Primary assistant teacher exam question 2012 (Code-Jomuna) Date-24-02-2012

প্রাইমারি সহকারি-শিক্ষক নিয়োগ পরিক্ষা ২০১২ (কোড-যমুনা)

এর বেতনের অনুপাত : , অপেক্ষা ৪০০ টাকা বেশি বেতন পেলে এর বেতন কত ?

(ক) ১০০০ টাকা

(খ) ৯০০ টাকা

(গ) ১১০০ টাকা

(ঘ) ১৬০০ টাকা

উত্তরঃ ক। ১০০০ টাকা

।  সমানুপাতের দ্বিতীয় তৃতীয় রাশিকে বলে —-

(ক) প্রান্ত রাশি

(খ) মিশ্র রাশি

(গ) একক রাশি

(ঘ) মধ্য রাশি

উত্তরঃ ঘ। মধ্য রাশি

চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমাল যে, চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিল?

(ক) ৩০%

(খ) ২৫%

(গ) ২০%

(ঘ) ২২%

উত্তরঃ গ। ২০%

কোনো বই ৪০ টাকায় বিক্রি করলে ২০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রি করলে ৪০% লাভ হবে?

(ক) ৭০ টাকা

(খ) ৪৪ টাকা

(গ) ৫০ টাকা

(ঘ) ১০০ টাকা

উত্তরঃ ক। ৭০ টাকা

এক ব্যক্তি চাল বিক্রয় করে দেখল যে, ২৫ কেজি চালের বিক্রয়মূল্য ২০ কেজি চালের ক্রয়মূল্যের সমান। তার শতকরা কত ক্ষতি হল?

(ক) ২০%

(খ) ১৫%

(গ) ৩০%

(ঘ) ২৫%

উত্তরঃ ক। ২০%

দুই ব্যক্তি একটি কাজ একত্রে দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একাকী কাজটি ১২ দিনে করতে পারে। দ্বিতীয় ব্যক্তি একাকী কাজটি কত দিনে করতে পারবে?

(ক) ৮ দিন

(খ) ১০ দিন

(গ) ১২ দিন

(ঘ) ২৪ দিন

উত্তরঃ ঘ। ২৪ দিন

যদি ৫টি বেড়াল ৫টি ইদুর ধরে দিনে, তাহলে ১০০টি বিড়াল ১০০ টি ইঁদুর ধরবে কয় দিনে

(ক) ১০০ দিনে

(খ) ৫ দিনে

(গ) ১০ দিনে

(ঘ) ৫০ দিনে

উত্তরঃ খ। ৫ দিনে

থেকে শুরু করে পর পর পাঁচটি জোড় সংখ্যার গড় কী হবে?

(ক) ৫

(খ) ৭

(গ) ৬

(ঘ) ৮

উত্তরঃ গ। ৬

কোনো শ্রেণীতে ২০ জন ছাত্রের বয়সের গড় ১০ বছর। শিক্ষকসহ তাদের বয়সের গড় ১২ বছর হলে শিক্ষকের বয়স কত?

(ক) ৫২ বছর

(খ) ৬২ বছর

(গ) ৪২ বছর

(ঘ) ৩২ বছর

উত্তরঃ ক। ৫২ বছর

১০4x2–13x-12 এর উৎপাদক কত?

(ক) (2x-4) (2x-3)

(খ) (2x-4) (2x + 3)

(গ) (x-4) (4x + 3)

(ঘ) (x + 4) (4x-3)

উত্তরঃ গ। (x-4) (4x + 3)

১১a+1/a = 4 হলে a3 + 1/a3 =কত?

(ক) 76

(খ) 70

(গ) 47

(ঘ) 52

উত্তরঃ ঘ। 52

১২ত্রিভুজের যে কোনো বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয়ের সমষ্টি

(ক) দুই সমকোণ অপেক্ষা ক্ষুদ্রতর

(খ) দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর

(গ) দুই সমকোণের সমান

(ঘ) দুই সমকোণের অর্ধেক,

উত্তরঃ খ। দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর

১৩স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ

(ক) এক সমকোণের অর্ধেক

(খ) সরল কোণ

(গ) এক সমকোণ

(ঘ) কোনােটিই নয়

উত্তরঃ গ। এক সমকোণ

১৪Which one is the correct past tense form of ring?

(ক) Rang

(খ) Rung

(গ) Ringed

(ঘ) Runged

উত্তরঃ ক। Rang

১৫Which one is conjunction?

(ক) out

(খ) or

(গ) for

(ঘ) very

উত্তরঃ খ। or

১৬কোনটি শুদ্ধ বানান?

(ক) Jewelery

(খ) Jewellery

(গ) Jewellry

(ঘ) Jwellry

উত্তরঃ খ। Jewellery

১৭কোনটি শুদ্ধ বানান?

(ক) Posesion

(খ) Posession

(গ) Possesion

(ঘ) Possession

উত্তরঃ ঘ। Possession

১৮‘Fortune favours the brave’ এর পরিবর্তিত voice form হচ্ছে

(ক) The brave are favoured by fortune

(খ) The brave has favoured by fortune

(গ) The brave shall be favoured by fortune

(ঘ) The brave is favoured by fortune

উত্তরঃ ক। The brave are favoured by fortune

১৯‘Let me do the sum’ এর পরিবর্তিত voice form হচ্ছে

(ক) Let the sum being done by me

(খ) Let the sum be done by me

(গ) Let the sum done by me

(ঘ) Let the sum is to be done by me

উত্তরঃ খ। Let the sum be done by me

২০The poorman said, ‘Let me have some food.’ বাক্যের indirect speech হচ্ছে

(ক) The poorman begged that I might had some food.

(খ) The poorman begged that he might had some food.

(গ) The poorman begged that he might have some food.

(ঘ) The poorman begged that I might have some food

উত্তরঃ গ। The poorman begged that he might have some food.

২১He said, ‘How charming the sight is!’ বাক্যের indirect form হচ্ছে

(ক) He exclaimed that the sight was charming.

(খ) He exclaimed that the sight is very charming.

(গ) He exclaimed that the sight is charming.

(ঘ) He exclaimed that the sight was very charming.

উত্তরঃ ঘ। He exclaimed that the sight was very charming.

২২If you help me, I —-grateful. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ

(ক) shall remaining

(খ) will remain

(গ) would remain

(ঘ) am remaining

উত্তরঃ খ। will remain

২৩Do not brood so much — your misfortune বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে,

(ক) on

(খ) about

(গ) upon

(ঘ) for

উত্তরঃ ক। on

২৪‘Fall into line’ idiom-টির অর্থ হচ্ছে

(ক) Disagree

(খ) Honest

(গ) Brave

(ঘ) Agree

উত্তরঃ ঘ। Agree

২৫‘Ins and outs’ idiom-টির অর্থ হচ্ছে

(ক) Summary

(খ) cunningly

(গ) In details

(ঘ) Sorted

উত্তরঃ গ। In details

২৬কোনটি শুদ্ধ বাক্য?

(ক) He dares go there.

(খ) The police were informed of the matter.

(গ) I came in when he was writing.

(ঘ) Matin is good than his brother.

উত্তরঃ খ। The police were informed of the matter.

২৭কোনটি শুদ্ধ বাক্য?

(ক) The moon shines by night.

(খ) Did they wrote the book?

(গ) He stopped to write letters to me.

(ঘ) I forbade him to go

উত্তরঃ ঘ। I forbade him to go

২৮মসনদের মোহে নাটকটির রচয়িতা কে?

(ক) আকবর উদ্দীন

(খ) ইব্রাহীম খাঁ

(গ) শাহাদৎ হোসেন

(ঘ) দ্বিজেন্দ্রলাল রায়

উত্তরঃ গ। শাহাদৎ হোসেন

২৯ছায়া হরিণ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?

(ক) আহসান হাবীব

(খ) ফররুখ আহমদ

(গ) শামসুর রাহমান

(ঘ) সৈয়দ আলী আহসান

উত্তরঃ ক। আহসান হাবীব

৩০সীমানা ছাড়িয়েউপন্যাসটির রচয়িতা কে?

(ক) সৈয়দ শামসুল হক

(খ) জহির রায়হান

(গ) আনিস চৌধুরী

(ঘ) দাউদ হায়দার

উত্তরঃ ক। সৈয়দ শামসুল হক

৩১কোনটি শুদ্ধ বানান ?

(ক) দধিচী

(খ) দধীচি

(গ) দধিচি

(ঘ) দধীচী

উত্তরঃ খ। দধীচি

৩২কোনটি শুদ্ধ বানান ?

(ক) ভাগিরথী

(খ) ভাগীরথি

(গ) ভাগীরথী

(ঘ) ভাগিরথি

উত্তরঃ গ। ভাগীরথী

৩৩গুনহীনে ত্যাগ কর‘ – বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?

(ক) কর্মে ৭মী

(খ) অথিকরণে ৭মী

(গ) সম্প্রদানে ৭মী

(ঘ) অপাদানে ৭মী

উত্তরঃ ক। কর্মে ৭মী

৩৪আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে ?- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?

(ক) সম্প্রদানে ৭মী

(খ) অথিকরণে ৭মী

(গ) করণে ৭মী

(ঘ) অপাদানে ৭মী

উত্তরঃ ঘ। অপাদানে ৭মী

৩৫বিশেষণের সাথে বিশেষ্যের যে সমাস হয় তার নাম কি?

(ক) দ্বন্দ্ব

(খ) তৎপুরুষ

(গ) কর্মধারয়

(ঘ) বহুব্রীহি

উত্তরঃ গ। কর্মধারয়

৩৬পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে বলে

(ক) দ্বন্দ্ব সমাস

(খ) তৎপুরুষ সমাস

(গ) কর্মধারয় সমাস

(ঘ) বহুব্রীহি সমাস

উত্তরঃ খ। তৎপুরুষ সমাস

৩৭তিমিরএর বিপরীতার্থক শব্দ

(ক) আলো

(খ) অন্ধকার

(গ) কালো

(ঘ) তিরস্কার

উত্তরঃ ক। আলো

৩৮পৃথিবীএর সমার্থক শব্দ নয়

(ক) বসুন্ধরা

(খ) যামিনী

(গ) ধরণী

(ঘ) অবনী

উত্তরঃ খ। যামিনী

৩৯কোন বাগধারা দ্বারা সুসময়ের বন্ধু বোঝানো হয়?

(ক) ষোল আনা

(খ) সাত সতেরো

(গ) সুখের পায়রা

(ঘ) কোনটিই নয়

উত্তরঃ গ। সুখের পায়রা

৪০গবেষণাএর সন্ধি বিচ্ছেদ

(ক) গো + এষণা

(খ) গ + এষণা

(গ) গো + ষণা

(ঘ) গ + ষণা

উত্তরঃ ক। গো + এষণা

৪১প্রত্যয় কত প্রকার?

(ক) ৪

(খ) ৫

(গ) ৩

(ঘ) ২

উত্তরঃ ঘ। ২

৪২ইনসুলিন কি?

(ক) এক ধরনের অস্ত্র

(খ) এক ধরনের কৃত্রিম অঙ্গ

(গ) এক ধরনের এনজাইম

(ঘ) এক ধরনের হরমোন

উত্তরঃ ঘ। এক ধরনের হরমোন

৪৩দুধে কোন ধরনের এসিড থাকে?

(ক) অকজ্যালিক এসিড

(খ) সাইট্রিক এসিড

(গ) ল্যাকটিক এসিড

(ঘ) কোনো এসিড থাকে না

উত্তরঃ গ। ল্যাকটিক এসিড

৪৪উদ্ভিদ কোষ হতে বাষ্পাকারে পানি বের হয়ে যাবার প্রক্রিয়াকে বলে

(ক) বাষ্পীভবন

(খ) ব্যাপন

(গ) প্রস্বেদন

(ঘ) শ্বসন

উত্তরঃ গ। প্রস্বেদন

৪৫শরীর হতে বর্জ্য পদার্থ বের করে দেয়

(ক) ফুসফুস

(খ) কিডনী

(গ) যকৃত

(ঘ) হৃৎপিন্ড

উত্তরঃ খ। কিডনী

৪৬ক্রমশ ব্যারোমিটারে পারদের উচ্চতা বৃদ্ধি কিসের ইঙ্গিত দেয়?

(ক) আসন্ন ঝড়ের

(খ) ভাল আবহাওয়ার

(গ) বৃষ্টির সম্ভাবনা

(ঘ) তাৎপর্যহীন

উত্তরঃ খ। ভাল আবহাওয়ার

৪৭কোন মাটিতে সমান পরিমাণে বালি, পলি কাদা থাকে?

(ক) দো-আঁশ মাটি

(খ) বেলে মাটি

(গ) পলিমাটি

(ঘ) এঁটেল মাটি

উত্তরঃ ক। দো-আঁশ মাটি

৪৮বরেন্দ্রভূমি বলা হয়

(ক) শালবন বিহারকে

(খ) ময়নামতি ও লালমাই পাহাড়কে

(গ) রাজশাহ বিভাগের উত্তর পশ্চিমাঞ্চলকে

(ঘ) মধুপুর ও ভাওয়ালের গড়কে

উত্তরঃ গ। রাজশাহ বিভাগের উত্তর পশ্চিমাঞ্চলকে

৪৯মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?

(ক) মহানন্দা

(খ) পশুর

(গ) যমুনা

(ঘ) করতোয়া

উত্তরঃ ঘ। করতোয়া

৫০আইফেল টাওয়ার কোথায় অবস্থিত ?

(ক) মস্কো

(খ) প্যারিস

(গ) মিউনিখ

(ঘ) লন্ডন

উত্তরঃ খ। প্যারিস

৫১পৃথিবীকে উত্তর দক্ষিণে বিভক্ত করেছে

(ক) নিরক্ষ রেখা

(খ) অক্ষ রেখা

(গ) পূর্ব দ্রাঘিমা রেখা

(ঘ) পশ্চিম দ্রাঘিমা রেখা

উত্তরঃ ক। নিরক্ষ রেখা

৫২জলভাগের পরিমাণ বেশি

(ক) উত্তর গোলার্ধে

(খ) পশ্চিম গোলার্ধে

(গ) পূর্ব গোলার্ধে

(ঘ) দক্ষিণ গোলার্ধে

উত্তরঃ ঘ। দক্ষিণ গোলার্ধে

৫৩দ্বিতীয় বৃহত্তম মহাসাগর

(ক) ভারত মহাসাগর

(খ) আরব সাগর

(গ) আটলান্টিক মহাসাগর

(ঘ) দক্ষিণ মহাসাগর

উত্তরঃ গ। আটলান্টিক মহাসাগর

৫৪ধ্রুবতারা দেখা যায়

(ক) উত্তর গোলার্ধে

(খ) দক্ষিণ গোলার্ধে

(গ) পশ্চিম গোলার্ধে

(ঘ) পূর্ব গোলার্ধে

উত্তরঃ ক। উত্তর গোলার্ধে

৫৫অস্ট্রেলিয়া মহাদেশের উষ্ণতম মাস

(ক) জানুয়ারী

(খ) জুলাই

(গ) নভেম্বর

(ঘ) মার্চ

উত্তরঃ ক। জানুয়ারী

৫৬দক্ষিণ এশিয়ার একটি দেশ

(ক) থাইল্যান্ড

(খ) মালয়েশিয়া

(গ) মায়ানমার

(ঘ) ইরান

উত্তরঃ ঘ। ইরান

৫৭লালবাগের কেল্লা স্থাপন করেন কে?

(ক) ইসলাম খান

(খ) শায়েস্তা খান

(গ) শাহ সুজা

(ঘ) টিপু সুলতান

উত্তরঃ খ। শায়েস্তা খান

৫৮নিম্নের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন?

(ক) মার্কো পোলো

(খ) ফা-হিয়েন

(গ) ইবনে বতুতা

(ঘ) হিউয়েন সাং

উত্তরঃ গ। ইবনে বতুতা

৫৯বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন

(ক) আকবর

(খ) লক্ষণ সেন

(গ) বিজয় সেন

(ঘ) ইলিয়াস শাহ

উত্তরঃ ক। আকবর

৬০দক্ষিণ তালপট্টি দ্বীপ বাংলাদেশের কোন নদীর মোহনায় অবস্থিত ?

(ক) বলেশ্বর

(খ) রুপসা

(গ) হাড়িয়াভাঙ্গা

(ঘ) ভৈরব

উত্তরঃ গ। হাড়িয়াভাঙ্গা

৬১মহাস্থানগড় একসময় বাংলাদেশের রাজধানী ছিল তখন তার নাম ছিল

(ক) মহাস্থান

(খ) কর্ণ সুবর্ণ

(গ) রামাবতী

(ঘ) পুন্ড্র নগর

উত্তরঃ ঘ। পুন্ড্র নগর

৬২‘Unstable’ শব্দের synonym হচ্ছে

(ক) Constant

(খ) Changeable

(গ) Reliable

(ঘ) Steady

উত্তরঃ  খ। Changeable

৬৩, , , , , ১৩, ২১, ৩৪, ……. ধারাটির পরবর্তী সংখ্যা কত?

(ক) ৪০

(খ) ৯০

(গ) ৫৫

(ঘ) ৬৮

উত্তরঃ গ। ৫৫

৬৪(.০০৪) = কত?

(ক) ০.০০০০১৬

(খ) ০.০১৬

(গ) ০.০০০১৬

(ঘ) ০.০০১৬

উত্তরঃ ক। ০.০০০০১৬

৬৫যার অনেক বুদ্ধি আছেতাকে এক কথায় কি বলে?

(ক) বুদ্ধির ঢেঁকি

(খ) গভীর জলের মাছ

(গ) বিড়াল তপস্বী

(ঘ) ভূশন্ডির কাক

উত্তরঃ খ। গভীর জলের মাছ

৬৬তিন লিটার পানির ওজন

(ক) ২.৫ কি.গ্রা.

(খ) ৩ কি.গ্রা.

(গ) ২.৭৫ কি.গ্রা.

(ঘ) ৪ কি.গ্রা.

উত্তরঃ খ। ৩ কি.গ্রা.

৬৭কম্পিউটারের হার্ডওয়্যারের মধ্যে থাকে

(ক) ৬ টি অংশ

(খ) ৫ টি অংশ

(গ) ৪টি অংশ

(ঘ) ৩ টি অংশ

উত্তরঃ ঘ। ৩ টি অংশ

৬৮বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার কতটি?

(ক) ২৭

(খ) ২৮

(গ) ২৬

(ঘ) ২৯

উত্তরঃ ক। ২৭

৬৯সপ্তম শতাব্দীতে নির্মিত পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত?

(ক) শ্রী বিহার

(খ) সোমপুর বিহার

(গ) ধর্মপাল বিহার

(ঘ) জগদ্দল বিহার

উত্তরঃ খ। সোমপুর বিহার

৭০ইংলিশ চ্যানেলকে উত্তর সাগরের সাথে সংযুক্ত করেছে ?

(ক) বেরিং প্রণালী

(খ) বসফরাস প্রণালী

(গ) ডোবার প্রণালী

(ঘ) মেসিনা প্রণালী

উত্তরঃ গ। ডোবার প্রণালী

৭১বদরের যুদ্ধ সংঘটিত হয়

(ক) ৬২২ সালে

(খ) ৬২৬ সালে

(গ) ৬২০ সালে

(ঘ) ৬২৪ সালে

উত্তরঃ ঘ। ৬২৪ সালে

৭২বুকার পুরস্কার হচ্ছে

(ক) এর কোনোটিই নয়

(খ) সাহিত্য পুরস্কার

(গ) শান্তি পুরস্কার

(ঘ) জনসংখ্যা পুরস্কার

উত্তরঃ খ। সাহিত্য পুরস্কার

৭৩অস্ট্রেলিয়ার রাজধানী

(ক) ক্যানবেরা

(খ) সিডনী

(গ) পার্থ

(ঘ) মেলবোর্ন

উত্তরঃ ক। ক্যানবেরা

৭৪কোন প্রতিষ্ঠান ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে?

(ক) EU

(খ) UNICEF

(গ) UNHCR

(ঘ) UNESCO

উত্তরঃ ঘ। UNESCO

৭৫সতীদাহ প্রথা রহিতকরণ আইন পাস করেন কে?

(ক) লর্ড রিপন

(খ) লর্ড ক্যানিং

(গ) লর্ড বেন্টিঙ্ক

(ঘ) লর্ড কার্জন

উত্তরঃ গ। লর্ড বেন্টিঙ্ক

৭৬মালয়েশিয়া কোন দেশের উপনিবেশ ছিল?

(ক) পর্তুগাল

(খ) ব্রিটেন

(গ) ফ্রান্স

(ঘ) যুক্তরাষ্ট্র

উত্তরঃ খ। ব্রিটেন

৭৭ভারতে ক্যাবিনেট মিশন কখন এসেছিল?

(ক) ১৯৪২ সালে

(খ) ১৯৪০ সালে

(গ) ১৯৪৭ সালে

(ঘ) ১৯৪৬ সালে

উত্তরঃ ঘ। ১৯৪৬ সালে

৭৮জাতীয় সংসদে কোরাম হয় কত জনে?

(ক) ৭৫

(খ) ৯০

(গ) ৬০

(ঘ) ৭০

উত্তরঃ গ। ৬০

৭৯বাঁশের কেল্লা খ্যাত স্বাধীনতা সংগ্রামী কে?

(ক) তিতুমীর

(খ) ফকির মজনু শাহ

(গ) দুদু মিয়া

(ঘ) মীর কাশিম

উত্তরঃ ক। তিতুমীর

৮০শীতকালে শরীরের চামড়া ফাটে কেন?

(ক) আদ্রতার অভাবে

(খ) রৌদ্রের অভাবে

(গ) ভিটামিনের অভাবে

(ঘ) স্নেহ জাতীয় পদাথের অভাবে

উত্তরঃ ক। আদ্রতার অভাবে

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *