|

অষ্টম শ্রেণীর বাংলা ২য় পত্র- নির্মিত অংশঃ ৩০ টির ও বেশি কমন প্রবন্ধ রচনা

প্রবন্ধ রচনা  

ক             প্রবন্ধ কী : কোনো একটি বিষয়কে ভাব ও চিন্তার মধ্য দিয়ে ভাষায় প্রাণবন্ত করে প্রকাশ করাই হচ্ছে প্রবন্ধ।

       খ     প্রবন্ধের প্রকারভেদ :  বিষয়ভেদে প্রবন্ধকে প্রধানত তিন ভাগে বিভক্ত করা যায়।

                যথা- ১. বর্ণনামূলক; ২. ঘটনামূলক; ও ৩. চিন্তামূলক।

গ             প্রবন্ধ রচনার ক্ষেত্রে যা যা প্রয়োজন : প্রবন্ধ রচনার সময় কিছু নিয়মকানুন অনুসরণ করা প্রয়োজন। তাহলে প্রবন্ধের মান বৃদ্ধি পায় এবং পরীক্ষায় অধিক নম্বর পাওয়া যায়। এক্ষেত্রে-

১.             প্রবন্ধের বিষয় সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে হবে।
২.             চিন্তাপ্রসূত ভাবগুলো অবশ্যই ধারাবাহিকভাবে সাজাতে হবে।
৩.            প্রত্যেকটি ভাব উপস্থাপন করতে হবে পৃথক অনুচ্ছেদে।
৪.             একই ভাব, তথ্য বা বক্তব্য বারবার উল্লেখ করা যাবে না।
৫.             রচনার ভাষা হতে হবে সহজ, সরল ও প্রাঞ্জল।
৬.            উপস্থাপিত তথ্যাবলি অবশ্যই নির্ভুল হতে হবে।
৭.             বড় ও জটিল বাক্য যতটা সম্ভব পরিহার করতে হবে।
৮.            নির্ভুল বানানে লিখতে হবে।
৯.            সাধু ও চলিত ভাষার মিশ্রণ ঘটানো যাবে না।
১০.          উপসংহারে সুচিন্তিত নিজস্ব মতামত উপস্থাপন করতে হবে।

৩০ টির ও বেশি কমন প্রবন্ধ রচনা

একটি শীতের সকাল
সংবাদপত্র
সততা
চরিত্র
কম্পিউটার
বিজ্ঞানের অবদান
ছাত্রজীবন
আমার জীবনের লক্ষ্য
আমার প্রিয় বই
১০আমার প্রিয় শিক্ষক
১১মানুষের বন্ধু গাছপালা
১২ফুটবল খেলা
১৩মা
১৪বর্ষাকাল
১৫পাহাড়পুর
১৬শহিদ মিনার
১৭আমার দেখা একটি মেলা অথবা, একটি লোকজ মেলা
১৮শহিদ বুদ্ধিজীবী অথবা, শহিদ বুদ্ধিজীবী দিবস
১৯সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি
২০একুশে ফেব্রুয়ারি
২১বিজয় দিবস
২২বাংলাদেশের মুক্তিযুদ্ধ
২৩বাংলাদেশের নদ-নদী
২৪আমাদের গ্রাম
২৫আমাদের দেশ
২৬স্বদেশপ্রেম
২৭অধ্যবসায়
২৮কর্মমুখী শিক্ষা
২৯পাঠাগারের প্রয়োজনীয়তা 
৩০বাংলাদেশের কৃষক
৩১শ্রমের মর্যাদা
৩২মুক্তিযুদ্ধ জাদুঘর
৩৩ট্রেনেভ্রমণ
৩৪বাংলা নববর্ষ
৩৫বাংলাদেশের ষড়ঋতু
৩৬আমাদের বিদ্যালয়
৩৭স্বাধীনতা দিবস

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *