একাদ্বশ শ্রেণী- জীববিঙ্গান ১ম প্ত্রঃ ২য় অধ্যায়ঃ- কোষ বিভাজন

২য় অধ্যায়ঃ- কোষ বিভাজন

জ্ঞানমূলক প্রশ্নোত্তরঃ

প্রশ্ন-১: কোষের প্রতিরূপ সৃষ্টির প্রক্রিয়াটি অত্যাবশ্যকীয় কেন?

উত্তর: জীবের দৈহিক বৃদ্ধি ও প্রয়োজনের জন্য কোষের প্রতিরূপ সৃষ্টি বা কোষ বিভাজন অত্যাবশ্যকীয়।

প্রশ্ন-২: সমীকরণিক বিভাজন কী?

উত্তর: যে কোষ বিভাজনে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম মাত্র একবার বিভাজিত হয়, তাকে সমীকরেণিক বিভাজন বলে।

প্রশ্ন-৩: Gap-1কী?

উত্তর: Gap-1বা G-1কোষ চক্রের একটি দশা যাতে কিছু সময় (৩০-৪০%সময়) কোষের সংশ্লেষY ঘটে না।

প্রশ্ন-৪: ক্রোমাটিড কী?

উত্তর: মাইটোসিসের প্রোফেজ দশায় ক্রোমোজোমগুলো সেন্ট্রামিয়ার ছাড়া অনুদৈর্ঘ্য বরাবর বিভক্ত হয়, ক্রোমোজোমের এরূপ প্রতিটি অংশকে ক্রোমাটিড বলে।

প্রশ্ন-৫: অ্যাস্টার রশ্মি কী?

 উত্তর: মাইটোসিসের প্রো-মেটাফেজ দশায় প্রাণিকোষের দুপ্রান্তে অবস্থিত সেন্ট্রিওল থেকে অ্যাস্টার রশ্মির সৃষ্টি হয়।

প্রশ্ন-৬: গ্যামিটোজেনিক মিয়োসিস কী?

উত্তর: সকল উন্নত প্রাণী এবং নিম্নশ্রেণী কিছু উদ্ভিদের ক্ষেত্রে গ্যামিট সৃষ্টির সময় যে মিয়োসিস ঘটে, তাই গ্যামিটোজেনিক মিয়োসিস।

প্রশ্ন-৭: স্পোরোজেনিক মিয়োসিস কী?

উত্তর: মস, ফার্নসহ সকল উন্নত উদ্ভিদের স্পোর সৃষ্টির সময় হওয়া মিয়োসিসকে স্পোরোজেনিক মিয়োসিস বলে।                                    

প্রশ্ন-৮: জাইগোটিক মিয়োসিস কী?

উত্তর: Spirogyr সহ অধিকাংশ থ্যালোফাইটের জাইগোটে অঙ্কুরোদগমের সময় যে মিয়োসিস ঘটে, তাই জাইগোটিক মিয়োসিস।

প্রশ্ন-৯: ননসিস্টার ক্রোমাটিড কী?

উত্তর: ভিন্ন ক্রোমোসোম থেকে প্রাপ্ত দুটি ক্রোমাটিডকে পরস্পরের ননসিস্টার ক্রোমাটিড বলে।

অনুধাবনমূলক প্রশ্নোত্তর ঃ

প্রশ্ন-১: সমীকরণিক বিভাজন বলেতে কী বোঝায়?

উত্তর: যে সকল বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষ থেকে সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট এবং সমগুY সম্পন্ন দুটি অপত্য কোষের সৃষ্টি হয় এবং এদের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংক্যার সমান থাকে তাকে মাইটোসিস বা সমীকরেণিক বিভাজন বলে । যেহেতু বিভাজনের আগে ও পরে ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে তাই এ বিভাজনকে সমীকরেণিক বিভাজন বলে।

প্রশ্ন-২: হওয়ার্ড ও পেল্ক আবিষ্কৃত চক্রটি কখন কার্যকর হয়?

উত্তর: একটি বিভাজনকড়্গ কোষের এক ইন্টারফেজ দশা হতে কোষ বিভাজনের পর পরবর্তী ইন্টারফেজ দশা পর্যন্ত পর্যায়ক্রমিক ভাবে অনেকগুলো গুরূত্বপূর্ণ ঘটেনা ঘটে যা নির্দিষ্ট অনুক্রমে চক্রাকারে আবর্তিত হয়  একে কোষ চক্র বলে যা আবিষ্কার করেন হাওয়ার্ড এবং পেল্ক। তাদের মতে কোষ চক্রের ৫-১০% সময় মাইটোসিস বিভাজনে ব্যয় হয় আর বাকি ৯০-৯৫% সময় ব্যয় হয়  ইন্টারফেজ দশায়।

প্রশ্ন-৩: সিন্যাপসিস বলেতে কী বোঝ?

উত্তর: সমদৈর্ঘ্য ও সমগুনসম্পন্ন তথা সমসংস্থান ক্রোমোজোমগুলোর মধ্যে আকর্ষণের ফলে এদের অনুদৈর্ঘ্য বরাবর সমান্তরালে জোড় বাঁধে, যাকে সিন্যাপসিস বলা হয়। জোড় বন্ধ এ ক্রোমোজোমকে বাইভ্যালেন্ট বলা হয়।

প্রশ্ন-৪: ক্রসিংওভার বলেতে কী বোঝায়?

উত্তর: এন্ডোনিউক্লিয়েজ এর কারনে ননসিস্টার ক্রোমাটিড দুটি এক বা একাধিক স্থানে এবং একই তলে আড়াআড়িভাবে ভেঙে যায় । অঃতপর লাইগেজ এনজাইম এর কারণে ভাঙা প্রাপ্তিগুলো পরস্পর ননসিস্টার ক্রোমাটিডের সাথে জোড় বাঁধে।ক্রোমোজোমের অংশের এ বিনিময়কে ক্রসিংওভার বলে।

১ নং সৃজনশীল প্রশ উত্তর

নিচের চিত্র দুটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও:

চিত্র

ক. মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে?

খ. জীবের জন্য কোষ বিভাজন প্রয়োজন কেন?

গ. X ও Y এর মধ্যে যে অমিল রয়েছে তা উল্লেখ করো।

ঘ. উদ্দীপকের X ও Y চিত্র দুটি যে কোষ বিভাজনকে নির্দেশ করে তার গুরূত্ব বর্ণনা করো।

১ নং প্রশ্নের উত্তর ঃ (ক)

জীবের দেহকোষে।

১ নং প্রশ্নের উত্তর ঃ (খ)

জীবের সংখ্যাবৃদ্ধি, বংশবৃদ্ধি, দৈহিক বিকাশ ও পৃদ্ধি এমনকি যৌন জননে গ্যামেট সৃষ্টির জন্য কোষ বিভাজন আবশ্যক। যেমন- অপ্রকৃত এককোষী জীব অ্যামইটোসিস প্রক্রিয়ায় তাদের সংখ্যাবৃদ্ধি করে থাকে। যেমন- ব্যাকটেরিয়া। এককোষী প্রকৃত জীব মাইটোসিস প্রক্রিয়ায় তাদের বংশবৃদ্ধি করে থাকে। বহুকোষী জীবের বৃদ্ধি ও বিকাশ মাইটোসিস কোষ বিভাজনের কারণে ঘটে থাকে। উল্লেখিত কারণে জীবের জন্য কোষ বিভাজন প্রয়োজন।

১ নং প্রশ্নের উত্তর ঃ (গ)

উদ্দীপকের চিত্র-X হলো মেটাফেজ এবং চিত্র-Y হলো টেলোফেজ পর্যায়। যদিও চিত্র দুটি মাইটোসিস কোষ বিভাজনের অন্তর্ভূক্ত তবুও এদের মধ্যে কিছু অমিল রয়েছে। যেমন-

র.           চিত্র- X অর্থাৎ মেটাফেজে ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা ও খাটো দেখায়। কিন্তু চিত্র -Y অর্থাৎ টেলোফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো সরম্ন ও লম্বা হতে শুরম্ন করে।

রর.        চিত্র -X এ ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, কিন্তুচিত্র -Y এ ক্রোমোজোমগুলো নিউক্লিয়াসে জড়াজড়ি করে অবস্থান করে।

ররর.      চিত্র -X এ স্পিন্ডল যন্ত্রের গVন সুস্পষ্ট থাকে যা চিত্র -Y এ সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়।

রা.          চিত্র -X এ নিউক্লিওলাস না থাকেলেও চিত্র -Y এ নিউক্লিওলাস উপস্থিত।

১ নং প্রশ্নের উত্তর ঃ (ঘ)

উদ্দীপকের X ও Y চিত্র দুটি যখাক্রমে মেটাফেজ ও টেলোফেজ পর্যায়ের। যা মাইটোসিস কোষ বিভাজনে দেখা যায়। এ কোষ বিভাজনের গুরূত্ব হলো-

i.          দৈহিক বৃদ্ধি : মাইটোসিস বিভাজনের মাধ্যমে জীবের দৈহিক বৃদ্ধি ঘটে।

ii.        বংশ বৃদ্ধি : একসোষী সুকেন্দ্রিক জীবের বংশবৃদ্ধি তথা সংখ্যা বৃদ্ধি এ প্রক্রিয়ায় ঘটে থাকে।

iii.      ক্রোমোজোমের সমতা রক্ষা : এ বিভাজনের মাধ্যমেই বহুকোষী জীবের দেহকোষে ক্রোমোজোমের সমতা রক্ষা পায়।

iv.          ক্ষত পূরণ: এ কোষ বিভাজনের মাধ্যমে নতুন কোষ সৃষ্টি হয়ে বহুকোষী জীবের বিভিন্ন প্রকার ক্ষত পূরণহয়ে থাকে।

v.          প্রজাতির ধারাবাহিকতা রক্ষা : অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা ও জিনের বৈশিষ্ট্য মাতৃকোষের অনুরূপ হওয়ায় প্রজাতির ধারাবাহিকতা বজায় থাকে।

v i.       জননাঙ্গ সৃষ্টি : মাইটোসিস বিভাজনের মাধ্যমে বহুকোষী জিবের জননাঙ্গ সৃষ্টি হয়।

vii.    গুনগত বৈশেষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা : এ প্রকার বিভাজনের ফলে জীবজগতের গুনগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা বজায় থাকে।

প্র্যাকটিস অংশ: সৃজনশীল রচনামূলক প্রশ্নঃ

১। নিচের চিত্রের ধাপেগুলো লক্ষকরঃ

ক. মাইটোসিসের সর্বশেষ দশার নাম কী?

খ. জীবদেহের ক্ষতস্থান পূরণ করেতে মাইটোসিস অপরিহার্য কেন?

গ. চিত্রের কোষ বিভাজন প্রক্রিয়াটি বর্ণনাকরে।

ঘ. জীব জগতে উপরিউক্ত কোন বিভাজন প্রক্রিয়ার গুরূত্ব মূল্যায়ন করে।

২। নিচের চিত্রটি লক্ষ করঃ

ক. কোষ চক্র কী?

খ. মাইটোসিস কেন হয়?

গ. চিত্রের ধাপে ক্রোমোজোমের আকৃতি V, L, J, I  এর মতো দেখায় কখন?

ঘ. চিত্রের ধাপের পরবর্তী ধাপে বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে কোষ বিভাজনের সমাপ্তি ঘটে যুক্তি দাও।

৩। নিচের চিত্রটি লক্ষ করঃ

ক, সিন্যাপসিস কী?

খ. ইন্টারকাইনেসিস ও ইন্টারফেজের মধ্যে দুটি পার্থক্য লেখ।

গ. চিত্র ক এর সংঘটিত কর্মকান্ড ব্যাখ্যা করে।

ঘ. উদ্দীপকে প্রদশির্ত কোন চিত্রটি জীবের বৈশিষ্ট্যগত পরিবর্তন সাধনের ক্ষেত্রে? তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও।

 ৪। নিচের বিভাজন পদ্ধতিটি লক্ষ করঃ

ক, কোষ বিভাজন কাকে বলে?

খ. ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিনের প্রধান দুটি পার্থক্য লেখ।

গ. উদ্দীপকের প্রক্রিয়ার মাধ্যমে কীভাবে ক্রোমোজোম সংখ্যা নিয়ন্ত্রিত হয় ব্যাখ্যা করে।

ঘ. জীবজগতে উদ্দীপকের প্রক্রিয়ার গুরূত্ব বিশ্লেষণ করে।

৫। নিচের উদ্দীপকটি লক্ষ করঃ

ক, মেটাককাইনেসিস কী?

খ.হ্যাপ্লয়েড পার্সেনোজেনিসস বলেতে কী বোঝায়?

গ, উদ্দীপকে উল্লেখিত যে কোন বিভাজন প্রক্রিয়ায় সৃষ্টি হয় তার কায়াজমা সৃষ্টির ধাপে এবং পরবর্তী ধাপের চিহ্নিত চিত্র অঙ্কন করে।

ঘ. উদ্দীপকে উল্লেখিত ও যে কোষ বিভাজন প্রক্রিয়ায় সৃষ্টি হয় তার গুরত্ব বিশ্লেষণ করে।

৬।নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ

জীববিজ্ঞান ক্লাসে শিক্ষক দুটি চিত্র আকলেন। যার ১ম টিতে কোষ বিভাজনরত অপত্য ক্রোমোজোমগুলো মেরুতে অবস্থান করেছিল। এদের ক্রোমোটিডের অংশের বিনিময় হয় নাই। ২য় টিতে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে ক্রোমাটিডের অংশের বিনিময় করেছে।

ক. পুষ্পপুট কী?

খ. হিটারোমরফিক অনুক্রম বলেতে কী বুঝ?

গ. উদ্দীপকের চিত্র দুটি একে চিহ্নিত করে।

ঘ. শিক্ষক চিত্র দুটিতে যে কোষ বিভাজন বুSতে চেয়েছেন তাদেরক তুলনা করে।

৭।নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ

ড. মুকুল ব্যবহারিক ক্লাসে শিড়্গার্থীদের অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য কোষ বিভাজনের বিভিন্ন দশা দেখাচ্ছিলেন। তিনি ক একটি ¯স্নাইড দেখিয়ে বলেলেন, ¯স্নাইডে যে কোষীর বিভাজন দেখা যাচ্ছে সেটি চক্রাকারে বারবার সংঘটিত হয়। এর পর তিনি দ্বিতীয় ¯স্নাইড দেখালেন যেখানে ক্রোমোজোমের পাশাপাশি ক্রোমটির পরস্পর সংযোগ হয়ে আকৃতির গVন তৈরি হযেছে।

ক. বাইভ্যালেন্ট কী?

খ. ডিপেস্নাকটিন উপদশার বৈশিষ্ঠ্য লিখ।

গ. উদ্দীপকে বর্ণিত প্রথম ¯স্নাইডের প্রক্রিয়াটি বর্ণনা করে।

ঘ. উদ্দীপকের বর্নিত দ্বিতীয় ¯স্নাইডের প্রক্রিয়াটি জীবকুলের জন্য গুরূত্বপূর্ণ বিষয়টি বিশ্লেষণ করে।

৮। নিচের চিত্রটি লক্ষ করে এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ

ক. ইন্টার কাইনেসিস কী?

খ. কোষ চক্র বলেতে কী বুঝ?

গ. ক চিত্রে যে প্রক্রিয়াটি দেখানো হয়েছে তার ব্যাখ্যা করে।

ঘ. চিত্রের প্রক্রিয়াটি জীবচিত্র্যির ক্ষেত্রে কী ভূমিকা রাখে তা বিশ্লেষণ করে।

৯। উদ্দীপকের আলোকে প্রশ্নগুলোর উত্তর দাওঃ

ক. জেনেটিক কোষ কী?

খ. আত্মঘাতী খলিকা কী বুঝিয়ে লেখ।

গ. উদ্দীপকের ও এর তুলনামূলক ব্যাখ্যা দাও।

ঘ.  ও উভয়ই জীবজগতে তাৎপর্য বিশ্লেষণ করে।

১০।নিচের উদ্দীপকটি লক্ষ করঃ

কোষ বিভাজনক্যারিওকানোসিসসাইটকাইনোসিস

                                                            ১ম ধাপে                             ২য় ধাপে

ক. জীবদেহে কয় ধরনের কোষ বিভাজন ঘটে?

খ.  Daughter বলেতে কী বোঝায়?

গ. উক্ত কোষ বিভাজনের বৈশিষ্ট্য ব্যাখ্যা করে।

ঘ. জীবের দৈহিক বৃদ্ধি উক্ত কোষ বিভাজন প্রক্রিয়ার ফল উক্তিটির যথার্থতা প্রমান করে।

১১। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ

 A কোষটি চারটি ক্রোমোজোমধারী যা বিভাজিত হয়ে দুটি কোষ  তৈরি করে প্রতিকোষে ক্রোমোজোম সংখ্যা A এর সমান। B কোষটি A কোষের মতো ক্রোমোজোমধারী কিন্তু বিভাজিত হয়ে চারটি কোষ তৈরি করে যার ক্রোমোজোম সংখ্যা B  এর অর্ধেক।

ক. বাইভেলেন্ট কী?

খ. কোষ বিভাজনে সাইটোকাইনেসিসের প্রয়োজন কেন?

গ. উদ্দীপকরে A ও B কোষ দুটির বিভাজনের মধ্যে পার্থক্য লিখ।

ঘ. উদ্দীপকের B কোষটি বিভাজনের ফলে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হলো কেন?ব্যাখ্যা করে।

জীববজ্ঞিান ১মপত্র

অধ্যায় – ২: কোষ বিভাজন

বহুর্নিবাচনী

১.কোন দশটি অত্যন্ত স্বল্পস্থায়ী?

 ক) প্রোফজে-১                 খ) অ্যানাফজে-১

 গ) প্রো-মটোফজে-১        ঘ) মটোফজে-১

সঠিক উত্তর: (গ)

২. কোন ধাপে নউক্লিয়াস আকারে বড় হয়?

 ক) প্রোফজে                    খ) মটোফজে

 গ) এনাফজে                    ঘ) টলেোফজে

সঠিক উত্তর: (ক)

৩. দুইটি ননসস্টিার ক্রোমাটডিরে ক্রস (X) আকৃতির জোড়াস্থলকে কী বলে?

 ক) বাইভ্যালন্টে                              খ) ক্রসিংওভার

 গ) কায়াজমা                    ঘ) সন্যিাপস

  সঠিক উত্তর: (গ)

৪.হামোলোগাস ক্রোমোসোমগুলো বাইভ্যালন্টেরে মাঝে কত ডিগ্রি করে থাকে?

 ক) ৩০ খ) ৫০   গ) ৭০ ঘ) ৯০

  সঠিক উত্তর: (ঘ)

৫.অনিয়ন্ত্রিত মাইটোসিসরে কুফল হলো-

র. টিউমার

রর. যক্ষ্মা

ররর. ক্যান্সার

নচিরে কোনটি সঠিক?

 ক) র ও রর         খ) র ও ররর        গ) রর ও ররর    ঘ) র, রর ও ররর

  সঠিক উত্তর: (খ)

৬.মাইটোসিস কোষ বিভাজনরে কোন ধাপে ক্রোমোজোমে জলযোজন ঘটে?

 ক) প্রোফজে                    খ) প্রো-মটোফজে

 গ) এনাফজে                     ঘ) টলেোফজে

  সঠিক উত্তর: (ঘ)

৭.সমীকরেণকি বিভাজন ঘটে-

র. ব্যাকটরেয়িায়

রর. ঈস্টে

ররর. আদকিোষী জীবে

নচিরে কোনটি সঠিক?

 ক) র ও রর         খ) র ও ররর       গ) রর ও ররর     ঘ) র, রর ও ররর

  সঠিক উত্তর: (ঘ)

৮.ক্রোমোজোমরে জোড়া সৃষ্টি হয় কোন র্পযায়?ে

 ক) লেপ্টোটিন                খ) জাইগোটনি

 গ) প্যাকাইটনি                 ঘ) ডায়াকাইনসেসি

  সঠিক উত্তর: (খ)

৯.মাইটোসিসরে কোন র্পযায়ে ক্রোমোজোমগুলো কোষরে বষিুবতলে অবস্থান করে?

 ক) প্রোফজে                     খ) প্রো-মটোফজে

 গ) মটোফজে                  ঘ) অ্যানাফজে

  সঠিক উত্তর: (গ)

১০.একই বাহুর দুটি ক্রোমাটডি সমান্তরালে অবস্থান করে কোন ধাপে?

 ক) প্রোফজে                     খ) প্রো-মটোফজে

 গ) মটোফজে                  ঘ) টলেোফজে

  সঠিক উত্তর: (ক)

১১.প্রো-মটোফজে স্পিন্ডল তন্তু দখো যায় –

র. মাকুতন্তু

রর. স্পিন্ডলতন্তু

ররর. ক্রোমোজোমাল তন্তু

নচিরে কোনটি সঠিক?

 ক) র ও রর         খ) রর ও ররর    গ) র ও ররর       ঘ) র, রর ও ররর

  সঠিক উত্তর: (খ)

১২.উদ্ভদি ও প্রাণীর দৈহিক গVন ও বৃদ্ধরি মূল কারণ –

 ক) মাইটোসিস                খ) মায়োসসি

 গ) অ্যামাইটোসিস          ঘ) ডায়াকাইনোসসি

 সঠিক উত্তর: (ক)

১৩.নউিক্লওিলাসরে অবলুপ্তি ঘটে কোন উপর্পযায়?ে

 ক) লেপ্টোটিন                খ) জাইগোটনি

 গ) ডিপ্লোটনি                   ঘ) ডায়াকাইনসেসি

  সঠিক উত্তর: (ঘ)

১৪.মিয়োসিস কোষ বভিাজনে DNA এর প্রতিরুপ সৃষ্টি হয় কোন ধাপে?

 ক) ইন্টারকাইনসিসে                    খ) প্রোফজে – ১ এ

 গ) প্রোফজে – ২ এ                         ঘ) মটোফজে – ১ এ

  সঠিক উত্তর: (খ)

১৫.যৌন জননশীল জীবরে ভন্নি গ্যামটিদ্বয় মলিতি হয়ে কী ধরনরে জাইগোট গVন করে?

 ক) হ্যাপ্লয়ডে     খ) ডিপ্লয়ডে       গ) ট্রপ্লিয়ডে       ঘ) টট্রোপ্লয়ডে

  সঠিক উত্তর: (খ)

১৬.কোষ বিভাজনরে ইন্টারফেজ দশায় কি ঘটে?

 ক) মাকুযন্ত্র তৈরি হয়     

খ) সাইটোকাইনেসিস ঘটে

 গ) সন্ট্রেোময়িার বভিক্ত হয়         

 ঘ) প্রোটনি ও DNA-র সংশ্লষে ঘটে

  সঠিক উত্তর: (ঘ)

১৭.মিয়োসিস কোষ বিভাজনরে কোন র্পযায়ে অপত্য কোষরে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষরে র্অধকে হয়?

 ক) প্রোফজে – ১                             খ) মটোফজে – ১

 গ) অ্যানাফজে – ১          ঘ) টলেোফজে – ১

  সঠিক উত্তর: (গ)

১৮.কোষ চক্ররে কত ভাগ মাইটোসিস ব্যয় হয়?

 ক) ৯-১২ ভাগ                   খ) ১৬-২০ ভাগ

 গ) ৫-১০ ভাগ                   ঘ) ১৫-২০ ভাগ

  সঠিক উত্তর: (গ)

১৯.কোষ প্রস্তুতরি বরিাম-১ উপর্পযায়-

র. বিভিন্ন প্রোটনি ও RNA সংশোষতি হয়

রর. DNA অনুলপিন হয়

ররর. ৩০-৪০% সময় ব্যয় হয়

নচিরে কোনটি সঠিক?

 ক) র ও রর         খ) র ও ররর        গ) রর ও ররর     ঘ) র, রর ও ররর

  সঠিক উত্তর: (খ)

২০.কোন জীবরে জাইগোটে ক্রোমোসম সংখ্যা দ্বিগুণ হয়?

 ক) র্ফান                            খ) শবৈাল

 গ) জম্লিোর্স্পাম                ঘ) অ্যানজওির্স্পাম

  সঠিক উত্তর: (খ)

২১.ইন্টারফেজের কোন দশায় কোষ প্রচুর ATP ও প্রোটনি অণুতে র্পূণ থাকে?

 ক) G1 দশা                      খ) G2 দশা

 গ) S দশা                           ঘ) সবগুলো

  সঠিক উত্তর: (গ)

২২.উপরোক্ত চত্রিটি কোন ধরনরে কোষ বিভাজনরে?

 ক) সমীকরেণকি                            খ) মাইটোসিস

 গ) মিয়োসিস                                   ঘ) অ্যামাইটোসিস

  সঠিক উত্তর: (ঘ)

২৩.কোন টস্যিুর কোষ মাইটোসিস প্রক্রয়িায় বভিাজতি হয়?

 ক) ভাজক টস্যিু                             খ) স্থায়ী টস্যিু

 গ) ক্ষরণকারী টস্যিু                        ঘ) সবগুলো

  সঠিক উত্তর: (ক)

২৪.ক্রোমোসোমরে র্সবাধকি খাটো ও মোটা হয় কোন ধাপে?

 ক) প্রোফজে                    খ) মটোফজে

 গ) অ্যানাফজে                ঘ) টলেোফজে

  সঠিক উত্তর: (গ)

২৫.জীবদহেরে কোনো ক্ষতস্থান কোন প্রক্রয়িায় দ্রুত পূরণ হয়?

 ক) অঙ্গজ জনন                            খ) মাইটোসিস

 গ) ক্রসিংওভার                               ঘ) যৌন জনন

  সঠিক উত্তর: (খ)

২৬.ক্রোমোজোমরে সন্ট্রেোময়িার বষিুব অঞ্চলে অবস্থান করে কোন ধাপে?ে

 ক) মটোফজে                  খ) এনাফজে

 গ) টলেোফজে                 ঘ) প্রোফজে

  সঠিক উত্তর: (ক)

২৭.মাইটোসিসরে সবচেয়ে র্দীঘস্থায়ী র্পযায় কোনটি?

 ক) প্রোফজে                     খ) প্রো-মটোফজে

 গ) মটোফজে                   ঘ) অ্যানাফজে

  সঠিক উত্তর: (ক)

২৮.প্রোফজে – ১ এর প্যাকাইটনি উপদশায় সৃষ্ট ঘটেনা –

র. কায়জমা সৃষ্টি হয়

রর. ক্রসিংওভার ঘটে

ররর. নউক্লিয়াস বলিুপ্ত হয়

নিচের কোনটি সঠিক?

 ক) র ও রর         খ) রর ও ররর     গ) র ও ররর        ঘ) র, রর ও ররর

 সঠিক উত্তর: (ক)

২৯.মাইটোসিসরে র্দীঘস্থায়ী র্পযায় কোনটি?ি

 ক) প্রোফজে                     খ) প্রো-মটোফজে

 গ) মটোফজে                   ঘ) টলেোফজে

  সঠিক উত্তর: (ক)

৩০.স্পিন্ডল যন্ত্ররে মধ্যভাগকে সাধারণত কতটি ক্রোমাটডি থাকে?

 ক) ১টি খ) ২টি গ) ৩টি ঘ) ৪টি

  সঠিক উত্তর: (খ)

৩১.কোন বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলে?

 ক) মাইটোসিস                 খ) অ্যামাইটোসিস

 গ) মিয়োসিস                    ঘ) ক্যারওিকাইনসেসি

  সঠিক উত্তর: (গ)

৩২.নরিক্ষীয় অঞ্চলমুখী ক্রোমোসোমরে বচিলন ঘটে-

র. মাইটোসিস বিভাজনরে শষে ধাপে

রর. মাইটোসিস বিভাজনরে দ্বতিীয় ধাপে

ররর. মাইটোসিস বিভাজনরে প্রো-মটোফজে ধাপে

নচিরে কোনটি সঠিক?

 ক) র ও রর         খ) র ও ররর        গ) রর ও ররর     ঘ) র, রর ও ররর

  সঠিক উত্তর: (গ)

৩৩.কোন কোষ বিভাজনকে বয়িোজন বিভাজন বলে?ে

 ক) মাইটোসিস                 খ) অ্যামাইটোসিস

 গ) সাইটোকাইনেসিস    ঘ) মিয়োসিস

  সঠিক উত্তর: (খ)

৩৪.বাইভ্যালন্টে থেকে উদ্ভুত চারটি ক্রোমাটডিকে একত্রে কী বলে?

 ক) কোমোময়িার                            খ) টট্রোড

 গ) সন্যিাপসসি                               ঘ) কায়াজমা

  সঠিক উত্তর: (খ)

৩৫.মাইটোসিসরে কোন র্পযায়ে নউিক্লওিলাস ও নউিক্লয়িার মমেব্রনেরে বলিুপ্তি ঘটে?ে

 ক) প্রো-মটোফজে                         খ) মটোফজে

 গ) অ্যানাফজে                ঘ) টলেোফজে

  সঠিক উত্তর: (ক)

৩৬.নউিক্লয়িার রটেকিুলামকে ঘিরে নিউক্লিওর্পদার পুন:আবর্ভিাব ঘটে কোন ধাপে?

 ক) প্রোফজে                     খ) অ্যানাফজে

 গ) টলেোফজে                 ঘ) মটোফজে

  সঠিক উত্তর: (গ)

৩৭.মাইটোসিসরে ধাপে –

র. প্রোফজে

রর. প্রো-মটোফজে

ররর. মটোফজে

নিচের কোনটি সঠিক?

 ক) র ও রর         খ) রর ও ররর     গ) র ও ররর        ঘ) র, রর ও ররর

  সঠিক উত্তর: (ঘ)

৩৮.ইন্টারফেজ র্পযায়রে নউক্লিয়াসকে কী বলা হয়?

 ক) গাVনকি নউক্লিয়াস খ) বপিাকীয় নউক্লিয়াস

 গ) সংশ্লেষীয় নউক্লিয়াস ঘ) অগVনিক নউক্লিয়াস

  সঠিক উত্তর: (খ)

৩৯.ইন্টারকাইনসেসিরে সময় সংশ্লষেতি হয় –

র. RNA

রর. DNA

ররর. প্রোটনি

নিচের কোনটি সঠিক?

 ক) র ও রর         খ) রর ও ররর     গ) র ও ররর        ঘ) র, রর ও ররর

  সঠিক উত্তর: (গ)

৪০. মিয়োসিস বভিাজনে ক্রোমোজোম কয়বার বভিক্ত হয়?

 ক) দুই বার                       খ) তনি বার

 গ) এক বার                       ঘ) চার বার

  সঠিক উত্তর: (গ)

৪১.সাইটোকাইনেসিস এর র্অথ কী?

 ক) কোষরে বিভাজন      খ) নউক্লিয়াসের বিভাজন

 গ) সাইটোপ্লাজমরে বিভাজন      ঘ) ক্রোমোসোমরে বিভাজন

  সঠিক উত্তর: (গ)

৪২.অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে-

র. ঈস্ট জাতীয় ছত্রাকে

রর. মাছরে দহেকোষে

ররর. মরেুদন্ডী প্রাণীর ভ্রূণর্পদায়

নিচের কোনটি সঠিক?

 ক) র ও রর         খ) র ও ররর        গ) রর ও ররর     ঘ) র, রর ও ররর

  সঠিক উত্তর: (খ)

৪৩.সন্ট্রেোময়িার কোন তন্তুর সাথে সংযুক্ত থাকে?ে

 ক) স্পিন্ডল তন্তু                              খ) প্রোটনি তন্তু

 গ) ট্রাকশান তন্তু                             ঘ) অ্যাস্টার তন্তু

  সঠিক উত্তর: (গ)

৪৪.WALTER FLEMMING কত সালে প্রথম কোষ বিভাজন লক্ষ করেনে?

 ক) ১৮৮০                         খ) ১৮৮২

 গ) ১৮৮৪                          ঘ) ১৮৮৬

  সঠিক উত্তর: (খ)

৪৫.ক্রসিংওভাররে ফলে –

র. ক্রোমোজোমরে জনিসমূহরে মূল বন্যিাস পরর্বিতন ঘটে

রর. লঙ্কিড জনিসমূহরে মধ্যে রকিম্বনিশেন ঘটে

ররর. নউিক্লয়িার মমেব্রনে সৃষ্টি হয়

নিচের কোনটি সঠিক?

 ক) র ও রর         খ) রর ও ররর     গ) র ও ররর        ঘ) র, রর ও ররর

 সঠিক উত্তর: (ক)

৪৬.কোন উপর্পযায়রে শষেে নউিক্লওিলাস অদৃশ্য হয়ে যায়?

 ক) ডিপ্লোটনি                   খ) জাইগোটনি

 গ) প্যাকাইটনি                 ঘ) ডায়াকাইনসেসি

  সঠিক উত্তর: (ঘ)

৪৭.DNA উৎপাদনরে জন্য প্রয়োজনীয় এনজাইম উৎপাদন শুরু হয় কোন দশায়?

 ক) বরিাম – ১                    খ) DNA অনুলপিন

 গ) DNA সংকোচন         ঘ) বরিাম – ২

  সঠিক উত্তর: (ক)

৪৮.কোষ চক্রে র্পযায়গুলো হলো –

র. ইন্টারফেজ

রর. সাইটোকাইনেসিস

ররর. বিভাজন র্পযায়

নিচের কোনটি সঠিক?

 ক) র ও রর         খ) রর ও ররর     গ) র ও ররর        ঘ) র, রর ও ররর

  সঠিক উত্তর: (গ)

৪৯.অনিয়ন্ত্রিত মাইটোসিসরে ফলে কোন রোগ সৃষ্টি হয়?

 ক) জন্ডসি                        খ) টিউমার

 গ) থ্যালাসমেয়িা                             ঘ) পালমোনারি ডজিসি

  সঠিক উত্তর: (খ)

৫০.বাইভ্যালন্টে সৃষ্টি হয় –

র. হোমোলোগাস ক্রোমোজোমরে মধ্যে

রর. জোড়ায় জোড়ায় মলিতি হয়ে

ররর. নন হোমোলোগাস ক্রোমোজোমরে মধ্যে

নিচের কোনটি সঠিক?

 ক) র ও রর         খ) রর ও ররর     গ) র ও ররর        ঘ) র, রর ও ররর

  সঠিক উত্তর: (গ)

৫১.কোষ প্লটেে সঞ্চতি পর্দাথ কোনটি?ি

 ক) লিপিড                        খ) প্রোটনি

 গ) সলেুলোজ                   ঘ) প্রোটামনি

  সঠিক উত্তর: (গ)

৫২.মাইটোসিসরে কোন র্পযায়ে সাইটোকাইনেসিস ঘটে?ে

 ক) মটোফজে                   খ) অ্যানাফজে

 গ) প্রোফজে                     ঘ) টলেোফজে

  সঠিক উত্তর: (ঘ)

৫৩.ক্রোমোজোমগুলোকে ইংরেজির্বণমালারV, L, J ও Iঅক্ষররে মতো দখোয় মাইটোসিসরে –

 ক) প্রোফজে দশায় খ) অ্যানাফজে দশায়

 গ) টলেোফজে দশায় ঘ) মটোফজে দশায়

  সঠিক উত্তর: (খ)

৫৪.মিয়োসিস কোষ বিভাজন ঘটে থাকে-ে

র. হ্যাপ্লয়ডে উদ্ভিদের জাইগোটে

রর. ডিপ্লয়ডে উদ্ভিদের দৈহিক কোষে

ররর. ডিপ্লয়ডে উদ্ভিদের জননকোষে

নিচের কোনটি সঠিক?

 ক) র ও রর         খ) র ও ররর        গ) রর ও ররর     ঘ) র, রর ও ররর

  সঠিক উত্তর: (খ)

৫৫.কোষ বভিাজনে কোষ চক্ররে র্বণনা দনে –

 ক) হাওর্য়াড ও পল্কে       খ) স্লইেডনে ও সোয়ান

 গ) শ্লইেখার                       ঘ) ওয়াল্টার স্কট

  সঠিক উত্তর: (ক)

৫৬.হোমোগোলাস ক্রোমোজোমরে জোড় বাঁধার প্রক্রয়িাকে কী বলে?ে

 ক) ক্রসিংওভার                              খ) বাইভ্যালন্টে

 গ) সাইন্যাপসসি                             ঘ) কোনটিইি নয়

  সঠিক উত্তর: (গ)

৫৭.অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন-

র. নউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বভিক্ত হয়

রর. কোষরে মধ্যভাগে চক্রাকার র্গত হয়ে দুটি অপত্যকোষরে সৃষ্টি হয়

ররর. সৃষ্ট অপত্য কোষে দুটি মাতৃকোষরে অনুরূপ

নিচের কোনটি সঠিক?

 ক) র ও রর         খ) র ও ররর        গ) রর ও ররর     ঘ) র, রর ও ররর

  সঠিক উত্তর: (ঘ)

৫৮.কোষচক্র প্রর্বততি হয় কত সাল?

 ক) ১৯৫৩           খ) ১৯৬৩           গ) ১৯৩৫           ঘ) ১৯৫৫

  সঠিক উত্তর: (ক)

৫৯.J আকৃতির ক্রোমোজোমকে বলে –

 ক) মটোসন্ট্রেকি                             খ) সাব মটোসন্ট্রেকি

 গ) অ্যাক্রোসন্ট্রেকি        ঘ) টলেোসন্ট্রেকি

  সঠিক উত্তর: (গ)

৬০.একটি ডিপ্লয়ডে কোষে মিয়োসিস কতবার ঘটেতে পার?ে

 ক) ১ বার            খ) ২ বার             গ) ৩ বার             ঘ) ৪ বার

  সঠিক উত্তর: (ক)

৬১. মটোসন্ট্রেকি প্রোফজেরে আকৃতি –

 ক) V     খ) খ      গ) ঔ     ঘ) ও

  সঠিক উত্তর: (খ)

৬২.মিয়োসিস কোথায় হয়?

 ক) দহে কোষে                 খ) জনন কোষে

 গ) উভয়টত                      ঘ) কোনটিতিইে নয়

  সঠিক উত্তর: (খ)

৬৩.মিয়োসিস বিভাজনরে বশৈষ্ট্যি –

র. বাইভ্যালন্টে সৃষ্টি হয়

রর. জীবরে অভব্যিক্তি ঘটে

ররর. হ্যাপ্লয়ডে কোষ সৃষ্টি হয়

নিচের কোনটি সঠিক?

 ক) র ও রর         খ) রর ও ররর     গ) র ও ররর        ঘ) র, রর ও ররর

  সঠিক উত্তর: (ঘ)

৬৪.লপ্টেোটনি উপর্পযায়ে DNA তার কতগুণ প্রতিরুপ সৃষ্টি করে?ে

 ক) দ্বিগুণ খ) তনিগুণ গ) চারগুণ ঘ) পাঁচগুণ

  সঠিক উত্তর: (ক)

৬৫.মিয়োসিস কোষ বিভাজনরে বলোয় ঘটে –

র. অপত্য কোষগুলোতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষরে র্অধকে হয়

রর. বিভাজন শষেে চারটি অপত্য কোষরে সৃষ্টি হয়

ররর. অপত্য কোষরে গুণাগুণ মাতৃকোষরে অনুরূপ

নিচের কোনটি সঠিক?

 ক) র ও রর                       খ) রর ও ররর

 গ) র ও ররর                      ঘ) র, রর ও ররর

  সঠিক উত্তর: (ক)

৬৬.কোন ধাপে ক্রসিংওভার দখো যায়?

 ক) লেপ্টোটিন                 খ) জাইগোটনি

 গ) প্যাকাইটনি                 ঘ) ডিপ্লোটনি

  সঠিক উত্তর: (গ)

৬৭.প্রো-মটোফজে স্পিন্ডল যন্ত্রে তন্তু দখো যায় –

র. মাকুতন্তু

রর. স্পিন্ডলতন্তু

ররর. ক্রোমোজোমাল তন্তু

নিচের কোনটি সঠিক?

 ক) র ও রর         খ) রর ও ররর     গ) র ও ররর        ঘ) র, রর ও ররর

  সঠিক উত্তর: (ঘ)

৬৮.T.H Morgan কে আবষ্কিার করেনে?

 ক) T.H Morgan খ) WALTER FLEMMING

 গ) Bovery          ঘ) Strasbueger

  সঠিক উত্তর: (ক)

৬৯.ক্রসিংওভার কোথায় হয়?

 ক) মিয়োসিস-১                খ) প্রোফজে-২

 গ) মিয়োসিস-২                ঘ) মটোফজে-২

  সঠিক উত্তর: (ক)

৭০.প্রাণকিোষে দু’মরেুতে সন্ট্রেওিল থেকে বচ্ছিুরতি হয় –

 ক) বটিা রশ্মি                    খ) অ্যাস্টার রশ্মি

 গ) সগিমা রশ্মি                 ঘ) গামা রশ্মি

  সঠিক উত্তর: (খ)

৭১.মিয়োসিসরে প্রোফজে-১ ধাপেরে লপ্টেোটনি উপদশায়-

র. নউিক্লয়িাসে জলযোজন ঘটে

রর. কোমোসোমগুলো রং ধারণ ক্ষমতা হারায়

ররর. DNA প্রতিরুপ সৃষ্টি করে দ্বিগুণ হয়

নিচের কোনটি সঠিক?

 ক) র ও রর         খ) র ও ররর        গ) রর ও ররর     ঘ) র, রর ও ররর

  সঠিক উত্তর: (গ)

৭২.ক্রসিংওভার ঘটে –

র. সস্টিার ক্রোমাটডিরে মধ্যে

রর. নন সস্টিার ক্রোমাটডিরে মধ্যে

ররর. হোমোলোগাস ক্রোমোজোমরে ক্রোমাটডিরে মধ্যে

নিচের কোনটি সঠিক?

 ক) র ও রর         খ) রর ও ররর     গ) র ও ররর        ঘ) র, রর ও ররর

  সঠিক উত্তর: (খ)

৭৩.সমসংস্থ ক্রোমোজোমরে সমান্তরালভাবে জোড় বাধার পদ্ধতকিে কী বলে?ে

 ক) সন্যিাপসসি                খ) ক্রসিংওভার

 গ) বাইভ্যালন্টে                ঘ) কায়াজমা

  সঠিক উত্তর: (ক)

৭৪.ক্রোমোসোম ম্যাপিং এ কোন বশৈষ্ট্যি ব্যবহৃত হয়?

 ক) ক্রসিংওভার                              খ) অ্যামাইটোসিস

 গ) মাইটোসিস                  ঘ) মিয়োসিস

  সঠিক উত্তর: (ক)

৭৫.ক্রসিংওভাররে ফল-

র. ক্রোমোসোমরে বনিমিয় ঘটে

রর. ক্রোমোটডিরে বনিমিয় ঘটে

ররর. জনিরে বনিমিয় ঘটে

নিচের কোনটি সঠিক?

 ক) র ও রর         খ) র ও ররর        গ) রর ও ররর     ঘ) র, রর ও ররর

  সঠিক উত্তর: (ঘ)

৭৬.স্পিন্ডল যন্ত্ররে মধ্যভাগকে কী বলে?ে

 ক) ক্রান্তীয় অঞ্চল                          খ) মরেু অঞ্চল

 গ) বষিুবীয় অঞ্চল           ঘ) দ্রাঘমিা

  সঠিক উত্তর: (গ)

৭৭.ক্রসিংওভাররে বশৈষ্ট্যি হচ্ছ-

র. সস্টিার ক্রোমাটডিরে মধ্যে অংশরে বনিমিয়

রর. নন-সস্টিার কোমটডিরে মধ্যে অংশরে বনিমিয়

ররর. হোমালোগাস ক্রোমাজোমরে ক্রোমটডিরে মধ্যে অংশরে বনিমিয়

নিচের কোনটি সঠিক?

 ক) র ও রর         খ) র ও ররর       গ) রর ও ররর     ঘ) র, রর ও ররর

  সঠিক উত্তর: (খ)

৭৮.কোন বিভাজনটি মাইটোসিসরে অনুরূপ?

 ক) মিয়োসিস – ১                            খ) মিয়োসিস – ২

 গ) প্রোফজে – ২                             ঘ) কোনটিইি নয়

  সঠিক উত্তর: (খ)

৭৯.কায়াজমার প্রান্তীয়গমন কোন ধাপে দখো যায়?

 ক) লেপ্টোটিন                 খ) জাইগোটনি

 গ) প্যাকাইটনি                 ঘ) ডিপ্লোটনি

  সঠিক উত্তর: (ঘ)

৮০.একটি সর্ম্পূণ কোষ চক্ররে প্রথম তনিটি দশা নয়িে গVতি অধ্যায়টকিে কি বলা হয়?

 ক) ইন্টারফেজ                 খ) প্রোফজে

 গ) প্রোমটোফজে                           ঘ) মাইটোসিস

  সঠিক উত্তর: (ক)

৮১.ক্রসিংওভার সংঘটেতি হয় –

 ক)নন সস্টিার ক্রোমাটডি            খ) সস্টিার ক্রোমাটডি

 গ) কোষপ্লটে     ঘ) ক ও খ উভয়টতি

  সঠিক উত্তর: (ক)

৮২.মাইটোসিস কোষ বিভাজনরে স্বল্পস্থায়ী র্পযায় কোনটি?

 ক) প্রোফজে                     খ) প্রো-মটোফজে

 গ) মটোফজে                   ঘ) টলেোফজে

  সঠিক উত্তর: (গ)

৮৩.প্রোফজে – ১ এর কোন উপর্পযায়ে কায়াজমা সৃষ্টি হয়?

 ক) লেপ্টোটিন  খ) জাইগোটনি

 গ) প্যাকাইটনি  ঘ) ডিপ্লোটনি

  সঠিক উত্তর: (গ)

৮৪.ক্রোমোসোমগুলো সন্টেোময়িার ছাড়া অনুদর্ঘ্যৈ বরাবর বভিক্ত হয়ে কী গVন করে?ে

 ক) ক্রোমোময়িার খ) স্পিন্ডল যন্ত্র

 গ) ক্রোমাটডি                 ঘ) আর্কষণ তন্তু

  সঠিক উত্তর: (গ)

৮৫.কোন উপর্পযায়ে সন্যিাপসসি হয়?

 ক) লেপ্টোটিন                 খ) মটোফজেহাইগোটনি

 গ) প্যাকাইটনি                 ঘ) ডিপ্লোটনি

  সঠিক উত্তর: (গ)

৮৬.এনাফজে দশায় ‘V’ আকৃতির ক্রোমোজোমকে কি বলা হয়?

 ক) মটোসন্ট্রেকি                             খ) সাবমটোসন্ট্রেকি

 গ) অ্যাক্রোসন্ট্রেকি        ঘ) টলেোসন্ট্রেকি

  সঠিক উত্তর: (ক)

৮৭.সাইটোকাইনেসিস শুরু হয় কোন ধাপে?

 ক) প্রোফজে-২                 খ) মটোফজে-২

 গ) টলেোফজে-২                            ঘ) অ্যানাফজে-২

  সঠিক উত্তর: (গ)

৮৮.যসেব উদ্ভদি কোষে একাধকি নউক্লিয়াস উৎপন্ন হয় তাদরে কোষকে কি বলে?ে

 ক) পনিোসাইটকি                          খ) সনিোসাইটকি

 গ) ইনোসাইটকি                             ঘ) ডাইনউিক্লকি

  সঠিক উত্তর: (খ)

৮৯.মানুষরে বংশবৃদ্ধিতে অত্যাবশ্যকীয় ধাপে হলো-

র. ইন্টারফেজ

রর. প্রোফজে-১

ররর. টলেোফজে-১

নিচের কোনটি সঠিক?

 ক) র ও রর         খ) র ও ররর       গ) রর ও ররর     ঘ) র, রর ও ররর

  সঠিক উত্তর: (গ)

৯০.একটি র্পূণাঙ্গ ক্রোমোজোমে সাধারণত কতটি ক্রোমাটডি থাকে?

 ক) ১টি খ) ২টি গ) ৩টি ঘ) ৪টি

  সঠিক উত্তর: (খ)

উদ্দীপকটি পড়ো এবং নচিরে ২টি প্রশ্নরে উত্তর দাও:

বাংলাদশে কৃষি গবষেণা ইনস্টিটিউট হতে ২ বিঘা জমিতে উন্নত জাতরে গম চাষ করা হলো। সঠিক তত্ত্বাবধানরে ফলে তা থেকে প্রচুর গম পাওয়া গলে।

৯১.প্রশ্নে উল্লখেতি জাতরে গমের বংশবৃদ্ধিতে ভূমিকা রাখে কোনটি?

 ক) অ্যামাইটোসিস                         খ) জনুক্রম

 গ) মিয়োসিস                   ঘ) মাইটোসিস

  সঠিক উত্তর: (গ)

৯২.অণুচ্ছেদটিতে র্বণতি স্বাস্থ্যবান গাছরে প্রাপ্তিতে ভূমিকা রখেছে-

র. মাইটোসিস প্রক্রয়িা

রর. সুস্পষ্ট জনুক্রম

ররর. অ্যামাইটোসিস প্রক্রয়িা

নিচের কোনটি সঠিক?

 ক) র ও রর         খ) র ও ররর        গ) রর ও ররর     ঘ) র, রর ও ররর

  সঠিক উত্তর: (ক)

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *