Primary assistant teacher exam question 2012 (Code-Karnaphuli) Date-24-02-2012

প্রাইমারি সহকারি-শিক্ষক নিয়োগ পরিক্ষা ২০১২ (কোড-কর্ণফুলী)

আমি বেদুঈন, আমি চেঙ্গিসআমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ পঙ্ক্তিটির রচয়িতা কে?

(ক) কাজী নজরুল ইসলাম

(খ) রবীন্দ্রনাথ ঠাকুর

(গ) গোলাম মোস্তফা

(ঘ) ফররুখ আহমদ

উত্তরঃ ক। কাজী নজরুল ইসলাম

বরফ গলা নদী উপন্যাসটির রচয়িতা কে?

(ক) সৈয়দ এমদাদ আলী

(খ) হুমায়ূন আহমেদ

(গ) প্রমথ নাথ বিশী

(ঘ) জহির রায়হান

উত্তরঃ ঘ। জহির রায়হান

রক্তকরবী নাটকটি কার রচনা?

(ক) গিরিশ চন্দ্র ঘোষ

(খ) কায়কোবাদ

(গ) রবীন্দ্রনাথ ঠাকুর

(ঘ) সৈয়দ শামসুল হক

উত্তরঃ গ। রবীন্দ্রনাথ ঠাকুর

যা কষ্টে লাভ করা যায়এক কথায় কী হবে?

(ক) দুর্লভ

(খ) কষ্টার্জিত

(গ) দুর্জয়

(ঘ) পরিশ্রমলব্ধ

উত্তরঃ ক। দুর্লভ

আবক্ষ জলে নেমে স্নান এক কথায় কী হবে?

(ক) অবগাহন

(খ) স্নান

(গ) প্রক্ষালন

(ঘ) পদধৌত

উত্তরঃ ক। অবগাহন

কোন বানানটি শুদ্ধ

(ক) পসারিনি

(খ) পসারীনী

(গ) পসারিনী

(ঘ) পসারিণী

উত্তরঃ ঘ। পসারিণী

কোনটি শুদ্ধ বানান?

(ক) আনুসঙ্গিক

(খ) আনুষঙ্গিক

(গ) অনুষঙ্গিক

(ঘ) আনূষঙ্গিক

উত্তরঃ খ। আনুষঙ্গিক

খালেদ বই পড়েবাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

(ক) করণে শূন্য

(খ) অধিকরণে শূন্য

(গ) কর্মে শূন্য

(ঘ) অপাদানে শূন্য

উত্তরঃ গ। কর্মে শূন্য

ব্যায়ামে শরীর ভাল থাকেবাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

(ক) করণে ৭মী

(খ) কর্মে ৭মী

(গ) অপাদানে ৭মী

(ঘ) অধিকরণে ৭মী

উত্তরঃ ক। করণে ৭মী

১০দ্যূলোক শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?

(ক) দুৎ + লোক

(খ) দুঃ + লোক

(গ) দিব্‌ + লোক

(ঘ) দুত + লোক

উত্তরঃ গ। দিব্‌ + লোক

১১মৌমাছি কোন সমাস (মৌ সংগ্রহকারী মাছি)?

(ক) তৎপুরুষ

(খ) অব্যয়ীভাব

(গ) দ্বিগু

(ঘ) কর্মধারয়

উত্তরঃ ঘ। কর্মধারয়

১২অসুখ কোন সমাস (নাই সুখ যার)?

(ক) তৎপুরুষ

(খ) বহুব্রীহি

(গ) কর্মধারয়

(ঘ) অব্যয়ীভাব

উত্তরঃ খ। বহুব্রীহি

১৩মুখচোরা বাগধারাটির অর্থ কি?

(ক) ভীতু

(খ) বাচাল

(গ) লাজুক

(ঘ) স্পষ্টভাষী

উত্তরঃ গ। লাজুক

১৪কোনটি পৃথিবী শব্দের সমার্থক শব্দ?

(ক) বসুধা

(খ) সবিতা

(গ) মিহির

(ঘ) ভূধর

উত্তরঃ ক। বসুধা

১৫ঔদ্ধত্য শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

(ক) সরল

(খ) বিনয়

(গ) শান্ত

(ঘ) বিনীত

উত্তরঃ খ। বিনয়

১৬কোন বানানটি শুদ্ধ?

(ক) Contiguos

(খ) Contiguous

(গ) Contigous

(ঘ) Conteguous

উত্তরঃ খ। Contiguous

১৭কোনটি শুদ্ধ বানান?

(ক) Agrecultural

(খ) Agrecaltural

(গ) Agricalturel

(ঘ) Agricultural

উত্তরঃ ঘ। Agricultural

১৮কোনটি Abstract Noun?

(ক) Strength

(খ) Elephant

(গ) Harbour

(ঘ) Dhaka

উত্তরঃ ক। Strength

১৯কোনটি Common Noun?

(ক) Truth

(খ) Bank

(গ) Victory

(ঘ) Length

উত্তরঃ খ। Bank

২০‘Who is calling me’? বাক্যটির Passive form হবে

(ক) By whom am I called?

(খ) By whom I am called?

(গ) By whom am I being called?

(ঘ) By whom I was called?

উত্তরঃ গ। By whom am I being called?

২১‘Never tell a lie.’ বাক্যটির Passive form হবে

(ক) Let a lie never be told

(খ) Let a lie not ever be told

(গ) Let never be told a lie

(ঘ) Let not a lie ever be told

উত্তরঃ ঘ। Let not a lie ever be told

২২The man said, “Good morning my friends” বাক্যটির indirect speech হবে

(ক) The man bade his friends good morning

(খ) The man wished his friends good morning

(গ) The man had told his friends good morning

(ঘ) The man wishes his friends good morning

উত্তরঃ খ। The man wished his friends good morning

২৩He said to her, “What do you want?” বাক্যটির indirect speech হবে

(ক) He told her what she wanted

(খ) He told her what did she want

(গ) He asked her what does she want

(ঘ) He asked her what did she wanted

উত্তরঃ ক। He told her what she wanted

২৪I shall do it __ pleasure বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে

(ক) in

(খ) at

(গ) to

(ঘ) with

উত্তরঃ ঘ। with

২৫He broke the jug __ a hundred pieces বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে?

(ক) to

(খ) in

(গ) into

(ঘ) with

উত্তরঃ গ। into

২৬নিচের কোন বাক্যটি শুদ্ধ?

(ক) I went to my house

(খ) He gave me a piece of advice

(গ) He applied for freeship

(ঘ) The meat is hard

উত্তরঃ খ। He gave me a piece of advice

২৭নিচের কোন বাক্যটি শুদ্ধ?

(ক) He came this morning

(খ) Anis told me a liar

(গ) Put your sign here

(ঘ) Asad is sick

উত্তরঃ ঘ। Asad is sick

২৮কোনটি Sacred শব্দের সমার্থক শব্দ?

(ক) Secular

(খ) Evil

(গ) Divine

(ঘ) Profane

উত্তরঃ গ। Divine

২৯কোনটি Gigantic শব্দের সমার্থক শব্দ?

(ক) Large

(খ) Small

(গ) Little

(ঘ) Minute

উত্তরঃ ক। Large

৩০‘White elephant’ এর অর্থ

(ক) Very costly possession

(খ) A very cheap

(গ) Dead elephant

(ঘ) White coloured elephant

উত্তরঃ ক। Very costly possession

৩১z + 1/z = 4 হলে z3 + 1/ z3 এর মান হবে?

(ক) 42

(খ) 52

(গ) 48

(ঘ) 76

উত্তরঃ খ। 52

৩২x2 – y2 -2y -1 এর একটি উৎপাদক

(ক) x+y-1

(খ) x-y+1

(গ) x-y-1

(ঘ) x+2y+1

উত্তরঃ গ। x-y-1

৩৩ জন শ্রমিক দিনে ১৮০০ টাকা আয় করে ১০ জন শ্রমিক কতদিনে সমপরিমাণ টাকা আয় করবে?

(ক) ৩ দিনে

(খ) ৪ দিনে

(গ) ৫ দিনে

(ঘ) ৬ দিনে

উত্তরঃ ক। ৩ দিনে

৩৪লঞ্চ স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় ১৫ কিমি কিমি নদী পথে ৪০ কিমি দূরত্ব অতিক্রম করে পুনরায় যথাস্থানে ফিরে আসতে সময় লাগবে

(ক) ৮ ঘন্টা

(খ) ৭ ঘন্টা

(গ) ৫ ঘন্টা

(ঘ) ৬ ঘন্টা

উত্তরঃ ঘ। ৬ ঘন্টা

৩৫একজন লোক সপ্তাহে ৪৫০০ টাকা আয় করেন এবং ৩০০০ টাকা ব্যয় করেন তার আয়ের সাথে সঞ্চয়ের অনুপাত হবে

(ক) ৩:২

(খ) ২:১

(গ) ৩:১

(ঘ) ৫:২

উত্তরঃ গ। ৩:১

৩৬৩২ লিটার অকটেনপেট্রোল মিশ্রণে, পেট্রোল অকটেনের অনুপাত : এতে আর কত অকটেন মিশালে পেট্রোল অকটেনের অনুপাত : হবে?

(ক) ১৫ লিটার

(খ) ১৩ লিটার

(গ) ১২ লিটার

(ঘ) ১০ লিটার

উত্তরঃ খ। ১৩ লিটার

৩৭নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?

(ক) ৫/৬

(খ) ৩/৪

(গ) ৭/৯

(ঘ) ৮/১১

উত্তরঃ ক। ৫/৬

৩৮(. × .০২ × .০০২)/(.০১ × .০৪) এর মান কত?

(ক) ০.১

(খ) ০.০১

(গ) ০.০০১

(ঘ) ০.০০৪

উত্তরঃ খ। ০.০১

৩৯একটি গ্রামের লোকসংখ্যা ১০% হারে বর্ধিত হয়ে ১৬৫০ হলে পূর্বের লোকসংখ্যা কত ছিল?

(ক) ১৪০০

(খ) ১৫৪০

(গ) ১৫০০

(ঘ) ১৫৮০

উত্তরঃ গ। ১৫০০

৪০১৩ সেমি ব্যাসার্ধবিশিষ্ট কোনো বৃত্তের কেন্দ্র হতে ২৪ সেমি দীর্ঘ জ্যাএর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হবে

(ক) ৫ সেমি

(খ) ৬ সেমি

(গ) ৭ সেমি

(ঘ) ৮ সেমি

উত্তরঃ ক। ৫ সেমি

৪১একটি সুষম ষড়ভুজের একটি অন্তঃকোণের পরিমাণ হবে

(ক) ৯০°

(খ) ১০৫°

(গ) ১৪৫°

(ঘ) ১২০°

উত্তরঃ ঘ। ১২০°

৪২একজন দোকানদার ১২% লাভে একটি জিনিস ৫৬ টাকায় বিক্রি করেন জিনিসটির ক্রয়মূল্য কত?

(ক) ৪৬ টাকা

(খ) ৪৮ টাকা

(গ) ৫২ টাকা

(ঘ) ৫০ টাকা

উত্তরঃ ঘ। ৫০ টাকা

৪৩কোনো পরীক্ষায় ২০% পরীক্ষার্থী ইংরেজিতে, ১৮% পরীক্ষার্থী গণিতে এবং ১১% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে?

(ক) ৭৬ জন

(খ) ৭৫ জন

(গ) ৭৩ জন

(ঘ) ৭০ জন

উত্তরঃ গ। ৭৩ জন

৪৪ হতে ৬৫ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত?

(ক) ৩০

(খ) ৩৪

(গ) ৩৩

(ঘ) ৩৬

উত্তরঃ গ। ৩৩

৪৫একজন মাঝি স্রোতের অনুকূলে ঘন্টায় মাইল যায় এবং ঘন্টায় যাত্রাস্থানে ফিরে আসবে তার মোট ভ্রমণে প্রতি ঘন্টায় গড় বেগ কত?

(ক) ১৫/৮

(খ) ১৫/৭

(গ) ১৫/৬

(ঘ) ১৪/৫

উত্তরঃ খ। ১৫/৭

৪৬একটি পেন্ডুলাম ঘড়ি বিষুবরেখা থেকে মেরুতে নিলে ঘড়িটি

(ক) স্লো হবে

(খ) ফাস্ট হবে

(গ) ঠিক সময় দেবে

(ঘ) কোনো রকম প্রভাবিত হবে না

উত্তরঃ খ। ফাস্ট হবে

৪৭মধ্যাকর্ষণজনিত ত্বরণ সর্বোচ্চ কোথায়?

(ক) ভূ-পৃষ্ঠে

(খ) ভূ-পৃষ্ঠ থেকে ১০০০ মিটার উপরে

(গ) ভূ-কেন্দ্রে

(ঘ) ভূ-পৃষ্ঠ থেকে ১০০০ মিটার নিচে

উত্তরঃ ক। ভূ-পৃষ্ঠে

৪৮বায়ুমন্ডলের কোন উপাদান অতি বেগুনি রশ্মিকে শোষণ করে?

(ক) অক্সিজেন

(খ) নাইট্রোজেন

(গ) ওজোন

(ঘ) হিলিয়াম

উত্তরঃ গ। ওজোন

৪৯নিচের কোন যৌগটি ভিটামিন সি?

(ক) সাইট্রিক এসিড

(খ) অ্যাসিটিক এসিড

(গ) অক্সালিক এসিড

(ঘ) অ্যাসকরবিক এসিড

উত্তরঃ ঘ। অ্যাসকরবিক এসিড

৫০১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন?

(ক) কফি আনান

(খ) উ থান্ট

(গ) দ্যাগ হ্যামারশোল্ড

(ঘ) ভুট্রোস ঘালি

উত্তরঃ খ। উ থান্ট

৫১এডেন সমুদ্রবন্দরটি কোথায় অবস্থিত?

(ক) ইয়েমেন

(খ) জর্ডান

(গ) কাতার

(ঘ) সংযুক্ত আরব আমিরাত

উত্তরঃ ক। ইয়েমেন

৫২প্রাণী কোন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড তৈরি করে?

(ক) ব্যাপন

(খ) রেচন

(গ) অভিস্রবণ

(ঘ) শ্বসন

উত্তরঃ ঘ। শ্বসন

৫৩কোনটি পৃথিবীর বিশাল প্রাকৃতিক শোধনাগার?

(ক) বায়ু

(খ) পানি

(গ) মাটি

(ঘ) গাছপালা

উত্তরঃ গ। মাটি

৫৪বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির প্রধান কারণ কি?

(ক) গাছপালা কমে যাওয়া

(খ) ভূ-পৃষ্ঠের কার্বনেট শিলার ভাঙন

(গ) যানবাহনের সংখ্যা বৃদ্ধি

(ঘ) ব্যাপক হারে জনসংখ্যা বৃদ্ধি

উত্তরঃ ক। গাছপালা কমে যাওয়া

৫৫কোন রোগের নির্দিষ্ট লক্ষণ নেই?

(ক) গনোরিয়া

(খ) এইডস

(গ) গলগন্ড রোগ

(ঘ) গোদ রোগ

উত্তরঃ ক। গনোরিয়া

৫৬__ এর অভাবে ঠোঁটে জিহ্বায় ঘা হয়।

(ক) ভিটামিন এ

(খ) ভিটামিন সি

(গ) ভিটামিন ডি

(ঘ) ভিটামিন বি

উত্তরঃ ঘ। ভিটামিন বি

৫৭শিমের বিচি কোন ধরনের খাদ্য?

(ক) শ্বেতসার

(খ) আমিষ

(গ) স্নেহ জাতীয়

(ঘ) ভিটামিন

উত্তরঃ খ। আমিষ

৫৮কোনটির অভাবে গলগন্ড হয়?

(ক) ভিটামিন এ

(খ) ক্যালসিয়াম

(গ) আয়োডিন

(ঘ) সোডিয়াম

উত্তরঃ গ। আয়োডিন

৫৯পৃথিবীকেক একবার প্রদক্ষিণ করতে চাঁদএর সময় লাগে

(ক) ২৯ দিন ১২ ঘন্টা

(খ) ২৭ দিন ৮ ঘন্টা

(গ) ২৭ দিন ১৭ ঘন্টা

(ঘ) ২৮ দিন ৫ ঘন্টা

উত্তরঃ ক। ২৯ দিন ১২ ঘন্টা

৬০বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়?

(ক) ৫ এপ্রিল

(খ) ৫ মে

(গ) ৫ জুন

(ঘ) ৫ জুলাই

উত্তরঃ গ। ৫ জুন

৬১বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?

(ক) ১৩৯

(খ) ১৩৮

(গ) ১৩৭

(ঘ) ১৩৬

উত্তরঃ ঘ। ১৩৬

৬২কোন ধাতু সবচেয়ে তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হয়?

(ক) তামা

(খ) দস্তা

(গ) অ্যালুমিনিয়াম

(ঘ) পরস্পরের সংস্পর্শে থাকা তামা ও অ্যালুমিনিয়াম

উত্তরঃ খ। দস্তা

৬৩পঁচা ডিমের গন্ধের জন্য দায়ী

(ক) ইথেন

(খ) মিথেন

(গ) হাইড্রোজেন সালফাইড

(ঘ) হিলিয়াম

উত্তরঃ গ। হাইড্রোজেন সালফাইড

৬৪১০২৪ বাইট = কত?

(ক) ১ কিলোবাইট

(খ) ১ গিগাবাইট

(গ) ১ মেগাবাইট

(ঘ) ১ টেরাবাইট

উত্তরঃ ক। ১ কিলোবাইট

৬৫কোন হরমোনের অবাবে ডায়াবেটিস রোগ হয়?

(ক) থাইরোসিন

(খ) হনসুলিন

(গ) গ্লুকাগন

(ঘ) এড্রিনালিন

উত্তরঃ খ। হনসুলিন

৬৬পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কোনো দেশের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা আবশ্যক?

(ক) ১৯.৮ ভাগ

(খ) ২৫ ভাগ

(গ) ১৬ ভাগ

(ঘ) ৯ ভাগ

উত্তরঃ খ। ২৫ ভাগ

৬৭কোন প্রকার মাটির পানি ধারণক্ষমতা সবচেয়ে বেশি?

(ক) বেলে মাটি

(খ) দোআঁশ মাটি

(গ) এটেল মাটি

(ঘ) কোনটিই নয়

উত্তরঃ গ। এটেল মাটি

৬৮একটি জ্বলন্ত মোমবাতিকে কাঁচের গ্লাস দ্বারা ঢাকলে মোমবাতি নিভে যায়, কারণ

(ক) গ্লাসের ভিতর অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়

(খ) গ্লাসের ভিতর হাইড্রোজেন সরবরাহ বন্ধ হয়ে যায়

(গ) কাঁচ আলোকে জ্বলতে বাধা দেয়

(ঘ) পাত্রের ভিতর বায়ুশূন্য হয়ে যায়

উত্তরঃ ক। গ্লাসের ভিতর অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়

৬৯আদমসুরত বলা হয়

(ক) সুরনদীকে

(খ) কালপুরুষকে

(গ) সপ্তর্ষিমন্ডলকে

(ঘ) ক্যাসিওপিয়াকে

উত্তরঃ খ। কালপুরুষকে

৭০পৃথিবীপৃষ্ঠ থেকে ভিতরে গেলে মাধ্যাকর্ষণ শক্তি

(ক) বেড়ে যাবে

(খ) কমে যাবে

(গ) অপরিবর্তিত থাকবে

(ঘ) কোনোটিই ঠিক নয়

উত্তরঃ খ। কমে যাবে

৭১কুয়েত কোন সাগরের তীরে অবস্থিত?

(ক) বঙ্গোপসাগর

(খ) ভারত মহাসাগর

(গ) আরব সাগর

(ঘ) পারস্য উপসাগর

উত্তরঃ ঘ। পারস্য উপসাগর

৭২কোনো স্থানে সময় যখন রবিবার সকাল ৬টা তখন এর ১৮০° পশ্চিম দিকে অবস্থিত স্থানের সময় হবে

(ক) শনিবার রাত ১২ টা

(খ) শনিবার সন্ধ্যা ৬ টা

(গ) রবিবার দুপুর ২ টা

(ঘ) রবিবার সন্ধ্যা ৬ টা

উত্তরঃ খ। শনিবার সন্ধ্যা ৬ টা

৭৩আজকের কোন দেশটি প্রাচীনকালে পারস্য নামে পরিচিত ছিল?

(ক) ইরান

(খ) ইরাক

(গ) মিশর

(ঘ) লিবিয়া

উত্তরঃ ক। ইরান

৭৪ইবনে বতুতা কোন শতকে বাংলাদেশে আসেন?

(ক) সপ্তদশ

(খ) অষ্টাদশ

(গ) ত্রয়োদশ

(ঘ) চতুর্দশ

উত্তরঃ ঘ। চতুর্দশ

৭৫পূর্ব পাকিস্তানে গণঅভ্যুত্থান কত সালে হয়?

(ক) ১৯৪৮ সালে

(খ) ১৯৫২ সালে

(গ) ১৯৬৯ সালে

(ঘ) ১৯৭১ সালে

উত্তরঃ গ। ১৯৬৯ সালে

৭৬ভারতবর্ষে ঘোড়ার ডাক এর প্রচলন করেন

(ক) আকবর

(খ) শেরশাহ

(গ) মুহম্মদ বিন তোঘলক

(ঘ) আওরঙ্গজেব

উত্তরঃ খ। শেরশাহ

৭৭পূর্ব বাংলা প্রাদেশিক নির্বাচন হয় কত সালে?

(ক) ১৯৫২ সালে

(খ) ১৯৫৬ সালে

(গ) ১৯৫৭ সালে

(ঘ) ১৯৫৪ সালে

উত্তরঃ ঘ। ১৯৫৪ সালে

৭৮প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় কত সালে?

(ক) ১৯৮২ সালে

(খ) ১৯৮৩ সালে

(গ) ১৯৮৪ সালে

(ঘ) ১৯৮৫ সালে

উত্তরঃ গ। ১৯৮৪ সালে

৭৯ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়

(ক) ১৯২১ সালে

(খ) ১৮২১ সালে

(গ) ১৯১০ সালে

(ঘ) ১৮৭০ সালে

উত্তরঃ ক। ১৯২১ সালে

৮০কর্ণফুলী কাগজকলে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়?

(ক) বাঁশ

(খ) আখের ছোবড়া

(গ) পাটকাঠি

(ঘ) ধানের খড়

উত্তরঃ ক। বাঁশ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *