হাউজ গ্যাসের শতকরা হার (%) নিম্নের কোনটি সঠিক? গ্যাস – শতকরা
(ক) অন্যান্য – 25
(খ) নাইট্রাস অক্সাইড – 10
(গ) কার্বন ডাই অক্সাইড – 70
(ঘ) সি.এফ.সি – 14
উত্তরঃ ঘ। সি.এফ.সি – 14

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *