BDS (Dental) Admission Question and Solution (2018-19)

ডেন্টাল র্তি পরীক্ষা ২০১৮-১৯

১। what is the singular of “Appendices”?
(ক) Appendix
(খ) Appendice
(গ) Appendis
(ঘ) Appendie
উত্তরঃ ক। Appendix

২। নিচের কোন বৈশিষ্ট্যটি পলিজিন দ্বারা নিয়ন্ত্রিত হয়না?
(ক) উচ্চতা
(খ) আকৃতি
(গ) ত্বকের বর্ন
(ঘ) বুদ্ধিমত্তা
উত্তরঃ খ। আকৃতি

৩। বিশ্বের প্রথম ম্যালেরিয়া প্রতিষেধক টিকা কোনটি ?
(ক) Mosquifix
(খ) Mosquirix
(গ) Mosquitrix
(ঘ) Mosquirelief
উত্তরঃ খ। Mosquirix

৪। তারের রোধ বৃদ্ধির জন্য নিচের কোনটি দায়ী ?
(ক) তারের দৈর্ঘ্য কমে গেলে
(খ) তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে
(গ) তারের উষ্ণতা বৃদ্ধি পেলে
(ঘ) তারের আয়তন বৃদ্ধি পেলে
উত্তরঃ গ। তারের উষ্ণতা বৃদ্ধি পেলে

৫। নিচের কোন অঙ্গে স্থিতিস্থাপক তরুণাস্থি পাওয়া যায়না ?
(ক) বহিঃকর্ণ
(খ) অন্তকর্ণ
(গ) ইউস্টেশিয়ান নালী
(ঘ) উপজিহ্বা
উত্তরঃ খ। অন্তকর্ণ

৬। ব্লটিং পেপার কোন ধর্মের জন্য পানি শুষে নেয় ?
(ক) সান্দ্রতার ক্রিয়ায়
(খ) পৃষ্ঠশক্তির ক্রিয়ায়
(গ) কৈশিক ক্রিয়ায়
(ঘ) পৃষ্ঠটানের ক্রিয়ায়
উত্তরঃ গ। কৈশিক ক্রিয়ায়

৭। কোবাল্ট কাচের ভেতর দিয়ে ক্যালসিয়ামের শিখা দেখতে কেমন হয় ?
(ক) ইটের মত লাল
(খ) গাঢ় লাল
(গ) হালকা সবুজ
(ঘ) নীলাভ সবুজ
উত্তরঃ গ। হালকা সবুজ

৮। তাপকে নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় পাঠানোর প্রক্রিয়াকে কী বলে ?
(ক) হিমায়ন
(খ) তাপ ইঞ্জিন
(গ) লীন তাপ
(ঘ) হিমায়ক
উত্তরঃ ক। হিমায়ন

৯। সাম্প্রতিক কালে চালু হওয়া পৃথিবীর দীর্ঘতম সেতু,হংকং কে কোন ভূখন্ডের সাথে সংযুক্ত করেছে ?
(ক) ম্যাকাও
(খ) বোর্নিও
(গ) তাইপে
(ঘ) বেজিং
উত্তরঃ ক। ম্যাকাও

১০। বাংলাদেশের স্থানীয় সময় যখন সোমবার রাত 12.00,তখন গ্রিনিচমান সময় কত ?
(ক) সোমবার সন্ধ্যা 06.00
(খ) সোমবার সকাল 06.00
(গ) মঙ্গলবার দুপুর 12.00
(ঘ) মঙ্গলবার সকাল 06.00
উত্তরঃ ক। সোমবার সন্ধ্যা 06.00

১১। ইনজেকশন সিরিন্জ তৈরিতে নিচের কোনটি ব্যবহৃত হয় ?
(ক) টেফলন
(খ) পলিস্টারিন
(গ) পলিভিনাইল ক্লোরাইড
(ঘ) টেরিলিন
উত্তরঃ গ। পলিভিনাইল ক্লোরাইড

১২। ল্যান্থানাইড সিরিজের মৌল কোনটি ?
(ক) Ni
(খ) Nd
(গ) Cs
(ঘ) Ce
উত্তরঃ খ। Nd

১৩। What kinnd of Noun is “Class” ?
(ক) Common
(খ) Proper
(গ) Collective
(ঘ) Material
উত্তরঃ গ। Collective

১৪। বণ্য গোলাপ (Rosa involucrata) বাংলাদেশের একমাত্র কোথায় পাওয়া যায় ?
(ক) মধুপুর বনাঞ্চল
(খ) পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল
(গ) রাতারগুল জলাবন
(ঘ) সুন্দরবন
উত্তরঃ গ। রাতারগুল জলাবন

১৫। ফেরোচৌম্বক পদার্থ নয় কোনটি ?
(ক) কোবাল্ট
(খ) নিকেল
(গ) বিসমাথ
(ঘ) লোহা
উত্তরঃ গ। বিসমাথ

১৬। নিচের কোনটি মানুষের অক্ষীয় কঙ্কালতন্ত্রের অংশ ?
(ক) শ্রোণী অস্থিচক্র
(খ) বক্ষ অস্থিচক্র
(গ) করোটি
(ঘ) ফিমার
উত্তরঃ গ। করোটি

১৭। চাদের মুক্তি বেগ কত ?
(ক) 11.2 km/sec
(খ) 2.4 km/sec
(গ) 4.3 km/sec
(ঘ) 5 km/sec
উত্তরঃ খ। 2.4 km/sec

১৮। ভ্যানিশিং ক্রিমের প্রধান উপাদান কোনটি ?
(ক) টারটারিক এসিড
(খ) আইসোপ্রোপাইল অ্যালকোহল
(গ) বোরাক্স
(ঘ) ইথাইল বেনজয়েট
উত্তরঃ গ। বোরাক্স

১৯। Which one is the synonym of “Bargain” ?
(ক) Counter
(খ) Rip-off
(গ) Negotiate
(ঘ) Disagreement
উত্তরঃ গ। Negotiate

২০। মাইটোসিস কোষ বিভাজনের সময় স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমের বিন্যস্ত হওয়াকে কী বলে ?
(ক) ক্যারিওকাইনেসিস
(খ) সাইটোকাইনেসিস
(গ) ডায়াকাইনেসিস
(ঘ) মেটাকাইনেসিস
উত্তরঃ ঘ। মেটাকাইনেসিস

২১। জিহবা থেকে স্বাদের অনুভূতি গ্রহণ করে কোন স্নায়ু ?
(ক) অকুলোমোটর স্নায়ু
(খ) গ্লসোফেরিন্জিয়াল স্নায়ু
(গ) অপটি স্নায়ু
(ঘ) ট্রাইজেমিনাল স্নায়ু
উত্তরঃ খ। গ্লসোফেরিন্জিয়াল স্নায়ু

২২। নিচের কোনটি ক্যান্সার রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় ?
(ক) Heparin
(খ) immmumoglobulin
(গ) interferone
(ঘ) histone protein
উত্তরঃ গ। interferone

২৩। Correct adjective of the word “Contempt” is-
(ক) Contemptation
(খ) Contemptible
(গ) Contemptable
(ঘ) Contempting
উত্তরঃ খ। Contemptible

২৪। মাশরুম নিচের কোন শ্রেণীর অন্তরভুক্ত ?
(ক) Ascomycetes
(খ) Basidiomycetes
(গ) Deuteromycetes
(ঘ) Zygomycetes
উত্তরঃ খ। Basidiomycetes

২৫। ATM- এর পূর্নরুপ কোনটি ?
(ক) Automated Teller Machine
(খ) Automatic Teller Machine
(গ) Any Time Money
(ঘ) Automated Teller Money
উত্তরঃ ক। Automated Teller Machine

২৬। কোন বস্তুর ভর ভূপৃষ্ঠে 75kg হলে চাঁদে এর ভর কত ?
(ক) 70kg
(খ) 14kg
(গ) 75kg
(ঘ) 280kg
উত্তরঃ গ। 75kg

২৭। হাইড্রার এন্ডোডার্মিসের যেকোনো কোষ তৈরি করতে পারে কোনটি ?
(ক) পুুুষ্টি কোষ
(খ) ইন্টারশিয়াল কোষ
(গ) গ্রন্থি কোষ
(ঘ) সংবেদী কোষ
উত্তরঃ খ। ইন্টারশিয়াল কোষ

২৮। হ্যাচ-স্ল্যাক চক্রের প্রথম স্থায়ী যৌগ কোনটি ?
(ক) ৩-ফসফোগ্লিসারিক এসিড
(খ) অক্সালো এসিটিক এসিড
(গ) কিটো এসিড
(ঘ) রাইবুলেজ ১,৫-বিফসফেট
উত্তরঃ খ। অক্সালো এসিটিক এসিড

২৯। প্রমিলা এশিয়া কাপ ক্রিকেট 2018’ এর আয়োজনকারী দেশ-
(ক) ভারত
(খ) মালয়েশিয়া
(গ) ইন্দোনেশিয়া
(ঘ) সিঙ্গাপুর
উত্তরঃ খ। মালয়েশিয়া

৩০। সল্টিং প্রক্রিয়ায় , খাদ্য সংরক্ষণের সময় নিচের কোনটি ঘটে ?
(ক) osmosis
(খ) imbibation
(গ) diffusion
(ঘ) conduction
উত্তরঃ ক। osmosis

৩১। চোখের লেন্স ও রেটিনার মধ্যে অবস্থান করে নিচের কোনটি ?
(ক) ভিট্রিয়াস হিউমার
(খ) হিমোসিস
(গ) কর্নিয়া
(ঘ) অ্যাকুয়াস হিউমার
উত্তরঃ ক। ভিট্রিয়াস হিউমার

৩২। সিফিলিস রোগের জন্য দায়ী নিচের কোনটি ?
(ক) Treponema pallidum
(খ) Neisseria gonorrhoeae
(গ) Neisseria gonorrhoeae Treponema vaginalis
(ঘ) Trichomonas vaginalis
উত্তরঃ ক। Treponema pallidum

৩৩। স্থুলতার সাথে নিচের কোন রোগটি সম্পর্কযুক্ত নয় ?
(ক) স্ট্রোক
(খ) টাইপ -1 ডায়াবেটিস মেলাটাইস
(গ) উচ্চ রক্তচাপ
(ঘ) ক্যান্সার
উত্তরঃ খ। টাইপ -1 ডায়াবেটিস মেলাটাইস

৩৪। তেজস্ক্রিয় মৌলগুলোকে কোন ধাতুর প্যাকেটে সংরক্ষণ করা হয় ?
(ক) স্বর্ণ
(খ) লোহা
(গ) রুপা
(ঘ) সিসা
উত্তরঃ ঘ। সিসা

৩৫। নিচের কোন মৌলটি রঙিন যৌগ গঠন করেনা ?
(ক) Co
(খ) Fe
(গ) Al
(ঘ) Cu
উত্তরঃ গ। Al

৩৬। নিচের কোনটি মিশ্র গ্রন্থির উদাহরণ নয় ?
(ক) ডিম্বাশয়
(খ) এড্রেনাল গ্রন্থি
(গ) অগ্যাশয় গ্রন্থি
(ঘ) আন্ত্রিক গ্রন্থি
উত্তরঃ ঘ। আন্ত্রিক গ্রন্থি

৩৭। শব্দের কোন বৈশিষ্ট্যর জন্য তীব্র ভূমিকম্পের সময় ঘরবাড়ি ভেঙে যায় ?
(ক) স্বরকম্প
(খ) মুক্ত কম্পন
(গ) পরবশ কম্পন
(ঘ) তীব্রতা
উত্তরঃ ঘ। তীব্রতা

৩৮। নিচের কোনটি সিরামিক তৈরির কাঁচামাল নয় ?
(ক) সিলিকা
(খ) কেওলিন
(গ) ফেলস্পার
(ঘ) মুলাইট
উত্তরঃ ঘ। মুলাইট

৩৯। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য-প্রস্থের সঠিক অনুপাত কোনটি ?
(ক) 11:7
(খ) 11:8
(গ) 8:5
(ঘ) 10:6
উত্তরঃ ঘ। 10:6

৪০। রিকম্বিনেট DNA তৈরি করার জন্য নিচের কোন এনজাইমটির প্রয়োজন?
(ক) DNA polymerase
(খ) RNA polymerase
(গ) DNA ligase
(ঘ) restriction endonuclease
উত্তরঃ ঘ। restriction endonuclease

৪১। মানুষের যকৃতের বাহিরের দিকে আবৃতকারী পর্দার নাম কি ?
(ক) বোম্যান্স ক্যাপসুল
(খ) স্প্লিনিক ক্যাপসুল
(গ) রেনাল ক্যাপসুল
(ঘ) গ্লিসনস ক্যাপসুল
উত্তরঃ ঘ। গ্লিসনস ক্যাপসুল

৪২। শরৎকালে কোন সময়ে শিশিড় পড়ে ?
(ক) মেঘমুক্ত রাতে
(খ) পূর্নিমা রাতে
(গ) অমাবস্যা রাতে
(ঘ) মেঘলা রাতে
উত্তরঃ ক। মেঘমুক্ত রাতে

৪৩। Far-IR রশ্মি নিচের কোন কাজে ব্যবহৃত হয় ?
(ক) জৈব যৌগের কার্যকারীমূলক শনাক্তকরণে
(খ) বেদনা উপশমে
(গ) সিটি স্ক্যানিং এর
(ঘ) জাল টাকা শনাক্তকরণে
উত্তরঃ খ। বেদনা উপশমে

৪৪। সাইনুসাইটিস রোগের প্রধান উপসর্গ কোনটি ?
(ক) কাশি
(খ) জ্বর
(গ) বমি
(ঘ) মাথা ব্যথা
উত্তরঃ ঘ। মাথা ব্যথা

৪৫। স্টার্চকে মল্টোজে পরিণত করতে নিচের কোন এনজাইমটি প্রয়োজন ?
(ক) সুক্রেজ
(খ) মল্টেজ
(গ) জাইমেজ
(ঘ) ডায়াস্টেজ
উত্তরঃ ঘ। ডায়াস্টেজ

৪৬। ন্যাপথলিনের বিশোধনে কোন প্রক্রিয়াটি ব্যবহৃত হয় ?
(ক) আংশিক পাতন
(খ) স্টিম পাতন
(গ) ঊর্ধপাতন
(ঘ) নিম্মচাপ পাতন
উত্তরঃ গ। ঊর্ধপাতন

৪৭। ফ্লেমিং এর “বাম হস্ত নিয়মানুসারে “বৃদ্ধাঙ্গুলি নিচের কোনটি নির্দেশ করে ?
(ক) চৌম্বক ভ্রামক
(খ) পরিবাহীর বিক্ষেপ
(গ) চৌম্বক আবেশ ক্ষেত্র
(ঘ) বিদ্যুৎ প্রবাহ
উত্তরঃ খ। পরিবাহীর বিক্ষেপ

৪৮। নিচের কোন তথ্যটি সঠিক ?
(ক) নিরক্ষীয় অঞ্চলে g এর মান সঠিক ?
(খ) পৃথিবীর অভ্যন্তরে নামলে g এর মান বাড়ে
(গ) নিরক্ষীয় অঞ্চলে g এর মান সর্বনিম্ম
(ঘ) মেরু অঞ্চলে g এর মান সর্বনিম্ম
উত্তরঃ গ। নিরক্ষীয় অঞ্চলে g এর মান সর্বনিম্ম

৪৯। বল ও বলের ক্রিয়াকালের গুনফলকে কি বলে ?
(ক) বলের ঘাত
(খ) ঘাত বল
(গ) ভ্রামক
(ঘ) শক্তি
উত্তরঃ ক। বলের ঘাত

৫০। Fill up the blank with correct option.”Do not hanker…………. money.
(ক) to
(খ) for
(গ) on
(ঘ) after
উত্তরঃ ঘ। after

৫১। ইথাইল অ্যালকোহলের সাথে নিচের কোন উপাদানটি মিশিয়ে পাওয়ার অ্যালকোহল তৈরি করা হয় ?
(ক) অকটেন
(খ) পেট্রোল
(গ) ক্রিসল
(ঘ) বেনজিন
উত্তরঃ ঘ। বেনজিন

৫২। WHO অনুমোদিত ,পানির দূষনের COD(Chemical Oxygen Demand) এর সর্বচ্চো মাত্রা কত ?
(ক) 20.0 mg/L
(খ) 15.0 mg/L
(গ) 10.0 mg/L
(ঘ) 05.0 mg/L
উত্তরঃ গ। 10.0 mg/L

৫৩। প্রাকৃৃতিক গ্যাসকে কত তাপমাত্রায় শীতল করলে LNG তে রুপান্তরিত হয়?
(ক) -160 R
(খ) -150 C
(গ) +16 C
(ঘ) -160 C
উত্তরঃ ঘ। -160 C

৫৪। Which pair of words is synonymous
(ক) adultration, adulthood
(খ) obsolete, absolate
(গ) uncouth, uncivilized
(ঘ) outset, setting out
উত্তরঃ গ। uncouth, uncivilized

৫৫। অর্ধপরিবাহী নয় কোনটি ?
(ক) সিলিকন
(খ) অভ্র
(গ) জার্মেনিয়াম
(ঘ) সেলিনিয়াম
উত্তরঃ খ। অভ্র

৫৬। কোন রোগের নিরাময়ে চিকিৎসা আবিস্ককারের জন্য ২০১৮ সালে চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে ?
(ক) TB
(খ) AIDS
(গ) Cancer
(ঘ) Leprosy
উত্তরঃ গ। Cancer

৫৭। কোন জাতীয় কয়লার জ্বালানিমান বেশি?
(ক) লিগনাইট
(খ) বিটুমিনাস
(গ) পিট
(ঘ) অ্যানথ্র্যাসাইট
উত্তরঃ ঘ। অ্যানথ্র্যাসাইট

৫৮। মধ্যচ্ছদার উপস্থিতি বা presence of diaphram কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য ?
(ক) reptillia
(খ) aves
(গ) amphibia
(ঘ) mammalia
উত্তরঃ ঘ। mammalia

৫৯। বাংলাদেশে সন্ধানপ্রাপ্ত ঘাসফড়িংয়ের প্রজাতির সংখ্যা কত ?
(ক) দুই প্রজাতির
(খ) বিশ হাজার
(গ) বিশটি
(ঘ) দুইশতটি
উত্তরঃ গ। বিশটি

৬০। X-ray এর জন্য সঠিক কোনটি ?
(ক) আলোর চেয়ে কম বেগে চলে
(খ) জীবিত কোষকে ধ্বংস করতে পারে না
(গ) বিদ্যুৎ চৌম্বকীয় উলম্ব তরঙ্গ
(ঘ) জিনের চারিত্রিক গুনাবলি পরিবর্তন ঘটায়
উত্তরঃ ঘ। জিনের চারিত্রিক গুনাবলি পরিবর্তন ঘটায়

৬১। আমরা অলস লোকদের পছন্দ করি না’ । Choose the correct English translation
(ক) We are not liked the idle people
(খ) We did not like idle people
(গ) We do not like idle people
(ঘ) Idle people are not our liking
উত্তরঃ খ। We did not like idle people

৬২। আলোর তরঙ্গ তত্ব ‘ প্রদান করেন কে ?
(ক) ক্রিশ্চিয়ান হাইগেন
(খ) আলবার্ট আইনস্টাইন
(গ) মাইকেল ফ্যারাডে
(ঘ) টমাস ইয়ং
উত্তরঃ ক। ক্রিশ্চিয়ান হাইগেন

৬৩। নিচের কোন কণার প্রতিকণা নেই ?
(ক) ইলেকট্রন
(খ) হ্যাড্রন
(গ) লেপটন
(ঘ) ফোটন
উত্তরঃ ঘ। ফোটন

৬৪। অম্লীয় মাধ্যমে ফেনল রেড কী বর্ণ ধারণ করে ?
(ক) নীল
(খ) লাল
(গ) বেগুনি
(ঘ) হলুদ
উত্তরঃ ঘ। হলুদ

৬৫। নিচের কোনটিতে ইম্ব্রিথেট পুষ্পপত্র পাওয়া যায় ?
(ক) পেয়ারা
(খ) কালকাসুন্দা
(গ) সরিষা
(ঘ) জবা
উত্তরঃ সঠিক উত্তর পাওয়া যায়নি

৬৬। ডিম্বকনাড়ী , নিষেকের পর কিসে পরিণত হয় ?
(ক) টেস্টা
(খ) বীজের বোঁটা
(গ) বীজ
(ঘ) ফল
উত্তরঃ খ। বীজের বোঁটা

৬৭। “The rose is a fragrant flower” বাক্যটির সঠিক বাংলা কোনটি ?
(ক) গোলাপ কমনীয় ফুল
(খ) গোলাপ নয়ন নন্দন ফুল
(গ) গোলাপ সুগন্ধ ফুল
(ঘ) গোলাপ সুন্দর ও আকর্ষণীয় ফুল
উত্তরঃ গ। গোলাপ সুগন্ধ ফুল

৬৮। “আলোকিত মানুষ” তৈরি কোন সংগঠনের উদ্দেশ্য ?
(ক) বিশ্ব সাহিত্য কেন্দ্র
(খ) গ্রামিণ ব্যাংক
(গ) ব্র্যাক
(ঘ) এশিয়াটিক সোসাইটি
উত্তরঃ ক। বিশ্ব সাহিত্য কেন্দ্র

৬৯। আন্তর্জাতিকভাবে স্বীকৃত , হ্যাজার্ড সিম্বর এর সংখ্যা কত ?
(ক) ০৫টি
(খ) ১২টি
(গ) ০৪টি
(ঘ) ১০টি
উত্তরঃ ঘ। ১০টি

৭০। কৃষ্ণবিবর অঞ্চলের সীমা কে কী বলে ?
(ক) সোর্য়াজশিল্ড ব্যাসার্ধ
(খ) নেবুলা
(গ) ঘটনা দিগন্ত
(ঘ) সাদা বামন
উত্তরঃ গ। ঘটনা দিগন্ত

৭১। ডায়োড ব্যবহৃত হয় নিচের কোন যন্ত্রটিতে ?
(ক) রেডিওতে
(খ) ক্যামেরায়
(গ) টেপরেকর্ডারে
(ঘ) টেলিভিশনে
উত্তরঃ ঘ। টেলিভিশনে

৭২। E.coli ব্যাকটেরিয়া নিচের কোন ভিটামিনটি তৈরি করেনা ?
(ক) ভিটামিন-B2
(খ) ভিটামিন-E
(গ) ভিটামিন-k
(ঘ) ভিটামিন-B12
উত্তরঃ ক। ভিটামিন-B2

৭৩। রুই মাছের হৃৎপিন্ডকে কী নামে অভিহিত করা হয় ?
(ক) দ্বিচক্র হৃৎপিন্ড
(খ) শিরা হৃৎপিন্ড
(গ) বহুচক্র হৃৎপিন্ড
(ঘ) ধমনি হৃৎপিন্ড
উত্তরঃ খ। শিরা হৃৎপিন্ড

৭৪। একজন পূ্র্ণ বয়স্ক মানুষের নিচের চোয়ালে মোলার দাঁতের সংখ্যা কত ?
(ক) ২টি
(খ) ৪টি
(গ) ৩টি
(ঘ) ৬টি
উত্তরঃ ঘ। ৬টি

৭৫। কোষ প্রাচীর সাধারণত নিচের কোনটি দিয়ে গঠিত ?
(ক) chitin
(খ) lipoprotein
(গ) keratin
(ঘ) cellulose
উত্তরঃ ঘ। cellulose

৭৬। “কর্তপক্ষ তাকে তিরস্কার করল” Choose the correct English translation.
(ক) The authorities took him to book.
(খ) The authorities took him to task.
(গ) The authorities threatened him
(ঘ) The authorities gave reminder to him.
উত্তরঃ খ। The authorities took him to task.

৭৭। কোনটি সেরেব্রাম এর কাজ নয় ?
(ক) বুদ্ধিবৃত্তি
(খ) ইচ্ছাশক্তি
(গ) সৃতিশক্তি
(ঘ) শ্বাসপ্রশ্বাসের হার
উত্তরঃ ঘ। শ্বাসপ্রশ্বাসের হার

৭৮। Which one is the antonym of “Cunning” ?
(ক) Manipulative
(খ) Artful
(গ) Guileless
(ঘ) Wily
উত্তরঃ গ। Guileless

৭৯। Which one of the following statement is the most appropriate for “Obey your traffic rule”?
(ক) This is for your rapid transport.
(খ) This is the law of the country
(গ) This is the teaching of the “Traffic Week”.
(ঘ) This is for your own safety.
উত্তরঃ খ। This is the law of the country

৮০। 50 gm ডিমের খাদ্য শক্তিমান কত ?
(ক) 307.5 KJ
(খ) 660.5 KJ
(গ) 651.05 KJ
(ঘ) 561.5 KJ
উত্তরঃ ক। 307.5 KJ

৮১। কোন দোলক পিন্ডের ব্যাস কমানো হলে কোন ঘটনাটি ঘটবে ?
(ক) দোলক আস্তে চলবে
(খ) দোলকের কোনো পরিবর্তন হবে না
(গ) দোলনকাল বাড়বে
(ঘ) দোলক দ্রুত চলবে
উত্তরঃ ঘ। দোলক দ্রুত চলবে

৮২। বর্তমানে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত ?
(ক) 1650 টাকা
(খ) 1700 ডলার
(গ) 3440 ডলার
(ঘ) 1752 ডলার
উত্তরঃ ঘ। 1752 ডলার

৮৩। ’রবিবার হতে বৃষ্টি হইতেছিল’Choose the correct English translation.
(ক) It has been raining since Sunday.
(খ) It rained since Sunday.
(গ) It has been raining from Sunday.
(ঘ) It was raining from Sunday.
উত্তরঃ ক। It has been raining since Sunday.

৮৪। নিচের কোন রাসায়নিকটি প্যারাসিটামল নামে বাজারে পাওয়া যায় ?
(ক) অ্যাসিটালহাইড্রোক্লোরাইড
(খ) অ্যাসিটোঅ্যামিনোফেনল
(গ) অ্যাসিটামাইড
(ঘ) অ্যাসিটালডিহাইড
উত্তরঃ খ। অ্যাসিটোঅ্যামিনোফেনল

৮৫। নিচের কোনটি সমগোত্রীয় পাখির উদাহরণ নয় ?
(ক) চড়ুই
(খ) চামচঠোঁটি কাদাখোচা
(গ) হিমালয়ান পার্টিজ
(ঘ) গোল্ডেন প্লোভার
উত্তরঃ ক। চড়ুই

৮৬। বিশ্ব হাত ধোয়া দিবস কবে পালিত হয় ?
(ক) ১৭ ই অক্টোবর
(খ) ১৫ ই অক্টোবর
(গ) ১১ ই অক্টোবর
(ঘ) ১৮ ই অক্টোবর
উত্তরঃ খ। ১৫ ই অক্টোবর

৮৭। মানবদেহে শ্বেতরক্তকণিকার পরিমাণ 4000/dl এর চেয়ে কমে গেলে সেই অবস্থাকে কি বলে ?
(ক) leukopenia
(খ) leukaemia
(গ) thrombocytopenia
(ঘ) polycythemia
উত্তরঃ ক। leukopenia

৮৮। “দাত থাকিতে দাঁতের মর্যাদা নাই”? Choose the correct English translation of this proverb.
(ক) Teeth are not valued till they are loose
(খ) Teeth are not taken care till they are gone
(গ) Blessing are not valued till they are gone
(ঘ) We do not value the healthy teeth
উত্তরঃ গ। Blessing are not valued till they are gone

৮৯। জ্যান্থোফিল বর্ণ কি ?
(ক) সবুজ
(খ) লাল
(গ) হলুদ
(ঘ) কমলা
উত্তরঃ গ। হলুদ

৯০। পরীক্ষাগারে নিচের কোন দ্রবণটির ব্যবহার সবচেয়ে বেশি ?
(ক) নরমাল দ্রবণ
(খ) মোলার দ্রবণ
(গ) মোলাল দ্রবণ
(ঘ) ফরমাল দ্রবণ
উত্তরঃ খ। মোলার দ্রবণ

৯১। নিচের কোনটি লঘু তেলের উদাহরণ নয় ?
(ক) ক্রিসল
(খ) অ্যানিলিন
(গ) পিরিডিন
(ঘ) বেনজিন
উত্তরঃ ক। ক্রিসল

৯২। What is the synonym of-“Degrading”?
(ক) Lowering
(খ) Corrupting
(গ) Damning
(ঘ) Minimizing
উত্তরঃ ক। Lowering

৯৩। LPG সিলিন্ডারের লিক শনাক্তের জন্য নিচের কোনটি ব্যবহৃত হয় ?
(ক) CH5SH
(খ) CHOH
(গ) CH3OH
(ঘ) CH3SH
উত্তরঃ ঘ। CH3SH

৯৪। ক্ষারীয় মাটির pH কমাতে নিচের কোনটি ব্যবহৃত হয় ?
(ক) KNO3
(খ) NaOH
(গ) CaO
(ঘ) Ca(OH)2
উত্তরঃ ক। KNO3

৯৫। শুষ্ক কোষে তড়িৎ উত্তেজকরুপে কোনটি ব্যবহৃত হয় ?
(ক) H2O
(খ) H2CO3
(গ) NH4Cl
(ঘ) MnO2
উত্তরঃ গ। NH4Cl

৯৬। কোন দর্পণের উন্মেষ কত ডিগ্রী হলে তাকে ক্ষুদ্র উন্মেষ দর্পণ বলে ?
(ক) > 10°
(খ) < 10° (গ) > 15°
(ঘ) > 20°
উত্তরঃ খ। < 10°

৯৭। 60kg ভরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে 1ms-1 মিনিট পর এর বেগ হবে ?
(ক) 10N
(খ) 05N
(গ) 40N
(ঘ) 20N
উত্তরঃ ক। 10N

৯৮। “আমাদের দেশে ডেন্টাল কলেজে শিক্ষার ভাষা ইংরেজী”?Choose the correct English translation.
(ক) The medium of instruction in Dental College is English in our country .
(খ) English is the method of teaching of Dental College in our country
(গ) The medium of education in Dental College of our country is English .
(ঘ) Dental Science is taught in English in our country.
উত্তরঃ গ। The medium of education in Dental College of our country is English .

৯৯। টয়লেটের দুর্গন্ধ ও দাগ দূর করতে নিচের কোন রাসায়নিকটি ব্যবহৃত হয়?
(ক) Ca(OH)2
(খ) NaOH
(গ) Ca(ClO)2
(ঘ) C6H5OH
উত্তরঃ গ। Ca(ClO)2

১০০। প্রাকৃতিক গ্যাসকে কত তাপমাত্রায় শীতল করলে LNG তে রুপান্তরিত হয়?
(ক) -160°
(খ) -150°
(গ) +160°
(ঘ) -160°
উত্তরঃ ক। -160°

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *