BDS (Dental) Admission Question and Solution (2004-05)
ডেন্টাল ভর্তি পরীক্ষা ২০০৪-০৫
১। মাস স্পেকট্রোমিটার অনুযায়ী 3517CI এবং 3717CI এর অনুপাত কত?
(ক) 4 : 1
(খ) 2 : 1
(গ) 3 : 1
(ঘ) 5 : 7
উত্তরঃ গ। 3 : 1
২। চিনির গলনাংক কত?
(ক) 356 K
(খ) 388 K
(গ) 433 K
(ঘ) 505 K
উত্তরঃ গ। 433 K
৩। OBNOXIOUS বলতে কি বুঝায়?
(ক) very dangerous
(খ) very pleasant
(গ) very ugly
(ঘ) very unpleasant
উত্তরঃ ঘ। very unpleasant
৪। HIV মানবদেহের কোন Cell কে আক্রমন ও ধ্বংস করে?
(ক) মনোসাইট এবং ইওসিনোফিল
(খ) লোহিত রক্ত কণিকা
(গ) ম্যাক্রোফেয এবং T-cell লিস্ফোসাইট
(ঘ) অনুচক্রিকা
উত্তরঃ গ। ম্যাক্রোফেয এবং T-cell লিস্ফোসাইট
৫। নিচের কোন যৌগটি ডায়াজোনিয়াম লবণ উৎপন্ন করে?
(ক) H2NC2H5
(খ) C6H5NO2
(গ) C6H5NOH2
(ঘ) (H3C)3N
উত্তরঃ গ। C6H5NOH2
৬। যকৃত ও অগ্ন্যাশয় সৃষ্টি হয় কোনটি থেকে?
(ক) এন্ডোডার্ম
(খ) মেসোডার্ম
(গ) এক্টোডার্ম
(ঘ) এপিডার্ম
উত্তরঃ ক। এন্ডোডার্ম
৭। বাংলাদেশের বাইরে ব্র্যা্কের কার্যক্রম কোন দেশে চালু করা হয়?
(ক) ইতিওপিয়াতে
(খ) সুদানে
(গ) নেপালে
(ঘ) আফগানিস্তানে
উত্তরঃ ঘ। আফগানিস্তানে
৮। -Xe এর স্ফুটনাংক কত?
(ক) 65.0 K
(খ) 87.3 K
(গ) 119.7 K
(ঘ) 211.0 K
উত্তরঃ ক। 65.0 K
৯। G-এর উপর যে তাপমাত্রার কোন প্রভাব নেই তা আবিষ্কার করেন?
(ক) নিউটন
(খ) ম্যাককেঞ্জি
(গ) ইওটভস
(ঘ) পয়েন্টিং এবং ফিলিপস
উত্তরঃ ঘ। পয়েন্টিং এবং ফিলিপস
১০। E.coli এর জন্য কোটি সঠিক নয়?
(ক) এরা অন্ত্রে ভিটামিন K উৎপন্ন করে
(খ) এরা অন্ত্রে ভিটামিন উৎপন্ন করে
(গ) কিছু প্রজাতি শিশুর ডায়রিয়া রোগ সৃষ্টি করে
(ঘ) ইনসুলিন তৈরিতে E.coli ব্যবহৃত হয়
উত্তরঃ খ। এরা অন্ত্রে ভিটামিন উৎপন্ন করে
১১। He is an eyesore to me এই বাক্যে Eyesore শব্দটি কোন Phrase?
(ক) preposition
(খ) Adjective
(গ) Adverb
(ঘ) Noun
উত্তরঃ ঘ। Noun
১২। CO2 এর সাথে যে বিকারকের বিক্রিয়ায় জৈব এসিড উৎপন্ন হবে সেটি হচ্ছে-
(ক) RMgX
(খ) CH3CN
(গ) CH3I
(ঘ) R2X
উত্তরঃ ক। RMgX
১৩। নিম্নের কোটি বহুকোষী প্রাণী নয়?
(ক) হাইডা ভালগারিস
(খ) এনটামিবা হিস্টোলাইটিকা
(গ) হোমোসেপিয়ানস
(ঘ) টেনুয়ালোসা ইলিসা
উত্তরঃ খ। এনটামিবা হিস্টোলাইটিকা
১৪। বাংলাদেশের বৃহত্তম সার কারখানা কোনটি?
(ক) জিয়া সার কারখানা, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া
(খ) যমুনা সার কারখানা, জামালপুর
(গ) চট্টগ্রাম সার কারখানা, চট্টগ্রাম
(ঘ) ঘোড়াশাল সার কারখানা, নরসিংদী
উত্তরঃ খ। যমুনা সার কারখানা, জামালপুর
১৫। ন্যাপথা কি হিসেবে ব্যবহার করা হয়?
(ক) কাঁচামাল
(খ) জ্বালানী
(গ) মোমাবাতিতে
(ঘ) দ্রাবক
উত্তরঃ ঘ। দ্রাবক
১৬। কোন বিজ্ঞানী বৈদ্যুতিক আবেশ আবিষ্কার করেন?
(ক) বেঞ্জামিন ফ্রাঙ্কলিন
(খ) ডুফে
(গ) থেলস
(ঘ) স্টিফেন গ্রে
উত্তরঃ ঘ। স্টিফেন গ্রে
১৭। নিম্নের কোনটি spirogyra উদ্ভিদের বৈশিষ্ট্য নয়?
(ক) এটি গাঢ় সবুজ বর্ণের
(খ) এরা সাধারণত মিঠা পানিতে বাস করে
(গ) প্রত্যেক কোষে একটি করে নিউক্লিয়াস থাকে কিন্তু কোন কোষ গহবর নাই
(ঘ) এটি হ্যাপ্লয়েড কিন্তু জাইগোস্পোর ডিপ্লয়েড
উত্তরঃ গ। প্রত্যেক কোষে একটি করে নিউক্লিয়াস থাকে কিন্তু কোন কোষ গহবর নাই
১৮। “With open arms” বলতে বুঝায়-
(ক) long arm
(খ) warmly
(গ) two arm
(ঘ) one arm
উত্তরঃ খ। warmly
১৯। ভর ক্রিয়া সূত্র কে আবিষ্কার করেন?
(ক) গুলবার্গ ও ওয়েজ
(খ) রবার্ট রয়েল
(গ) জোসেফ লুইস
(ঘ) এ্যাভোগেড্রো
উত্তরঃ ক। গুলবার্গ ও ওয়েজ
২০। নিম্নের কোনটি ধারকের ব্যবহারিক রুপ নয়?
(ক) পরিবর্তনীয় ধারক
(খ) অভ্র ধারক
(গ) কাগজ ধারক
(ঘ) তরিৎ আবেশ ধারক
উত্তরঃ ঘ। তরিৎ আবেশ ধারক
২১। Trust- শব্দের antonym কী হবে?
(ক) Gusty
(খ) Doubt
(গ) Peace
(ঘ) Believe
উত্তরঃ খ। Doubt
২২। প্রোটিন থেকে মোট কয়টি আ্যমাইনো এসিড পাওয়া যায়?
(ক) 18
(খ) 20
(গ) 26
(ঘ) 64
উত্তরঃ খ। 20
২৩। স্থায়ী দাঁতের দন্ত সংকেত হলো-
(ক)
(খ)
(গ)
(ঘ)
উত্তরঃ সঠিক উত্তর পাওয়া যায়নি
২৪। আমেরিকা কবে স্বাধীনতা ঘোষণা করে?
(ক) ৪ জুলাই
(খ) ৭ এপ্রিল, ১৭৪৮ খ্রিস্টাব্দে
(গ) ৪ জুলাই, ১৭৭৬ খ্রিস্টাব্দে
(ঘ) ৭ এপ্রিল, ১৭৮৭ খ্রিস্টাব্দে
উত্তরঃ গ। ৪ জুলাই, ১৭৭৬ খ্রিস্টাব্দে
২৫। গঠনভেদে অর্ধকোষকে কয়টি শ্রেণিতে ভাগ করা যায়?
(ক) ৩টি
(খ) ৪টি
(গ) ৫টি
(ঘ) ৬টি
উত্তরঃ গ। ৫টি
২৬। তরল বেনজিনের পরােবৈদ্যুতিক ধ্রুবক কত?
(ক) 2.20εT
(খ) 2.28εr
(গ) 22.8εT
(ঘ) 2.08r
উত্তরঃ খ। 2.28εr
২৭। কে কত সালে নিউক্লিয়াস আবিষ্কার করেন?
(ক) রবার্ট ব্রাউন, 1831 সালে
(খ) গলগি, 1898 সালে
(গ) বেন্ডা, 1898 সালে
(ঘ) পোর্টার 1945 সালে
উত্তরঃ ক। রবার্ট ব্রাউন, 1831 সালে
২৮। Incredible শব্দের synonym কি হবে?
(ক) unbelievable
(খ) unthinkable
(গ) unmanageable
(ঘ) unlikely
উত্তরঃ ক। unbelievable
২৯। অ্যামিনের কার্যকরী মূলক কী?
(ক) -NH2
(খ) -NH3
(গ) -OH
(ঘ) -CH3
উত্তরঃ ক। -NH2
৩০। হৃদপেশীর বৈশিষ্ট্য নয় কোনটি?
(ক) শাখাম্বিত পেশিতন্ত্ত
(খ) দৈর্ঘ্য 100 মাইক্রন
(গ) নিউক্লিয়াস একাধিক এবং একপাশে অবস্থিত
(ঘ) প্রকৃতি-অনৈচ্ছিক
উত্তরঃ গ। নিউক্লিয়াস একাধিক এবং একপাশে অবস্থিত
৩১। সবচেয়ে হালকা ধাতু কোটি?
(ক) লিথিয়াম
(খ) অ্যালুমিনিয়াম
(গ) ম্যাগনেসিয়াম
(ঘ) সোডিয়াম
উত্তরঃ ক। লিথিয়াম
৩২। প্রতি 10°C তাপমাত্রা বৃদ্ধির জন্য বিক্রিয়ার হার কতগুন বৃদ্ধি পায়?
(ক) 2-3
(খ) 3-4
(গ) 4-5
(ঘ) 5-6
উত্তরঃ ক। 2-3
৩৩। একটি গোলকীয় তলে ক্ষেত্রফল 100m2।উক্ত তলে 500 C চার্জ প্রদান করা হলে চার্জের তল ঘনত্ব কত?
(ক) 0.20 C/m2
(খ) 0.50 C/m2
(গ) 5.00 C/m2
(ঘ) 2.50 C/m2
উত্তরঃ গ। 5.00 C/m2
৩৪। পানিতে দ্রবণীয় সরল প্রোটিন কোনটি?
(ক) গ্লটেলিন
(খ) হিস্টোন
(গ) প্রোমালিন
(ঘ) গ্লোবিউলিন
উত্তরঃ খ। হিস্টোন
৩৫। “Flexible” শব্দের বিপরিত শব্দ কি হবে?
(ক) Plastic
(খ) Rigid
(গ) Elastic
(ঘ) Changing
উত্তরঃ খ। Rigid
৩৬। কোনটি পাকস্থরির গ্রন্থি থেকে নিঃসৃত হয না?
(ক) পেপসিন
(খ) HCI এসিড
(গ) মিউসিন
(ঘ) টায়ালিন
উত্তরঃ ঘ। টায়ালিন
৩৭। সবচেয়ে দীর্ঘজীবী প্রাণী কোনটি?
(ক) হাতী
(খ) কচ্ছপ
(গ) তিমি
(ঘ) হাঙ্গর
উত্তরঃ খ। কচ্ছপ
৩৮। শূন্যক্রম বিক্রিয়ায় বিক্রিয়ার হার থাকে?
(ক) ধ্রুব
(খ) ধীরে বৃদ্ধি পায়
(গ) ধীরে হ্রাস পায়
(ঘ) হ্রাস পায়
উত্তরঃ ক। ধ্রুব
৩৯। তড়িচ্চালক বল যত বেশি হবে বিদ্যুৎ প্রবাহ তত-
(ক) কম হবে
(খ) বেশি হবে
(গ) সমান থাকবে
(ঘ) বিদ্যুৎ প্রবাহ তড়িচ্চালক বলের উপর নির্ভর করে না
উত্তরঃ খ। বেশি হবে
৪০। এনজাইমের বৈশিষ্ট্য নয় কোনটি?
(ক) এর কার্যকারিতা pH দ্বারা নিয়ন্ত্রিত
(খ) এনজাইম হল প্রোটিন
(গ) এনজাইমের কার্যকারিতার জন্য পানির প্রয়োজন নেই
(ঘ) এরা তাপপ্রবণ
উত্তরঃ গ। এনজাইমের কার্যকারিতার জন্য পানির প্রয়োজন নেই
৪১। “যেহেতু সে অসুস্ত ছিল- তাই সে কলেজে আসতে পারেনি” ব্যাকটির সঠিক ইংরেজী কি হবে?
(ক) He did not come to college because of his illness
(খ) He could not come to college, because he was sick
(গ) As he was ill, he could not come to college
(ঘ) Since he was ill, he could not come to college
উত্তরঃ গ। As he was ill, he could not come to college
৪২। কজাসন্ধির উদাহরণ কোনটি?
(ক) হিউমেরাস ও আলনার মধ্যবর্তি কুনেই এর সন্ধি
(খ) স্কন্ধ সন্ধি
(গ) স্টানোক্ল্যাভেকুলার সন্ধি
(ঘ) হাঁটুর সন্ধি
উত্তরঃ ক। হিউমেরাস ও আলনার মধ্যবর্তি কুনেই এর সন্ধি
৪৩। বিশ্বের সবচেয়ে ধনী দেশ কোনটি?
(ক) যুক্তরাষ্ট্র
(খ) সৌদিআরব
(গ) লুক্সেমবার্গ
(ঘ) কাতার
উত্তরঃ ঘ। কাতার
৪৪। রেডন (Rn) গ্যাস আবিষ্কার হয় কোন সালে?
(ক) ১৭৮৫
(খ) ১৮৮৬
(গ) ১৮৯৮
(ঘ) ১৯০০
উত্তরঃ ঘ। ১৯০০
৪৫। কার্বন রোধের পরিমান নির্ণয়ের কোড নম্বর ৪ কোন রং দ্বারা প্রকাশ করা হয়?
(ক) বাদামী
(খ) লাল
(গ) কমলা
(ঘ) হলুদ
উত্তরঃ ঘ। হলুদ
৪৬। জাইলেম টিস্যু গঠনের উপাদান নয় কোনটি?
(ক) ট্রাকিড
(খ) সঙ্গীকোষ
(গ) জাইলেম ফাইবার
(ঘ) ভেসেল বা ট্রাকিয়া
উত্তরঃ খ। সঙ্গীকোষ
৪৭। “আমি আমার একজন বন্ধুকে আমার বইটি ধার দিয়েছিলাম” বাক্যটির সঠিক ইংরেজি কি?
(ক) I gave my book lent to one of my friend.
(খ) To one of my friend I gave my book lent.
(গ) I lent my book to a friend of mine.
(ঘ) To one of my friend I lent my book.
উত্তরঃ গ। I lent my book to a friend of mine.
৪৮। আর্চ অব অ্র্র্যাওর্টা থেকে বের হয়না কোন ধমনি?
(ক) ইন্নমিনেট বা ব্রেকিওসেপালিক
(খ) ব্রাকিয়াল ধমনি
(গ) বাম সাধারণ ক্যারোটিড ধমনি
(ঘ) বাম সাবক্লেভিয়ান ধমনি
উত্তরঃ খ। ব্রাকিয়াল ধমনি
৪৯। অস্টিলিয়ার জাতীয় প্রতিক কী?
(ক) ঈগল
(খ) গোলাপ ফুল
(গ) পদ্ম
(ঘ) ক্যাঙ্গারু
উত্তরঃ ঘ। ক্যাঙ্গারু
৫০। বায়ূমন্ডলে নাইট্রোজেনের পরিমান শতকরা কত?
(ক) 78-79%
(খ) 79-80%
(গ) 77-78%
(ঘ) 80-81%
উত্তরঃ ক। 78-79%
৫১। যে পরিমান ভোল্ট বহিঃবর্তনিতে কোনো কাজে আসে না তাকে বলে-
(ক) নষ্ট ভোল্ট
(খ) আভ্যন্তরীন রোধ
(গ) বিভব পার্থক্য
(ঘ) প্রাণীয় ভোল্টেজ
উত্তরঃ ক। নষ্ট ভোল্ট
৫২। কোনটির নতুন উদ্ভিদের জম্ম কান্ড থেকে হয়না?
(ক) আদা
(খ) হলুদ
(গ) আলু
(ঘ) মিষ্টি আলু
উত্তরঃ ঘ। মিষ্টি আলু
৫৩। শূন্যস্থানে কোন Preposition টি সঠিক হবে- “She looked at her reflection __ the mirror”
(ক) on
(খ) in
(গ) upon
(ঘ) into
উত্তরঃ ক। on
৫৪। রেচনতন্ত্রের নিম্নের কোনটির ইউরেটার নামক নালী গঠন করে?
(ক) ডাক্ট অব বেলেনি
(খ) সংগ্রাহক নালীকা
(গ) ডিস্টাল নালীকা
(ঘ) হেনলীর লুপ
উত্তরঃ ক। ডাক্ট অব বেলেনি
৫৫। নিম্নের কোন দেশের সরকার প্রধান হলেন “প্রেসিডেন্ট”?
(ক) ইন্দোনেশিয়া
(খ) থাইল্যান্ড
(গ) জাপান
(ঘ) অস্টেলিয়া
উত্তরঃ ক। ইন্দোনেশিয়া
৫৬। ফ্লোরিন পরমাণুর ব্যাসার্ধ কত?
(ক) 0.72 mm
(খ) 0.072 mm
(গ) 0.0072 mm
(ঘ) 7.2 mm
উত্তরঃ খ। 0.072 mm
৫৭। কত তাপমাত্রায় সীসার রোধ শূন্য কত?
(ক) -269°C
(খ) -296°C
(গ) -266°C
(ঘ) -299°C
উত্তরঃ গ। -266°C
৫৮। কোন পানি উদ্ভিদের জন্য সহ লভ্য?
(ক) অভিকর্ষীয় পানি
(খ) বাষ্পকণাজনিত পানি
(গ) কৈশিক পানি
(ঘ) কণাশোষিত পানি
উত্তরঃ গ। কৈশিক পানি
৫৯। শূন্যস্থানে কোন Preposition টি সঠিক হবে- “Mr. Karim only looked __ the gift?”
(ক) at
(খ) for
(গ) upon
(ঘ) in
উত্তরঃ খ। for
৬০। নিম্নের কোনটি খাঁটি সংবেদী করোটিক স্নায়ু নয় ?
(ক) অপটিক স্নায়ু
(খ) অলফ্যাক্টরী স্নায়ু
(গ) অকুলোমোটর স্নায়ু
(ঘ) অডিটরি স্নায়ু
উত্তরঃ গ। অকুলোমোটর স্নায়ু
৬১। “KLM” কোন দেশের বিমান সংস্থা ?
(ক) ইতালি
(খ) নেদারল্যান্ড
(গ) জার্মানী
(ঘ) সুজারল্যান্ড
উত্তরঃ খ। নেদারল্যান্ড
৬২। নিম্নের কোনটি ক্লোরিনের ব্যবহার-
(ক) কীটনাশক
(খ) দ্রাবক
(গ) সার
(ঘ) অগ্নি নির্বাপক
উত্তরঃ ক। কীটনাশক
৬৩। জার্মান সিলভারে -এ নিম্নের কোন ধাতুটি নেই-
(ক) ম্যাঙ্গানিজ
(খ) তামা
(গ) নিকেল
(ঘ) দস্তা
উত্তরঃ ক। ম্যাঙ্গানিজ
৬৪। সালোসংশ্লেষণের অভ্যন্তরীন প্রভাবক কোনটি?
(ক) কার্বন ডাই-অক্সাইড
(খ) শর্করা
(গ) পানি
(ঘ) অক্সিজেন
উত্তরঃ খ। শর্করা
৬৫। শূন্যস্থানে কোন Preposition টি সঠিক হবে – “The other sailors were angry __ the old man”
(ক) to
(খ) on
(গ) about
(ঘ) with
উত্তরঃ ঘ। with
৬৬। হরমোনের বৈশিষ্ট্য নয় কোনটি?
(ক) হরমোন অনালী গ্রন্থি থেকে নিসৃত হয়
(খ) হরমোন রক্তের মাধ্যমে পরিবাহিত হয়
(গ) হরমোন প্রধানত এক প্রকার শর্করা জাতীয় পদার্থ
(ঘ) হরমোন কার্যের শেষে নষ্ট হয়ে যায়
উত্তরঃ গ। হরমোন প্রধানত এক প্রকার শর্করা জাতীয় পদার্থ
৬৭। ঘোড়া কোন সারির খাদক?
(ক) প্রথম
(খ) দ্বিতীয়
(গ) তৃতীয়
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ ক। প্রথম
৬৮। জৈব ও অজৈব যৌগের নামের প্রবতৃক হচ্ছে-
(ক) ভোলার
(খ) রাইলি
(গ) শীলে
(ঘ) বাজেৃলিয়াস
উত্তরঃ ঘ। বাজেৃলিয়াস
৬৯। এক ফ্যারাডে সমান কত কুলম্ব?
(ক) 95600
(খ) 59600
(গ) 69500
(ঘ) 96500
উত্তরঃ ঘ। 96500
৭০। উদ্ভিদ বিজ্ঞানের জনক বলা হয়-
(ক) ইবনে সিনা
(খ) থিওফ্রাস্টাস
(গ) মাইকেল অ্যাডানসন
(ঘ) অটো ব্রুনফেলস
উত্তরঃ খ। থিওফ্রাস্টাস
৭১। Nafisa said, “I must writ a letter” ব্যাকটির সঠিক indirect speech কি হবে?
(ক) Nafisa said that she had to write a letter
(খ) Nafisa said that she should to write a letter
(গ) Nafisa said that she would Nafisa said that she had to write a letter to write a letter
(ঘ) Nafisa told that shall write a letter
উত্তরঃ ক। Nafisa said that she had to write a letter
৭২। বৃক্কের কাজ নয় কোনটি?
(ক) রক্তচাপ নিয়ন্ত্রণ করা
(খ) রক্তে অম্লের পরিমান বৃদ্ধি করা
(গ) ভিটামিন ডি ও লোহিত কণিকা তৈরিতে অংশ নেওয়া
(ঘ) দেহে পানির ভারসাম্য রক্ষা করা
উত্তরঃ খ। রক্তে অম্লের পরিমান বৃদ্ধি করা
৭৩। অ্যালকোহলের কার্যকরি মূলক হচ্ছে-
(ক) -NH2
(খ) -COOH
(গ) -OH
(ঘ) -OR
উত্তরঃ গ। -OH
৭৪। ত্বরণ এর সাথে বেগ ও প্রবাহ ঘনত্বের সম্পর্ক-
(ক) ব্যস্তানুপাতিক
(খ) সমান
(গ) সমানুপাতিক
(ঘ) কোনো সম্পর্ক নেই
উত্তরঃ গ। সমানুপাতিক
৭৫। খনিজ লবণ উদ্ভিদের অভ্যন্তরে বিভিন্ন অংশে কি প্রক্রিয়ায় শোষিত হয়?
(ক) অভিস্রবণ
(খ) ব্যাপন
(গ) পরিশোষণ
(ঘ) অভিশোষণ ও পরিশোষণ
উত্তরঃ খ। ব্যাপন
৭৬। Rumi said that he would go home the following day বাক্যটির সঠিক direct speech কি হবে?
(ক) Rumi said, “I will go home the next day”
(খ) Rumi said, “shall go home the next day”
(গ) Rumi said, “I shall go home tomorrow”
(ঘ) Rumi said, “I will go home tomorrow”
উত্তরঃ ঘ। Rumi said, “I will go home tomorrow”
৭৭। sp2 সঙ্করিত অরবিটালের বন্ধন কোন কত ?
(ক) 180°
(খ) 109°
(গ) 120°
(ঘ) 107°
উত্তরঃ গ। 120°
৭৮। সলিনয়েড ব্যবহৃত হয় না-
(ক) এক্স-রে তে
(খ) এম আর ই তে
(গ) টেলিভিশন
(ঘ) কম্পিউটারে
উত্তরঃ ক। এক্স-রে তে
৭৯। কোন মূলকটি মেটা নির্দেশক মূলক-
(ক) NH2
(খ) NHCOCH3
(গ) Br
(ঘ) -NO2
উত্তরঃ ঘ। -NO2
৮০। নিন্মের কোনটি চম্বুকের ধর্ম নয়?
(ক) বিকর্ষণী ধর্ম
(খ) একাদশী ধর্ম
(গ) বিপরিতধর্ম দুই প্রান্ত
(ঘ) চুম্বকন ধর্ম
উত্তরঃ খ। একাদশী ধর্ম
৮১। নিম্নের কোনটি ইথার?
(ক) R2COOH
(খ) R2CHOH
(গ) C6H6OCH3
(ঘ) H3COCI
উত্তরঃ গ। C6H6OCH3
৮২। কোনটি ভূ-চুম্বকত্বে উপাদান নয়?
(ক) বিচ্যুতি কোণ
(খ) আকার
(গ) বিনতি কোণ
(ঘ) ভূ-চৌম্বক ক্ষেত্রের অনুভুমিক প্রাবল্য
উত্তরঃ খ। আকার
৮৩। ইথার সংশ্লেষণে ব্যবহারযোগ্য বিকার হচ্ছে-
(ক) RoNa + RX
(খ) ROH + RCOOHC
(গ) RMgx + H+
(ঘ) RONa + H+
উত্তরঃ ক। RoNa + RX
৮৪। মাইক্রোওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য কত?
(ক) ~Im
(খ) ~102m
(গ) ~10-3m
(ঘ) ~10-5m
উত্তরঃ গ। ~10-3m
৮৫। Cr2+ এর রং কি ?
(ক) হালকা নীল
(খ) হালকা সবুজ
(গ) হাণকা কমলা
(ঘ) হালকা খয়েরী
উত্তরঃ খ। হালকা সবুজ
৮৬। কার্শফের (kirchhoff’s) সূত্র ব্যবহৃত হয় না-
(ক) মিটার গেজ
(খ) বিদ্যুৎ কোষের শ্রেণি বা সারিবদ্ধ সমবায়
(গ) হুইটস্টোন ব্রীজে
(ঘ) বিদ্যুৎ কোষের সমান সমান্তরাল
উত্তরঃ ক। মিটার গেজ
৮৭। নিম্নের কোনটির প্রভাবে উদ্ভিদের পাতা ও ফল ঝরে যায় না?
(ক) অক্সিন
(খ) এথিলিন
(গ) জিবেরেলিন
(ঘ) অ্যামোনো এসিড
উত্তরঃ ক। অক্সিন
৮৮। “The old sailor saw the companions fall down dead” বাক্যটির সঠিক Passive voice কি হবে?
(ক) The companions were seen fall dead by the old sailor
(খ) The companions see to fall dead by the old sailor
(গ) The companions were seen to fall dead by the old sailor
(ঘ) The companions seen fall dead by the old sailor
উত্তরঃ গ। The companions were seen to fall dead by the old sailor
৮৯। যকৃতের কাজ নয় কোনটি?
(ক) যকৃতে রক্ত তৈরি
(খ) অ্যামাইলেজ ও লাইপেজ নিঃসৃত করা
(গ) পিত্তরস নিঃসরণের মাধ্যমে পরিপাকে সাহায্য করা
(ঘ) রক্ত থেকে মৃতপ্রায় লোহিত কণিকাসমুহ অপসারিত করা
উত্তরঃ খ। অ্যামাইলেজ ও লাইপেজ নিঃসৃত করা
৯০। C6H4CI2 এর কয়টি সমানু সম্ভব ?
(ক) 4
(খ) 2
(গ) 3
(ঘ) 1
উত্তরঃ গ। 3
৯১। নিন্মের কোনটি প্রষ্ঠটানের উপর প্রভাব বিস্তার করে না?
(ক) দুষিতকরণ
(খ) চৌম্বকত্ব
(গ) তড়িতাহিতকরণ
(ঘ) তাপমাত্রা
উত্তরঃ খ। চৌম্বকত্ব
৯২। বাংলাদেশের খাবার পানিতে প্রতি লিটারে কতটুকু পরিমান আর্সেনিক অনুমোদনযোগ্য?
(ক) 0.04 mg
(খ) 0.03 mg
(গ) 0.07 mg
(ঘ) 0.05 mg
উত্তরঃ ঘ। 0.05 mg
৯৩। Change the sentence to passive, “He was marvelled at the beauty of the girl”
(ক) Beauty of the girl marvelled him
(খ) The beauty of the girl marvelled him
(গ) Girl’s beauty marvelled him
(ঘ) Girl’s beauty made him marvelled
উত্তরঃ খ। The beauty of the girl marvelled him
৯৪। হীরকের কাঠামো নাম কি?
(ক) ঘনক
(খ) টেট্রাগোনাল
(গ) অর্থোরমিক
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ ঘ। কোনোটিই নয়
৯৫। আরশোর প্রত্যেকটি পা কত খন্ডে বিভক্ত?
(ক) পাঁচ
(খ) দুই
(গ) তিন
(ঘ) চার
উত্তরঃ ক। পাঁচ
৯৬। তরল-তরল মিশ্রণ একক প্রকার?
(ক) 1
(খ) 2
(গ) 3
(ঘ) 4
উত্তরঃ ক। 1
৯৭। ছোট দিনের উদ্ভিদ নয় কোনটি?
(ক) প্রায় দুই লিটার
(খ) প্রায় আড়াই লিটার
(গ) প্রায় একটি লিটার
(ঘ) প্রায় দেড় লিটার
উত্তরঃ খ। প্রায় আড়াই লিটার
৯৮। শূন্য ক্রম বিক্রিয়ার বিক্রিয়ার হার থাকে?
(ক) ধ্রুব
(খ) ধীরে বৃদ্ধি
(গ) ধীরে হ্রাস পায়
(ঘ) হ্রাস পায়
উত্তরঃ ক। ধ্রুব
৯৯। মুক্তা শিল্পের স্পাত বলে কাকে অবিহিত করা হয়?
(ক) জাপানেরফিকিচি মিকিমটো
(খ) জার্মানির থিওডোর সোয়ান
(গ) ইতালির মার্সেরো মালপিজি
(ঘ) ইংল্যান্ডের উইলিয়াম হার্ভে
উত্তরঃ ঘ। ইংল্যান্ডের উইলিয়াম হার্ভে
১০০। আরশোলার প্রত্যেকটি পা কত খন্ডে বিভক্ত?
(ক) দুই
(খ) তিন
(গ) চার
(ঘ) পাঁচ
উত্তরঃ ঘ। পাঁচ