অষ্টম শ্রেণী বাংলা ব্যকরণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর- সপ্তম পরিচ্ছেদঃ বিরামচিহ্ন

সপ্তম পরিচ্ছেদঃ বিরামচিহ্ন


১. বিরামচিহ্নের কাজ কী?     খ
 ক শব্দের অর্থ সুস্পষ্ট করা
        খ বাক্যের অর্থ সুস্পষ্ট করা
গ পদের অর্থ সুস্পষ্ট করা
       ঘ ভাষার অর্থ সুস্পষ্ট করা
২. বিরামচিহ্নের অপর নাম কী?      ঘ
 ক ভাষাচিহ্ন        খ বর্ণচিহ্ন
গ ছন্দচিহ্ন       ঘ যতি বা ছেদচিহ্ন
৩. বক্তার মনোভাবের সমাপ্তি বোঝাতে কোন বিরামচিহ্ন বসে?  খ
 ক কমা        খ দাঁড়ি
গ সেমিকোলন       ঘ ড্যাস
৪. কোনো কিছু জানার আগ্রহ ব্যক্ত করলে বাক্যের শেষে কোনটি বসে?     গ
 ক কোলন        খ দাঁড়ি
গ জিজ্ঞাসাচিহ্ন       ঘ কমা
৫. বক্তার মনের আবেগ প্রকাশ করতে কোনটি বসে?     ক
 ক বিস্ময়চিহ্ন        খ কোলন
গ হাইফেন       ঘ ড্যাস
৬. বাক্যে অল্প বিরতিতে কোনটি বসে?     ঘ
 ক ঊর্ধ্বকমা        খ কোলন
গ ড্যাস       ঘ কমা
৭. বাক্যে সম্বোধনের পর কোনটি বসে?     ঘ
 ক ঊর্ধ্বকমা        খ কোলন
গ ড্যাস       ঘ কমা
৮. একই পদের একধিক শব্দ পাশাপাশি ব্যবহৃত হলে কী বসে?     ঘ
 ক ঊর্ধ্বকমা        খ কোলন
গ ড্যাস       ঘ কমা
৯. আনন্দ, বেদনা, দুঃখ, ভয়, ঘৃণা ইত্যাদি প্রকাশ করতে কী বসে?     খ
 ক দাঁড়ি        খ বিস্ময়চিহ্ন
গ কমা       ঘ হাইফেন
১০. একই ধরনের একাধিক বাক্য বা বাক্যাংশকে আলাদা করতে কী বসে?     গ
 ক দাঁড়ি        খ বিস্ময়চিহ্ন
গ কমা       ঘ হাইফেন
১১. বাক্যের উদ্ধরণ চিহ্নের আগে কী বসে?    গ
 ক দাঁড়ি        খ বিস্ময়চিহ্ন
গ কমা       ঘ হাইফেন
১২. কমার চেয়ে দ্বিগুণ বিরতিকাল কোনটির?    গ
 ক ড্যাস        খ কোলন
গ সেমিকোলন       ঘ হাইফেন
১৩. দুটো বাক্যের মধ্যে ভাব বা অর্থের সম্বন্ধ থাকলে কী বসে?    গ
 ক ড্যাস        খ কোলন
গ সেমিকোলন       ঘ হাইফেন
১৪. একাধিক বাক্য সংযোজক অব্যয় দ্বারা যুক্ত না হলে কী বসে?    গ
 ক ড্যাস        খ কোলন
গ সেমিকোলন       ঘ হাইফেন
১৫. যেসব অব্যয় বৈপরীত্য বা অনুমান প্রকাশ করে, তাদের আগে কী বসে?     গ
 ক ড্যাস        খ কোলন
গ সেমিকোলন       ঘ হাইফেন
১৬. উদাহরণ বা দৃষ্টান্তবোঝাতে কী বসে?  খ
 ক ড্যাস        খ কোলন
গ সেমিকোলন       ঘ হাইফেন
১৭. উদ্ধৃতির আগে কী বসে?     খ
 ক ড্যাস        খ কোলন
গ সেমিকোলন       ঘ হাইফেন
১৮. নাটকের সংলাপের আগে কী বসে?     খ
 ক ড্যাস        খ কোলন
গ সেমিকোলন       ঘ হাইফেন
১৯. দুটো শব্দের সংযোগ বোঝাতে কী বসে?     ঘ
 ক ড্যাস        খ কোলন
গ সেমিকোলন       ঘ হাইফেন
২০. সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য কোনটি ব্যবহৃত হয়?      ঘ
 ক ড্যাস        খ কোলন
গ সেমিকোলন       ঘ হাইফেন
২১. একই ধরনের শব্দ প্রকাশের জন্য কোনটি বসে?     ঘ
 ক ড্যাস        খ কোলন
গ সেমিকোলন       ঘ হাইফেন
২২. হাইফেনের অপর নাম কী?     খ
 ক যুক্তচিহ্ন        খ সংযোগচিহ্ন
গ মুক্তচিহ্ন       ঘ স্মৃতিচিহ্ন
২৩. ‘তাদের মধ্যে অহি () নকুল সম্পর্ক’ বন্ধনিতে কোন চিহ্নটি        বসবে?     গ
 ক কমা        খ দাঁড়ি
গ হাইফেন       ঘ ড্যাস
২৪. ‘সুখ চাও () সুখ পাবে পরিশ্রমে।’ বন্ধনিতে কোন চিহ্নটি বসবে?     ক
 ক কমা        খ দাঁড়ি
গ হাইফেন       ঘ ড্যাস
২৫. আমরা বাংলাদেশে বাস করি () -বন্ধনিতে কোন চিহ্নটি বসবে?     খ
 ক কমা        খ দাঁড়ি
গ হাইফেন       ঘ ড্যাস
২৬. ‘তোমার নাম কী ()’ বন্ধনিতে কোন চিহ্নটি বসবে?     ঘ
 ক কমা        খ দাঁড়ি
গ হাইফেন       ঘ জিজ্ঞাসাচিহ্ন
২৭. বাক্যের অর্থ স্পষ্ট করতে কোনটি বসে?     ক
 ক কমা        খ দাঁড়ি
গ হাইফেন       ঘ জিজ্ঞাসাচিহ্ন
২৮. ‘কথাটা বলা সহজ () করা কঠিন।’ বন্ধনিতে কোন চিহ্নটি বসবে?     খ
 ক কমা        খ সেমিকোলন
গ হাইফেন       ঘ জিজ্ঞাসা চিহ্ন
২৯. সংযোগচিহ্ন বলতে কোনটিকে বোঝানো হয়?    গ
 ক কমা        খ সেমিকোলন
গ হাইফেন       ঘ জিজ্ঞাসাচিহ্ন
৩০. ‘বিধু () খাবে এসো।’ বন্ধনিতে কোন চিহ্নটি বসবে?     ক
 ক কমা        খ সেমিকোলন
গ হাইফেন       ঘ জিজ্ঞাসা চিহ্ন
৩১. মাগো () তুমি কখন এলে! বন্ধনিতে কোন চিহ্নটি বসবে?    গ
 ক কমা        খ সেমিকোলন
গ বিস্ময়       ঘ জিজ্ঞাসাচিহ্ন
৩২. ছেলেটা মেধাবী () কিন্তু ভারি অলস। বন্ধনিতে কোন চিহ্নটি বসবে?     খ
 ক কমা        খ সেমিকোলন
গ হাইফেন       ঘ উদ্ধরণচিহ্ন
৩৩. বন্ধনী চিহ্ন সাহিত্যে কী অর্থে ব্যবহৃত হয়?    গ
 ক ধাতু বোঝাতে        খ অর্থমূলক
গ ব্যাখ্যামূলক       ঘ উৎপন্ন বোঝাতে
৩৪. নাটকের সংলাপের আগে কোনটি বসে?    গ
 ক কমা         খ হাইফেন
গ কোলন       ঘ সেমিকোলন
৩৫. সমার্থক ও বিপরীতার্থক শব্দের মধ্যে কোনটি বসে?  খ
 ক কোলন        খ ড্যাশ
গ কোলন-ড্যাশ       ঘ হাইফেন
৩৬. তারিখ লিখতে বার ও মাসের পর কোন চিহ্ন বসে?     ঘ
 ক দাঁড়ি        খ ইলেক
গ সেমিকোলন       ঘ কমা
৩৭. লোপ চিহ্নের বিরতিকাল কত?      ঘ
 ক ১ সেকেণ্ড        খ ১ বলার দ্বিগুন সময়
গ ১ বলতে যে সময় লাগে       ঘ বিরতির প্রয়োজন নেই
৩৮. কোনটিতে হাইফেনের যথার্থ প্রয়োগ ঘটেছে?     ক
 ক ভাল-মন্দ বুঝতে হবে
        খ রাতা-রাতি যেতে হবে
গ বাবা বলেন-দুষ্টুমি করো না
       ঘ দু-টি প্রশ্নের উত্তর দাও
৩৯. বাক্যে সম্বোধনের পরে কোন যতি চিহ্ন বসে?     ক
 ক কমা        খ সেমিকোলন
গ কোলন       ঘ বিস্ময়চিহ্ন
৪০. সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখাবার জন্য কোন বিরামচিহ্ন ব্যবহার করা
য়?     ঘ
 ক কমা        খ সেমিকোলন
গ ড্যাস       ঘ হাইফেন
৪১. কমা অপেক্ষা দ্বিগুণ সময় থামার প্রয়োজন হলে কোন চিহ্ন বসে?     ক
 ক সেমিকোলন        খ কোলন
গ হাইফেন       ঘ ইলেক/লোপ
৪২. নাটকের সংলাপের আগে কোন চিহ্ন বসে?     ঘ
 ক কমা        খ সেমিকোলন
গ হাইফেন       ঘ কোলন
৪৩. ;বিরাম চিহ্নটিকে কী বলে?     গ
 ক হাইফেন        খ বিস্ময় চিহ্ন
গ সেমিকোলন       ঘ কোলন
৪৪. একই পদের একাধিক শব্দ পাশাপাশি ব্যবহৃত হলে, কোন যতি চিহ্ন বসে?     ঘ
 ক বিস্ময় চিহ্ন        খ সেমিকোলন
গ কোলন       ঘ কমা
৪৫. দু’টো বাক্যের মধ্যে ভাব বা অর্থের সম্বন্ধ থাকলে কোন বিরাম চিহ্নটি বসবে?     ক
 ক সেমিকোলন        খ হাইফেন
৪৬. বাক্যে সম্বোধনের পর কোন বিরামচিহ্ন বসে?     ক
 ক কমা        খ দাঁড়ি
গ কোলন       ঘ হাইফেন
৪৭. বাক্যে উদ্ধরণচিহ্নের আগে কোন বিরামচিহ্ন বসে?     ক
 ক কমা        খ সেমিকোলন
গ হাইফেন       ঘ কোলন

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *