পঞ্চম শ্রেণী বাংলা ব্যকরণ ফরম পূরণ

ফরম পূরণ

১.   মনে কর, তুমি ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  ভর্তি হতে চাও। এখন প্রয়োজনীয় তথ্য দিয়ে নিচের ফরমটি পূরণ কর।

      উত্তর :

ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়

ছাগলনাইয়া, ফেনী

 ভর্তি ফরম 

১।   নাম :    আফসান ইসলাম

২।   মায়ের নাম      :    নূরজাহান বেগম

৩।   পেশা      :    গৃহিনী    

৪।   বাবার নাম :    মফিজুল ইসলাম

৫।   পেশা      :    চাকরি    

৬।  জন্ম তারিখ     :    ০৪-০৪-২০০৬  

৭।   যে শ্রেণিতে

      ভর্তি হতে ইচ্ছুক :    ৫ম 

৮।   বর্তমান শিক্ষা

      প্রতিষ্ঠানের নাম  :    চাঁদগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়

৯।   অভিভাবকের ফোন/

      মোবাইল নম্বর   :    ০১৭ 

১০।  বর্তমান ঠিকানা  :    ৪০ কলেজ রোড, ছাগলনাইয়া,    

                  ফেনী।    

১১।  স্থায়ী ঠিকানা     :    পূর্ব ঘোপাল, ছাগলনাইয়া, ফেনী

       আফসান ০১/০১/২০১৭

 শিক্ষার্থীর স্বাক্ষর ও তারিখ  প্রধান শিক্ষকের স্বাক্ষর ও তারিখ

২.   মনে কর, তুমি মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। বিদ্যালয়ের পাঠাগার থেকে বই নেওয়ার জন্য ফরমটি পূরণ কর।

      উত্তর :

মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

বাগহাটা, নরসিংদী।

 পাঠাগার ফরম

তারিখ : ০৭-০৫-২০১৭

নাম :    রাকীবা ঐশী    

শ্রেণি :    ৫ম 

রোল নম্বর :    ০১  

অভিভাবকের ফোন/

মোবাইল নম্বর   :    ০১৯১  

বইয়ের নাম :    শিশু

লেখকের নাম   :    রবীন্দ্রনাথ ঠাকুর 

বইয়ের কোড নম্বর    :    ক/০৯

বই গ্রহণের তারিখ     :    ০৭/০৫/২০১৭   

বই ফেরতের তারিখ   :    ২০/০৫/২০১৭   

          রাকীবা ঐশী

      আবেদনকারীর স্বাক্ষর  গ্রন্থাগারিকের স্বাক্ষর

৩.   মনে কর, তুমি একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক। এ জন্য একটি নিবন্ধন ফরম পূরণ কর।

      উত্তর :

সমাজ উন্নয়ন সংঘ

উকিলপাড়া, জামালপুর।

স্বাধীনতা দিবস চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০১৬

 নিবন্ধন ফরম

১।   প্রতিযোগীর নাম  :    সৈয়দ আহমাদ 

২।   জন্ম তারিখ     :    ১৭/০৩/২০০৬  

৩।   অভিভাবকের নাম     :    আবুল হক

৪।   শিক্ষাপ্রতিষ্ঠানের নাম   :    ছনচারা সরকারি প্রাথমিক  

                  বিদ্যালয়  

৫।   শ্রেণি :    ৫ম 

৬।  জাতীয়তা  :    বাংলাদেশি

৭।   যোগাযোগের ঠিকানা   :    ৪৩৮ উকিলপাড়া, জামালপুর

৮।   প্রিয় চিত্রশিল্পী   :    কামরুল হাসান 

৯।   মোবাইল/টেলিফোন

      নম্বর :    ০১৯১  

               সৈয়দ আহমাদ    আবুল হক

      আবেদনকারীর স্বাক্ষর        অভিভাবকের স্বাক্ষর  পরিচালকের স্বাক্ষর

৪.   মনে কর, তুমি তোমার এলাকার একটি ক্রিকেট একাডেমিতে ভর্তি হতে চাও। এজন্য নিচের আবেদন ফরমটি পূরণ কর।

      উত্তর :    উইনার ক্রিকেট একাডেমি

ভর্তি ফরম

নাম :    ইরফান চৌধুরী  

পিতার নাম     :    ইকবাল চৌধুরী  

মাতার নাম      :    সালমা বেগম   

জন্ম তারিখ     :    ১০/১০/২০০৬   

উচ্চতা    :    ৪ ফুট ৭ ইঞ্চি  

ওজন :    ৩২ কেজি

শিক্ষা প্রতিষ্ঠানের নাম :    শিশুকানন একাডেমি 

শ্রেণি :    পঞ্চম

শখ  :    মুদ্রা জমানো, ক্রিকেট খেলা 

যোগাযোগের ঠিকানা   :    রোড Ñ ৭, বাড়ি Ñ ২২ 

      :      ব্লক Ñ সি, মিরপুর, ঢাকা- ১২১৬। 

মোবাইল/টেলিফোন নম্বর    :    ০১৯১  

আবেদনকারীর স্বাক্ষর  অভিভাবকের স্বাক্ষর   পরিচালকের স্বাক্ষর

৫.   মনে কর, তোমার বিদ্যালয়ে আয়োজিত একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠানে তুমি স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করতে চাও। এ জন্য একটি নিবন্ধন ফরম পূরণ কর। 

উত্তর :    বোয়ালিয়া প্রাথমিক বিদ্যালয়

সেচ্ছাসেবক নিবন্ধন ফরম

নাম :    সুমিতা অধিকারী

শ্রেণি :    পঞ্চম

শাখা :    ক  

রোল নং   :    ১০  

যোগাযোগের ঠিকানা   :    গ্রাম : পঞ্চবটী, ডাকঘর- বোয়ালিয়া

      :      উপজেলা- বোয়ালিয়া, জেলা- রাজশাহী  

মোবাইল/টেলি. নম্বর   :    ০১৯১  

যে শিফটে দায়িত্ব পালনে ইচ্ছুক (টিক চিহ্ন দাও) :

      সকাল              বিকাল 

      ৬:০০টা  ১২:০০ টা   ১২:০০টা  ৬.০০টা

আবেদনকারীর স্বাক্ষর  অভিভাবকের স্বাক্ষর   পরিচালকের স্বাক্ষর

৬.   ধর, তুমি ‘প্রথম আলো ভাষা প্রতিযোগ- ২০১৬’ এ অংশ নিতে চাও। এ জন্য নিচে উল্লেখকৃত নিবন্ধন ফরমটি পূরণ কর।

      উত্তর : প্রথম আলো ভাষা প্রতিযোগ- ২০১৬

নিবন্ধন ফরম

নাম :    সালমা হোসেন  

বাবার নাম :    আলমগির হোসেন   

মায়ের নাম :    জিনাত আরা বেগম  

জন্ম তারিখ     :    ২৫/০২/২০০৫  

বিদ্যালয়ের নাম  :    আইডিয়াল কিন্ডারগার্টেন   

শ্রেণি :    পঞ্চম

রোল নম্বর :    ০২ 

শাখা :    ক  

শিক্ষার ভাষাগত মাধ্যম :    বাংলা

যোগাযোগের ঠিকানা   :    বাড়ি # ১৯, রোড # ০৫, হাতিরপুল, ঢাকা।

মোবাইল/টেলি. নম্বর   :    ০১৯১  

আবেদনকারীর স্বাক্ষর  অভিভাবকের স্বাক্ষর   সমন্বয়কারীর স্বাক্ষর

৭.   মনে কর, তুমি আগারগাঁও উচ্চ বিদ্যালয়ে ভর্তি হতে চাও। তোমার নাম অনিমা/অমল। এখন প্রয়োজনীয় তথ্য দ্বারা নিচের ফরমটি পূরণ কর। 

      উত্তর :    আগারগাঁও উচ্চ বিদ্যালয়

ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন ফরম

শিক্ষার্থীর নাম   : অনিমা চৌধুরী

পিতা/অভিভাবকের নাম : শ্যামল চৌধুরী 

মাতার নাম : তাসলিমা চৌধুরী

যে শ্রেণিতে ভর্তি হতে ইচ্ছুক : ষষ্ঠ শ্রেণি

জন্ম তারিখ     : ০৪/১২/২০০৬ 

শিক্ষার্থীর স্বাক্ষর ও তারিখ

৮.   শিক্ষাবৃত্তি পাওয়ার জন্য নিচের ফরমটি পূরণ কর।

      উত্তর :

শিক্ষাবৃত্তি ফরম

তারিখ     :    ০৫/০১/২০১৬   

শিক্ষার্থীর নাম   :    কাওসার হাসান 

মাতার নাম :    রফিকুল ইসলাম

পিতার নাম     :    মোর্শেদা বেগম 

বিদ্যালয়ের নাম :    মতিঝিল মডেল হাই স্কুল এন্ড কলেজ, ঢাকা  

শ্রেণি      :    পঞ্চম

রোল      :    ০১  

স্থায়ী ঠিকানা     :    ১০৬, দক্ষিণ মুগদা, ঢাকা- ১২১৪। 

………..       কাওসার হাসান

শ্রেণিশিক্ষকের স্বাক্ষর  শিক্ষার্থীর স্বাক্ষর

৯.   মনে কর, তুমি পাতারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী। তুমি আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিতে চাও। এবার প্রয়োজনীয় তথ্য দ্বারা নিচের ফরমটি পূরণ কর।    [   

      উত্তর :  পাতারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

    প্রতিযোগিতার ফরম 

১)   শিক্ষার্থীর নাম : সালমান শরীফ  

২)   শ্রেণি :     ৫ম           রোল নং :    ০৪            শাখা     ক    

৩)   ক) শিক্ষার্থীর পিতার নাম    :   শরীফ হোসেন খান      

      খ) শিক্ষার্থীর মাতার নাম    :   সুমাইয়া খান

৪)   বর্তমান ঠিকানা : গ্রাম/সড়ক নং       রাজারচর  

      ডাকঘর :   চরডুমুরিয়া     মহল্লা :    

      উপজেলা :  মুন্সিগঞ্জ         জেলা :    মুন্সিগঞ্জ

৫)   স্থায়ী ঠিকানা :    গ্রাম/সড়ক নং :    ধুবরিয়া   

      ডাকঘর :   ধুবরিয়া         মহল্লা     :   

      উপজেলা :   নাগরপুর       জেলা :     টাঙ্গাইল

৬)   জন্ম তারিখ :     ০৮/০৩/২০০৫ 

৭)   যে সব প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক :

      ক)  ব্যঙ লাফ      

      খ)   ১০০ মিটার দৌড়

      গ)   উচ্চ লাফ      

      শ্রেণিশিক্ষকের স্বাক্ষর  শিক্ষার্থীর স্বাক্ষর

১০.  ধর, তোমার নাম নাবিল। তুমি বনফুল প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। তুমি তোমার বিদ্যালয়ের স্কাউট দলের সদস্য হতে চাও। সদস্যপদ লাভের জন্য নিচের ফরমটি পূরণ কর।

      উত্তর :    বনফুল প্রাথমিক বিদ্যালয়

স্কাউট সদস্য আবেদন ফরম

আবেদনকারীর নাম    :    নাবিল

পিতার নাম     :    বেলাল হোসেন 

মাতার নাম :    শেফালী বেগম  

জন্ম তারিখ     :    ২৫/১১/২০০৬   

উচ্চতা    :    ৩ ফুট ২ ইঞ্চি  

ওজন :    ৩২ কেজি

শ্রেণি :    পঞ্চম

রোল নম্বর :    ০২

রক্তের গ্রুপ :    ই+  

স্থায়ী ঠিকানা    :    ২৪/সি, লেক সার্কাস, কলাবাগান, ঢাকা।  

মোবাইল/টেলি. নম্বর   :    ০১৯১  

        নাবিল       বেলাল হোসেন              

 আবেদনকারীর স্বাক্ষর   অভিভাবকের স্বাক্ষর        পরিচালকের স্বাক্ষর 

১১.  তোমার এলাকায় নজরুল একাডেমিতে সদস্যপদ গ্রহণের জন্য নিচের ফরমটি পূরণ কর।

      উত্তর ঃ   সদস্য ফরম

১.   নাম ঃ   মো. মহিউদ্দিন       

২.   পিতার নাম ঃ  মো. সালাহউদ্দিন          

৩.   মাতার নাম ঃ ফরিদা খাতুন     

৪.   বিদ্যালয়ের নাম ঃ মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়             

৫.   শ্রেণি ঃ ৫ম         রোল নং ঃ ২  

৬.   জন্ম তারিখ ঃ ০৭.০৮.২০০৫     বয়স ঃ ১১

৭.   প্রিয় শখ ঃ গান গাওয়া     মহিউদ্দিন

            আবেদনকারীর স্বাক্ষর

১২.  মনে কর তুমি ভালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তুমি আন্তঃ প্রাথমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিতে চাও। এবার প্রয়োজনীয় তথ্য দ্বারা নিচের ফরমটি পূরণ কর।

বিতর্ক প্রতিযোগিতার ফরম

(১)   শিক্ষার্থীর নাম ঃ মারিয়া সুলতানা

(২)  বিদ্যালয়ের নাম ঃ ভালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়    

(৩)  শ্রেণি ঃ পঞ্চম  (৪)  রোল ঃ ০৫    (৫)  শাখা ঃ ক

(৬)  জন্ম তারিখ ঃ ২৭/০২/২০০৫

(৭)  পিতার নাম ঃ  মোমিনুল হক মৃধা

(৮)  মাতার নাম ঃ রেহানা আক্তার   

      (৯) শ্রেণিশিক্ষকের স্বাক্ষর    (১০) শিক্ষার্থীর স্বাক্ষর

১৪. মনে কর তোমার ছোট ভাই/বোনের নাম কবির/কণা। প্রথম শ্রেণিতে ভর্তি হতে জন্ম সনদ প্রয়োজন। নিচে দেওয়া ফরমটি প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ কর ।

জন্ম সনদ ফরম

      নাম ঃ কবির হাসান 

      পিতার নাম ঃ নাজমুল হাসান   

      মাতার নাম ঃ মাসুদা হাসান

      ঠিকানা ঃ ৪২/৩ পান্থপথ, ঢাকা।

      জন্ম তারিখ ঃ ২৭/০৩/২০১১

      জন্মস্থান   : ঢাকা।  

      লিঙ্গ : পুরুষ           মহিলা  

      জাতীয়তা : বাংলাদেশি

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *