BDS (Dental) Admission Question and Solution (2000-01)

ডেন্টাল ভর্তি পরিক্ষা ২০০০-০১

১। ফেরাস লবণকে ফেরিক লবণ থেকে পার্থক্য করার জন্য যে রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয় –
(ক) পটাশিয়াম ফেরোসায়ানাইড
(খ) স্টার্চ দ্রবণ
(গ) পটাশিয়াম সায়ানাইড
(ঘ) এমোনিয়াম ক্লোরাইড
উত্তরঃ ক। পটাশিয়াম ফেরোসায়ানাইড

২। একটি কলমের অগ্রভাগ ফাড়া থাকে কারণ-
(ক) বেশি কালি ধরার জন্য
(খ) কালির জন্য কৈশিক ক্রিয়া প্রদানের জন্য
(গ) কালির অপচয় রোধের জন্য
(ঘ) উহাকে মজবুত করার জন্য
উত্তরঃ খ। কালির জন্য কৈশিক ক্রিয়া প্রদানের জন্য

৩। প্রতিটি অর্ধ বিক্রিয়ার সমতা রক্ষণে শুধুমাত্র পরমাণুর প্রকারভেদ ও সংখ্যার উপর নির্ভর করলেই চলবে না , ধনাত্মক ও ঋণাত্মক আধানের দিকেও লক্ষ্য রাখতে হবে । এর জন্য কোনটি ভুল পদক্ষেপ হবে?
(ক) যে পাশে ইলেকট্রনের সংখ্যা কম তাতে ইলেকট্রন যোগ করতে হবে
(খ) সমীকরণের যে পাশে H- এর সংখ্যা কম সেই পাশে H+ যোগ করতে হবে
(গ) সমীকরণের যে পাশে অক্সিজেনের সংখ্যা বেশি সেই পাশে H2O করতে হবে
(ঘ) H ও O ব্যতীত সকল পরমাণুর সংখা সমানুকরণের জন্য প্রত্যেকের প্রতীকের প্রথমে সরল গুণিতক ব্যবহার করতে হবে
উত্তরঃ গ। সমীকরণের যে পাশে অক্সিজেনের সংখ্যা বেশি সেই পাশে H2O করতে হবে

৪। কোন অংশটি বৃহদন্ত্রের?
(ক) ইলিয়াম
(খ) ডিওডেনাম
(গ) জেজুনাম
(ঘ) সিকাম
উত্তরঃ ঘ। সিকাম

৫। Which one of the following is an optative sentence?
(ক) May you pass the examination
(খ) Long live the king
(গ) I request you keep quiet
(ঘ) We are going to market
উত্তরঃ ক। May you pass the examination

৬। কোন উক্তিটি সঠিক নয়?
(ক) অনুদৈঘ্য তরঙ্গের গতির বেলায় কণাগুলো তরঙ্গগতির অভিমুখে স্পন্দিত হয়
(খ) পয়সন অনুপাত একটি ধ্রুব সংখ্যা যাহা ‎দৈর্ঘ্য পীড়ন ও পার্শ্ব পীড়নের অনুপাত
(গ) সাধারণ তাপমাত্রায় প্রকৃত বাস্পচাপ শিশিরাংকের সম্পৃক্ত বাশপচাপের সমান
(ঘ) আরম্ভ থেকে সমত্বরেণে গতিশীল একটি বস্ত দ্বারা অতিক্রম দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক
উত্তরঃ খ। পয়সন অনুপাত একটি ধ্রুব সংখ্যা যাহা ‎দৈর্ঘ্য পীড়ন ও পার্শ্ব পীড়নের অনুপাত

৭। যেটি সত্য নয়-
(ক) পত্ররন্ধ্রের রক্ষীকোষ খাদ্য প্রস্তত করে
(খ) খাদ্য পরিবহন ফ্লোয়েম তন্ত বা বাস্ট তন্তর প্রধান কাজ
(গ) ফ্লোয়েমের সঙ্গীকোষে কখোনোই শ্বেতসার থাকে না
(ঘ) সীভনল দ্বারা খাদ্য সঞ্চয় করা সম্ভব
উত্তরঃ খ। খাদ্য পরিবহন ফ্লোয়েম তন্ত বা বাস্ট তন্তর প্রধান কাজ

৮। যখন বায়ু হতে কোন আলোক রশ্মি একটি পুরু ও মসৃণ কাঁচ খণ্ডে প্রবেশ করে তখন –
(ক) এর তরঙ্গ দৈর্ঘ্য অথবা কম্পাঙ্কের কোন পরিবর্তন ঘটে না
(খ) এর কম্পাঙ্ক বেড়ে যায়
(গ) এর তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায়
(ঘ) এর তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পায়
উত্তরঃ ঘ। এর তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পায়

৯। মুখ্য কোয়ান্টাম সংখ্যা নির্দেশ করে-
(ক) স্থিতি শক্তি
(খ) ঘূর্ণন গতিশক্তি
(গ) মোট শক্তি এবং কক্ষপথের আয়তন
(ঘ) সর্বমোট শক্তি
উত্তরঃ ঘ। সর্বমোট শক্তি

১০। একটি পুকুরের বাস্ততন্ত্রে ব্যাঙ যে শ্রেণির খাদক
(ক) সর্বোচ্চ খাদক
(খ) তৃতীয় বা টারসিয়ারি খাদক
(গ) গৌণ বা মাধ্যমিক খাদক
(ঘ) মুখ্য বা প্রাথমিক খাদক
উত্তরঃ গ। গৌণ বা মাধ্যমিক খাদক

১১। ক্যথোড রশ্মি হচ্ছে –
(ক) গতিময় আলফা রশ্মি
(খ) গতিময় প্রোটন
(গ) ধনাত্মক অথবা ঋনাত্মক গতিময় রশ্মি
(ঘ) গতিময় প্রোটন
উত্তরঃ ঘ। গতিময় প্রোটন

১২। জুল-থমসন প্রভাবের ফলে গ্যাস ঠাণ্ডা হয়ে তরলীভূত হয়ে যাওয়ার কারন –
(ক) গ্যাস অনুগুলোর আন্তঃআণবিক আকর্ষণের ফলে
(খ) গ্যাস দ্রুত সম্প্রসারিত হওয়ার ফলে গ্যাস পরিবেশ থেকে শক্তি সংগ্রহ করে
(গ) গ্যাসের আয়তন ধীরে ধীরে সম্প্রসারিত হয়
(ঘ) গ্যাসের আভ্যন্তরীন শক্তি ব্যবহৃত হয়
উত্তরঃ ঘ। গ্যাসের আভ্যন্তরীন শক্তি ব্যবহৃত হয়

১৩। একান্তর পাতার উপপর্ব দুটো পরস্পরের সাথে যুক্ত হয়ে ফাঁপা নলাকার রূপ ধারণ করলে তাকে যে ধরনের উপপত্র বলে-
(ক) কান্ডবেষ্টক
(খ) মুক্তপাশীয়
(গ) আন্তঃবৃন্তক
(ঘ) বৃন্তলগ্ন
উত্তরঃ ক। কান্ডবেষ্টক

১৪। সাড়া জাগানো উপন্যাস “Roots” এর রচয়িতা কে?
(ক) হ্যারন্ড বরিণ
(খ) সিডনি শেলডন
(গ) আরথার হেইলি
(ঘ) এ্যালেক্স হেইলি
উত্তরঃ ঘ। এ্যালেক্স হেইলি

১৫। একটি বস্তকে ভূপৃষ্ঠ থেকে খাড়া উপরে নিক্ষেপ করলে উহা ১০ সেকেন্ডে বাতাসে থাকে । বস্তুটি সর্বোচ্চ স্থানে পৌঁছুবে?
(ক) ৮ সেকেন্ড
(খ) ৬সেকেন্ড
(গ) ৫ সেকেন্ড
(ঘ) ৪ সেকেন্ড
উত্তরঃ গ। ৫ সেকেন্ড

১৬। চার্জকৃত একটি ফাঁপা ধাতব বলের কোন জায়গায় বৈদ্যুতিক ক্ষেত্র তৈরী হবে?
(ক) বলের ব্যাসার্ধের দ্বিগুণ দূরে
(খ) বলের অভ্যন্তরে
(গ) বলের পৃষ্ঠে
(ঘ) বলের বাইরে
উত্তরঃ খ। বলের অভ্যন্তরে

১৭। পিতা যদি Rh+ হয় এবং মাতা যদি Rh- হয় তবে তাদের ঔরসজাত প্রথম সন্তানের পরেরগুলিতে যে অবস্থা হতে পারে তাকে বলে –
(ক) থ্যালাসেমিয়া
(খ) এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস
(গ) ফিটাল এ্যালকোহল সিন্ড্রোম
(ঘ) কোন বিরূপ প্রভাব সৃষ্টি হবে না
উত্তরঃ খ। এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস

১৮। যেটি সত্য নয় –
(ক) একটি নিরপেক্ষ অণুতে উপস্থিত সবকটি পরমাণুর জারণ সংখ্যার সাধারণ যোগফল সব সময় শূণ্য
(খ) মৃৎক্ষারীয় ধাতুর জারণ সংখ্যা (+) ২
(গ) ধাতব হাইড্রাইডে হাইদ্রোজেন এর জারণ সংখ্যা (+) ১
(ঘ) মুক্ত অবস্থায় সকল পরমাণুর জারণ সংখ্যা শূণ্য
উত্তরঃ গ। ধাতব হাইড্রাইডে হাইদ্রোজেন এর জারণ সংখ্যা (+) ১

১৯। যেটি তড়িৎযোজী যৌগের বৈশিষ্ট্য নয়-
(ক) এসব যৌগ দানাদার বা কেলাসাকার
(খ) এরা সচারাচার পানিতে অদ্রবনীয়
(গ) গলিত অবস্থায় এবং দ্রবণে এরা আয়নিত অবস্থায় থাকে
(ঘ) এদের অণুতে ধনাত্মক ও ঋনাত্মক দুটি পোল বা মেরু রয়েছে
উত্তরঃ খ। এরা সচারাচার পানিতে অদ্রবনীয়

২০। একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য নয়-
(ক) পুষ্প স্তবকগুলো তিন বা তিনের অধিক গুনিতক হয়
(খ) পাতা সাধারনত সমাক্ষপৃষ্ঠ হয়
(গ) প্রধানত বহুবর্ষজীবী হয়
(ঘ) পত্রমূল প্রশান্ত ও কান্ডবেষ্টক হয় না
উত্তরঃ ঘ। পত্রমূল প্রশান্ত ও কান্ডবেষ্টক হয় না

২১। একটি অভিসারী লেন্সের মাধ্যমে পর্দায় বিম্ব ফেলার জন্য ব্যবহৃত হলো।যদি উহার উপরের অর্ধেক একটি অস্বচ্ছ পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয় তবে-
(ক) বিম্বের তীক্ষ্ণতা হ্রাস পাবে
(খ) বিম্বের তীক্ষ্ণতা বৃদ্ধি পাবে
(গ) পূর্ণ বিম্ব তৈরী হবে
(ঘ) অর্ধেক বিম্ব অদৃশ্য হয়ে যাবে
উত্তরঃ গ। পূর্ণ বিম্ব তৈরী হবে

২২। গতি তত্ত্বের স্বীকার্য সমূহের মধ্যে কোনটি সত্য নয়-
(ক) গ্যাসের অণুগুলোর পরস্পরের প্রতি কোন আকর্ষণ বা বিকর্ষণ নেই বলেই ধরা হয়
(খ) গ্যাসের অণুসমূহের মোট প্রকৃত আয়তন গ্যাসের পাত্রের আয়তনের কাছাকাছি
(গ) গ্যাসের অণুসমূহ পাত্রের গায়ে যে সংঘর্ষ করে তার ফলেই গ্যাসের চাপ সৃষ্টি হয়
(ঘ) গ্যাসের অণুসমূহ অবিরাম চতুর্দিকে ছুটাছুটি করে
উত্তরঃ খ। গ্যাসের অণুসমূহের মোট প্রকৃত আয়তন গ্যাসের পাত্রের আয়তনের কাছাকাছি

২৩। মস্তিষ্কের চতুর্থ গহ্বর যেখানে অবস্থিত-
(ক) ডায়েনসেফালন
(খ) মেসেনসেফালন
(গ) মেডুলা অবলংগাটা
(ঘ) রম্বেনসেফালন
উত্তরঃ ঘ। রম্বেনসেফালন

২৪। The most suitable pair of words that can be substituted in the blanks : With the ….of information technology, it is a ….exercise to impose censorship in the media.
(ক) introduction …wastage
(খ) news ….useless
(গ) advent ….futile
(ঘ) supply ….pointless
উত্তরঃ গ। advent ….futile

২৫। ইথেন গ্যাস যেটিতে উৎপন্ন হবে-
(ক)
(খ)
(গ)
(ঘ)
উত্তরঃ সঠিক উত্তর পাওয়া যায়নি

২৬। এন্টিমনি বিসমাথ থারমোকাপলে তড়িৎ প্রবাহ হয়-
(ক) যখন উভয় সংযোগ স্থল শীতল থাকে
(খ) যখন উভয় সংযোগ স্থল উত্তপ্ত থাকে
(গ) এন্টিমনি থেকে বিসমাথে শীতল সংযোগ স্থল হতে
(ঘ) এন্টিমনি থেকে বিসমাথেে উত্তপ্ত সংযোগ স্থল হতে
উত্তরঃ গ। এন্টিমনি থেকে বিসমাথে শীতল সংযোগ স্থল হতে

২৭। কোনটি হ্যালোজোনো অ্যালকেন?
(ক) কার্বন টেট্রা হ্যালাইড
(খ) হ্যালোফরম
(গ) মিথিলিন হ্যালাইড
(ঘ) মিথাইল হ্যালাইড
উত্তরঃ ঘ। মিথাইল হ্যালাইড

২৮। উপরের চোয়াল যে ধরনের অস্থি-
(ক) খাটো বা ক্ষুদ্র অস্থি
(খ) অনিয়ত অস্থি
(গ) চাপা অস্থি
(ঘ) বায়ুপূর্ণ অস্থি
উত্তরঃ ঘ। বায়ুপূর্ণ অস্থি

২৯। একটি তারকে নির্দিষ্ট বিভব পার্থক্যে সংযোগ করা হলো।তারের পুরুত্ব বৃদ্ধি করলে কোনটি বৃদ্ধি পাবে?
(ক) বিদ্যুৎ প্রবাহ
(খ) তারের ভিতর ইলেকট্রনের প্রবাহ গতি বেগ
(গ) তারের রোধ
(ঘ) তারের বৈদ্যুতিক ক্ষেত্র
উত্তরঃ ক। বিদ্যুৎ প্রবাহ

৩০। ফসফরিক এসিডে (H3PO4) P-এর জারণ সংখ্যা কত?
(ক)+1
(খ) +3
(গ) +5
(ঘ) +7
উত্তরঃ খ। +3

৩১। কোনটি সত্য নয়?
(ক) 1. কোনটি সত্য নয়? আন্তঃপ্লাজমীয় জালিকা অমসৃণ না মসৃণ হবে তা নির্ভর করে রাইবোজোমের উপস্থিতির উপর
(খ) অধিকাংশ ইউক্যারিওটিক কোষে সাধারণত নিউক্লিয়াসের কাছাকাছি বিক্ষিপ্ত অবস্থায় গলগি বস্তু দেখা যায়
(গ) ফুলের-পাঁপড়ি ও ফলের গায়ে বিভিন্ন বর্ণ বৈচিত্র্যের জন্য জ্যান্থফিল ও ক্যারোটিনের বিভিন্ন অনুপাতে উপস্থিতি কারণ হিসেবে ধরে নেওয়া হয়
(ঘ) কোষঝিল্লির লিপিড স্তর বিন্যাসের ফ্লুইড মোজাইক মডেলটিকে সর্বজনগ্রাহ্য মডেল হিসেবে বিবেচনা করা হয়
উত্তরঃ খ। অধিকাংশ ইউক্যারিওটিক কোষে সাধারণত নিউক্লিয়াসের কাছাকাছি বিক্ষিপ্ত অবস্থায় গলগি বস্তু দেখা যায়

৩২। গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ যে দেশে অন্তর্ভুক্ত সেই দেশের রাজধানীর নাম কী?
(ক) ক্যারাকাস
(খ) সান্টিয়াগো
(গ) লাপাজ
(ঘ) কুইটো
উত্তরঃ খ। সান্টিয়াগো

৩৩। কৌণিক বিস্তার 4° এর বেশি না হলে সরল দোলকের বেলায় কোন উক্তিটি সঠিক নয়?
(ক) একটি সরল দোলকের দোলনকাল পিন্ডের ভর, আকৃতি ও উপাদানের উপর নির্ভর করে না
(খ) একটি সরল দোলকের দোলনকাল অভিকর্ষীয় ত্বরণের বর্গের ব্যস্তানুপাতিক
(গ) দোলনকাল কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক
(ঘ) নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট দৈর্ঘ্য সম্পন্ন দোলকের দোলনকাল সমান
উত্তরঃ খ। একটি সরল দোলকের দোলনকাল অভিকর্ষীয় ত্বরণের বর্গের ব্যস্তানুপাতিক

৩৪। একটি অজৈব এসিডের মধ্যে হাইড্রোজেন, H=1.6% নাইট্রোজেন, N= 22.23% এবং অক্সিজেন, N= 276.16% আছে।এসিডটির সরল সংকেত দাঁড়াবে।
(ক) HNO3
(খ) HNO2
(গ) HNO
(ঘ) HNO2
উত্তরঃ ক। HNO3

৩৫। ব্রংকিয়াল নালীগুলোর পর্যায়ক্রমিক বিভক্তির মাঝে কোনটি সঠিক?
(ক) মুখ্য ব্রংকাই→গৌণ ব্রংকাই→ব্রংকিওল→প্রান্তীয় ব্রংকিওল→শ্বষণ ব্রংকিওলঅ্যালভিওলার নালী→অ্যালভিওয়ালার থলি→অ্যালভিওলি
(খ) মুখ্য ব্রংকাই→গৌণ ব্রংকাই→প্রান্তীয় ব্রংকিওল→শ্বসন ব্রংকিওল→ব্রংকিওল→অ্যালভিওলার নালী→অ্যালভিওলার থলি→অ্যালভিওলি
(গ) মুখ্য ব্রংকাই→গৌণ ব্রংকাই→ব্রংকিওল →প্রান্তীয় ব্রংকিওল→অ্যালভিওলার নালী→শ্বসন ব্রংকিওল→অ্যালভিওলি→অ্যালভিওলার থলি
(ঘ) মুখ্য ব্রংকাই→গৌণ ব্রংকাই→ব্রংকিওল→শ্বসন ব্রংকিওল→প্রান্তীয় ব্রংকিওল→অ্যালভিওলার নালী→অ্যালভিওলার থলি→অ্যালভিওলি
উত্তরঃ ক। মুখ্য ব্রংকাই→গৌণ ব্রংকাই→ব্রংকিওল→প্রান্তীয় ব্রংকিওল→শ্বষণ ব্রংকিওলঅ্যালভিওলার নালী→অ্যালভিওয়ালার থলি→অ্যালভিওলি

৩৬। নিচের কোন লেন্সটি হ্রস্বদৃষ্টি মাইওপিয়া ক্রটি দূর করতে ব্যবহৃত হয়?
(ক) সমতলোত্তল লেন্স
(খ) ধনাত্মক ক্ষমতা সম্পন্ন উত্তলাবতল লেন্স
(গ) সমতলাবতল লেন্স
(ঘ) ঋণাত্মক শক্তি সম্পন্ন উত্তলাবতল লেন্স
উত্তরঃ ঘ। ঋণাত্মক শক্তি সম্পন্ন উত্তলাবতল লেন্স

৩৭। C6H12O6 + উৎসেচক → 2CH3CH(OH) + 18KcaI
তাপশক্তি উপরের সমীকরণটি থেকে যা বোঝানো হচ্ছে-
(ক) ফারমেনটেশন
(খ) অবাত শ্বসন
(গ) গ্লাইকোলাইসিস
(ঘ) সবাত শ্বসন
উত্তরঃ খ। অবাত শ্বসন

৩৮। একটি পদার্থ নির্দিষ্ট দ্রুতিতে একটি বৃত্তাকার পথে চলছে।তখন ইহার ত্বরণে হলে-
(ক) সুষমত্বরণে ও বলের দিক হতে বৃত্তের উপর অঙ্কিতে ট্যানজেন্ট পথে
(খ) সুষমত্বরণে চলছে এবং কেন্দ্রবিমুখ হবে
(গ) সুষমত্বরণে চলছে এবং কেন্দ্রাভিমুখী
(ঘ) শূন্য
উত্তরঃ গ। সুষমত্বরণে চলছে এবং কেন্দ্রাভিমুখী

৩৯। NaNO3 , বরফ ইত্যাদির কেলাস সমূহের কাঠামোর নাম-
(ক) রম্বোহেড্রাল
(খ) অর্থোরম্বিক
(গ) টেট্রাগোনাল
(ঘ) ঘনক
উত্তরঃ ক। রম্বোহেড্রাল

৪০। যকৃত নালি কোথায় উন্মুক্ত হয়?
(ক) অণুপ্রস্থ কোলনে
(খ) পাইলোরিক স্ফিংটারে
(গ) ডিওডেনামে
(ঘ) জেজুনামে
উত্তরঃ গ। ডিওডেনামে

৪১। Choose the alternative that is almost similar to the meaning to the word “unequivocal”-
(ক) Not protesting
(খ) Low voice
(গ) Unequal
(ঘ) Clear
উত্তরঃ ঘ। Clear

৪২। বায়ু হতে শব্দ পানিতে প্রবেশ করলে শব্দের কম্পাঙ্ক-
(ক) শূন্য হবে
(খ) অপরিবর্তিত থাকবে
(গ) বৃদ্ধি পাবে
(ঘ) হ্রাস পাবে
উত্তরঃ গ। বৃদ্ধি পাবে

৪৩। কোনটি সত্য নয়?
(ক) IIA উপগ্রুপের ধাতু কার্বন দ্বারা বিজারিত হয়
(খ) বাহ্যিক তাপমাত্রা, চাপ ও সংযুক্তির কোন পরিবর্তন না হলে, কোন সিস্টেম একবার সাম্যাবস্থায় পৌঁছলে এ সাম্যাবস্থা অনন্তকাল ধরে চলবে এটি রাসায়নিক সাম্যাবস্থার একটি বৈশিষ্ট্য
(গ) রাউল্টের সূত্রকে ভিন্নভাবে বললে বলা চলে যে, দ্রবণের বাষ্পচাপ (P) দ্রাবকের মোল ভগ্নাংশের (X) সমানুপাতিক
(ঘ) NaCI এর ১০০ সেমি৩ জলীয় দ্রবণে ১০ গ্রাম NaCI এর ১০% (W/V) দ্রবণ বলে
উত্তরঃ ক। IIA উপগ্রুপের ধাতু কার্বন দ্বারা বিজারিত হয়

৪৪। প্রতি পর্ব থেকে তিন বা ততোধিক পাতা উৎপন্ন হয়ে কান্ডের চার দিকে বিন্যস্ত থাকলে তাকে যে পত্র বিন্যাসে সনাক্ত করা হয়-
(ক) করতলা
(খ) একান্তর
(গ) অভিমুখ
(ঘ) আবর্ত
উত্তরঃ ঘ। আবর্ত

৪৫। কোন উক্তিটি সত্য নয়?
(ক) বরফ গলনের সুপ্ত তাপ 80°C
(খ) কোন বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতায় গতি সর্বোচ্চ হবে
(গ) কোন বদ্ধ ঘরে পানি ছিটিয়ে দিলে আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি পায়
(ঘ) শব্দ প্রবাহের জন্য মাধ্যমের দরকার
উত্তরঃ ক। বরফ গলনের সুপ্ত তাপ 80°C

৪৬। কোনটি সত্য নয়?
(ক) ফ্যারাডের সূ্ত্র ইলেকট্রোলাইটিক পরিবহনের ক্ষেত্রে প্রযোজ্য হলেও ইলেকট্রনীয় পরিবহনের ক্ষেত্রে প্রযোজ্য নয়
(খ) এসিডিয় মাধ্যমে পটাশিয়াম ডাইক্রোমেট জারক হিসেবে যে ক্রিয়া করে তা পটাশিয়াম পারম্যাঙ্গানেট অপেক্ষা অধিক শক্তিশালী
(গ) 5.00 গ্রাম ‘চারকোল’ অক্সিজেনপূর্ন একটি বড় ফ্লাক্সে সম্পূর্ণভাবে পড়ানো হলে ফ্লাক্সটির ভিতর ১৮.৩৩ গ্রাম CO2 উৎপন্ন হবে। (Ca=40, O=16)
(ঘ) রঙ্গিন সোদক কেলাসসমূহের কেলাস গঠন ও বর্ণ উদয়ের জন্য দায়ী কেলাস পানি
উত্তরঃ খ। এসিডিয় মাধ্যমে পটাশিয়াম ডাইক্রোমেট জারক হিসেবে যে ক্রিয়া করে তা পটাশিয়াম পারম্যাঙ্গানেট অপেক্ষা অধিক শক্তিশালী

৪৭। যেটি সত্য নয়-
(ক) ম্যালেরিয়া রোগে আক্রান্ত মানুষই হলো ম্যালেরিয়া সংক্রমণের উৎস
(খ) এনোফিলিস মশকী ম্যালেরিয়ার পরজীবীর নির্দিষ্ট পোষক
(গ) অধিকাংশ গ্রীষ্ম প্রধান ও প্রায় গ্রীষ্ম প্রধান দেশে P. falciparum এর বিস্তৃতি ব্যাপক
(ঘ) প্রধানত P. ovale বনভূমি সমৃদ্ধ এবং পার্বত্য অঞ্চলের পাদদেশে পাওয়া যায়
উত্তরঃ ঘ। প্রধানত P. ovale বনভূমি সমৃদ্ধ এবং পার্বত্য অঞ্চলের পাদদেশে পাওয়া যায়

৪৮। পানি আলোক স্বচ্ছ, কিন্তু কুয়াশা যা অতি ক্ষুদ্র পানি কণা দিয়ে তৈরী আলোক অস্বচ্ছ কারণ-
(ক) আলোক প্রতিসরণের জন্য
(খ) পূর্ণঅভ্যন্তরীণ প্রতিফলনের জন্য
(গ) বিচ্ছুরণ ও পূর্ণঅভ্যন্তরীণ প্রতিফলনের জন্য
(ঘ) কুয়াশা কর্তৃক আলোক বিক্ষিপ্ত হওয়ার ফলে
উত্তরঃ খ। পূর্ণঅভ্যন্তরীণ প্রতিফলনের জন্য

৪৯। অভিস্রবণ ঘটবেনা যদি না-
(ক) দ্রবণ দুটি অবশ্যই পৃথক দ্রাবক বিশিষ্ট হয়
(খ) বায়ুচাপ ও তাপমাত্রা একই থাকে
(গ) বৈষম্যভেদ্য পর্দার এক দিকে পাতলা দ্রবণ ও অপরদিকে ঘন দ্রবণ থাকে
(ঘ) একটি বৈষম্যভেদ্য পর্দা থাকে
উত্তরঃ ক। দ্রবণ দুটি অবশ্যই পৃথক দ্রাবক বিশিষ্ট হয়

৫০। “কোন যৌগের বিয়োজন তাপ ও গঠন তাপ পরস্পর সমান, কিন্তু বিপরীত চিহ্নের হবে” নিচের কোনটি থেকে আমরা এটি জানতে পারি?
(ক) গোল্ডবার্গ ওয়াজের সাম্যাবস্থার সূত্র থেকে
(খ) ল্যাভিয়সিয়ে ও ল্যাপ্লাসের সূত্র থেকে
(গ) কার্শফ সমীকরণ থেকে
(ঘ) হেসের তাপ সমষ্টির নিত্যতা সূত্র থেকে
উত্তরঃ খ। ল্যাভিয়সিয়ে ও ল্যাপ্লাসের সূত্র থেকে

৫১। The most suitable preposition in the blank for the sentence “On coming of age, the child has a tendency to become independent….his father” would be-
(ক) like
(খ) of
(গ) with
(ঘ) from
উত্তরঃ ঘ। from

৫২। কোন বাড়িতে বৈদ্যুতিক সংযোগ লাইনে ফিউজ তার লাগানোর সময় কোনটি উপক্ষে করা চলে?
(ক) ফিউজ তারের ব্যাস
(খ) ফিউজ তারের দৈর্ঘ্য
(গ) ফিউজ তারের উপাদানের আপেক্ষিক রোধ
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ ঘ। কোনোটিই নয়

৫৩। যেটি অ্যালিফেটিক যৌগের বৈশিষ্ট্য নয়-
(ক) অ্যারোমেটিক যৌগের তুলনায় অ্যালিফেটিক যৌগে কার্বনের শতকরা হার অপেক্ষাকৃত কম
(খ) অ্যালিফেটিক হাইড্রক্সি যৌগ অম্লধর্মী
(গ) অ্যালিফেটিক যৌগের অনুপস্থিত হ্যালোজেন পরমাণু বেশ সক্রিয়
(ঘ) যৌগটি এক কার্বন বিশিষ্ট হতে পারে
উত্তরঃ খ। অ্যালিফেটিক হাইড্রক্সি যৌগ অম্লধর্মী

৫৪। রক্তরসে যে সকল জৈব পদার্থ বিদ্যমান তার মধ্যে কিছু অপ্রোটিন নাইট্রোজেনযুক্ত দ্রব্যও আছে।নিচের কোনটি সঠিক নয়?
(ক) অ্যামাইনো এসিড
(খ) ক্রিয়েটিন
(গ) জ্যানথিন
(ঘ) বিলিরুবিন
উত্তরঃ গ। জ্যানথিন

৫৫। কোন পদার্থের রৈখিক ত্বরণ পরিমাপের জন্য নিচের কোন দুটির সাহায্য নিতে হবে?
(ক) বেগ ও ঘনত্ব
(খ) ভর ও বল
(গ) দূরত্ব ও বল
(ঘ) ভর ও বেগ
উত্তরঃ খ। ভর ও বল

৫৬। গ্যাস ধ্রুবক R যার পরিমাপক-
(ক) শক্তির
(খ) চাপের
(গ) কাজের
(ঘ) আয়তনের
উত্তরঃ গ। কাজের

৫৭। কোনটি লাইসোজোমের কাজ নয়?
(ক) সাইটোপ্লাজমকে দৃঢ়তা প্রদান করা
(খ) জীবদেহের অকেজো কোষকে ধ্বংস করা
(গ) পরিপাক ক্রিয়ায় সহায়তা দান
(ঘ) জীবাণু ভক্ষণ
উত্তরঃ ক। সাইটোপ্লাজমকে দৃঢ়তা প্রদান করা

৫৮। ফেনলকে দস্তা গুড়ার সাথে শক্ত কাচেঁর গোলতলী ফ্লাক্সে উত্তপ্ত করলে ফেনল দস্তা দ্বারা বিজারিত হয়ে জিংক অক্সাইড এ সাথে যে পদার্থের বাষ্প উৎপন্ন করবে সেটি হলো-
(ক) বেনজালডিহাইড
(খ) বেনজিন
(গ) অ্যানিলিন
(ঘ) টলুইন
উত্তরঃ খ। বেনজিন

৫৯। সেন্ট্রিওল এর বেলায় যেটি সত্য নয়-
(ক) কোষে একটি সেন্ট্রোজোম থাকে এবং সেন্ট্রোজোমের মধ্যে একটি সেন্ট্রিওল দেখা যায়
(খ) প্রাণীকোষের বিভাজন কালে সেন্ট্রিওল মাকু গঠন করে
(গ) যে সেন্টিওল থেকে সিলিয়া সৃষ্টি হয় সেই সেন্ট্রিওলকে বেসাল বডি বলে
(ঘ) সেন্ট্রিওলে কোন আবরন থাকে না
উত্তরঃ ক। কোষে একটি সেন্ট্রোজোম থাকে এবং সেন্ট্রোজোমের মধ্যে একটি সেন্ট্রিওল দেখা যায়

৬০। প্রাণিভূগোলবিদ ওয়ালেস এর মতানুসারে দক্ষিণ আমেরিকার দেশসমূহকে যে প্রাণিভূগোলিক অঞ্চলের অন্তর্ভুক্ত করা হয়েছে-
(ক) নিআর্কটিক অঞ্চল
(খ) নিউট্রপিক্যাল অঞ্চল
(গ) প্যালিআর্কটিক অঞ্চল
(ঘ) ওরিয়েন্টাল অঞ্চল
উত্তরঃ খ। নিউট্রপিক্যাল অঞ্চল

৬১। লিফট পাম্পের সাহায্যে সর্বোচ্চ কত উচ্চতায় পানি উত্তোলন সম্ভব?
(ক) ৫০ মিটার
(খ) ১০০ মিটার
(গ) ৭৫ মিটার
(ঘ) ১০ মিটার
উত্তরঃ ঘ। ১০ মিটার

৬২। পর্যায় সারণীতে হাইড্রোজেনকে গ্রুপ IA তে স্থান দেয়ার পক্ষে যেটি সঠিক যুক্তি নয়-
(ক) হাইড্রোজেন বিভিন্ন অধাতু হাইড্রাইড উৎপন্ন করে
(খ) হাইড্রোজেন একটি তীব্র বিজারক
(গ) হাইড্রোজেন যোজনী ‘১’
(ঘ) হাইড্রোজেন পরমাণুর সর্ববহিঃস্থ শক্তি স্তরে ১টি ইলেক্ট্রন রয়েছে
উত্তরঃ ক। হাইড্রোজেন বিভিন্ন অধাতু হাইড্রাইড উৎপন্ন করে

৬৩। যেটি একবীজপত্রী উদ্ভিদের কান্ডের বৈশিষ্ট্য নয়-
(ক) পরিচক্র নেই
(খ) ভ্যষ্কুলার বান্ডল বিক্ষিপ্তভাবে ছড়ানো
(গ) অধঃত্বক স্ক্লেরেনকাইমা কোষ দিয়ে তৈরি
(ঘ) ফ্লোয়েম টিস্যুতে বাস্ট তন্ত্র থাকে
উত্তরঃ ক। পরিচক্র নেই

৬৪। Synonym of the word “Seqquel”-
(ক) Continuance
(খ) Prologue
(গ) Preamble
(ঘ) prelude
উত্তরঃ ক। Continuance

৬৫। বর্তনীর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহের ফলে কোনটি জুলের তাপীয় ক্রিয়ার বৈশিষ্ট্য নয়?
(ক) জুল ক্রিয়া পরিবাহীর রোধের উপর নির্ভর করে
(খ) জুল ক্রিয়ায় উৎপন্ন তাপ বিদ্যুৎ প্রবাহমাত্রার সমানুপাতিক
(গ) জুল তাপীয় ক্রিয়া অপ্রত্যাবর্তী
(ঘ) জুল ক্রিয়া পরিবাহীর সর্বত্র তাপ সৃষ্টি করে
উত্তরঃ খ। জুল ক্রিয়ায় উৎপন্ন তাপ বিদ্যুৎ প্রবাহমাত্রার সমানুপাতিক

৬৬। ভর অক্ষুন্ন থেকে যদি পৃথিবীর ব্যাসার্ধ ১ শতাংশ সংকুচিত হয় তাহলে পৃথিবী পৃষ্ঠে মধ্যাকর্ষণ বলজনিত ত্বরণ-
(ক) পাঁচগুণ বৃদ্ধি পাবে
(খ) বৃদ্ধি পাবে
(গ) অপরিবর্তিত থাকবে
(ঘ) হ্রাস পাবে
উত্তরঃ খ। বৃদ্ধি পাবে

৬৭। ডিজেল বা গ্যাস অয়েলের কার্বন শিকলের দৈর্ঘ্য-
(ক) C13 থেকে C18 পর্যন্ত
(খ) C15 থেকে C18 পর্যন্ত
(গ) C18 থেকে C30 পর্যন্ত
(ঘ) C5 থেকে C12 পর্যন্ত
উত্তরঃ ক। C13থেকে C18পর্যন্ত

৬৮। কোন একটি পদার্থ গাঢ় HCI-এর সাথে বিক্রিয়ায় লেভুলিনিক এসিড তৈরী করলে পদার্থটি সম্ভব-
(ক) সেলোবায়োজ
(খ) রাইবুলোজ
(গ) রাইবোজ
(ঘ) ডি-অক্সিরাইবোজ
উত্তরঃ ঘ। ডি-অক্সিরাইবোজ

৬৯। পেডাল চালিয়ে বাইসাইকেল চলার সময় উহার দুই চাকার উপর ভূমি কর্তৃক প্রদত্ত ঘর্ষণ বলের গতি-
(ক) সম্মুখ ও পশ্চাত উভয় চাকার উপর সম্মুখ দিকে
(খ) সম্মুখ ও পশ্চাত উভয় চাকার উপর পশ্চাত দিকে
(গ) সম্মুখের চাকার উপর সম্মুখের দিকে এবং পশ্চাতের চাকার উপর পশ্চাত দিকে
(ঘ) সম্মুখের চাকার উপর পশ্চাত দিকে এবং পশ্চাতের চাকার উপর সম্মুখ দিকে
উত্তরঃ ক। সম্মুখ ও পশ্চাত উভয় চাকার উপর সম্মুখ দিকে

৭০। “Hard and fast” means-
(ক) Quick
(খ) Fixed
(গ) Rapid
(ঘ) Difficult
উত্তরঃ খ। Fixed

৭১। রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য-
(ক) সাম্যাবস্থার স্থায়িত
(খ) বিক্রিয়ার অসম্পূর্ণতা
(গ) উভয় দিক থেকে সাম্যাবস্থার প্রতিষ্ঠা
(ঘ) উপরের সবকটি
উত্তরঃ ঘ। উপরের সবকটি

৭২। প্রথম দুটি গ্রীবাদেশীয় কশেরুকার অস্থিসন্ধি যে প্রকারের-
(ক) জিন আকৃতির অস্থিসন্ধি
(খ) পিভট অস্থিসন্ধি
(গ) উপবৃত্তাকার অস্থিসন্ধি
(ঘ) চাপা অস্থিসন্ধি
উত্তরঃ খ। পিভট অস্থিসন্ধি

৭৩। পানির উপর তেলের হালকা আবরণীতে যে রং দেখা যায় উহার কারণ-
(ক) আলোকের বিচ্যুতি
(খ) আলোকের ব্যতিচার
(গ) আলোকের অপবর্তন
(ঘ) আলোকের পোলারণ
উত্তরঃ খ। আলোকের ব্যতিচার

৭৪। যে সারটি অম্লীয়, ক্ষারীয় ও প্রশম মাটিতে সমানভাবে কার্যকর-
(ক) ফসফেটিক স্ল্যাগ
(খ) ট্রিপল সুপার ফসফেট
(গ) ডাইঅ্যামোনিয়াম ফসফেট
(ঘ) ক্যালসিয়াম সুপার ফসফেট নাইট্রেট
উত্তরঃ গ। ডাইঅ্যামোনিয়াম ফসফেট

৭৫। যেটি সত্য নয়-
(ক) যে মাধ্যমে ব্যাপক সংগঠিত হবে সে মাধ্যমের ঘনত্ব কমালে ব্যাপক হার বাড়বে
(খ) যে মাধ্যমে ব্যাপক সংগঠিত হবে সে মাধ্যমের ঘনত্ব কমালে ব্যাপক হার বাড়বে অসার কাষ্ঠ পচনশীল এবং ঘুন পোকার দিয়ে সহজেই আক্রান্ত হয়, তথাপি এর মুখ্য কাজ কিন্তু খাদ্য ও পানি পরিবহন
(গ) সমাদ্বিপৃষ্ঠ পাতার মেসোফিল কেবল প্যালিসেড প্যারেনকাইমা দিয়ে গঠিত
(ঘ) ডিম্বক মূলের দিকে একত্রে অবস্থিত দ্রূণস্থলীর তিনটি বিশেষ কোষকে সহকারী কোষ বলে
উত্তরঃ ঘ। ডিম্বক মূলের দিকে একত্রে অবস্থিত দ্রূণস্থলীর তিনটি বিশেষ কোষকে সহকারী কোষ বলে

৭৬। ভূ-পৃষ্ঠে টেলিভিশন সংকেত সম্প্রচার কেন্দ্র থেকে ১০০ কিলোমিটারের বেশি দূরে ধরা যায় না কারণ-
(ক) ভূ-পৃষ্ঠ বৃত্তের ন্যায় বক্রাকার
(খ) বেতার সংকেতের চেয়ে টিভি সংকেত কম ক্ষমতা সম্পন্ন
(গ) গ্রহিতার এ্যান্টিনা ১০০ কিলোমিটারের অধিক দূরের সংকেত ধরতে পারে না
(ঘ) টিভি প্রোগামে দৃশ্য ও সংকেত দুটোই থাকে
উত্তরঃ গ। গ্রহিতার এ্যান্টিনা ১০০ কিলোমিটারের অধিক দূরের সংকেত ধরতে পারে না

৭৭। “শঠে শাঠ্যাং সমাচারে” এই বাগধারার যথোপযোগী ইংরেজী যেটি দাঁড়াবে-
(ক) A pauper has nothing to lose.
(খ) Too much courtesy, too little craft.
(গ) Birds of a feather flock together.
(ঘ) Tit for tat.
উত্তরঃ গ। Birds of a feather flock together.

৭৮। ধাতুর উপর আলোক পতিত হলে যে ইলেকট্রন বিকিরণ হয় তাকে বলে-
(ক) ফোটন
(খ) প্রাইমারী ইলেকট্রন
(গ) ফটো ইলেকট্রন
(ঘ) কুয়ান্টা
উত্তরঃ গ। ফটো ইলেকট্রন

৭৯। জিন এর বৈশিষ্ট্য প্রকাশে যে আমিষের উল্লেখযোগ্য ভূমিকা আছে-
(ক) হিস্টোন
(খ) লিউকোসিন
(গ) স্ক্লেরোপ্রোটিন
(ঘ) গ্লুটেলিন
উত্তরঃ ক। হিস্টোন

৮০। যে উক্তিটি মিথ্যা-
(ক) মেরুতে মহাজাগতিক রশ্মির প্রাবল্য সবচেয়ে কম
(খ) চার্জকৃত একটি ফাঁকা গোলকের ভিতর বৈদ্যুতিক ক্ষেত্র সবসময় শূন্য
(গ) অস্তগামী সূর্যকে আকাশে প্রকৃত অবস্থা থেকে উঁচুতে দেখা যায়
(ঘ) +2D ক্ষমতা সম্পন্ন একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব হলো +50cm
উত্তরঃ ক। মেরুতে মহাজাগতিক রশ্মির প্রাবল্য সবচেয়ে কম

৮১। অসওয়াল্ড পদ্ধতিতে HNO3 উৎপাদনে যে অবস্থান্তর ধাতু অণুঘটক হিসাবে ব্যবহৃত হয়-
(ক) Zn
(খ) Ni
(গ) Fe
(ঘ) Pt
উত্তরঃ ঘ। Pt

৮২। দ্রূণীয় এক্টোডার্ম স্তর থেকে যেটি পূর্ণাঙ্গ প্রাণীদেহে গঠিত হয় না-
(ক) সমগ্র স্নায়ুতন্ত্র
(খ) দাঁতের ডেন্টিন
(গ) দাঁতের এনামেল
(ঘ) চোখ
উত্তরঃ খ। দাঁতের ডেন্টিন

৮৩। কুরী বিন্দুতে অয়শ্চৌম্বক পদার্থ আচরণ করে কার মত-
(ক) শক্তিশালী অয়শ্চৌম্বক
(খ) প্যারাচৌম্বক পদার্থ
(গ) তিরশ্চৌম্বক পদার্থ
(ঘ) অচৌম্বক পদার্থ
উত্তরঃ খ। প্যারাচৌম্বক পদার্থ

৮৪। হাইড্রোজেন বন্ধন সেই সব যৌগে ঘটে যেসব যৌগে আছে হাইড্রোজেন এবং
(ক) ধনাত্মক আধানযুক্ত কণা
(খ) ঋণাত্মক আধানযুক্ত কণা
(গ) উচ্চ ইলেকট্রোনেগেটিভ মৌল
(ঘ) উচ্চ ইলেকট্রো পজেটিভ মৌল
উত্তরঃ গ। উচ্চ ইলেকট্রোনেগেটিভ মৌল

৮৫। আলোকের দৃশ্যমান বর্ণালির সাতটি বর্ণের লাল অংশের পরই যেটিকে সর্বাপেক্ষা অধিক সালোক সংশ্লেষণ ঘটে সেটি হলো-
(ক) নীল
(খ) বেগুনী
(গ) হলুদ
(ঘ) সবুজ
উত্তরঃ ক। নীল

৮৬। The most suitable pair of words that can be substituted in the blanks : the licenses of … drivers, when and if apprehended, should be … with immediate effect and without showing any mercy.
(ক) experienced …. maintained
(খ) reckless …. revoked
(গ) untrained … jailed
(ঘ) drunk … banned
উত্তরঃ ঘ। drunk … banned

৮৭। হ্যালোজেনো অ্যালকেন এর স্ফুটনাষ্কের যে ক্রমটি সঠিক-
(ক) RF > RBr > RCl > RI
(খ) RI > RBr > RCl >RF
(গ) RCl > RF > RI > RBr
(ঘ) RF > RCl > RBr > RI
উত্তরঃ খ। RI > RBr > RCl >RF

৮৮। যেটি সত্য নয়-
(ক) প্লাটিহেলমিনথেস পর্বের সিস্টোডা শ্রেণির বৈশিষ্ট্য হলো এদের কোন মুখ্য খাদ্যনালী নেই
(খ) সেক্স-লিংকড জীবন বলতে X ক্রোমোজোমে অবস্থিত জীনকে বুঝায়
(গ) স্পার্মাটিড সৃষ্টি জন্য প্রিমোর্ডিয়াল কোষ পূর্ণতা পর্যায় একটি ডিপ্লয়েড স্পার্মাটোগোনিয়াম থেকে দুইটি হ্যাপ্লয়েড স্পার্মাটিড উৎপন্ন করে
(ঘ) বার্তাবহ RNR-র পরিমাণ কোষে অবস্থিত মোট RNR-র ১০ ভাগ
উত্তরঃ ক। প্লাটিহেলমিনথেস পর্বের সিস্টোডা শ্রেণির বৈশিষ্ট্য হলো এদের কোন মুখ্য খাদ্যনালী নেই

৮৯। অণুগুলোর সংঘাতের ফলে তাপের সঞ্চালন হলো-
(ক) বিচ্ছুরণ
(খ) বিকিরণ
(গ) পরিচলন
(ঘ) পরিবহন
উত্তরঃ ঘ। পরিবহন

৯০। টেলিভিশন টিউবে ইলেকট্রনের ত্বরণের মান বৃদ্ধি পায় নিচের কোনটি জন্য?
(ক) বেতার তরঙ্গের জন্য
(খ) চুম্বক ক্ষেত্রের জন্য
(গ) বৈদ্যুতিক ক্ষেত্রের জন্য
(ঘ) শক্তিশালী ফোটন গুচ্ছের জন্য
উত্তরঃ গ। বৈদ্যুতিক ক্ষেত্রের জন্য

৯১। বক্রধাবক রূপান্তরিত কান্ডের কোন প্রকারভেদ মধ্যে পড়বে?
(ক) ভূ-নিম্নস্থ
(খ) ব্রকধাবক কোন রূপান্তিরিত কান্ড নয়
(গ) অর্ধব্যয়বীয়
(ঘ) বায়বীয়
উত্তরঃ খ। ব্রকধাবক কোন রূপান্তিরিত কান্ড নয়

৯২। সম্পূর্ণ মিশ্রণীয় তরল দ্রবণের ক্ষেত্রে যদি কোন একটি নির্দিষ্ট সংযুক্তিতে দ্রবণের স্ফুটনাঙ্ক এবং তা উপাদান তরলদ্বরয়র তরলদ্বয়ের স্ফুটনাঙ্ক অপেক্ষা নিম্ন হয় তবে ঐ দ্রবণসমূহকে যে শ্রেনিতে অন্তর্ভুক্ত করা হয়-
(ক) ৪র্থ শ্রেণি
(খ) ৩য় শ্রেণি
(গ) ২য় শ্রেণি
(ঘ) ১ম শ্রেণি
উত্তরঃ খ। ৩য় শ্রেণি

৯৩। সাইফন কাজ করতে পারবে না যদি না-
(ক) দুই পাত্রের তরলের উষ্ণতা সমান হয়
(খ) ইহার প্রান্তের দৈর্ঘ্য অসমান হয়
(গ) দুই পাত্রে তরলের উচ্চতা সমান হয়
(ঘ) দুই পাত্রে তরলের ঘনত্ব সমান হয়
উত্তরঃ খ। ইহার প্রান্তের দৈর্ঘ্য অসমান হয়

৯৪। রুবি পাথরে 97.5% Al2O3 এর সাথে যে অক্সাইডটি মিশ্রিত থাকে
(ক) ফেরোসোফিরিক অক্সােইড
(খ) ক্রোনিয়াম অক্সাইড
(গ) লিথিয়াম অক্সাইড
(ঘ) টাইট্যানিয়াম অক্সাইড
উত্তরঃ খ। ক্রোনিয়াম অক্সাইড

৯৫। একটি স্থির আয়তন গ্যাস থার্মোমিটার নিচের কোন সূত্র অনুসারে কাজ করে?
(ক) চার্লস এর সূত্র
(খ) প্যাসকেল সূত্র
(গ) বয়েলের সূত্র
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ ঘ। কোনোটিই নয়

৯৬। ফ্লাশ প্রনালীতে খনি থেকে সালফার উত্তোলনের ক্ষেত্রে যেটি সত্য নয়-
(ক) যে সালফার বের হয়েেআসে তা প্রায় 95% বিশুদ্ধ
(খ) সবচেয়ে বড় নলের মধ্য দিয়ে প্রায় 15atm চাপে উষ্ণ বায়ু চালনা করা হয়
(গ) সবচেয়ে কড় নলের ভিতর দিয়ে প্রায় 160°C তাপমাত্রায় অত তপ্ত পানিকে প্রায় 10 atm চাপে সালফারের খনিতে চালনা করা হয়
(ঘ) এই প্রনালীতে এককেন্দ্রকভাবে তিনটি ভিন্ন ব্যাসার্ধের ধাতব নলকে সালফারের খনিততে প্রবেশ করানো হয়
উত্তরঃ ক। যে সালফার বের হয়েেআসে তা প্রায় 95% বিশুদ্ধ

৯৭। আরশোলার স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের রেট্রোসেরেব্রাল কমপ্লেক্স এর কর্পোরা এলাটা যে কাজে সাহায্য করে-
(ক) প্রজনন ও রূপান্তর সাহায্যকারী হরমোন ক্ষরনে সাহায্য করে
(খ) হৃদস্পন্দন ও পেরিস্টোলসিস নিয়ন্ত্রণ করে
(গ) শ্বাসরন্ধ্রের কাজ নিয়ন্ত্রণ করে
(ঘ) পুঞ্জাক্ষি ও অ্যান্টেনা স্নায়ু পাঠায়
উত্তরঃ ক। প্রজনন ও রূপান্তর সাহায্যকারী হরমোন ক্ষরনে সাহায্য করে

৯৮। যেটি সত্য নয়-
(ক) বিসমাথ অক্সি নাইট্রেট (BiONO3) পানিতে অদ্রবণীয়
(খ) নাইট্রেট মূলক নির্ণয়ে বলয় পরীক্ষার জন্য ব্যবহৃত ফেরাস সালফেট সদস্য প্রস্তুত হওয়ার কারন হলো তা কিছু সময় রেখে দিলে বায়ুর অক্রিজেন ও পানির সঙ্গে বিক্রিয়া করে ফেরিক সালফেট পরিণত হয়
(গ) শ্বেত ফসফরাস গাঢ় HNO3 এর সাথে বিক্রিয়া করে ফসফিন (PH3) উৎপন্ন করে
(ঘ) সালফার নাইট্রোজেনের সাথে বিক্রিয়া না ঘটলেও ফসফরাসের সাথে একাধিক ফসফরাস সালফাইডের সালফাইডের মিশ্রণ উৎপন্ন করে
উত্তরঃ ঘ। সালফার নাইট্রোজেনের সাথে বিক্রিয়া না ঘটলেও ফসফরাসের সাথে একাধিক ফসফরাস সালফাইডের সালফাইডের মিশ্রণ উৎপন্ন করে

৯৯। ভূ-পৃষ্ঠে টেলিভিশন সংকেত সম্প্রচার কেন্দ্র থেকে ১০০ কিলোমিটার বেশি দূরে ধরা যায় না কারণ
(ক) ভূ- পৃষ্ঠে বৃত্তের ন্যায় বক্রাকার
(খ) ববেতার সংকেতের চেয়ে টিভি সংকেত কম ক্ষমতা সম্পন্ন
(গ) গ্রাহিতার এন্টিনা ১০০ কিলোমিটার দূরের সংকেত ধরতে পারে না
(ঘ) টিভি প্রোগ্রামে দৃশ্য ও সংকেত দুটোই থাকে
উত্তরঃ গ। গ্রাহিতার এন্টিনা ১০০ কিলোমিটার দূরের সংকেত ধরতে পারে না

১০০। প্রতি পর্ব থেকে তিন বা ততোধিক পাতা উৎপন্ন হয়ে কান্ডের চারদিকে বিন্যস্ত থাকলে তাকে যে পত্র বিন্যাস সনাক্ত করা হয়-
(ক) করতলা
(খ) একান্তর
(গ) অভিমুখ
(ঘ) আর্বত
উত্তরঃ ঘ। আর্বত

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *