Primary assistant teacher exam question 2019 (Set-8433)

প্রাইমারি সহকারি-শিক্ষক নিয়োগ পরিক্ষা ২০১৯ (সেট-৮৪৩৩)

আকাশে চাঁদ উঠেছেএখানেআকাশকোন কারকে কোন বিভক্তি?

(ক) করণে ষষ্ঠী

(খ) কর্মে শূন্য

(গ) অধিকরণে সপ্তমী

(ঘ) সম্প্রদানে চতুর্থী

উত্তরঃ গ। অধিকরণে সপ্তমী

x2 – 3x – 2 কে x + 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি হবে?

(ক) 4

(খ) 0

(গ) 2

(ঘ) 2

উত্তরঃ গ। 2

বাংলাদেশ প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়

(ক) ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর

(খ) ১৯৭১ সালের ২৬ মার্চ

(গ) ১৯৭১ সালের ১০ এপ্রিল

(ঘ) ১৯৭১ সালের ২৫ মার্চ

উত্তরঃ গ। ১৯৭১ সালের ১০ এপ্রিল

রিকেটসকোন ভিটামিনের অভাবে দেখা দেয়?

(ক) ভিটামিন “এ”

(খ) ভিটামিন “বি”

(গ) ভিটামিন “ই”

(ঘ) ভিটামিন “ডি”

উত্তরঃ ঘ। ভিটামিন “ডি”

SDG লক্ষ্যমাত্রা কোন সালের মধ্যে অর্জন করতে হবে?

(ক)২০৩৫ সালে

(খ) ২০৩০ সালে

(গ) ২০৪৫ সালে

(ঘ) ২০১৫ সালে

উত্তরঃ খ। ২০৩০ সালে

“Bottom line” means-

(ক) the end of a road

(খ) the last line of a book

(গ) the essential point

(ঘ) the final step

উত্তরঃ গ। the essential point

Karim as well as Rahim ______ praise.

(ক) deserve

(খ) deserves

(গ) are essential point

(ঘ) the final step

উত্তরঃ খ। deserves

কাজলকালোএর সঠিক ব্যাসবাক্য কোনটি?

(ক) কাজলের ন্যায় কালো

(খ) কাজল ও কালো

(গ) কাজল রূপ কালো

(ঘ) কালো ও কাজল

উত্তরঃ ক। কাজলের ন্যায় কালো

একেই কি বলে সভ্যতাগ্রন্থটির রচয়িতা কে?

(ক) টেকচাঁদ ঠাকুর

(খ) মীর মোশাররফ হোসেন

(গ) মীর মোশাররফ হোসেন

(ঘ) কাজী নজ্রুল ইসলাম

উত্তরঃ গ। মীর মোশাররফ হোসেন

১০What is the noun of “deny”?

(ক) Deny

(খ) Deniable

(গ) Refuse

(ঘ) Denial

উত্তরঃ ঘ। Denial

১১জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনিগুলোকে কী বলে?

(ক) নিম্ন-স্বরধ্বনি

(খ) অগ্র-স্বরধ্বনি

(গ) জিভ-স্বরধ্বনি

(ঘ) সম্মুখ-স্বরধ্বনি

উত্তরঃ ঘ। সম্মুখ-স্বরধ্বনি

১২পোড়ামাটিনিতিকোন বাহিনীর জন্য প্রযোজ্য ছিল?

(ক) ভারত সেনাবাহিনী

(খ) পাক-ভারত বাহিনী

(গ) পাকিস্তান সেনাবাহিনী

(ঘ) পাকিস্তান বিমানবাহিনী

উত্তরঃ গ। পাকিস্তান সেনাবাহিনী

১৩“Ensure” means-

(ক) Profuse

(খ) Make certain

(গ) Make progress

(ঘ) Encourage

উত্তরঃ খ। Make certain

১৪নদীটি উত্তরমুখে প্রবাহিতএখানে মুখ কোন অর্থ প্রকাশ করে?

(ক) প্রত্যঙ্গ বিশেষ

(খ) দিক

(গ) তিরষ্কার

(ঘ) মর্যাদা

উত্তরঃ খ। দিক

১৫কোন বানানটি শুদ্ধ?

(ক) রীতিনীতি

(খ) রীতিনিতী

(গ) রিতীনীতি

(ঘ) রিতীনিতী

উত্তরঃ ক। রীতিনীতি

১৬ঢেউ“- এর প্রতিশব্দ কোনটি?

(ক) তটিনী

(খ) বীচি

(গ) বারিধি

(ঘ) উর্মি

উত্তরঃ খ। বীচি

১৭“A burning question” means-

(ক) an important question

(খ) a hard question

(গ) a uncommon question

(ঘ) a false question

উত্তরঃ ক। an important question

১৮The study of religion is-

(ক) phonology

(খ) Etymology

(গ) Theology

(ঘ) Morphology

উত্তরঃ গ। Theology

১৯বিনা যত্নে উৎপন্ন হয় যা ______ এর বাক্য সংকোচন কী?

(ক) অনায়াসলব্ধ

(খ) অযত্নম্ভূত

(গ) অযত্নযাত

(ঘ) অযত্নলব্ধ

উত্তরঃ খ। অযত্নম্ভূত

২০একটি বোতলে আমের জুসের পরিমাণ ৩৫০ মিলি। ২৪ টি বোতলে জুসের পরিমাণ কত লিটার?

(ক) ৬.৪

(খ) ৭.৪

(গ) ৮.৪

(ঘ) ৯.৪

উত্তরঃ গ। ৮.৪

২১কোনটি শুদ্ধ বাক্য?

(ক) তার সৌজন্যতায় আমি সুযোগটি পেয়েছি।

(খ) তাহার সৌজন্যতায় আমি সুযোগটি পেয়েছি।

(গ) তার সৌজন্যে আমি সুযোগটি পেয়েছি।

(ঘ) তাহার সৌযন্যে আমি সুযোগটি পেয়েছি।

উত্তরঃ গ। তার সৌজন্যে আমি সুযোগটি পেয়েছি।

২২৫৩৫ টাকায় একটি জামা বিক্রি করে শতকরা ভাগ লাভ হয়। জামাটি কত টাকায় বিকৃ করলে শতকরা ২৯ ভাগ ক্ষতি হবে?

(ক) ৫০০

(খ) ৫৫০

(গ) ৪০০

(ঘ) ৪৫০

উত্তরঃ গ। ৪০০

২৩রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে সাহিত্যে নোবেল পান?

(ক) ৬১

(খ) ৫৫

(গ) ৫২

(ঘ) ৫৭

উত্তরঃ গ। ৫২

২৪I ______ him only letter up to now.

(ক) sent

(খ) have sent

(গ) shall sent

(ঘ) had sent

উত্তরঃ খ। have sent

২৫৮০, ৯৬, _____ , ১২৮ শূন্যস্থানে সংখ্যাটি কত হবে?

(ক) ১১২

(খ) ৮৮

(গ) ১২০

(ঘ) ৬৪

উত্তরঃ ক। ১১২

২৬Synonym for “magnificent”?

(ক) Splendid

(খ) Beautiful

(গ) Interesting

(ঘ) Impressive

উত্তরঃ ক। Splendid

২৭কোন দেশটি Schengen ভূক্ত নয়?

(ক) ফিনল্যান্ড

(খ) ব্রিটে

(গ) নেদারল্যান্ড

(ঘ) সুইডেন

উত্তরঃ খ। ব্রিটেন

২৮The child cried for ______ mother

(ক) none

(খ) his

(গ) her

(ঘ) its

উত্তরঃ ঘ। its

২৯পুত্রজায়া হলো

(ক) মালির রাজধানী

(খ) মালদ্বীপের রাজধানী

(গ) মালুইর রাজধানী

(ঘ) মালয়েশিয়ার প্রশাশনিক রাজধানী

উত্তরঃ ঘ। মালয়েশিয়ার প্রশাশনিক রাজধানী

৩০তালব্য বর্ণ কোনগুলো?

(ক) খ, উ, ম, ল

(খ) ব, ড়, ঢ়, ভ

(গ) স, ও, ঘ, ত

(ঘ) ই, জ, ঞ, য়

উত্তরঃ ঘ। ই, জ, ঞ, য়

৩১নির্দৃষ্ট দামে একটি দ্রব্য বিক্রি করাতে ২০% ক্ষত হলো। এটি ৬০ টাকা বেশি মূল্যে বিক্রি করতে পারলে ১০% লাভ হত। দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা?

(ক) ২২০

(খ) ২২০

(গ) ৩০০

(ঘ) ১৬০

উত্তরঃ ক। ২২০

৩২বাহাদুর শাহ পার্ক কোথায় অবস্থিত?

(ক) দিল্লিতে

(খ) আগ্রায়

(গ) রাজশাহীতে

(ঘ) রাজশাহীতে

উত্তরঃ ঘ। রাজশাহীতে

৩৩“Black and blue” কী?

(ক) সং + আলাপ

(খ) সমঃ + আলাপ

(গ) সম + লাপ

(ঘ) সং + লাপ

উত্তরঃ গ। সম + লাপ

৩৪রুপান্তরিত পাতার উদাহরণ কী?

(ক) নারিকেল পাতা

(খ) আকর্ষী

(গ) জবাপাতা

(ঘ) গোলপাতা

উত্তরঃ খ। আকর্ষী

৩৫Which one is always used as singular?

(ক) Horse

(খ) Bread

(গ) Custom

(ঘ) Staff

উত্তরঃ খ। Bread

৩৬“Let the book be read by you” বাক্যের Active Form হচ্ছে

(ক) Let read the book by you

(খ) Let the book be reading by you

(গ) Read the book

(ঘ) You are to read the book

উত্তরঃ গ। Read the book

৩৭গরিবের জন্য বড়লোকের দরদটা মাছের মায়ের পুত্রশোকের মতোই“- বাক্যেমাছের মায়ের পুত্রশোককোন অর্থে ব্যবহৃত হয়েছে?

(ক) নিষ্ঠুর

(খ) মিথ্যা শোক

(গ) মমত্ববোধ

(ঘ) শোকে পাথর

উত্তরঃ খ। মিথ্যা শোক

৩৮2 + 4 + 8 + 16 + …… এই ধারাটির কততম পদের মান 128?

(ক) 5

(খ) 8

(গ) 7

(ঘ) 6

উত্তরঃ গ। 7

৩৯মনির তপনের আয়ের অনুপাত : ৩। তপন রবিনের আয়ের অনুপাত : ৪। মনিরের আয় ১২০ টাকা হলে, রবিনের আয় কত?

(ক) ৭৫ টাকা

(খ) ৭৮ টাকা

(গ) ৮০ টাকা

(ঘ) ৭২ টাকা

উত্তরঃ ঘ। ৭২ টাকা

৪০তার টাকা আছে কিন্তু তিনি দান করেন নাকোন ধরনের বাক্য?

(ক) সরল

(খ) খন্ড

(গ) যৌগিক

(ঘ) জটিল

উত্তরঃ গ। যৌগিক

৪১পৃথিবী অন্য যে কনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষন তাকে বলা হয়

(ক) অভিযোজন

(খ) মধ্যাকর্ষণ

(গ) মহাকর্ষ

(ঘ) ত্বরণ

উত্তরঃ খ। মধ্যাকর্ষণ

৪২বস্তুর ভর ভূপৃষ্ঠে বা ভূপৃষ্ঠের উপরে অবস্থানের পরিবর্তনের সাথে

(ক) পরিবর্তিত হয় না

(খ) হ্রাস পায়

(গ) পরবর্তিত হয়

(ঘ) ৬ গুণ বৃদ্ধি পায়

উত্তর  ক। পরিবর্তিত হয় না

৪৩“At home” এর অর্থ হচ্ছে

(ক) home made of bricks

(খ) one who has lost home

(গ) try to make a home

(ঘ) familiar with

উত্তরঃ ঘ। familiar with

৪৪৬০ লিটার ফলের রসে আম কমলার অনুপাত : ১। কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি : হবে?

(ক) ৫০

(খ) ৬০

(গ) ৭০

(ঘ) ৪০

উত্তরঃ খ। ৬০

৪৫১৯৭১ সালের মার্চ বঙ্গবন্ধু কোথায় ভাষণ দিয়েছিলেন?

(ক) ঢাকার রেসকোর্স ময়দানে

(খ) ঢাকার প্রেসিডেন্ট ভবনে

(গ) পার্লামেন্ট ভবনে

(ঘ) ঢাকার রমনা পার্কে

উত্তরঃ ক। ঢাকার রেসকোর্স ময়দানে

৪৬x + 1/x = 2 হয়, তবে x এর মান কত হবে

(ক) 2

(খ) 1

(গ) 1/2

(ঘ) 1/4

উত্তরঃ খ। 1

৪৭কোন বানানটি শুদ্ধ?

(ক) Parelel

(খ) Parallel

(গ) Paralell

(ঘ) Peralel

উত্তরঃ খ। Parallel

৪৮log82

(ক) 1

(খ) 1/2

(গ) 2/3

(ঘ) 1/3

উত্তরঃ ঘ। 1/3

৪৯শামীমের আয় ব্যায়ের অনুপাত ২০ : ১৫হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ?

(ক) ২৫%

(খ) ৩০%

(গ) ২০%

(ঘ) ১৫%

উত্তরঃ ক। ২৫%

৫০৬০ লিটার কেরোসিন পেট্রোলের মিশ্রণের অনুপাত : ৩। মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশেল অনুপাত : হবে?

(ক) ৭০

(খ) ৮০

(গ) ৯০

(ঘ) ৯৮

উত্তরঃ খ। ৮০

৫১কোনটি তদ্ভব শব্দ?

(ক) সূর্য

(খ) চাঁদ

(গ) চন্দ্র

(ঘ) গগন

উত্তরঃ খ। চাঁদ

৫২দুটি সংখ্যার .সা.গু. .সা.গু. যথাক্রমে ১২ ২৬০। একটি সংখ্যা ৮০ হলেওপর সংখ্যাটি কত?

(ক) ৩৬

(খ) ২০

(গ) ২৪

(ঘ) ৩০

উত্তরঃ গ। ২৪

৫৩জাতিসংঘের সদর দপ্তর কোথাই অবস্থিত?

(ক) নিউইয়োর্ক

(খ) প্যারিস

(গ) লন্ডন

(ঘ) ওয়াশিংটন

উত্তরঃ ক। নিউইয়োর্ক

৫৪কোনটি শুদ্ধ বানান?

(ক) Remittance

(খ) Remmitence

(গ) Remittence

(ঘ) Remettance

উত্তরঃ ক। Remittance

৫৫দুটি কোণের পরিমাপের যোগফল দুই সমকোণ হলে কোণ দুটি পরস্পর

(ক) সম্পূরক কোণ

(খ) বিপ্রতীপ কোণ

(গ) সন্নিহিত কোণ

(ঘ) পূরক কোণ

উত্তরঃ ক। সম্পূরক কোণ

৫৬আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় কোন তারিখে?

(ক) ৯ আগস্ট

(খ) ৮ সেপ্টেম্বর

(গ) ১০ সেপ্টেম্বর

(ঘ) ৬ আগস্ট

উত্তরঃ খ। ৮ সেপ্টেম্বর

৫৭সমজাতীয় একাধিক পদ পরপর থাকলে কোন বিরামচিহ্ন বসে?

(ক) বিন্দু

(খ) কোলন

(গ) সেমিকোলন

(ঘ) কমা

উত্তরঃ ঘ। কমা

৫৮কোন ভিটামিনের অভাবেরাতকানারোগ হয়?

(ক) ভিটামিন “ডি”

(খ) ভিটামিন “বি” কমপ্লেক্স

(গ) ভিটামিন “সি”

(ঘ) ভিটামিন “এ”

উত্তরঃ ঘ। ভিটামিন “এ”

৫৯ছয়টি পরপর পূর্ণ সংখ্যা দেওয়া আছে। ১ম তিন্টির যোগফল ২৭ হলে শেষ তিন্টির যোগফল কত?

(ক) ৩৬

(খ) ৩৩

(গ) ৩২

(ঘ) ৩০

উত্তরঃ ক। ৩৬

৬০কোনটি খাঁটি বাংলা উপসর্গ?

(ক) অব

(খ) অতি

(গ) ইতি

(ঘ) পরি

উত্তরঃ গ। ইতি

৬১কোন বানানটি শুদ্ধ?

(ক) কনিষ্ঠ

(খ) কণিষ্ঠ

(গ) কনিষ্ঠ

(ঘ) কণিষ্ট

উত্তরঃ ক। কনিষ্ঠ

৬২বাংলাদেশ কোন সালে আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়?

(ক) ১৯৯৭

(খ) ১৯৯৮

(গ) ১৯৯৫

(ঘ) ১৯৯৬

উত্তরঃ ক। ১৯৯৭

৬৩একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে ৭৮ বেশি হলে সংখ্যাটি

(ক) ১২

(খ) ৪

(গ) ৬

(ঘ) ৯

উত্তরঃ ঘ। ৯

৬৪I would like ______ information, please.

(ক) an

(খ) some

(গ) few

(ঘ) a

উত্তরঃ খ। some

৬৫দুটি লাইন এক অন্যের থেকে মিটার দূরে সমান্তরাল ভাবে চলে যাচ্ছে। তারা একে অন্যের সাথে মিলিত হবে কত মিটার দূরে?

(ক) ৪০০

(খ) ৬০০

(গ) ২০০

(ঘ) কখনই নয়

উত্তরঃ ঘ। কখনই নয়

৬৬ফারাক্কা বাধ তৈরি করা হয়েছে কোন নদীর উপর?

(ক) তিস্তা

(খ) গঙ্গা

(গ) পদ্মা

(ঘ) যমুনা

উত্তরঃ খ। গঙ্গা

৬৭Which one is reflexive pronoun?

(ক) Myself

(খ) Who

(গ) He

(ঘ) Each

উত্তরঃ ক। Myself

৬৮বার্ষিক ১০% মুনাফায় ৮০০০/= টাকার বছরের চক্রবৃদ্ধি মূলধন কত হবে

(ক) ১০৮৫০

(খ) ১৫৫০০

(গ) ১০৮০০

(ঘ) ১০৬৮০

উত্তরঃ সঠিক উত্তর পাওয়া যায়নি

৬৯মা খোকাকে চাঁদ দেখাচ্ছে“- বাক্যে দেখাচ্ছে কোন ক্রিয়া?

(ক) দ্বিকর্মক

(খ) প্রযোজক

(গ) অসমাপিকা

(ঘ) সমাপিকা

উত্তরঃ খ। প্রযোজক

৭০কোন শব্দটিতে বিদেশী প্রত্যয় ব্যবহৃত হয়েছে?

(ক) চালবাদ

(খ) কানকাটা

(গ) বেআক্কেল

(ঘ) দিগগঞ্জ

উত্তরঃ ক। চালবাদ

৭১আন্তর্জাতিক ধান গবেষণা ইন্সটিটিউট কোন দেশে অবস্থিত?

(ক) শ্রীলংকা

(খ) ভিয়েতনাম

(গ) জাপান

(ঘ) ফিলিপাইন

উত্তরঃ ঘ। ফিলিপাইন

৭২He addressed Mr. Rahman and wished him good morning. বাক্যটির direct speech হবে

(ক) Se said, “Good morning, Mr. Rahman”

(খ) He said, “Good morning to Mr. Rahman”

(গ) He bade good morning to Mr. Rahman

(ঘ) He said to Mr. Rhaman, “Good morning”

উত্তরঃ ক। Se said, “Good morning, Mr. Rahman”

৭৩Kamal did not join the army. Here the word “army” is-

(ক) a collective noun

(খ) a material noun

(গ) an abstract noun

(ঘ) a common noun

উত্তরঃ ক। a collective noun

৭৪বাংলাদেশে প্রথম EPZ কোথাই গড়ে উঠেছে?

(ক) নারায়নগঞ্জ

(খ) খুলনা

(গ) ঢাকা

(ঘ) চট্টগ্রাম

উত্তরঃ ঘ। চট্টগ্রাম

৭৫বাংলাদেশ সরকার ব্যবস্থা কোন ধরনের?

(ক) ফেডারেল সরকার

(খ) লিবারেল সরকার

(গ) মন্ত্রিপরিষদ শাসিত

(ঘ) রাষ্ট্রপতি শাসিত

উত্তরঃ গ। মন্ত্রিপরিষদ শাসিত

৭৬১০২৪ এর বর্গমূল কত?

(ক) ৫২

(খ) ৪২

(গ) ৩২

(ঘ) ২২

উত্তরঃ গ। ৩২

৭৭কোনটি সঠিক বানান?

(ক) সৌজন্ন

(খ) সৌজন্যতা

(গ) সৌজন্য

(ঘ) সৌজন্নতা

উত্তরঃ গ। সৌজন্য

৭৮a = √3 + √2 হলে, a3 + 3a + 3a-1 + a-3 এর মান কত?

(ক) 18√3

(খ) 18√2

(গ) 24√3

(ঘ) 24√2

উত্তরঃ গ। 24√3

৭৯কোনটি Present Perfect Tense- এর উদাহরণ?

(ক) I shall have the news

(খ) I have had the news

(গ) I have the news

(ঘ) I had the news

উত্তরঃ খ। I have had the news

৮০সংলাপশব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

(ক) সং + আলাপ

(খ) সমঃ + লাপ

(গ) সম + লাপ

(ঘ) সং + লাপ

উত্তরঃ গ। সম + লাপ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *