Primary assistant teacher exam question 2019 (Set-8586)

প্রাইমারি সহকারি-শিক্ষক নিয়োগ পরিক্ষা ২০১৯ (সেট-৮৫৮৬)

“Deciduous” trees are trees those-

(ক) have fleshy leaves

(খ) are extremely big

(গ) have deciduous leaves

(ঘ) lose the leaves annually

উত্তরঃ ঘ। lose the leaves annually

সমাসশব্দের অর্থ কি?

(ক) সংযোজন

(খ) সংশ্লেষণ

(গ) বিশ্লেষণ

(ঘ) সংক্ষেপণ

উত্তরঃ ঘ। সংক্ষেপণ

কোন দুটি বর্ণের পর হয়?

(ক) ঋ, র

(খ) ট, ঠ

(গ) ই, উ

(ঘ) ত, থ

উত্তরঃ ক। ঋ, র

যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায়তবে তেলের ব্যাবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি হবে না?

(ক) ১৮

(খ) ২০

(গ) ২২

(ঘ) ১৬

উত্তরঃ খ। ২০

একটি সেনাবাহিনী গুদামে ১৫০০ সৈনিকের ৪০ দিনের খাদ্য মজুদ আছে। ১৩ দিন পর কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেল। বাকি খাদ্য অবশিষ্ট্য সৈনিকদের আরো ৩০ দিন চললো। কতজন সৈনিক অন্য জায়গায় চলে গেলো?

(ক) ২০০

(খ) ১৫০

(গ) ২১০

(ঘ) ১২৫

উত্তরঃ খ। ১৫০

১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকেচরমপত্রপরিচালনা উপস্থাপনা করেন?

(ক) বেলাল মোহাম্মদ

(খ) এম এ আজিজ

(গ) আবু হেনা মুস্তফা কামাল

(ঘ) এম আর আক্তার মুকুল

উত্তরঃ ঘ। এম আর আক্তার মুকুল

Which of the following words is not plural?

(ক) men

(খ) feet

(গ) lice

(ঘ) news

উত্তরঃ ঘ। news

(.×.×.)/(.০০১×.০২) এর মান কত?

(ক) ৫৫০

(খ) ২০০

(গ) ১২০

(ঘ) ৬৬০

উত্তরঃ ঘ। ৬৬০

গায়কএর সন্ধি বিচ্ছেদ কী?

(ক) গো+অক

(খ) গা+অক

(গ) গা+য়ক

(ঘ) গৈ+অক

উত্তরঃ ঘ। গৈ+অক

১০দুই অঙ্কবিশিষ্ট্য কোনো সংখ্যার অন্তর , অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বীগুন অপেক্ষা কম। সংখ্যাটি কত?

(ক) ৪৬

(খ) ৩৫

(গ) ২৪

(ঘ) ৫৭

উত্তরঃ গ। ২৪

১১শুদ্ধ বানান কোনটি?

(ক) মুমুর্ষু

(খ) মুমূর্ষু

(গ) মুমুর্ষূ

(ঘ) মূমুর্ষ

উত্তরঃ খ। মুমূর্ষু

১২প্রান্তিক বিরাম চিনহ কোনটি?

(ক) ড্যাশ

(খ) প্রশ্নচিহ্ন

(গ) কোলন

(ঘ) সেমিকোলন

উত্তরঃ খ। প্রশ্নচিহ্ন

১৩The meaning of the word “Obese” is-

(ক) tardy

(খ) obnoxious

(গ) very fat

(ঘ) ugly

উত্তরঃ গ। very fat

১৪কে, কোথায় প্রথম ঐতিহাসিক দফা প্রস্তাব পেশ করেন?

(ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, লাহোরে

(খ) মিজানুর রহমান চৌধুরী, পাকিস্তান জাতীয় পরিষদে

(গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রেসকোর্স ময়দানে

(ঘ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ধানমন্ডি ৩২ নং বাড়িতে

উত্তরঃ ক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, লাহোরে

১৫ঢেঁকি দিয়ে ধান ভানার সময় যান্ত্রিক শক্তি কোন শক্তিতে পরিণত হয়?

(ক) শব্দশক্তি

(খ) তাপশক্তি

(গ) শব্দ ও তাপশক্তি

(ঘ) চৌম্বক

উত্তরঃ গ। শব্দ ও তাপশক্তি

১৬“Pass away” means-

(ক) Disappear

(খ) Die

(গ) Erase

(ঘ) To cross

উত্তরঃ খ। Die

১৭The synonym of “Crime” is-

(ক) Mistake

(খ) Theif

(গ) Offense

(ঘ) Trial

উত্তরঃ গ। Offense

১৮চাউল, চিনি, পানিএগুলো কি বাচক বিশেষ্য?

(ক) বস্তু

(খ) সমষ্টি

(গ) ব্যক্তি

(ঘ) জাতি

উত্তরঃ ক। বস্তু

১৯যদি তোর ডাক শুনে, কেউ না আসে“-

(ক) যৌগিক বাক্য

(খ) মিশ্র বাক্য

(গ) সরল বাক্য

(ঘ) জটিল বাক্য

উত্তরঃ ঘ। জটিল বাক্য

২০ধ্বনির পরিবর্তন কত প্রকার?

(ক) ৩

(খ) ৪

(গ) ৫

(ঘ) ২

উত্তরঃ ক। ৩

২১দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৩৭। সংখ্যা দুটি কি কি?

(ক) ১২, ১৩

(খ) ১৫, ১৬

(গ) ১৮, ১৯

(ঘ) ২০, ২১

উত্তরঃ গ। ১৮, ১৯

২২কম্পিউটার মেমোরি বা স্মৃতিভান্ডারের ধারন ক্ষমতা প্রকাশের একক কোনটি?

(ক) বাইট

(খ) DPI

(গ) পিক্সেল

(ঘ) হার্জ

উত্তরঃ ক। বাইট

২৩একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ২০২৫ বর্গ মিটার। এর চারিদিকে বেড়া আছে। বেড়ার মোট দৈর্ঘ্য কত?

(ক) ২১০

(খ) ২০০

(গ) ১৮০

(ঘ) ২২০

উত্তরঃ গ। ১৮০

২৪What is the noun of “accept”?

(ক) Acceptably

(খ) Acceptance

(গ) Accepted

(ঘ) Acceptable

উত্তরঃ খ। Acceptance

২৫English ______ across the world.

(ক) has spoken

(খ) speaks

(গ) is speaking

(ঘ) is spoken

উত্তরঃ ঘ। is spoken

২৬উলুখাগরাশব্দটির অর্থ কি?

(ক) গুরুত্বহীন লোক

(খ) রাজা বাদশা

(গ) এক শ্রেনীভুক্ত

(ঘ) লাকরি

উত্তরঃ ক। গুরুত্বহীন লোক

২৭Which one is correct?

(ক) One of my friends is a lawyer

(খ) One of my friend are a lawyer

(গ) One of my friends are a lawyer

(ঘ) One of my friend is a lawyer

উত্তরঃ ক। One of my friends is a lawyer

২৮কষ্টে লাভ হয় যা

(ক) সুলভ

(খ) দুর্লভ্য

(গ) দূর্লভ

(ঘ) দুর্লভ

উত্তরঃ ঘ। দুর্লভ

২৯Of the four books, the red one is the-

(ক) more cheaper

(খ) cheapest

(গ) cheap

(ঘ) cheaper

উত্তরঃ খ। cheapest

৩০জন্মহীন মৃত্যহীন

(ক) অয

(খ) অয

(গ) অজ

(ঘ) অজেয়

উত্তরঃ গ। অজ

৩১She was blessed ______ a son.

(ক) by

(খ) for

(গ) in

(ঘ) with

উত্তরঃ ঘ। with

৩২যদি (x-y)2 = 12 এবং xy = 1 হয় তবে x2 + y2 = কত?

(ক) ১১

(খ) ১২

(গ) ১৩

(ঘ) ১৪

উত্তরঃ ঘ। ১৪

৩৩The feminine form of the word “author” is:

(ক) Authorss

(খ) Authoress

(গ) Authores

(ঘ) Authors

উত্তরঃ খ। Authoress

৩৪ঢাকাতে ২৪ মে দুপুর ১২ টার সময় লন্ডনে সময় হবে

(ক) ২৫ মে রাত ১২ টা

(খ) ২৪ মে সকাল ৬ টা

(গ) ২৪ মে সন্ধ্যা ৬ টা

(ঘ) ২৪ মে রাত ১২ টা

উত্তরঃ খ। ২৪ মে সকাল ৬ টা

৩৫গাছপাথরবাগ্ধারাটির অর্থ কী?

(ক) বাড়াবাড়ি করা

(খ) বাড়াবাড়ি করা

(গ) হিসাব নিকাশ

(ঘ) অসম্ভব বস্তু

উত্তরঃ গ। হিসাব নিকাশ

৩৬আগ্নেয়শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি?

(ক) অগ্নি+ষ্ণেয়

(খ) অগ্নি+এয়

(গ) অগ্নি+য়

(ঘ) অগ্নী+এয়

উত্তরঃ খ। অগ্নি+এয়

৩৭বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন

(ক) Mikhail Gorbachev

(খ) Nikita Khrushev

(গ) Nikolai Podgorny

(ঘ) Leonid Brezhnev

উত্তরঃ গ। Nikolai Podgorny

৩৮১৯৭০ সালে সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন

(ক) বিচারপতি আবু সাইদ চৌধুরী

(খ) বিচারপতি আব্দুর সাত্তার

(গ) বিচারপতি এ বি সিদ্দিক

(ঘ) বিচারপতি আব্দুস সাত্তার

উত্তরঃ ঘ। বিচারপতি আব্দুস সাত্তার

৩৯১৯৫৪ সালে নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসনে লাভ করে?

(ক) ২৮০ টি

(খ) ২২৩ টি

(গ) ১৭১ টি

(ঘ) ২৯৮ টি

উত্তরঃ খ। ২২৩ টি

৪০Which sentence is correct?

(ক) He do not know how to swim

(খ) He does not know to swim

(গ) He does not know how to swim

(ঘ) None of these

উত্তরঃ গ। He does not know how to swim

৪১টেকসয় উন্নয়ন অভীষ্ট মোট কতটি অভীষ্ট নিয়ে প্রণীত হয়েছে?

(ক) ১০টি

(খ) ১৭টি

(গ) ২১টি

(ঘ) ৮টি

উত্তরঃ খ। ১৭টি

৪২শর্বরীএর বিপরীত শব্দ কী?

(ক) দিবস

(খ) রজনী

(গ) দিন

(ঘ) রাত

উত্তরঃ ক। দিবস

৪৩Singular form of “data” is-

(ক) dat

(খ) data

(গ) none

(ঘ) datum

উত্তরঃ ঘ। datum

৪৪Rajshahi is ______ sugar growing areas in Bangladesh.

(ক) one of the larger

(খ) one of the largest

(গ) one of the largest

(ঘ) largest

উত্তরঃ গ। one of the largest

৪৫বাংলাদেশের জাতীয় সংসদ বর্তমানে মোট কতজন সদস্য নিয়ে গঠিত হয় ?

(ক) ৩৪৫ জন

(খ) ৩৫০ জন

(গ) ৩৫৫ জন

(ঘ) ৩০০ জন

উত্তরঃ খ। ৩৫০ জন

৪৬৩টি সংখ্যার গড় এবং তিনটি সংখ্যাসহ মোত টি সংখ্যার গড় হলে ৪র্থ সংখ্যাটির অর্ধেকের দাম কত ?

(ক) ৮

(খ) ৫

(গ) ৬

(ঘ) ৭

উত্তরঃ ঘ। ৭

৪৭The passive form of “I know him” –

(ক) He known to me

(খ) He was known to me

(গ) He is known to me

(ঘ) I was known to him

উত্তরঃ গ। He is known to me

৪৮একটি আয়তাকার ক্ষেত্রে এর দৈর্ঘ্য প্রস্থের অনুপাত : উহার পরিসীমা ২০০ মিটার হলে আয়তকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত ?

(ক) ১৮৭৫

(খ) ১৬৭৫

(গ) ১৫৭৫

(ঘ) ১৭৭৫

উত্তরঃ ক। ১৮৭৫

৪৯একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম এতে সোনা তামার অনুপাত : এতে কত গ্রাম সোনা মেশালে অনুপাত : হবে ?

(ক) ৩

(খ) ৮

(গ) ৬

(ঘ) ৪

উত্তরঃ ঘ। ৪

৫০২১ ফেব্রুয়ারীকে কোন সংগঠন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে

(ক) UNDP

(খ) UNESCO

(গ) UNESCO

(ঘ) UNICEF

উত্তরঃ খ। UNESCO

৫১BRICS প্রতিষ্ঠিত ব্যাংকের নাম কি ?

(ক) Newly Development Bank

(খ) BRICS Development Bank

(গ) Developing Bnak

(ঘ) New Development Bank

উত্তরঃ ঘ। New Development Bank

৫২যদি x + y = 17 হয় এবং xy = 60 হয়, তবে x – y এর মান কত ?

(ক) ৫

(খ) ৭

(গ) ৮

(ঘ) ৯

উত্তরঃ খ। ৭

৫৩দেশে বিসেশেরলেখক কে ?

(ক) সৈয়দ শামশুল হক

(খ) সৈয়দ মুজতবা আলী

(গ) ফররুখ আহমেদ

(ঘ) সওকত ওসমান

উত্তরঃ খ। সৈয়দ মুজতবা আলী

৫৪এক ব্যক্তির জুলাই মাস্বর আয় বাকি ১১ মাসের আয়ের সমান হলে, তার জুলাই মাসের আয় সারা বছরের আয়ের কত অংশ ?

(ক) ১ / ৪

(খ) ১ / ২

(গ) ২ / ৩

(ঘ) ১ / ৩

উত্তরঃ খ। ১ / ২

৫৫কোন স্কুলে ৭০ % শিক্ষার্থী বাংলায় পাশ করেছে কিন্তু ১০ % উভয় বিশয়ে ফেল করেছে যদি উভয় বিশয়ে ৩০০ জন শিক্ষার্থী পাশ করে থাকে তবে স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে ?

(ক) ৫০০

(খ) ৫৬০

(গ) ৬০০

(ঘ) ৪০০

উত্তরঃ ক। ৫০০

৫৬৪০০

(ক) গো + এষণা

(খ) গো + ষণা

(গ) গ + এষণা

(ঘ) গব + এষণা

উত্তরঃ ক। গো + এষণা

৫৭দুই অংকবিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের স্থান বিনময় করলে ৫৪ বৃদ্ধি পায় অংক দুইটির যোগফল ১২ হলে সংক্যা দুটি কত ?

(ক) ৩৯

(খ) ৯৩

(গ) ৫৭

(ঘ) ৭৫

উত্তরঃ ক। ৩৯

৫৮একটি ক্লাসের শিক্ষারথীদের মধ্যে ২৭০০ চকলেট বিতরণ করা হলো প্রত্যেক শিক্ষার্থী ক্লাসের মোট শিক্ষার্থী সংখ্যার তিঙ্গূন পরিমান পেলে শিক্ষারথী সংখ্যা কত ?

(ক) ৩০

(খ) ৭৫

(গ) ৭০

(ঘ) ৮৫

উত্তরঃ ক। ৩০

৫৯কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান ?

(ক) দুর্নীতি দমন কমিশন

(খ) জাতীয় মানবাধিকার কমিশন

(গ) মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক

(ঘ) জাতীয় তথ্য কমিশন

উত্তরঃ গ। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক

৬০There is ______ milk in the glass.

(ক) a big amount

(খ) much

(গ) small

(ঘ) a little

উত্তরঃ গ। small

৬১কোনো একটি স্কিলের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে মহিলা, পুরুশ শিক্ষকদের ১২ জন অবিবাহিত এবং অংশ বিবাহিত স্কুলের শিক্ষকশিক্ষিকার সনহখ্যা কত ?

(ক) ৯০

(খ) ৮০

(গ) ৮৫

(ঘ) ১২০

উত্তরঃ ক। ৯০

৬২The antonym of the word “insipid” is –

(ক) cold

(খ) dull

(গ) exciting

(ঘ) sanguine

উত্তরঃ গ। exciting

৬৩“I hardly go out after dusk.” The correct Bangla translation is –

(ক) আমি সন্ধ্যার পর মোটেও বাইরে যাই না

(খ) আমি সন্ধ্যার পরে কদাচিৎ বাইরে যাই

(গ) আমি সন্ধ্যার পর পরই বাইরে যাই

(ঘ) আমি সন্ধ্যার পরে প্রায়ই বাইরে যাই

উত্তরঃ খ। আমি সন্ধ্যার পরে কদাচিৎ বাইরে যাই

৬৪“The spirit of Islam” বইটির লেখক কে ?

(ক) হাজী মহম্মদ মহসীন

(খ) বেগম রোকেয়া

(গ) বেগম রোকেয়া

(ঘ) সৈয়দ আমির আলী

উত্তরঃ ঘ। সৈয়দ আমির আলী

৬৫১৯৭১ সালে ঢাকা শহরেঅপারেশন সার্চ লাইটপরিচালনার মূল দায়িত্বে ছিলেন

(ক) জেনারেল ইয়াহিয়া খান

(খ) জেনারেল রাও ফরমান আলী

(গ) জেনারেল জিয়ায়ুর রহমান

(ঘ) জেনারেল টিক্কা খান

উত্তরঃ খ। জেনারেল রাও ফরমান আলী

৬৬পৃথিবীর দুটি স্থানের দ্রাঘীমার পার্থক্য ডিগ্রী সেলসিয়াস হলে দুটি স্থানের সময়ের পার্থক্য কত ?

(ক) ৪ মিনিট

(খ) ৫ মিনিট

(গ) ২০ মিনিট

(ঘ) ১ মিনিট

উত্তরঃ ক। ৪ মিনিট

৬৭পথশব্দের সমার্থক শব্দ কী ?

(ক) সমরণি

(খ) সরণি

(গ) সরণী

(ঘ) সারণী

উত্তরঃ খ। সরণি

৬৮মাননীয় শেখ হাসিনা কতবার সংসদ সদস্য নির্বাচিত হয় ?

(ক) ৮ বার

(খ) ৫ বার

(গ) ৯ বার

(ঘ) ৭ বার

উত্তরঃ ঘ। ৭ বার

৬৯কোনটি প্রাদি সমাসের উদাহরণ ?

(ক) প্রগতি

(খ) গৃহস্থ

(গ) ছা – পোষা

(ঘ) উপকূল

উত্তরঃ ক। প্রগতি

৭০a – 1/a = 3 হলে, a2+1/a2 এর মান কত ?

(ক) ১১

(খ) ১২

(গ) ১৪

(ঘ) ১৬

উত্তরঃ ক। ১১

৭১The word with correct spelling –

(ক) ricive

(খ) receve

(গ) receive

(ঘ) receive

উত্তরঃ গ। receive

৭২প্রদত্ত সংখ্যা গুলোর মধ্যক কোনটি ?
১২,  , ১৫, , ২০, , ২৫, ১৭, ২১, ২৩, ১১

(ক) ১৪

(খ) ১২

(গ) ১৫

(ঘ) ১৩

উত্তরঃ গ। ১৫

৭৩সমকোণী ত্রিভূজের অতিভূজ সংলগ্ন কোন দুটির প্রত্যেকটি

(ক) স্থূলকোণ

(খ) সরলকোন

(গ) সূক্ষকোন

(ঘ) পূরককোন

উত্তরঃ গ। সূক্ষকোন

৭৪বস্তুর অজন কোথায় সবচেয়ে বেশি ?

(ক) পৃথিবীর কেন্দ্রে

(খ) বিষুব অঞ্চলে

(গ) মেরু অঞ্চলে

(ঘ) পাহাড়ের অঞ্চলে

উত্তরঃ গ। মেরু অঞ্চলে

৭৫বাংলা নববর্ষ চালু করেছিলেন

(ক) ড মুহাম্মদ সহীদুল্লাহ

(খ) সম্রাট আকবর

(গ) শায়েস্তা খান

(ঘ) শেখ হাসিনা

উত্তরঃ খ। সম্রাট আকবর

৭৬পলাশি থেকে ধানমন্ডিচলচিত্রের পরিচালক কে ?

(ক) মস্তফা সরোয়ার ফারুকী

(খ) তারেক মাসুদ

(গ) আব্দুল গফফার চৌধুরী

(ঘ) নাসির উদ্দিন ইউসুফ

উত্তরঃ গ। আব্দুল গফফার চৌধুরী

৭৭শুদ্ধ বানান কোনটি ?

(ক) বিভীষিকা

(খ) বিভিষিকা

(গ) বিভীষীকা

(ঘ) বিভিষীকা

উত্তরঃ ক। বিভীষিকা

৭৮সুনামশব্দেরসুকোন উপসর্গ ?

(ক) সংস্কৃত

(খ) বাংলা

(গ) আরবি

(ঘ) ফারসি

উত্তরঃ খ। বাংলা

৭৯The opposite word of “Delete” is –

(ক) Injure

(খ) Delay

(গ) Delay

(ঘ) Trap

উত্তরঃ গ। Delay

৮০একটি চৌবাচ্চায় দুটি নল সংযুক্ত আছে প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দ্বারা ১২ মিনিটে পুর্ণ হয় নল দুটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে ?

(ক) ৬

(খ) ৩

(গ) ৪

(ঘ) ৫

উত্তরঃ খ। ৩

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *