Primary assistant teacher exam question 2018 (Set-8161)
প্রাইমারি সহকারি-শিক্ষক নিয়োগ পরিক্ষা ২০১৮ (সেট-৮১৬১)
১। বাংলাদেশ মিয়ানমার সমুদ্রসীমার মামলার রায় হয়–
(ক) ১৮ এপ্রিল, ২০১২
(খ) ২০ মে, ২০১০
(গ) ১৫ জুন, ২০০৯
(ঘ) ১৪ মার্চ, ২০১২
উত্তরঃ ঘ। ১৪ মার্চ, ২০১২
২। “নন্দিত” এর বিপরিত শব্দ কোনটি?
(ক) বিষাদ
(খ) প্রচ্ছন্ন
(গ) নিন্দিত
(ঘ) বিষণ্ন
উত্তরঃ গ। নিন্দিত
৩। We were watching the news when the telephone-
(ক) rang
(খ) rung
(গ) ringing
(ঘ) had rung
উত্তরঃ ক। rang
৪। The sentence “Empty vessels sound much” refers to-
(ক) A little learning is a dangerous thing
(খ) Pride goes before destruction
(গ) Barking dog seldom bites
(ঘ) উত্তরঃ ঘ।
৫। It is 11 am now. The sun ______ in the eastern sky.
(ক) has been shining
(খ) had been shining
(গ) shines
(ঘ) is shining
উত্তরঃ ঘ। is shining
৬। {(5x/6) + 3} এবং {(x/3) + 10} প্রস্পর সমান সলে x এর মান কত?
(ক) 6.0
(খ) 7.0
(গ) 21/7
(ঘ) 21/7
উত্তরঃ ঘ। 21/7
৭। কোন বানাটি অশুদ্ধ?
(ক) উপাদান
(খ) উপার্জন
(গ) উপাচার্য
(ঘ) উপাধ্যাক্ষ
উত্তরঃ গ। উপাচার্য
৮। ▲ABC এর ∠A = 45° ও ∠B = 30° ∠C এর মান কত?
(ক) 105
(খ) 105
(গ) 90
(ঘ) 100
উত্তরঃ ক। 105
৯। “বরণের যোগ্য যিনি” বাক্যটির এক কথায় প্রকাশ হবে–
(ক) বরেণ্য
(খ) বীরপুরুষ
(গ) বীর
(ঘ) বরনীয়
উত্তরঃ ক। বরেণ্য
১০। The roads of Dhaka are wider ______ .
(ক) than Sylhet’s
(খ) then Sylhet
(গ) than those of Sylhet
(ঘ) then those of Sylhet
উত্তরঃ ঘ। then those of Sylhet
১১। ২০ ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দুভাগ করা হলো যেনো ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট ?
(ক) ১০
(খ) ৬
(গ) ৭
(ঘ) ৮
উত্তরঃ ঘ। ৮
১২। “মাথা খাও, ভুলিওনা খেয়ো মনে করে” –
(ক) মাথার দিব্যি
(খ) মাথা ব্যাথা
(গ) মাথা খাওয়া
(ঘ) মাথা ধরা
উত্তরঃ ক। মাথার দিব্যি
১৩। The word “everything” is –
(ক) an adverb
(খ) a pronoun
(গ) a noun
(ঘ) an adjective
উত্তরঃ খ। a pronoun
১৪। বহুব্রীহি সমাস কয় প্রকার ?
(ক) তিন প্রকার
(খ) আট প্রকার
(গ) ছয় প্রকার
(ঘ) দশ প্রকার
উত্তরঃ খ। আট প্রকার
১৫। কোনো ছাত্রাবাসে ৪০ জন ছাত্রের ৩০ দিনের খাবার আছে । ৫ দিন পর আরো ১০ জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্য তাদের কতদিন চলবে ?
(ক) ২৫ দিন
(খ) ২৮ দিন
(গ) ১৫ দিন
(ঘ) ২০ দিন
উত্তরঃ ঘ। ২০ দিন
১৬। Which one is the singular of leaves ?
(ক) Leafe
(খ) Leaf
(গ) Leav
(ঘ) Leave
উত্তরঃ খ। Leaf
১৭। x = √ 3 – 1 / x হলে x < sup > 3 < / sup > + 1 / x < sup > 3 < / sup > এর মান কত ?
(ক) √ 3
(খ) 0.0
(গ) 1.0
(ঘ) 3.0
উত্তরঃ খ। 0.0
১৮। The correct meaning of the word “deliberate” is –
(ক) willingly
(খ) known
(গ) intentional
(ঘ) familiar
উত্তরঃ ক। willingly
১৯। He prefers ______ European country for spending his vacation.
(ক) the
(খ) an
(গ) a
(ঘ) none
উত্তরঃ গ। a
২০। Which one is correct ?
(ক) You, he and I am present
(খ) He, you and I am present
(গ) I, you and he are present
(ঘ) You, he and I are present
উত্তরঃ ঘ। You, he and I are present
২১। একটি ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে ২৭০০ চকলেট বিতরণ করা হলো । প্রত্যেক শিক্ষার্থী ক্লাসের মোট শিক্ষার্থীর সংখ্যার তিনগুন পরিমাণ চকলেট পেলে ক্লাসের মোট শিক্ষার্থীর সংখ্যা কত ?
(ক) ৬০
(খ) ৯০
(গ) ৩০
(ঘ) ৪৫
উত্তরঃ গ। ৩০
২২। “কচুবনের কাঁলচাঁদ” বাগধারাটির অর্থ কী ?
(ক) সোউখিন ব্যক্তি
(খ) নিরীহ ব্যক্তি
(গ) অপদার্থ
(ঘ) সাধাসিধা লোক
উত্তরঃ গ। অপদার্থ
২৩। “প্রত্যুষ” শব্দের সন্ধি বিচ্ছেদ করুন ।
(ক) প্রতি + ঊষ
(খ) প্রত্যু + উষ
(গ) প্রতি + উষ
(ঘ) প্রত্যু + উষ
উত্তরঃ ক। প্রতি + ঊষ
২৪। বাদুড় অন্দকারে চলফেরা করার সময় কিভাবে দিক নির্ণয় করে ?
(ক) চোখে দেখে
(খ) ঘ্রাণ শাক্তির মাধ্যমে
(গ) আল্ট্রাসনিক শব্দের মাধ্যমে
(ঘ) সবগুলোই ঠিক
উত্তরঃ গ। আল্ট্রাসনিক শব্দের মাধ্যমে
২৫। Correct passive form of – “I have to do it”
(ক) It has to be done by me
(খ) It is to be done by me
(গ) Let it has be done by me
(ঘ) It has to be done to me.
উত্তরঃ ক। It has to be done by me
২৬। “Prior to” means –
(ক) before
(খ) during the period of
(গ) immediately
(ঘ) after
উত্তরঃ ক। before
২৭। নিম্নের নামগুলোর মধ্যে মুক্তিযুদ্ধের “বীর প্রতিক” খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা কে ?
(ক) সেতারা বেগম
(খ) জাহানারা ইমাম
(গ) নীলিমা ইব্রাহিম
(ঘ) বেগম সুফিয়া কামাল
উত্তরঃ ক। সেতারা বেগম
২৮। চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না –
(ক) পিতল
(খ) লোহ
(গ) ইস্পাত
(ঘ) নিকেল
উত্তরঃ ক। পিতল
২৯। What type of noun the word is “Infancy” is ?
(ক) Material
(খ) Collective
(গ) Common
(ঘ) Abstract
উত্তরঃ ঘ। Abstract
৩০। ১৯৮২ সালের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুজায়ী একটি উপ – কূলীয় রাষ্ট্রের মহীসোপানের (Continental shelf) সীমা হবে ভিত্তি রেখা হতে –
(ক) ৩৫০ নটিকাল মাইল
(খ) ৪০০ নটিকাল মাইল
(গ) ২০০ নটিকাল মাইল
(ঘ) ৩০০ নটিকাল মাইল
উত্তরঃ ক। ৩৫০ নটিকাল মাইল
৩১। লোকসাহিত্য কাকে বলে ?
(ক) লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে
(খ) গ্রামীণ অশিক্ষিত ও অখ্যাত সৃষ্ট রচনাকে
(গ) গ্রামীণ নরনারীর প্রনয় সংবলিত উপাখ্যানকে
(ঘ) লোক সাধারনের কল্যানে দেবতাদের প্রস্তুতিমূলক রচনাকে
উত্তরঃ ক। লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে
৩২। কোনটি বাংলার প্রাচীন জনপদের নাম নয় ?
(ক) মৌর্য
(খ) পুন্ড্র
(গ) গৌড়
(ঘ) রাড়
উত্তরঃ ক। মৌর্য
৩৩। Choose the correct indirect speech.She asked me, “Are you happy in your new job?”
(ক) She asked me whether I am happy in my new job
(খ) She asked me if had been happy in my new job
(গ) She asked me if I was happy in my new job
(ঘ) She asked me if I have been happy in my new job
উত্তরঃ গ। She asked me if I was happy in my new job
৩৪। “দেহসের জন্য সেবা কর” “দেশের” কোন কারকে কোন বিভক্তি ?
(ক) কর্তায় শূন্য
(খ) কর্মে শূন্য
(গ) কর্মে ষষ্ঠী
(ঘ) সম্প্রদানে ষষ্ঠী
উত্তরঃ ঘ। সম্প্রদানে ষষ্ঠী
৩৫। “শৃঙ্খলাকে অতিক্রান্ত = উচ্ছৃঙ্কল” – কোন কারকে কোন বিভক্তি ?
(ক) দ্বন্দ্ব
(খ) অব্যয়ীভাব
(গ) বহুব্রীহি
(ঘ) তৎপুরুষ
উত্তরঃ খ। অব্যয়ীভাব
৩৬। ০.৩ × ০.০৩ × ০.০০৩ = কত ?
(ক) ০.০০০২৭
(খ) ০.০২৭
(গ) ০.০০০০০২৭
(ঘ) ০.০০০০০২৭
উত্তরঃ ঘ। ০.০০০০০২৭
৩৭। “Among” is a preposition that is used when –
(ক) four only
(খ) two
(গ) more than two
(ঘ) two more than two
উত্তরঃ গ। more than two
৩৮। দুটি সরল্রেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের একটি বিপরিত কোণকে অপরটির কী বলা হয় ?
(ক) সম্পূরক কোণ
(খ) বিপ্রতীপ কোণ
(গ) সন্নিহিত কোণ
(ঘ) পূরক কোণ
উত্তরঃ খ। বিপ্রতীপ কোণ
৩৯। প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতির নাম কী ?
(ক) রাজা শশাঙ্ক
(খ) গিয়াস উদ্দীন আজম শাহ
(গ) ফক্রুদ্দীন মোবারক শাহ
(ঘ) লক্ষণ সেন
উত্তরঃ ক। রাজা শশাঙ্ক
৪০। Diamond cuts diamonds এর অনুবাদ কোনটি ?
(ক) মানিকে মানি চেনে
(খ) সঙ্গদোষে নষ্ট
(গ) সৎ সঙ্গে স্বর্গবাস
(ঘ) সঙ্গ দেখে লোক চেনা যায়
উত্তরঃ ক। মানিকে মানি চেনে
৪১। সবচেয়ে বড় সংখ্যা কোনটি ?
(ক) ৯ / ১০০
(খ) ৯ / ১০০০
(গ) ০.০০৯৯
(ঘ) ০.১০০
উত্তরঃ ঘ। ০.১০০
৪২। “অন্বেষণ” শব্দের সন্ধি বিচ্ছেদ করুন ?
(ক) অন্ব + এষন
(খ) অন + এষন
(গ) অন্ব + এষন
(ঘ) অনু + এষন
উত্তরঃ ঘ। অনু + এষন
৪৩। বৃষ্টি পড়ে “টাপুর টুপুর” – এখানে “টাপুর টপুর” কোন ধরনের শব্দ ?
(ক) ধনাত্মক শব্দ
(খ) পদের দ্বিরুক্তি
(গ) ছড়ার শব্দ
(ঘ) শব্দের দ্বিরুক্তি
উত্তরঃ ক। ধনাত্মক শব্দ
৪৪। একটি ভোট কেন্দ্রে উপস্থিত ভোতারদের ৬০ % ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন । তিনি একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা ৭৫০০ ভোট বেশি পেয়েছেন । ভোট কেন্দ্রে কত জন ভোটার উপস্থিত ছিল ?
(ক) ২৫০০০
(খ) ৩৭৫০০
(গ) ৪২০০০
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ ঘ। কোনোটিই নয়
৪৫। Choose the correct spelling –
(ক) Accelerate
(খ) Accelerrate
(গ) Accilarate
(ঘ) Accilarate
উত্তরঃ ক। Accelerate
৪৬। Which pair of words are dissimilar ?
(ক) round, around
(খ) preserve, prevent
(গ) fire, flame
(ঘ) beg, sack
উত্তরঃ গ। fire, flame
৪৭। কোনো ত্রিবুজের তিনটি বাহু বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ তিন কোণের পরিমাণ কত ডিগ্রি ?
(ক) ১৫০
(খ) ৩৬০
(গ) ১৮০
(ঘ) ১৮০
উত্তরঃ খ। ৩৬০
৪৮। “নিকুঞ্জ” শব্দের সঠিক অর্থ কোনটি ?
(ক) খেলার মাঠ
(খ) পাখির বাসা
(গ) খড়ের ঘর
(ঘ) বাগান
উত্তরঃ ঘ। বাগান
৪৯। একজন ক্রিকেটারের ১০ ইনিংসের রানের গড় ৪৫.৫ । ১১ তম ইনিংসে কত রান করে আউট হলে সব ইনিংসে মিলিয়ে তার রানের গড় ৫০ হবে ?
(ক) ৯০
(খ) ৯৫
(গ) ৯৮
(ঘ) ৯৬
উত্তরঃ খ। ৯৫
৫০। “দুর্দান্ত” এর বিপরীতার্থক শব্দ কোনটি ?
(ক) সুস্থির
(খ) সুবিনীত
(গ) কোমল
(ঘ) নিরীহ
উত্তরঃ ঘ। নিরীহ
৫১। একটি কলম ও একটি বইয়ের মূল্য একত্র ৯৫ টাকা । কলমটির মূল্য ১৫ টাকা বেশি ও বইটির মূল্য ১৪ টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বীগুন হতো । বইটির মূল্য কত ?
(ক) ৪৬
(খ) ৪৯
(গ) ৪৯
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ ক। ৪৬
৫২। ক, খ ও গ – এর বেতনের অনুপাত ৭: ৫: ৩ । খ, গ অপেক্ষা ২২ টাকা বেশি পেলে, ক এর বেতন কত ?
(ক) ৩৩৩ টাকা
(খ) ৭৭৭ টাকা
(গ) ৮৮৮ টাকা
(ঘ) ৫৫৫ টাকা
উত্তরঃ খ। ৭৭৭ টাকা
৫৩। “একাদশে বৃহষ্পতি” বাগধারাটির অর্থ কী ?
(ক) দিনের প্রথম ভাগ
(খ) আনদের বিষয়
(গ) বিপদে পড়া
(ঘ) সৌভাগ্যের বিষয়
উত্তরঃ ঘ। সৌভাগ্যের বিষয়
৫৪। বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি ?
(ক) যমুনা
(খ) মেঘ্না
(গ) কর্ণফুলী
(ঘ) পদ্মা
উত্তরঃ গ। কর্ণফুলী
৫৫। মুক্তিযুদ্ধের কোন সেক্টরে কেবল নৌ কমান্ড দ্বারা সঠিক হয়েছিল ?
(ক) ১১ নং সেক্টর
(খ) ১ নং সেক্টর
(গ) ১০ নং সেক্টর
(ঘ) ৯ নং সক্টর
উত্তরঃ গ। ১০ নং সেক্টর
৫৬। কোন বানানটি শুদ্ধ ?
(ক) আধ্যোক্ষর
(খ) আদাক্ষর
(গ) আদ্যখর
(ঘ) আদ্যাক্ষর
উত্তরঃ ঘ। আদ্যাক্ষর
৫৭। ২ % হার সুদে ১০০ টাকার ৩ বছরের সুদ অপেক্ষা ৩ % সুদে ঐ টাকার ৩ বছরের সুদ কত বেশি হবে ?
(ক) ১ টাকা
(খ) ২ টাকা
(গ) ৩ টাকা
(ঘ) ৪ টাকা
উত্তরঃ গ। ৩ টাকা
৫৮। Which of the following sentence is correct ?
(ক) He was hung for murder
(খ) He was hanged for murder
(গ) He was hunged for murder
(ঘ) He had been hung for murder
উত্তরঃ খ। He was hanged for murder
৫৯। নিচের কোনটি বাংলা লেখার সফটওয়্যার ?
(ক) রূপসা
(খ) রূপসা
(গ) সুলেখা
(ঘ) সুতনী
উত্তরঃ খ। রূপসা
৬০। Adult Cell ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম দেওয়া হয়েছে –
(ক) মালি
(খ) নেলী
(গ) শেলী
(ঘ) শেলী
উত্তরঃ ঘ। শেলী
৬১। 4x < sup > 4 < / sup > + 1 কে উৎপাদকে বিশ্লেষণ করলে কোনটি পাওয়া যাবে ?
(ক) (2x < sup > 2 < / sup > + 2x + 1)(2x < sup > 2 < / sup > – 2x – 1)
(খ) (2x < sup > 2 < / sup > + 2x – 1)(2x < sup > 2 < / sup > – 2x + 1)
(গ) (2x < sup > 2 < / sup > + 2x + 1)(2x < sup > 2 < / sup > – 2x + 1)
(ঘ) (2x < sup > 2 < / sup > + 2x – 1)(2x < sup > 2 < / sup > – 2x – 1)
উত্তরঃ গ। (2x < sup > 2 < / sup > + 2x + 1)(2x < sup > 2 < / sup > – 2x + 1)
৬২। The meaning of the word “precedence” is :
(ক) event that never happened
(খ) tenure of the president
(গ) a matter to deal with
(ঘ) a case of reference
উত্তরঃ ঘ। a case of reference
৬৩। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪, ৫ ভাগশেষ থাকবে ?
(ক) ১৪
(খ) ১২
(গ) ১০
(ঘ) ১৩
উত্তরঃ খ। ১২
৬৪। প্রদত্ত উপাত্তগুলোর মধ্যক কত ? < br > ১৭, ২১, ২৩, ১১
(ক) ১৪
(খ) ১২
(গ) ১২
(ঘ) ১৩
উত্তরঃ গ। ১২
৬৫। জাতিসংঘের অঙ্গসংস্থা নয় কোনটি ?
(ক) বিশ্ব স্বাস্থ্য সংস্থা
(খ) আন্তর্জাতিক রেডক্রস
(গ) বিশ্ব খাদ্য সংস্থা
(ঘ) আন্তর্জাতিক আদালত
উত্তরঃ খ। আন্তর্জাতিক রেডক্রস
৬৬। কোনটি জহির রায়হানের রচিত উপন্যাস নয় ?
(ক) অবর্ণনীয়
(খ) নির্বচনীয়
(গ) বর্ণনাতীত
(ঘ) অনির্বচনীয়
উত্তরঃ ক। অবর্ণনীয়
৬৭। বিশ্বের রাজধানী বলা হয় কোন শহরকে ?
(ক) টোকিয়
(খ) নিউইয়োর্ক
(গ) নিউইয়োর্ক
(ঘ) লন্ডন
উত্তরঃ খ। নিউইয়োর্ক
৬৮। বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী মহিলা পার্বতারোহী কে ?
(ক) অয়াসফীয়া নাজনীন
(খ) নিশাত মুজুমদার
(গ) রাবেয়া ভুঁইয়া
(ঘ) নাজিয়া সুলতানা
উত্তরঃ খ। নিশাত মুজুমদার
৬৯। I prefer tea ______ coffee
(ক) than
(খ) than
(গ) to
(ঘ) for
উত্তরঃ গ। to
৭০। কোনটি বাংলাদেশের সীমান্তবর্তী দেশ ?
(ক) ভুটান
(খ) চীন
(গ) মিয়ানমার
(ঘ) নেপাল
উত্তরঃ গ। মিয়ানমার
৭১। ঢাকায় প্রথম বাংলার রাজধানী স্থাপন করেন –
(ক) শায়েস্তা খান
(খ) সম্রাট আকবর
(গ) সম্রাট জাহাঙ্গীর
(ঘ) ইসলাম খাঁ
উত্তরঃ ক। শায়েস্তা খান
৭২। সম্প্রতি বাংলাদেশের কোন অনুষ্ঠানটি জাতিসংঘের ইউনেস্কো সংস্কৃতির ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে ?
(ক) একুশে প্রভাত ফেরী
(খ) মঙ্গল শোভাযাত্রা
(গ) রথ যাত্রা
(ঘ) একুশের বই মেলা
উত্তরঃ খ। মঙ্গল শোভাযাত্রা
৭৩। কোন সংখ্যার ৪০ % এক সাথে ৪৫ যোগ করলে যোগফল যদি ঐ সংখ্যাটি হয়, তাহলে সংখ্যাটি কত ?
(ক) ৬৪
(খ) ৭৫
(গ) ৭০
(ঘ) ৮৫
উত্তরঃ খ। ৭৫
৭৪। মৌলিক পদার্থ কোনটি ?
(ক) বাতাস
(খ) লোহা
(গ) পিতল
(ঘ) জল
উত্তরঃ খ। লোহা
৭৫। কোনটি ডাটা পরিমাপের সবচেয়ে বড় একক ?
(ক) টেরাবাইট
(খ) মেগাবাইট
(গ) কিলোবাইট
(ঘ) গিগাবাইট
উত্তরঃ ক। টেরাবাইট
৭৬। নিম্নোক্তগণের মধ্যে কে বীরশ্রষ্ঠ নন ?
(ক) হামিদুর রহমান
(খ) মোস্তফা কামাল
(গ) মুন্সী আব্দুর রহিম
(ঘ) নূর মোহাম্মদ শেখ
উত্তরঃ গ। মুন্সী আব্দুর রহিম
৭৭। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সে.মি.হলে এর অতিভুজের মান কত ?
(ক) ৭ সে.মি.
(খ) ৮ সে.মি.
(গ) ৪ সে.মি.
(ঘ) ৫ সে.মি.
উত্তরঃ ঘ। ৫ সে.মি.
৭৮। “প্রাচীন” এর বিপরীতার্থক শব্দ কোনটি ?
(ক) নতুন
(খ) বর্তমান
(গ) বর্তমান
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ গ। বর্তমান
৭৯। “নীল লোহিত” কার ছদ্মনাম ?
(ক) সমরেশ মজুমদার
(খ) সুনীল গঙোপাধ্যায়
(গ) রাজ শেখর বসু
(ঘ) সমর সেন
উত্তরঃ খ। সুনীল গঙোপাধ্যায়
৮০। “কথায় বর্ণনা করা যায় না“- এ বাক্যের সংক্ষিপ্ত রূপ কী?
(ক) অবর্ণনীয়
(খ) বির্বচনীয়
(গ) বর্ণনাতীত
(ঘ) নির্বচনীয়
উত্তরঃ ক। অবর্ণনীয়