BDS (Dental) Admission Question and Solution (2016-17)

ডেন্টাল ভর্তি পরীক্ষা ২০১৬-১৭

১। কত সেলসিয়াস তাপমাত্রার নীচে কই মাছ বাঁচতে পারে না?
(ক) 24°C
(খ) 16°C
(গ) 14°C
(ঘ) 20°C
উত্তরঃ গ। 14°C

২। Ca+2 শনাক্তকরণে কোনটি ব্যবহৃত হয়?
(ক) K2H2Sb2O2
(খ) (NH4)2C2O4
(গ) AgNO3
(ঘ) K2H4Sb3O7
উত্তরঃ খ। (NH4)2C2O4

৩। ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কী?
(ক) স্পিডোমিটার
(খ) হাইড্রোমিটার
(গ) থার্মোমিটার
(ঘ) সিসমোগ্রাফ
উত্তরঃ ঘ। সিসমোগ্রাফ

৪। এবছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন-
(ক) সভেতলানা আলেক্সিয়েভিচ
(খ) বব ডিলান
(গ) এলিস মুনরো
(ঘ) প্যাট্রিক মোডিয়ানো
উত্তরঃ খ। বব ডিলান

৫। কোন কোষ হতে পাকস্থলিতে HCl তৈরি হয়?
(ক) চীফ কোষ
(খ) G কোষ
(গ) প্যারাইটাল কোষ
(ঘ) বিটা কোষ
উত্তরঃ গ। প্যারাইটাল কোষ

৬। ল্যাবরেটরিতে যখন এসডি, ক্ষার ও বিভিন্ন বিষাক্ত পদার্থ নিয়ে কাজ করা হয়, তখন কোন ধরনের সাবধানতা অবলম্বন করা উচিত?
(ক) এপ্রোন পরা
(খ) গগলস ব্যবহার করা
(গ) মাস্ক ব্যবহার করা
(ঘ) গ্লাভস ব্যবহার করা
উত্তরঃ ঘ। গ্লাভস ব্যবহার করা

৭। একটি গাড়ি স্থির অবস্থান থেকে সমত্বরণে চলতে শুরু করলো। 10 সেকেন্ড পরে এটি কত দূরত্ত অতিক্রম করবে?
(ক) 10 m
(খ) 20 m
(গ) 500 m
(ঘ) 100 m
উত্তরঃ গ। 500 m

৮। ‘এটা আমার সাধ্যাতিত’ বাক্যটির সঠিক ইংরেজী অনুবাদ কোনটি?
(ক) This is out of my power
(খ) This is bryond my ability
(গ) This is beyond my reach
(ঘ) This is out of my function
উত্তরঃ গ। This is beyond my reach

৯। আলেপ্পো শহর কোন দেশের অন্তর্ভুক্ত?
(ক) তুরস্ক
(খ) ইরাক
(গ) ফিলিস্তিন
(ঘ) সিরিয়া
উত্তরঃ ঘ। সিরিয়া

১০। Adams Apple কোথায় থাকে?
(ক) স্বরযন্ত্র
(খ) শ্বাসনালী
(গ) ব্রঙ্কাস
(ঘ) ফুসফুস
উত্তরঃ ক। স্বরযন্ত্র

১১। ইউরিয়া প্রস্তুতির প্রধান কাঁচামাল কোনটি?
(ক) তরল বায়ু
(খ) তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস
(গ) কার্বোনাইট্রাইল
(ঘ) কার্বামেট
উত্তরঃ ঘ। কার্বামেট

১২। কোন কণার বিনিময়ের কারনে তড়িৎ চৌম্বকীয় বল ক্রিয়াশীল হয়?
(ক) বোসন
(খ) ফোটন
(গ) মেসন
(ঘ) গ্রাভিটন
উত্তরঃ খ। ফোটন

১৩। ‘ধুমপান স্বাস্থের জন্য ক্ষতিকর’ এই বাক্যের সঠিক ইংরেজী অনুবাদ কোনটি?
(ক) Smoking is injurious for health
(খ) Smoking is injurious to health
(গ) Smoking is injurious on health
(ঘ) Smoking is injurious with health
উত্তরঃ খ। Smoking is injurious to health

১৪। বর্তমান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কে?
(ক) ডেভিড ক্যামেরুন
(খ) জন কেরী
(গ) মার্গারেট থ্যাচার
(ঘ) থেরেসা মে
উত্তরঃ ঘ। থেরেসা মে

১৫। বৃক্কের কাজ নয় কোনটি?
(ক) রক্তচাপ নিয়ন্ত্রন করা
(খ) অম্ল ও ক্ষারের সমতা রক্ষা করা
(গ) তাপ নিয়ন্ত্রন করা
(ঘ) রক্তের আয়ন নিয়ন্ত্রন করা
উত্তরঃ গ। তাপ নিয়ন্ত্রন করা

১৬। Cl(17) এর ইলেক্ট্রন বিন্যাস কোনটি?
(ক) 1s22s22p63s23p5
(খ) 1s22s22p43s23p5
(গ) 1s22s22p53s33p5
(ঘ) 1s22s22p53s43p4
উত্তরঃ ক। 1s22s22p63s23p5

১৭। পয়সনের অনুপাতের সঠিক সিমা কোনটি?
(ক) 1 হতে 2 এর মধ্যে
(খ) -1 হতে 1/2 এর মধ্যে
(গ) -1 হতে +1 এর মধ্যে
(ঘ) – 1/2 হতে 1 এর মধ্যে
উত্তরঃ খ। -1 হতে 1/2 এর মধ্যে

১৮। Which one is the correct active sentence of the passive form? “Promises should be kept”
(ক) You should keep your promises
(খ) One should keep one’s promises
(গ) He should keep his promises
(ঘ) One should keep his promises
উত্তরঃ খ। One should keep one’s promises

১৯। স্বাভাবিক মূত্রের রং খড়ের রং- এর মতন হবার কারণ-
(ক) ইউরিয়া
(খ) ইউরোক্রম
(গ) অ্যামোনিয়া
(ঘ) বিলিরুবিন
উত্তরঃ খ। ইউরোক্রম

২০। তড়িৎ চুম্বকীয় বলের বাহক কোনটি?
(ক) ইলেকট্রন
(খ) প্রোটন
(গ) ফোটন
(ঘ) নিউট্রন
উত্তরঃ গ। ফোটন

২১। মানুষের কপাল কোন অস্থি দিয়ে তৈরি হয়?
(ক) অক্সিপিটাল
(খ) ফ্রন্টাল
(গ) প্যারাইটাল
(ঘ) টেমপোরাল
উত্তরঃ খ। ফ্রন্টাল

২২। একটি এনার্জি বাল্বের গায়ে 220 V-20 W লেখা আছে। বাল্বটির ভেতর দিয়ে তড়িৎ প্রবাহ কত?
(ক) 3/10 A
(খ) 1/11 A
(গ) 1/5 A
(ঘ) 5/11 A
উত্তরঃ খ। 1/11 A

২৩। সিসাময়েড অস্থি কোনটি?
(ক) পর্শুকা
(খ) প্যাটেলা
(গ) কিউবয়েড
(ঘ) টিবিয়া
উত্তরঃ খ। প্যাটেলা

২৪। পর্যায় সারণির p- ব্লকের মৌলসমুহকে বলা হয়-
(ক) মৃৎক্ষার ধাতু
(খ) প্রতিরূপী মৌল
(গ) ভারী ধাতু
(ঘ) অবস্থান্তর মৌল
উত্তরঃ খ। প্রতিরূপী মৌল

২৫। উন্মুক্ত হাড়ভাঙ্গার অপর নাম-
(ক) সাধারণ হাড়ভাঙ্গা
(খ) যৌগিক হাড়ভাঙ্গা
(গ) জটিল হাড়ভাঙ্গা
(ঘ) কয়েক টুকরা বিশিষ্ট হাড়ভাঙ্গা
উত্তরঃ খ। যৌগিক হাড়ভাঙ্গা

২৬। ফ্লেমিং এর বাম হস্ত সূত্রে, বাম হাতের মধ্যমা কি নির্দেষ করে?
(ক) চৌম্বক ক্ষেত্র
(খ) তড়িৎ প্রবাহ
(গ) বল
(ঘ) চুম্বকের দিক
উত্তরঃ খ। তড়িৎ প্রবাহ

২৭। যুক্তরাষ্ট্রের এ বছর প্রেসিডেন্ট নির্বাচন কবে হবে?
(ক) ৮ই নভেম্বর, ২০১৬
(খ) ১২ই নভেম্বর,২০১৬
(গ) ১২ই ডিসেম্বর,২০১৬
(ঘ) ৩১শে ডিসেম্বর,২০১৬
উত্তরঃ ক। ৮ই নভেম্বর, ২০১৬

২৮। সেরেব্রামের দুটি খন্ডকে সংযোগকারী স্নায়ুগুচ্ছের নাম-
(ক) কর্পাস অ্যালবিকান্স
(খ) কর্পাস অ্যাটরেটিকাম
(গ) কর্পাস ক্যালোসাম
(ঘ) কর্পাস লুটিয়াম
উত্তরঃ গ। কর্পাস ক্যালোসাম

২৯। নীচের এসিডগুলোর মধ্যে কোনটি ‘পাইরো’ এসিড?
(ক) HCl4
(খ) H3PO3
(গ) H2SO4
(ঘ) H2S2O7
উত্তরঃ ঘ। H2S2O7

৩০। পাকস্থলিতে কোন করটিক স্নায়ুর কার্যক্রম বিদ্যমান?
(ক) অপটিক
(খ) অডিটরি
(গ) ভেগাস
(ঘ) অকুলোমোটর
উত্তরঃ গ। ভেগাস

৩১। ঢাকা শহরের বিনতি (δ) কত?
(ক) 21°N
(খ) 13°N
(গ) 31°N
(ঘ) 31°S
উত্তরঃ গ। 31°N

৩২। “Love” শব্দের সঠিক antonym নিম্নের কোনটি?
(ক) dislike
(খ) intolerant
(গ) hate
(ঘ) abhor
উত্তরঃ গ। hate

৩৩। রক্তে Na+ ও K+ এর সমতা রক্ষা করে কোন হরমোন?
(ক) ইনসুলিন
(খ) গ্লুকাগন
(গ) এড্রেনারিন
(ঘ) অ্যালডোস্টেরন
উত্তরঃ ঘ। অ্যালডোস্টেরন

৩৪। কোনটি পোলর অণু?
(ক) CH4
(খ) CCl4
(গ) H2O
(ঘ) HCl
উত্তরঃ গ। H2O

৩৫। মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ কোনটি?
(ক) যকৃত
(খ) ত্বক
(গ) মস্তিস্ক
(ঘ) প্লীহা
উত্তরঃ খ। ত্বক

৩৬। -4 ডায়াপটার লেন্সের ক্ষেত্রে কোনটি সঠিক?
(ক) উত্তল লেন্স, f = +25cm
(খ) অবতল লেন্স, f = -25cm
(গ) অবতল লেন্স, f = +25cm
(ঘ) উত্তল লেন্স, f = -25cm
উত্তরঃ খ। অবতল লেন্স, f = -25cm

৩৭। Which one is the correct sentence given below?
(ক) I neither eat mangoes nor bananas
(খ) I eat mangoes neither bananas nor
(গ) I eat neither mangoes nor bananas
(ঘ) Neither I eat mangoes nor I eat bananas
উত্তরঃ গ। I eat neither mangoes nor bananas

৩৮। নিষ্ক্রিয় ভ্যাক্সিন কোনটি?
(ক) পোলিও ভ্যাক্সিন
(খ) টিটোনাস ভ্যাক্সিন
(গ) হেপাটিইটিস B ভ্যাক্সিন
(ঘ) হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাক্সিন
উত্তরঃ ক। পোলিও ভ্যাক্সিন

৩৯। H4NCONH2 + H2O + প্রভাবক → 2NH3 + CO2 বিক্রিয়ায় কোন জৈব প্রভাবকটি ব্যবহৃত হয়?
(ক) অক্সিজিনেজ
(খ) অ্যানহাইড্রেস
(গ) জাইমেস
(ঘ) ইউরিয়া
উত্তরঃ ঘ। ইউরিয়া

৪০। নিচের কোন অঙ্গের কোষে মাইটোকোন্ড্রিয়ার উপস্থিতি বেশি থাকে?
(ক) ত্বক
(খ) পাকস্থলি
(গ) যকৃত
(ঘ) চোখ
উত্তরঃ গ। যকৃত

৪১। নিচের কোন পদার্থটি সেমিকন্ডাক্টার বা অর্ধপরিবাহী?
(ক) কাঁচ
(খ) কাঠ
(গ) লোহা
(ঘ) সিলিকন
উত্তরঃ ঘ। সিলিকন

৪২। ‘আমার উপর রাগ করো না’ বাক্যটির সঠিক ইংরেজী অনুবাদ হলো-
(ক) Do not be angry with me.
(খ) Do not be angry upon me.
(গ) Do not be angry for me.
(ঘ) Do not be angry on me.
উত্তরঃ ক। Do not be angry with me.

৪৩। নিচের কোনটির ক্রোমোসোমের সংখ্যা সঠিক নয়?
(ক) ধান-22
(খ) মানুষ-46
(গ) গিনিপিগ-64
(ঘ) গৃহমাছি-12
উত্তরঃ ক। ধান-22

৪৪। বিশুদ্ধ পানিতে (H+) এর মান কত?
(ক) 106mol/L
(খ) 10-4mol/L
(গ) 10-7mol/L
(ঘ) 107mol/L
উত্তরঃ গ। 10-7mol/L

৪৫। কোন বর্ণের রশ্মিকে মধ্য রশ্মি বলা যায়?
(ক) হলুদ
(খ) নীল
(গ) সবুজ
(ঘ) কমলা
উত্তরঃ ক। হলুদ

৪৬। ‘তুমি শুনিতে চেও না আমার মনেরও কথা’- এই গানটির রচয়িতা কে?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) দ্বিজেন্দ্রনাল রায়
(গ) কাজী নজরুল ইসলাম
(ঘ) রজনীকান্ত সেন
উত্তরঃ গ। কাজী নজরুল ইসলাম

৪৭। জিকা ভাইরাস মানুষের দেহে সংক্রমিত হয় কোন বাহকের মাধ্যমে?
(ক) এডিস মশক
(খ) এডিস মশকি
(গ) অ্যানোফিল মশক
(ঘ) অ্যানোফিলিস মশকী
উত্তরঃ খ। এডিস মশকি

৪৮। 5% NaOH এর 1000ml দ্রবণে কত গ্রাম NaOH থাকে?
(ক) 5g
(খ) 25g
(গ) 40g
(ঘ) 50g
উত্তরঃ ঘ। 50g

৪৯। তাপগতিবিদ্যার প্রথম সূত্র কোন দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করে?
(ক) বল ও শক্তি
(খ) কাজ ও শক্তি
(গ) তাপ ও বল
(ঘ) তাপ ও কাজ
উত্তরঃ ঘ। তাপ ও কাজ

৫০। “Only an honest man is happy” Its negative form without any change of the meaning is-
(ক) An honest man is not only happy
(খ) None but an honest man is happy
(গ) No honest man is unhappy
(ঘ) An honest man is not happy only
উত্তরঃ খ। None but an honest man is happy

৫১। যৌন বাহিত রোগের জন্য দায়ী কোন ব্যাকটেরিয়া?
(ক) Vibro cholera
(খ) Clostridium tetani
(গ) Diplococcus pneumonae
(ঘ) Chamydia trachomatis
উত্তরঃ ঘ। Chamydia trachomatis

৫২। কোল্ড ক্রিম প্রস্তুতিতে লুব্রিকেন্ট হিসেবে ব্যবহৃত হয় কোনটি?
(ক) তরল প্যারাফিন
(খ) গ্লিসারিন
(গ) প্রোপাইল প্যারাফিন
(ঘ) মোম
উত্তরঃ ক। তরল প্যারাফিন

৫৩। কার্ণো চক্রের প্রথম ধাপের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
(ক) তাপমাত্রা বৃদ্ধি পায়
(খ) অন্তঃস্থ শক্তি হ্রাস পায়
(গ) তাপমাত্রা স্থির থাকে
(ঘ) তাপের বিকিরণ হয়
উত্তরঃ ক। তাপমাত্রা বৃদ্ধি পায়

৫৪। প্রতিটি ক্রেবস চক্রে কতটি ATP উৎপন্ন হয়?
(ক) 24 টি
(খ) 28 টি
(গ) 12 টি
(ঘ) 16 টি
উত্তরঃ ক। 24 টি

৫৫। জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণে বর্ণালীমিতির সর্বোত্তম পদ্ধতি কোনটি?
(ক) UV
(খ) IR
(গ) NMR
(ঘ) MASS
উত্তরঃ খ। IR

৫৬। প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্রের উদাহরণ কোনটি?
(ক) নিউটনের দূরবীক্ষণ যন্ত্র
(খ) জ্যোতিষ দূরবীক্ষণ যন্ত্র
(গ) ভূ-দূরবীক্ষণ যন্ত্র
(ঘ) গ্যালিলিও দূরবীক্ষণ যন্ত্র
উত্তরঃ ক। নিউটনের দূরবীক্ষণ যন্ত্র

৫৭। আজ ৪ঠা নভেম্বর ২০১৬। আজকের দিনটি বাংলা ১৪২৩ সনের কোন মাসের কত তারিখ?
(ক) ২০ শে আশ্বিন
(খ) ১০ ই কার্তিক
(গ) ২০ শে কার্তিক
(ঘ) ১৫ ই অগ্রহায়ন
উত্তরঃ গ। ২০ শে কার্তিক

৫৮। আর্মিডিলো প্রাণীটির উপস্থিতি কোন মহাদেশে পাওয়া যায়?
(ক) ইউরোপ
(খ) দক্ষিণ আমেরিকা
(গ) আফ্রিকা
(ঘ) উত্তর আমেরিকা
উত্তরঃ গ। আফ্রিকা

৫৯। জিপসামের রাসায়নিক সংকেত কোনটি?
(ক) ZnSO4.7H2
(খ) CaSO4.5H2
(গ) CaSO4.2H2
(ঘ) ZnSO4.2H2
উত্তরঃ গ। CaSO4.2H2

৬০। 980 N ওজনের একটি বস্তুকে 1ms-2 ত্বরণ দিতে কত বল প্রয়োগ করতে হবে?
(ক) 100 N
(খ) 10 N
(গ) 50 N
(ঘ) 1000 N
উত্তরঃ ক। 100 N

৬১। প্রকৃত ফল (True fruit) নয় কোনটি?
(ক) লিচু
(খ) আম
(গ) কাল জাম
(ঘ) আপেল
উত্তরঃ ঘ। আপেল

৬২। ETP কী?
(ক) বায়ু দূষণ অপসারণ
(খ) পানি দূষণ প্রক্রিয়া
(গ) শিল্পের তরল বর্জ্য দূষণমূক্ত করা
(ঘ) পরিবেশ দূষণমূক্ত করা
উত্তরঃ গ। শিল্পের তরল বর্জ্য দূষণমূক্ত করা

৬৩। সৌর চুল্লীতে ভাত রান্না করলে, কোন শক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়?
(ক) যান্ত্রিক শক্তি
(খ) শব্দ শক্তি
(গ) রাসায়নিক শক্তি
(ঘ) আলোক শক্তি
উত্তরঃ ঘ। আলোক শক্তি

৬৪। kuffer’s cell থাকে কোথায়?
(ক) প্লীহা
(খ) মস্তিস্ক
(গ) যকৃত
(ঘ) অগ্ন্যাশয়
উত্তরঃ গ। যকৃত

৬৫। দুটি গ্যাসের গড় গতিশক্তি কখন সমান হয়, যদি-
(ক) চাপ সমান হয়
(খ) আণবিক ভর সমান হয়
(গ) তাপমাত্রা সমান হয়
(ঘ) আয়তন সমান হয়
উত্তরঃ গ। তাপমাত্রা সমান হয়

৬৬। Fill up the blank with an appropriate preposition given below: “Are you blind- your own innterest?”
(ক) of
(খ) for
(গ) to
(ঘ) by
উত্তরঃ গ। to

৬৭। একটি হৃৎপিন্ডে প্রতি মিনিটে 80 বার হৃদকম্পন হয়, তাহলে হৃদচক্রের স্থায়ীত্ত কত?
(ক) 0.60 সেকেন্ড
(খ) 0.75 সেকেন্ড
(গ) 7.50 সেকেন্ড
(ঘ) 0.80 সেকেন্ড
উত্তরঃ খ। 0.75 সেকেন্ড

৬৮। করোনারি ধমনি সরু হয়ে যাওয়া নির্ণয়ে ব্যবহৃত হয় কোন পরীক্ষা?
(ক) ইকোকার্ডিওগ্রাম
(খ) এনজিওগ্রাম
(গ) ইটিটি
(ঘ) ইসিজি
উত্তরঃ খ। এনজিওগ্রাম

৬৯। মাইলার নামক প্লাষ্টিক ফিল্ম বা রেকর্ডিং টেপ তৈরি হয় কোথা থেকে?
(ক) নাইলন
(খ) টেফনল
(গ) ডেক্রোন
(ঘ) টেরিলিন
উত্তরঃ গ। ডেক্রোন

৭০। Acid Rain- এ কোন এসিড থাকে?
(ক) H2SO4 ও HCl
(খ) H2SO4 ও HNO3
(গ) H2SO4 ও H2CO3
(ঘ) HNO3 ও HCl
উত্তরঃ খ। H2SO4ও HNO3

৭১। “He is fond of playing cricket”. Here “playing” is a –
(ক) noun clause
(খ) gerund
(গ) verb phrase
(ঘ) irregular verb
উত্তরঃ খ। gerund

৭২। Pick up the correct sentence from the followings-
(ক) Wait until I do not return
(খ) He is the most best boy in the class
(গ) Try heart and soul
(ঘ) I do not know nothing
উত্তরঃ গ। Try heart and soul

৭৩। কোনটি মানব দেহে রক্ত জমাট বাঁধার কাজে সহযোগিতা করে না?
(ক) ফাইব্রিনোজেন
(খ) থ্রোথ্রম্বিন
(গ) থ্রম্বোপ্লাস্টিন
(ঘ) ইওসিনোফিল
উত্তরঃ ঘ। ইওসিনোফিল

৭৪। এক মোল ইলেক্ট্রনের মোট চার্জ কত?
(ক) 96288
(খ) 94388
(গ) 96566
(ঘ) 96473
উত্তরঃ ঘ। 96473

৭৫। বাংলাদেশের বর্তমান সংসদ কততম?
(ক) সপ্তম সংসদ
(খ) অষ্টম সংসদ
(গ) নবম সংসদ
(ঘ) দশম সংসদ
উত্তরঃ ঘ। দশম সংসদ

৭৬। বিশ্বব্যাপী রক্তশূন্যতার প্রধানতম কারণ কী?
(ক) ভিটামিন সি ঘাটতিজনিত
(খ) লৌহ ঘাটতিজনিত
(গ) জন্মগত রক্তশূন্যতা
(ঘ) ভিটামিন বি-১২ ঘাটতিজনিত
উত্তরঃ খ। লৌহ ঘাটতিজনিত

৭৭। বড় পুকুরিয়া কয়লা খনির ক্যালরিক মান কত?
(ক) 11,000 BTU/Ib
(খ) 11,040 BTU/Ib
(গ) 17,000 BTU/Ib
(ঘ) 15,000 BTU/Ib
উত্তরঃ খ। 11,040 BTU/Ib

৭৮। কোন বর্তনীর অজানা রোধ নির্ণয়ৈ কোন যন্ত্রটি ব্যবহৃত হয়?
(ক) পোস্টঅফিস বক্স
(খ) মিটার ব্রিজ
(গ) পোটেনশিওমিটার
(ঘ) ক্যালকুলেটর
উত্তরঃ ক। পোস্টঅফিস বক্স

৭৯। “I have hardly any money” বাক্যটির সঠিক বাংলা অনুবাদ-
(ক) আমার কোন টাকা নেই বললেও চলে
(খ) আমার কিছু টাকা আছে
(গ) আমার কোন টাকা নেই
(ঘ) আমার কষ্টার্জিত টাকা আছে
উত্তরঃ ক। আমার কোন টাকা নেই বললেও চলে

৮০। AB ব্লাড গ্রুপের দাতা কোন গ্রুপকে রক্ত দিতে পারবে?
(ক) O গ্রুপ
(খ) B গ্রুপ
(গ) AB গ্রুপ
(ঘ) A গ্রুপ
উত্তরঃ গ। AB গ্রুপ

৮১। ন্যানো কণার আকৃতি হলো-
(ক) 1-10 nm
(খ) 1-50 nm
(গ) 1-100 nm
(ঘ) 1-200 nm
উত্তরঃ গ। 1-100 nm

৮২। দোলক ঘড়ির ক্ষেত্রে গ্রীষ্মকালের জন্য সঠিক কোনটি?
(ক) তারের দৈর্ঘ্য কমে যায়
(খ) ঘড়ি দ্রুত চলে
(গ) ঘড়ি ধীরে চলে
(ঘ) দোলক কাল অপরিবর্তিত থাকে
উত্তরঃ গ। ঘড়ি ধীরে চলে

৮৩। স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ?
(ক) ভারত
(খ) ভূটান
(গ) রাশিয়া
(ঘ) জাপান
উত্তরঃ ক। ভারত

৮৪। উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড হলো-
(ক) ম্যালটোজ
(খ) ম্যানোজ
(গ) ল্যাকটোজ
(ঘ) সুকরোজ
উত্তরঃ ঘ। সুকরোজ

৮৫। সেলুলোজে কোন বন্ধনটি বিদ্যমান?
(ক) α – গ্লাইকোসাইডিক
(খ) β – গ্লাইকোসাইডিক
(গ) হাইড্রোজেন
(ঘ) পেপটাইড
উত্তরঃ খ। β – গ্লাইকোসাইডিক

৮৬। কোন বস্তুকে যেভাবেই রাখা হোক না কেন তার ওজন একটি বিন্দুর মধ্য দিয়ে সর্বদা ক্রিয়া করে । এই বিন্দুকে বলে-
(ক) অভিকর্ষ কেন্দ্র
(খ) ভরকেন্দ্র
(গ) মহাকর্ষীয় ধ্রুবক
(ঘ) অভিকর্ষক ত্বরণ
উত্তরঃ ক। অভিকর্ষ কেন্দ্র

৮৭। Antonym for “aware” is –
(ক) harmony
(খ) kindliness
(গ) ignorant
(ঘ) retain
উত্তরঃ গ। ignorant

৮৮। বাংলাদেশের ময়মনসিংহ জেলার ‘কালসিন্দুর’ গ্রামটি কিসের জন্য বিখ্যাত?
(ক) জামদানী শাড়ি উৎপাদন কেন্দ্র
(খ) পর্যটন কেন্দ্র
(গ) অনুর্ধ্ব ষোল মহিলা ফুটবল দল
(ঘ) চা বাগান
উত্তরঃ গ। অনুর্ধ্ব ষোল মহিলা ফুটবল দল

৮৯। প্রান্তস্পর্শী এস্টিভেশন বা পুষ্পপত্রবিন্যাসের উদাহরণ কোনটি?
(ক) বাবলা
(খ) গন্ধরাজ
(গ) জবা
(ঘ) মটরশুটি
উত্তরঃ ক। বাবলা

৯০। দুধ থেকে ছানা পাওয়ার প্রক্রিয়া হলো-
(ক) আর্দ্র বিশ্লেষণ
(খ) ফারমেন্টেশন
(গ) কোরাগুলেশন
(ঘ) অক্সিডেশন
উত্তরঃ ক। আর্দ্র বিশ্লেষণ

৯১। মানুষের কান সবচেয়ে মৃদু যে শব্দ শুনতে পায়, তার তীব্রতা কত?
(ক) 200 Hz
(খ) 2000 Hz
(গ) 20 Hz
(ঘ) 20000 Hz
উত্তরঃ গ। 20 Hz

৯২। প্রোটিন পরিপাককারী এনজাইম নয় কোনটি?
(ক) অ্যামাইনোপেপটাইডেজ
(খ) ট্রিপসিন
(গ) কাইমোট্রিপসিন
(ঘ) অ্যামাইলেজ
উত্তরঃ ঘ। অ্যামাইলেজ

৯৩। নিচের কোনটি সাধারণ অবস্থায় তরল?
(ক) F2
(খ) Cl2
(গ) Br2
(ঘ) I2
উত্তরঃ গ। Br2

৯৪। পারদ ও কাঁচের মধ্যবর্তী স্পর্শ কোণ কত?
(ক) 104°
(খ) 14°
(গ) 140°
(ঘ) 40°
উত্তরঃ গ। 140°

৯৫। Synonym for the word “accuracy” is-
(ক) authenticity
(খ) reality
(গ) pertection
(ঘ) precision
উত্তরঃ ঘ। precision

৯৬। ‘জোছনা ও জননীর গল্প’ উপন্যাসটির রচয়িতা কে?
(ক) সৈয়দ শামসুল হক
(খ) মুহাম্মদ জাফর ইকবাল
(গ) হুমায়ন আহমেদ
(ঘ) মুনতাসীর মামুন
উত্তরঃ গ। হুমায়ন আহমেদ

৯৭। Zn2+ নিশ্চিত করণে বিকারকের নাম কী?
(ক) পটাসিয়াম ফেরিসায়ানাইড
(খ) পটাসিয়াম ফেরোসায়ানাইড
(গ) পটাসিয়াম ক্রোমেট
(ঘ) পটাসিয়াম পাইরোঅ্যান্টিমোনেট
উত্তরঃ খ। পটাসিয়াম ফেরোসায়ানাইড

৯৮। গনোরিয়া রোগের জীবাণু একটি-
(ক) ভাইরাস
(খ) ব্যাকটেরিয়া
(গ) ফাংগাস
(ঘ) প্যারোসাইট
উত্তরঃ খ। ব্যাকটেরিয়া

৯৯। “He had gone away before I came”. Here the word “before” is a-
(ক) adverb
(খ) conjunction
(গ) preposition
(ঘ) adjective
উত্তরঃ খ। conjunction

১০০। মানুষের মূত্রে নিম্নের শতকরা কত ভাগ অ্যামোনিয়ম পাওয়া যায়?
(ক) 0.04
(খ) 0.01
(গ) 0.35
(ঘ) 0.15
উত্তরঃ ক। 0.04

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *