৫ম শ্রেনী বাংলা ব্যকরণঃ আবেদনপত্র।Class 5 Application Bangla

আবেদনপত্র

১.             মনে কর, তোমার নাম সেলিম চৌধুরী। তোমার বিদ্যালয়ের নাম জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। অসুস্থতার জন্য তুমি তিন দিন বিদ্যালয়ে যেতে পারনি। অনুপস্থিতির ছুটি মঞ্জুরের জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখ।    

      ২৪/০৪/২০১৭

      বরাবর

      প্রধান শিক্ষক

      জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

      ছাগলনাইয়া, ফেনী।

     বিষয় : অনুপস্থিতির ছুটি মঞ্জুরের জন্য আবেদন।

      জনাব,

      বিনীত নিবেদন এই যে, হঠাৎ জ্বরে আক্রান্ত হওয়ার কারণে আমি গত ২১/০৪/২০১৭ থেকে ২৩/০৪/২০১৭-এ তিন দিন বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি।

      অতএব, অনুগ্রহপূর্বক আমাকে উক্ত তিন দিনের ছুটি মঞ্জুর করে বাধিত করবেন।

      বিনীত নিবেদক

      আপনার একান্ত অনুগত ছাত্র

      সেলিম চৌধুরী

      শ্রেণি  ৫ম, রোল  ৭

২.             মনে কর, তুমি রোকাইয়া শশী। আগামী ২৫-এ জুন তোমার বড় বোনের বিয়ে। এ উপলক্ষ্যে চার দিনের অগ্রিম ছুটি চেয়ে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখ।

      ২১/০৬/২০১৭

      বরাবর

      প্রধান শিক্ষক

      ছয়সূতী সরকারি প্রাথমিক বিদ্যালয়

      কুলিয়ারচর, কিশোরগঞ্জ।

     বিষয় : অগ্রিম ছুটির জন্য আবেদন।

      মহোদয়,

      সবিনয় নিবেদন এই যে, আগামী ২৫-এ জুন আমার বড় বোনের শুভ বিবাহ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বিষয়ে আমাকে বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হবে। তাই আমার ২২-এ জুন থেকে ২৫-এ জুন পর্যন্ত মোট ৪ দিনের ছুটি অত্যন্ত প্রয়োজন।

      অতএব, অনুগ্রহপূর্বক আমাকে উক্ত ৪ দিনের ছুটি মঞ্জুর করে বাধিত করবেন।

      নিবেদক

      আপনার অনুগত ছাত্রী

      রোকাইয়া শশী

      ৫ম শ্রেণি, শাখা ক

      রোল ০১

৩.            মনে কর, তোমার নাম সিরাজ আহমেদ। তোমার বিদ্যালয়ের নাম গাজীরখামার সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিনা বেতনে অধ্যয়নের সুযোগ চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখ। 

      ০২/ ০৩/২০১৭  

      বরাবর

      প্রধান শিক্ষক

      গাজীরখামার সরকারি প্রাথমিক বিদ্যালয়

      গাজীরখামার, শেরপুর।

     বিষয় : বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন।

      জনাব,

      বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ৫ম শ্রেণির ‘ক’ শাখার একজন নিয়মিত ছাত্র। প্রথম শ্রেণি হতেই আমি আমি আপনার বিদ্যালয়ে পড়ছি এবং বরাবরই প্রথম হয়ে আসছি। আমার ছোট বোনও এই বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ছে। আমার বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাবার সামান্য আয়ে আমাদের যাবতীয় খরচ চালানো খুবই কষ্টকর। এ অবস্থায় তাঁর পক্ষে আমাদের দুই ভাইবোনের লেখাপড়ার ব্যয়ভার বহন করা অসম্ভব হয়ে পড়েছে।

      অতএব, বিনীত প্রার্থনা এই যে, আমাকে আপনার বিদ্যালয়ে বিনা বেতনে অধ্যয়ন করার সুযোগ দিয়ে বাধিত করবেন।

      বিনীত নিবেদক

      সিরাজ আহমেদ

      ৫ম শ্রেণি, শাখা ক

      রোল ০১

৪.             মনে কর, তুমি মুহম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। বিদ্যালয়ে আসার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছ। এ অবস্থায় তৃতীয় ঘণ্টার পর ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখ। ধর, তোমার নাম মো. হাসান।

      ১৭/০৫/২০১৭

      বরাবর

      প্রধান শিক্ষক

      মুহম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়

      মুহম্মদনগর, সিলেট।

     বিষয় : তৃতীয় ঘণ্টার পর ছুটির জন্য আবেদন।

      জনাব,

      বিনীত নিবেদন এই যে, আজ বিদ্যালয়ে আসার পর থেকে আমার প্রচন্ড পেটব্যথা হচ্ছে। এ কারণে আমি ক্লাসগুলোতে মনোযোগ দিতে পারছি না।

      অতএব, দয়া করে আমাকে তৃতীয় ঘণ্টার পর ছুটি দিয়ে বাধিত করবেন।

      বিনীত

      মো. হাসান

      ৫ম শ্রেণি, শাখা  ক

      রোল ১০

৫.             মনে কর, তোমার নাম আবেদ মেহেদী। জরুরি প্রয়োজনে গত মাসে তোমার বাবা খুলনা গিয়েছিলেন। যে কারণে তুমি যথাসময়ে বেতন ও পরীক্ষার ফি পরিশোধ করতে পার নি। এ অবস্থায় বিলম্বে বেতন ও ফি প্রদানের ক্ষেত্রে জরিমানা মওকুফের জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখ।

      ০৯/০৮/২০১৭

      বরাবর

      প্রধান শিক্ষক

      মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

      বাগহাটা, নরসিংদী।

     বিষয় : জরিমানা মওকুফের জন্য আবেদন।

      জনাব,

      বিনীত নিবেদন এই যে, আমার বাবা জরুরি প্রয়োজনে গত মাসে খুলনা গিয়েছিলেন। সেখান থেকে ফিরতে তাঁর প্রায় এক সপ্তাহ সময় লেগেছিল। যে কারণে আমি যথাসময়ে বিদ্যালয়ের মাসিক বেতন ও দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফি পরিশোধ করতে পারিনি।

      অতএব, বিনীত আবেদন, জরিমানা মওকুফ করে আমাকে বকেয়া বেতন ও ফি পরিশোধের সুযোগ দিতে আপনার মর্জি হয়।

      বিনীত

      আবেদ মেহেদী

      ৫ম শ্রেণি, শাখা ক

      রোল ০৬

৬.            মনে কর, তোমার নাম সুমনা চৌধুরী, নৌভ্রমণে যাওয়ার অনুমতি চেয়ে প্রধান শিক্ষক বরাবর বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে একটি আবেদনপত্র লেখ।

১লা ফেব্রুয়ারি ২০১৭

বরাবর

প্রধান শিক্ষক,

ফুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

গজারিয়া, মুন্সিগঞ্জ।

বিষয় : নৌভ্রমণের অনুমতি চেয়ে আবেদন।

জনাব,

সবিনয় নিবেদন, আমরা আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রী। আগামী ০৬ তারিখ আমরা নৌভ্রমণে যেতে আগ্রহী। এর মাধ্যমে ভ্রমণের আনন্দ উপভোগের পাশাপাশি আমরা অনেক কিছু শিখতে পারব। এ ব্যাপারে শিক্ষকগণ আমাদের সাহায্য করার পাশাপাশি ভ্রমণেও অংশ নেবেন বলে কথা দিয়েছেন।

অতএব, বিনীত প্রার্থনা এই যে, নৌভ্রমণের অনুমতি প্রদান করে আমাদের বাধিত করবেন।

      নিবেদক

৫ম শ্রেণির ছাত্রছাত্রীদের পক্ষে

সুমনা চৌধুরী

রোল নং- ০২।

৭.             মনে কর, তোমার নাম আবীর রায়হান। তুমি পঞ্চম শ্রেণিতে পড়। বিদ্যালয়ে একটি নলকূপ স্থাপনের আবেদন জানিয়ে প্রধান শিক্ষক বরাবর একটি আবেদনপত্র লেখ।

তারিখ : ১৪/০৬/২০১৭

বরাবর

প্রধান শিক্ষক

আলমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়

আলমনগর, নাটোর।

বিষয় : নলকূপ স্থাপনের জন্য আবেদন।

জনাব,

বিনয়ের সাথে জানাচ্ছি যে, আমাদের বিদ্যালয়ে প্রায় ৩০০ জন ছাত্রছাত্রী লেখাপড়া করে। অথচ বিদ্যালয়ে বিশুদ্ধ পানীয় জলের কোনো ব্যবস্থা নেই। একমাত্র নলকূপটিও অনেক দিন থেকে নষ্ট। অনেকেই বাধ্য হয়ে কলের অনিরাপদ জল পান করছে। এর ফলে তারা ডায়রিয়া, কলেরা, টাইফয়েডসহ নানা রকম অসুখে আক্রান্ত হচ্ছে। তাই বিদ্যালয়ে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা এই মুহূর্তে অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

অতএব, বিনীত নিবেদন, বিদ্যালয়ে অতি শিঘ্রই অন্তত একটি নলকূপ স্থাপনের ব্যবস্থা করে আমাদের বাধিত করবেন।

নিবেদক

বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পক্ষে

আবীর রায়হান

পঞ্চম শ্রেণি

রোল নম্বর  ৭

৮.            মনে কর, তোমার নাম ইকবাল হাসান। ফুটবল খেলা দেখার জন্য ছুটি চেয়ে প্রধান শিক্ষক বরাবর একটি আবেদনপত্র লেখ।

তারিখ : ১২ই মার্চ, ২০১৭

বরাবর,

প্রধান শিক্ষক

আদর্শ প্রার্থমিক বিদ্যালয়

লালবাগ, ঢাকা।

বিষয় : ফুটবল খেলা দেখতে যাওয়ার জন্য সাময়িক ছুটির আবেদন।

জনাব,

বিনীত নিবেদন এই যে, আগামীকাল সুজানগর প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বাধীনতা দিবস ফুটবল কাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। খেলাটিতে আমাদের স্কুল সুজানগর প্রাথমিক বিদ্যালয়ের মুখোমুখি হবে। আমরা সবাই খেলাটি দেখতে অত্যন্ত আগ্রহী।

অতএব, বিনীত প্রার্থনা, আগামীকাল দ্বিতীয় থেকে চতুর্থ পিরিয়ড পর্যন্ত ক্লাস বন্ধ রেখে আমাদের খেলাটি দেখার সুযোগ দিয়ে বাধিত করবেন।

নিবেদক

বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পক্ষে

ইকবাল হাসান

শ্রেণি : ৫ম; শাখা- ক

রোল নং  ০২।

৯.            মনে কর, তুমি শরিয়তপুর মডেল একাডেমি স্কুলের পঞ্চম শ্রেণির একজন ছাত্র। ধর, তোমার নাম সাগর/সারা। একটি ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থাপনা পরিদর্শনের জন্য শিক্ষাসফরের অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লেখ।

তারিখ : ০৭/০১/২০১৭

বরাবর,

প্রধান শিক্ষক

শরিয়তপুর মডেল একাডেমি

জাজিরা, শরিয়তপুর।

বিষয় : শিক্ষাসফরের অনুমতি চেয়ে আবেদন।

জনাব,

বিনীত নিবেদন এই যে, আমরা আপনার বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রছাত্রী। টানা ক্লাস করার একঘেঁয়েমি ও ক্লান্তি দূর করার জন্য আমরা একটি শিক্ষাসফরে যেতে আগ্রহী। স্থান হিসেবে আমরা সোনারগাঁওকে নির্বাচন করেছি। ভ্রমণের আনন্দ উপভোগের পাশাপাশি এই সফরের মাধ্যমে আমরা বাংলার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে অনেক জ্ঞান লাভ করতে পারব। শ্রেণিশিক্ষক আজমল হক স্যার আমাদের এ ব্যাপারে প্রায়োজনীয় সাহায্য করতে রাজি হয়েছেন।

অতএব, দয়া করে শিক্ষাসফর আয়োজনের অনুমতি দিয়ে আমাদের বাধিত করবেন।

বিনীত নিবেদক

পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের পক্ষে

মো. শাহরিয়ার রহমান সাগর

রোল নং- ০১।

১০.          বিজয় দিবসের অনুষ্ঠান আয়োজনের অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখ। ধর, তোমার নাম সামিন/সামিনা। তোমার স্কুলের নাম ফুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

তারিখ : ১২/১২/২০১৭

বরাবর

প্রধান শিক্ষক

ফুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়

ভেড়ামারা, কুষ্টিয়া।

বিষয় : বিজয় দিবসের অনুষ্ঠান আয়োজনের অনুমতি প্রার্থনা।

জনাব,

সবিনয় নিবেদন এই যে, আমরা এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সবাই মিলে বিজয় দিবস উদ্যাপন করতে আগ্রহী। বিদ্যালয়ের মাঠে আমরা দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে চাই। এ ব্যাপারে সকল শিক্ষকগণ আমাদের সাহায্য করবেন বলে কথা দিয়েছেন।

অতএব, বিনীত প্রার্থনা এই যে, আমাদের উক্ত অনুষ্ঠান আয়োজনের অনুমতি প্রদান করতে আপনার মর্জি হয়।

নিবেদক

বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পক্ষে

সামিন ইসলাম

শ্রেণি  পঞ্চম; শাখা  ক

রোল নং- ৩।

১১.           মনে কর,  তোমার নাম শামসুল আলম। তুমি ফরিদগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। তোমরা স্থানীয় শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত ‘শিক্ষোপকরণ মেলা’ দেখতে যেতে চাও। চতুর্থ পিরিয়ডের পর যাওয়ার অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি দরখাস্ত লেখ।        

১০ই মে, ২০১৭

বরাবর

প্রধান শিক্ষক

ফরিদগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়

ফরিদগঞ্জ, চাঁদপুর।

বিষয় : শিক্ষোপকরণ মেলা দেখতে যাওয়ার জন্য সাময়িক ছুটির আবেদন।

জনাব

বিনীত নিবেদন এই যে, আগামীকাল উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে রূপসা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী শিক্ষোপকরণ মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে বেশ কয়েকটি নামকরা প্রতিষ্ঠান শিক্ষা সম্পর্কিত বিভিন্ন উপকরণ প্রদর্শন করবে। মেলাটি দেখার মাধ্যমে আমরা এ জিনিসগুলোর ব্যবহার সম্পর্কে জানতে পারব। প্রয়োজনীয় কিছু উপকরণ কিনতেও পারব। তাই আমরা সবাই এই মেলায় যেতে অত্যন্ত আগ্রহী।

অতএব, বিনীত প্রার্থনা, আগামীকাল চতুর্থ পিরিয়ডের পর ছুটি ঘোষণা করে আমাদের মেলায় যাওয়ার সুযোগ দিয়ে বাধিত করবেন।

নিবেদক

বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পক্ষে

শামসুল আলম

শ্রেণি : ৫ম, রোল নং ০৭।

১২.           মনে কর তুমি বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির একজন শিক্ষার্থী। তোমার নাম কামাল/কল্পনা। তুমি/তোমরা গল্প, রূপকথা, কবিতা পড়তে বেশ পছন্দ কর। তোমার বিদ্যালয়ের লাইব্রেরিতে অধিক সংখ্যক বই সরবরাহের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের নিকট একটি দরখাস্ত লেখ।              

৮/০৪/২০১৭

বরাবর

প্রধান শিক্ষক

বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

বানিয়াপাড়া।

বিষয় : লাইব্রেরিতে অধিক সংখ্যক বই সরবরাহের জন্য আবেদন।

জনাব,

বিনীত নিবেদন এই যে, ছাত্রছাত্রীদের লেখাপড়ার সুবিধার্থে বিদ্যালয়ে একটি লাইব্রেরি রয়েছে। কিন্তু এখানে নেই পর্যাপ্ত পরিমাণে বই। ছাত্রছাত্রীরা লাইব্রেরিতে পড়তে এসে অনেক প্রয়োজনীয় বই খুঁজে পায় না। তাছাড়া গল্প, ছড়া, রূপকথা ইত্যাদির বইয়ের সংখ্যাও অনেক কম। এর ফলে দিনদিন ছাত্রছাত্রীদের লাইব্রেরিতে যাওয়ার আগ্রহ কমে যাচ্ছে। আমাদের জ্ঞান অর্জন ও সাহিত্য চর্চার ক্ষেত্রে এটি বড় রকমের একটি বাধা।

তাই বিনীত প্রার্থনা, যত দ্রুত সম্ভব বিদ্যালয়ের লাইব্রেরিতে পর্যাপ্ত সংখ্যক বই সরবরাহ করে আমাদের বাধিত করবেন।

নিবেদক

বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পক্ষে

কল্পনা আক্তার

শ্রেণি পঞ্চম, শাখা-ক

রোলং নং ০১।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *