HSC জীববিজ্ঞান ১ম পত্র-প্রথম অধ্যায়ঃ কোষ ও বিভাজন

প্রথম অধ্যায়ঃ কোষ ও বিভাজন

জ্ঞানমূলক প্রশ্নোত্তর

প্রশ্নো-১. জীবরে বিপাক কী?
উত্তর: জীবরে দেহকে কার্যক্ষম রাখার জন্য কোষের অভ্যন্তরে প্রতি মুহূর্তে যে হাজার হাজার বিক্রিয়া ঘটে তাই সম্মিলিতভাবে জীবের বিপাক।

প্রশ্ন-২. আদি নিউক্লিয়াস কী?
উত্তর: সরল প্রকৃতির অর্থাৎ শুধুমাত্র ক্রোমাটিন পদার্থ দ্বারা গঠিত ন্্িউক্লিয়াসই আদি ন্উিক্লিয়াস।

প্রশ্ন-৩.আদিকোষ কাকে বলে?
উত্তর: আদি নিউক্লিয়াসযুক্ত কোষকে আদিকোষ বলে ।

প্রশ্ন-৪: প্রকৃত কোষ কী?
উত্তর: সুগঠিত অর্থাৎ প্রকৃত নিউক্লিয়াসযুক্ত কোষই প্রকৃতকোষ ।

প্রশ্ন-৫: কোষঝিল্লি কী?
উত্তর: কোষেরে বাইরে প্রোটোপ্লাজম নির্মিত যে দ্বিস্তর বিশিষ্ট আবরণী থাকে তাকে কোষঝিল্লি বলে।

প্রশ্ন-৬: সাইটোপ্লাজম কাকে বলে?
উত্তর: প্রোটোপ্লাজমের যে অংশ নিউক্লিয়াসকে বেস্টন করে অবস্থান করে ও বাইরে কোষঝিল্লি দ্বারা আবৃত থাকে তাকে সাইটোপ্লাজম বলে।

প্রশ্ন-৭: মাইটোকন্ড্রিয়া কাকে বলে?
উত্তর: সাইটোপ্লাজমীর অঙ্গাণুর মধ্যে ক্ষুদ্র দন্ডাকার বা গোলাকার যেসব অঙ্গাণু শ্বসন প্রক্রিয়ায় শর্করা ভেঙে শক্তি উৎপন্ন করে তাদেরকে মাইটোকন্ড্রিয়া বলে।

প্রশ্ন-৮: প্লাস্টিড কী?
উত্তর: উদ্ভিদকোষের সাইটোপ্লাজমে সাধারণত বর্ণকণাযুক্ত যে অঙ্গাণু দেখা যায় তাই প্লাস্টিড।

প্রশ্ন-৯: ক্রোমোপ্লাস্ট কী?
উত্তর: সবুজ ভিন্ন অন্য সকল বর্ণের প্লাস্টিড ক্রোমোপ্লাস্ট নামে পরিচিত।

প্রশ্ন-১০: লিউকোপ্লাস্ট কাকে বলে?
উত্তর: বর্ণহীন প্লাস্টিডকে নিউকোপ্লস্ট বলে।

প্রশ্ন-১১: কোষ গহ্বর কাকে বলে?
উত্তর: উদ্ভিদকোষের সাইটোপ্লাজমে ফ্ল্্ুইপূর্ণ ও আরবণীযুক্ত যে অঙ্গানু দেখা যায় তাকে কোষ গহ্বর বলে।

প্রশ্ন-১২: রাইবোজোম কী?
উত্তর: সকল প্রকার জীবকোষে ক্ষুদ্র দানাদার অসংখ্য যে অঙ্গাণু আমিষ সংশ্লেষণে নিযুক্ত থাকে তাকে রাইবোজোম বলে।

প্রশ্ন-১৩: কোষের সুক্ষ্ম গঠন কী?
উত্তর: কোষ ও কোষীয় অঙ্গাণুসমূহের বিশদ গঠনকে কোষের সূক্ষ্ম গঠন বলা হয়।

প্রশ্ন-১৪: কোষ প্রাচীর কাকে বলে?
উত্তর : উদ্ভিদকোষের চতুর্দিকে জড় পদার্থ দ্বারা গটিত সীমানা নির্দেশক যে মৃত আবরণ থাকে তাকে কোষ প্রাচীর বলে।

প্রশ্ন-১৫: পিট বা কূপ কাকে বলে ?
উত্তর : মধ্যপর্দার ওপর মাঝে মাঝে প্রাথমিক প্রাচীর সৃষ্টি না হলে যে সরু নলাকার গর্তের সৃষ্টি হয় তাকে পিট বা কূপ বলে।

প্রশ্ন-১৬: পিট জোড় কী?
উত্তর : দুটি পিট পাশাপাশি থাকলে তাদের একত্রে পিট জোড় বলে।

প্রশ্ন-১৭: পিট মেমব্রেন কী?
উত্তর : পিট মধ্যবর্তী স্থানে অবস্থিত মধ্যপর্দাকে পিট মেমব্রেন বলে।

প্রশ্ন-১৮: মাইসেলি কী?
উত্তর : কোষ প্রাচীরে সেলুলোজ অনুগুলো সমান্তরালে পাশাপাশি বিন্যস্ত হয়ে যে সূত্র গঠন করে তাকেই মাইসেলি বলে।

প্রশ্ন-১৯: হায়ালোপ্লাজম কী?
উত্তর: সাইটোপ্লাজমের অঙ্গাণুসমূহ ছারা সেখানকার অর্ধতরল,অর্ধস্বচ্ছ,দানাদার ও সমধর্মী কলয়ডীয় পদার্থকে সাইটোপ্লাজমিক মাতৃকা বা হায়লোপ্লাজম বলে।

প্রশ্ন-২০: এক্টোপ্লাজম কাকে বলে ?
উত্তর : কোষপর্দা সংলগ্ন অপেক্ষাকৃত ঘন কম দানাদার বহিঃ¯থ অঞ্চলকে এক্টোপ্লাজম বলে।

প্রশ্ন-২১: স্ট্রোমা কাকে বলে ?
উত্তর : ক্লোরোপ্লাস্টের পর্দার ভেতরে স্বচ্ছ,দানাদার,সমসত্ত্ব প্রোটিন ও স্টার্চ জাতীয় জলীয় মাধ্যমকে স্ট্রোমা বা মাতৃকা বলে।

প্রশ্ন-২২: গ্রানাম কী?
উত্তর: ক্লোরোপ্লাস্টের স্ট্রোমার মধ্যে নিহিত অসংখ্য থলে সদৃশ চাকতির সমন্বয়ে গঠিত এক একটি স্তম্ভকে গ্রানাম বলে।

প্রশ্ন-২৩: এন্ডোপ্লাজমিক জালিকা কী?
উত্তর : সাধারণত নিউক্লিয়াসের পর্দা হতে উৎপন্ন হয়ে  কোষ পর্দা পর্যনÍ সাইটোপ্লাজমে জালের মতো সজ্জিত সরু নালিকা বা থলে সদৃশ অঙ্গই হরো এন্ডোপ্লাজমিক জালিকা।

প্রশ্ন-২৪: ভেসিকল কী?
উত্তর: গলজি বডির সিস্টারনির নিচের দিকে অপেক্ষাকৃত ক্ষুদ্র ক্ষুদ্র থলির মতো বস্তুগুলোই হলো ভেসিকল ।

প্রশ্ন-২৫: ক্রোমাটিড কাকে বলে ?
উত্তর: মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোম অনুদৈর্ঘ্যে যে দুটি খন্ডে বিভক্ত থাকে তার প্রতিটি খন্ডকে ক্রোমাটিড বলে।

প্রশ্ন-২৬: DNA তে কী শর্করা থাকে?
উত্তর: ডিঅক্সিরাইবোজ শর্করা।

অনুধাবনমূলক প্রশ্নোত্তর

প্রশ্ন-১: মাইক্রোটিউবিউলের ভৌত গঠন লেখ।
উত্তর: প্রতি মাইক্রোটিউবিউল অত্যন্ত দীর্ঘ,সোজা,শাখাহীন ফাঁপা নালিকাবিশেষ। এদের গড় ব্যাস ২০ um এবং দৈর্ঘ্য অন্তত ৫-১০um এর মধ্যে ১৫um ব্যাসযুক্ত দীর্ঘ গহ্বর থাকে। প্রতিটি নালিকা ১৩টি করে প্রোটোফিলামেন্ট নামক সূত্র গঠিত। এগুলো সর্পিলাকারে বিন্যস্ত থাকে।

প্রশ্ন-২: নেউক্লিওসোম বলতে কি বোঝ?
উত্তর: Korenberg ও Thomas (১৯৭৪) এর মতে হিস্টোন প্রোটিন H3, H4  এর সাথে  H2A, H2B দুঅণু করে মিলিত হয়ে একটি গোলাকার অক্টোমার গঠন করে এবং একে বেষ্টন করে ১৬৬ বেস জোড় DNA পূর্ণ দু পাকে কুন্ডলিত হয়ে একটি পুনরাবৃত্তিক একক গঠন করে যার সাথে এক অণু H1 যুক্ত হয়। এরূপ একককে নিউক্লিওসোম বলে।

প্রশ্ন-৩:DNA কে ক্রোমাটিন পদার্থ বলা হয় কেন?
উত্তর: ক্রোমোজোমের মূল রাসায়নিক উপাদানই হলো DNA । সেজন্য কোষের অধিকাংশ DNA নিউক্লিয়াসের ক্রোমোজোমে অবস্থান করে। এসব কারণে  DNA কে ক্রোমাটিন পদার্থ বলা হয়।

প্রশ্ন-৪: নিউক্লিওপ্লাজমের কাজ কী?
উত্তর: নিউক্লিয়াস বিভাজনের সময় ব্যবহারযোগ্য খাদ্য সঞ্চিত রাখা।নিউক্লিওলাস ও নিউক্লিয়াস রেটিকুলাম ধারন করা।

১.নং সৃজনশীল প্রশ্নের উত্তরঃ

চিত্র

ক. গ্যামিট কাকে বলে?

খ. টেলোমিয়ার বলতে কী বোঝ ?

গ. ই ও C চিহ্নিত অংশ দুটোর মধ্যকার বৈসাদৃশ্য ব্যাখ্যা করো।

ঘ.   চিহ্নিত অংগানুটি জীবনের ধারাবাহিকতা রক্ষা করে- উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো।

১ নং প্রশ্নের উত্তরঃ

(ক) যৌন প্রজননের জন্য জননাঙ্গে মিয়োসি প্রক্রিয়ায় উৎপন্ন হ্যাপ্লাজয়ে সংখ্যক ক্রোমোসোম বনকারী কোষকে গ্যামিট বলে।

(খ) ক্রোমোজোমের প্রাত্মবর্তী  ও প্রোটিন নির্মিত অংশকে টেলোমিয়ার বলে। টেলোমিয়ারে পুনরাবর্তিক ক্ষারবিন্যা দেখা যায় এবং একসূত্রে এ ও পর সূত্রে C এর আধিক্য থাকে। টেলোমিয়ার ক্রোমোজোমের প্রাত্মে গিটের মতো থাকে একং ক্রোমোজোমের সাথে সংযুক্তি বন্ধ রাখে। টেলোমিয়ার জীবের বয়োবৃদ্ধি র্থাৎ বুড়িয়ে যাওয়া নিয়ন্ত্রণ করে।

(গ) ই ও C চিহ্নিত অংগানু দুটি লো যথাক্রমে প্লাজজমামেমব্রেন ও কোষ প্রাচীর। এদের মধ্যে বৈসাদৃশ্য লো-

প্লাজমামেমব্রেনকোষ প্রাচীর  
প্লাজমামেমব্রেন উদ্ভিদ ও প্রাণী উভয় প্রকার কোষ থাকে।কোষ প্রাচীর উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। প্রাণিকোষে থাকে না।  
প্রধানত প্রোটিন ও লিপিড মন্বয়ে গঠিত জবিত্ম, স্থিতিস্তাপক ও র্ধভেদ্য পর্দাযুক্ত।প্রধানত সেগুলোজ নির্মিত জড়, শক্ত ও ভেদ্য প্রাচীরযুক্ত।  
মাধ্যাংশে দু’স্তর লিপিড এবং এর বাইরে ও ভেতরে দ’স্তর আমিষ থাতে।তিনটি স্তরে বিন্যাস্ত মধ্যচ্ছেদা, প্রাথমিক ও গৌণ প্রাচীর।    
প্লাজমামেমব্রেন জীব।কোষ প্রাচীর নির্জী।  
প্রধান কাজ লো কোষের ভেতরেও বাইরে প্রয়োজনীয় বস্তুর চলাচল নিয়ন্ত্রণ এবং কোষস্থ প্রোটোপ্লাজজমীয় অংশ সংরক্ষণ।            প্রধান কাজ লো কোষের আকার আকৃতি নিয়ন্ত্রন এবং কোষকে দৃঢ়তা প্রদান।  

(ঘ)  চিহ্নিত অংশটি লো কোষের নিউক্লিয়া, যা জীবনের ধারাবাহিকতা রক্ষা করে। এটি কোষের সাইটোপ্লাজজমে দ্বিস্তর ঝিল্লি বিশিষ্ট একটি গোলাকার বস্তু। প্রত্যেকটি জীবকোষে এর উপস্তিতি লক্ষ করা যায়।কোষের যাবতীয় গুরুত্বপূর্ণ কাজ এই অংগানুর মধ্যশে ম্পন্ন য়। একে কোষের মস্তিষ্কও বলা য়। কোষের বিভিন্ন প্রকার প্রয়োজনীয় উপাদান যেমন প্রোটিন, এনজাইম ইত্যাদি নিউক্লিয়াসে তৈরি য়। কোষের এই নিউক্লিয়া যাবতীয় জেনেটিক তথ্য ধারণ করে এবং বিভিন্ন প্রকার RN তৈরি করে। কোষকে বিভাজনের মাধ্যমে জীবের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। জীবের যাবতীয় জেনেটিক তথ্য প্রজননের ময় এক বংশধর থেকে আর এক বংশধরে স্থানাত্মর করে জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রন করে। র্বোপরি বলা যায় একটি কোষের যাবতীয় কার্যালি নিউক্লিয়াসের মাধ্যমে নিয়ন্ত্রিত য়। সংক্ষপ্তি এ আলোচনা তে বলা যায় যে,  চিহ্নিত অংগানুটি র্থাৎ নিউক্লিয়া জীবনের ধারাবাহিকতা রক্ষা করে।

প্র্যাকটি অংশ: সৃজনশীল রচনামূলক প্রশ্ন:

১। নিচের চিত্র দুটি লক্ষ করঃ

      চিত্র-   
চিত্র-

ক. রাইবোজোম কী?

খ. এন্ডোপ্লাজজমিক রেটিকুলামকে কেন কোষে উৎপাদিত পদার্থের প্রবা পথ বলা য়?

গ. চিত্রের ঙ্গাণটি কোষকে কীভাবে সাহায্য করে?

ঘ. চিত্রের অংগানুটি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। তোমাকে মতামত বিশ্লেষণ কর।

২।নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ

 তাকের সাহেব উদ্ভিদবিজ্ঞান ক্লাসে এমন একটি কোষীয় অংগানু ম্পর্কে আলোচনা করেছিলেন যেটি কোষের শক্তিঘর নামে পরিচিত। জীনের জৈবনিক ক্রিয়া ম্পাদানের জন্য যে শক্তি প্রয়োজন য় তা রবরা করে এ কোষীয় অংগানুটি। 

ক. ভেদবার্গ একক কী?

খ. গলজি বস্তু নামকরণ কেন করা য়েছে?

গ. তারেক সাহেব যে কোষীয় অংগানু ম্পর্কে আলোচনা করছিলেন তার গঠন বর্ণনা কর।

ঘ. তারেক সাহেবের আলোচিত কোষীয় অংগানুটির নুপস্থিতি উদ্ভিদ দেহে কোনো মস্যা সৃষ্টি করবে কী না সে ম্পর্কে তোমার মতামত ব্যক্ত কর।

৩। নিচের চিত্রটি লক্ষ করঃ

             চিত্র-  ১                                     

ক. সিনোসাইট কী?

খ. নিউক্লিওপ্লাজজমের কাজ কী?

গ. চিত্রের  চিহ্নিত অংগানুর গঠন বর্ণনা কর।

ঘ.   চিহ্নিত অংগানুটি বংশগতিতে কী গুরুত্ব বন করে বলে তুমি মনে কর?

৪। নিচের উদ্দীপকটি লক্ষ করঃ

                                              ট্রান্সক্রিপশন

জীবের বংশগত বৈশষ্টের ধারক ও বাহক   
এঙ্গাইমের কাঠামো প্রদানকারী সাইটোপ্লাজমীয় ও নিয়ক্লীয় BNA

ক. কেরাটিন সৃষ্টিতে কোন অংগানু সাহায্য করে?

খ. আদর্শ কোষের অংশগুলোর নাম লেখ?

গ.  ও ই এর মধ্যে পার্থক্য উপস্থাপন কর।

ঘ.   এর ন্যায় ই ও বংশগতির বস্তু হিসেবে কাজ করতে পারে উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।

৫।নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ

ক্রোমোজোমের একমাত্র স্থায়ী পদার্থ যার আণবিক ভর ওজন থেকে এর মধ্যে।  সে তাপমাত্রায় এটি ভেঙে দুটি অণু গঠন করে। ১৯৫৩ সালে দুজন বিজ্ঞানী এর অণুর প্রতিকৃতির একটি নক্সা প্রণয়ন করে নোবেল পুরষ্কার লাভ করেন।

ক. অ্যাকন্টিপোট কাকে বলে?

খ. আদি কোষ ও প্রকৃত কোষের মধ্যে তিনটি পার্থক্য লেখ।

গ. উদ্দীপকে বর্ণিত পদার্থটির ভৌত গঠন ব্যাখ্যা কর।

ঘ. উক্ত পদার্থটি বংশগতি ও জৈব উৎপাদক কাজের ক চাবিকাঠি উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।

৬। নিচের চিত্রটি লক্ষ কর প্রশ্নগুলোর উত্তর দাওঃ              

ক. লাইসোজোম কী?

খ. ইউক্রোমাটিন বলতে কী বোঝায়?

গ. উদ্দীপকে উল্লেখিত  এর প্রকারভেদ গুলোর কাজ লিখ।

ঘ. উদ্দীপকে উল্লেখিত ই,  থেকে পৃথক বিশ্লেষণ কর।

৭। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ

প্রকৃত কোষীয় জীবের শক্তি উৎপাদানকারী অংগানু বিদ্যমান কিন্তু আদিও প্রকৃত কোষীদের প্রাণকেন্দ্রের গাঠনিক ভিন্নতা বিদ্যমান। এদের মধ্যে দ্বিসূত্রক আকৃতিকর জৈব রাসায়নিক উপাদান লক্ষাণীয় যা কল জীবর বংশগতি নির্ধারণ করে।

ক. কোমোজোম কী?

খ. রাইবোজোমের কাজ কী?

গ. উদ্দীপকের প্রকৃত কোষীর সংশ্লিষ্ট ঙ্গানুর গঠন লিখ।

ঘ. উদ্দীপকের জৈব রাসায়নিক উপাদানটির গুরুত্ব বিশ্লেষণ কর।

৮। নিচের চিত্রটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ

ক. প্রিয়ন কাকে বলে?

খ.  C এর কাজ লেখ?

গ.   এর গঠনে প্রাপ্ত কার্বোহাইড্রেটের গাঠনিক সংকেত লেখ।

ঘ.  ই অংশটি যে যৌগ দ্বারা গঠিত তা তৈরিতে (ইউক্যারিওটিক জীবের ক্ষেত্রে) সংঘটিত ধাপ দুটির মধ্যে তুলনা কর।

৯।নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ

উদ্ভিদকোষে পরিধির দিকে এক প্রকার জীব আবরণ রয়েছে যা ক কোষের ভ্যত্মরীণ জীব অংশকে সূরক্ষা দেয়। আবার এর রয়েছে নানা রকম সাইটোপ্লাজজমিক অংগানু। অংগানুগুলোর আকৃতিগত পার্থক্যের সাথে সাথে রয়েছে কাজের ভিন্নতা । যেমন কোনটি কোষের পাওয়া উ হিসেবে আবার কোনটি খাদ্য তৈরিতে সাহায্য করে।  

ক. মধ্যপদী কী?

খ. কোষ ঝিল্লির কাজ বর্ণিত কর।

গ. উদ্দীপকের বর্ণিত জিব আবরণির র্বজন গৃহীত গঠনটি চিত্র বর্ণনা কর।

ঘ. উদ্দীপকের শেষোক্ত বাক্যে বর্ণিত আঙ্গণু দু টির তুলনামূলক আলোচনা কর।

১০।নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ

 উদ্ভিদ কোষের একট অংগানু সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে। পর একটি অংগানু রাসায়নিক শক্তিকে গতিশক্তিতে পরিণত করে। অংগানু দুটি জীবের ¯ত্মত্বকে মুন্নত রাখে।

ক. নিরক্ষীয় ঞ্চল কী?

খ. নিউক্লিওটাইড বলতে কী বোঝায়?

গ. অংগানু দুটির মধ্যকার পার্থক্য বর্ণনা কর।

ঘ. অংগানু দুটি কীভাবে জীবের স্তিত্ব টিকিয়ে রাখতে সাহায়তা করে ব্যাখ্যা কর।

১১।নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ

 রফিক স্যার বোর্ডে একটি কোষীয় অংগানুর চিত্র ঙ্কন করে এর গঠন ম্পর্কে ধারানা দিলেন এবং তিনি আরো বললেন যে, উক্ত অংগানুতে কোষের শক্তি উৎপাদনের প্রক্রিয়াগুলো ঘটে।  

ক. ভাজক টিস্যু কী?

খ. নিউক্লিয়াকে কোষের প্রাণকেন্দ্র বলা য় কেন?

গ. উদ্দীপকে উল্লেখিত অংগানুটির গঠন ব্যাখ্যা কর।

ঘ. উদ্দীপকের আঙ্গাণুটি ছাড়া জীবকোষের শ্বন প্রক্রিয়া ম্ভব নয়। উক্তিটির যথার্থতা বিশ্লেষণকর।

১২। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ

রাইবোজ+ N2 base ফফেরিক এসিড         ডি ক্সিকরাইবোজ +  N2 base ফফেরিক এসিড   ই  

ক. ক্রোমাটিন কী?

খ. প্রোটিন বলতে কী বোঝ?

গ. উদ্দীপকের  এককটি যে জৈব রাসায়নিক পদার্থের গঠনে দেখা যায় তার রাসায়নিক গঠন ব্যাখ্যা কর।

ঘ. উদ্দীপকের ই একক দ্বারা গঠিত পদার্থটির বংশগতীয় ভূমিকা ব্যাখ্যা কর।

১৩।নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ

 ডিনা ও কণা কোষের এমন একটি উপাদান নিয়ে আলোচনা করছিল যা  উদ্ভিদ কোষের নন্য বৈশিষ্ট্য। আলোচনার এক পর্যায়ে ডিনা বলল এটি তিনটি স্তর নিয়ে গঠিত যাতে এক বিশেষ ধরনের পলিস্যাকারাইড উপলব্ধিত থাকায় তা কোষকে বাইরের আঘাত থেকে সূরক্ষা করতে পারে।

ক. গ্লাইকোক্যালিব্জ কী?

খ. প্রোটোপ্লাজজমকে জীবনের ভৌত ভিত্তি বলা য় কেন?

গ. উদ্ভিদের ক্ষেত্রে উক্ত অংগানুটি গুরুত্বপূর্ণ কেন?

ঘ. উল্লেখিত পলিস্যাকারাইডটি উক্ত অংগানুটিকর গঠনে কীরুপ ভূমিকা রাখে? বিশ্লেষণ কর।

১৪।নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ

এক ছাত্র বিজ্ঞান মেলায় গিয়ে একটি Project এ দেখল প্যাচানো লোহার নিড়ির মতো একটি গঠন। সে এ ম্বন্ধে জানতে চ্ইালে Project এ অংশগ্রণকারী কিছু ছাত্র ও গঠনটি DN এর গঠন বলে তাকে বি¯স্তারিত বুঝিয়ে লিখ।

ক, ক্রোমোজোম কী?

খ. নিউক্লিয়াওসাইড বলতে কী?

গ. উদ্দীপকে উল্লেখিত লোহার সিড়ির মতো গঠনটি যে এসিডের র্ন্তভূক্ত তার প্রকারভেদ ব্যাখ্যা কর।

ঘ. উদ্দীপকে লোহার সিড়ির মতো গঠনটি DN এর গঠন তোমার যুক্তিকে বিশ্লেষণ কর

জীববজ্ঞিান ১মপত্র

অধ্যায় – ১: কোষ ও এর গঠন

বহুর্নিবাচনী প্রশ্নের উত্তর সমূহ

১.পউিরনি জাতীয় ক্ষারক হলো-

                র. অ্যাডিনিন

                রর. গুয়ানিন

                ররর. থাইয়ামিন

নিচের কোনটি সঠিক?

                ক) র ও রর          খ) র ও ররর        গ) রর ও ররর     ঘ) র, রর ও ররর

সঠিকউত্তর: (ক)

২.নিক্লীওসাইট ফসফোরিক এসিডের সাথে যুক্ত হয়ে গঠন করে

                ক) নিওক্লীয় সাইট           খ) রাইবোজোম র্শকরা

                গ) ফসফোলিপিড এসিড    ঘ) রাইবোনিওক্লীক এডিস

সঠিক উত্তর: (ক)

৩.ক্লোরোপ্লাস্টের জন্য প্রযোজ্য-

                র. ৫০-৬০টি গ্রানা থাকে

                রর. আকৃতি (পয়োলাকৃত, সর্পিলাকার, জালিলাকার)

                ররর. ব্যা ৩-৫ মাইক্রনে

নিচের কোনটি সঠিক?

                ক) র ও রর          খ) র ও ররর        গ) রর ও ররর     ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর: (গ)

৪.মানবদেহে ক্রোমোসোমের সংখ্যা কত?

                ক) ২৩টি              খ) ৪৪টি               গ) ৪৬টি              ঘ) ১৬০০টি

সঠিক উত্তর: (গ)

৫.মাইটোকন্ড্রয়িার ভতেররে র্পদা কছিু দূর পর পর আঙ্গুলরে মতো ভাঁজ য়ে যে উপবৃদ্ধরি মত গঠন তিড়িকরেতাকে কী বলে?

 ক) মাইক্রোভলিাই          খ) ক্সসিোম

 গ) ক্রিস্টি                           ঘ) গ্রানাম

সঠিক উত্তর: (গ)

৬.ক্লোরোপ্লাস্টরে শুষ্ক ওজনরে শতকরা কত অংশ লপিডি?

ক) ১০-২০           খ) ১০-৩০           গ) ১০-৪০           ঘ) ১০-৫০

সঠিকউত্তর: (ক)

৭.প্রাথমিক কোষপ্রাচীররে নর্মিাণ উপাদান –

র. সেলুলোজ

রর. মেসিসেলুলোজ

ররর. পকেটকি পর্দাথ

নিচের কোনটি সঠিক?

 ক) র ও রর         খ) রর ও ররর     গ) র ও ররর        ঘ) র, রর ও ররর

সঠিকউত্তর: (ঘ)

৮.ফটোনিথটেকি ইউনিটে থাকে –

র. ক্লোরোফলি –

রর. ক্লোরোফলি – ই

ররর. ক্লোরোফলি – C

নিচের কোনটি সঠিক?

 ক) র ও রর         খ) রর ও ররর     গ) র ও ররর       ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর: (ক)

৯.বজ্ঞিানী ক্যামলিা গলজি কোন দশেীয়?

                ক) চীন খ) ইতালি             গ) ইংরজে           ঘ) স্প্যানশি

সঠিকউত্তর: (খ)

১০.ইলাইওপ্লাস্ট কোন জাতীয় পর্দাথ ঞ্চয় কর লে

 ক) র্স্টাচ বা শ্বতেসার      খ) তলে ও স্নহে

 গ) প্রোটিন                          ঘ) গ্লুকোজ

সঠিক উত্তর: (খ)

১১.লাইসোসোমকে কোষের সুইসাইডল স্কোয়াড বলার কারণ কোনটি?

 ক) আমিষ সংশ্লষেণ      খ) অটোফ্যআগ প্রক্রয়িা

 গ) স্নহে জাতীয় পর্দাথরে বপিাক               ঘ) পসিনোক্যাগি প্রক্রয়িা

সঠিক উত্তর: (খ)

১২.প্রোটোপ্লাজমরে কত শতাংশ পানি?

 ক) ২০-৪০%                     খ) ৩০-৬০%

 গ) ৫০০-৭০%                  ঘ) ৭০-৯০%

সঠিক উত্তর: (ঘ)

১৩.DN অণুর মূল কাঠামো কোনটি?

 ক) গুয়াননি                       খ) নউিক্লওিটাইড

 গ) অ্যাডনেনি                   ঘ) সাইটোসি

সঠিক উত্তর: (খ)

১৪.বংশবৃদ্বিতে DN অত্যন্ত গুরুত্বর্পূণ কারণ এটি –

 ক) বৃৎ জৈব রাসায়নকি অণু       

খ) N2 দ্বারা গঠতি           

গ) নিক্লিয়াসসে পাওয়া যায়        

ঘ) প্রতরিূপ সৃষ্টি করতে পারে

 সঠিকউত্তর: (ঘ)

১৫.জিনের বশৈষ্ট্যি চ্ছে –

র. জিন DNদ্বারা গঠতি

রর. ক্রোমোজোম দেহের প্রত্যকে জিনের স্থান নির্দিষ্ট

ররর. একটি ক্রোমোজোমে অসংখ্য জিন থাকে

নিচের কোনটি সঠিক?

 ক) র ও রর         খ) রর ও ররর     গ) র ও ররর        ঘ) র, রর ও ররর

সঠিকউত্তর: (ঘ)

১৬.কোষের প্লাজমামমেব্রনে-

র. সংসক্রিয়ভাবে ক্ষত নরিাময় করে

রর. বষৈম্যভদ্যে ঝিল্লি সিবে কাজ করে

ররর. কোষে অণুর যাতায়াত নয়িন্ত্রণ করে

নিচের কোনটি সঠিক?

 ক) র ও রর         খ) র ও ররর        গ) রর ও ররর     ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর: (ঘ)

১৭.UG কোন অ্যামসিনো এডিরে কোডন?

 ক) ফনিাইল এলাননি     খ) মথিওিননি

 গ) স্টিডিনি                        ঘ) লাইনি

সঠিক উত্তর: (খ)

১৮.কোনটি শুক্রাণুর লজে গঠন করতে সাহায্য কর লে ক) ন্ট্রেওিলখ) রাইবোজোম গ) লাইসোজোম ঘ) মাইটোকন্ড্রয়িাসঠিক উত্তর: (ক)

১৯.মাইটোকন্ড্রয়িার শুষ্ক ওজনরে শতকরা কত ভাগ প্রোটিন?

 ক) ৪%                 খ) ২৯%                গ) ২%   ঘ) ৬৫%

সঠিকউত্তর: (ঘ)

২০.ক্রোমোজোমরে দ্ববিভিাজন প্রত্যক্ষ করনে –

 ক) Bowmn, ১৮৪০        খ) Fontn, ১৭৮১

 গ) Vn Benden, ১৮৮৭                ঘ) W. Fleming, ১৮৭৯

সঠিকউত্তর: (ঘ)

২১.কোনটি কোষ বিভাজনরে মুখ্য বস্তু?

 ক) নিউক্লিয়া     খ) রাইবোসোম

 গ) ক্রোমোসোম                              ঘ) গলগি বস্তু

সঠিকউত্তর: (গ)

২২.গলজি বস্তু-

র. এনজাইম ও রমোন সংশ্লষেণে হায়তা করে

রর. কোষর্পদা নবায়ন ও কোষপ্রাচীর গঠনে সাহায্য করে

ররর. মাইটোকন্ড্রয়িাকে TP উৎপাদনে উদ্বুদ্ধ করে

নিচের কোনটি সঠিক?

 ক) র ও রর         খ) র ও ররর        গ) রর ও ররর     ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর: (গ)

২৩.গলজি বস্তুতে ঝিল্লি বিশিষ্টবদ্যিমান উপাদানগুলো লো –

র. ভ্যাকুওল

রর. সিস্টারনি

ররর. ভেসিকল

নিচের কোনটি সঠিক?

 ক) র ও রর         খ) রর ও ররর     গ) র ও ররর        ঘ) র, রর ও ররর

সঠিকউত্তর: (ঘ)

২৪.সাইটোপ্লাজমে DN কী আকারে থাকে?

 ক) বৃত্তাকার                       খ) জটলিাকার

 গ) রিং আকার                  ঘ) ষড়ভূজাকারে

সঠিক উত্তর: (গ)

২৫.কোষের অম্লত্ব ও ক্ষারত্ব নয়িন্ত্রণকারী অংগানু কোনটি?

 ক) কোষপ্রাচীর                                খ) সাইটোপ্লাজম

 গ) কোষঝিল্লি                   ঘ) এন্ডোপ্লাজমকি রটেকিুলাম

সঠিক উত্তর: (খ)

২৬.কোষপ্রাচীররে কাজ কোনটি?

 ক) কোষকে নির্দিষ্ট আকৃতি দান

 খ) নিক্লিয়াসর মমেব্রনে তৈরিতে হায়তা করা

 গ) শক্তি উৎপাদন করা

 ঘ) প্রোটিন ঞ্চয় করা

সঠিক উত্তর: (ক)

২৭.বজ্ঞিানী রর্বাট ও ফ্রাঞ্চি আবষ্কিৃত কোষীয় অংগানুটি

র. সাইটোপ্লাজমরে র্সবত্র বস্তিৃত

রর. অতিসূক্ষ ও শাখাযুক্ত

ররর. এক প্রকার র্দীঘ নালকিা

নিচের কোনটি সঠিক?

 ক) র ও রর         খ) র ও ররর        গ) রর ও ররর     ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর: (খ)

২৮.ROBERT BROWN কত সালে নিক্লিয়াস আবষ্কিার করনে?

 ক) ১৮৩০           খ) ১৮৩১             গ) ১৮৩২            ঘ) ১৮৩৩

 সঠিকউত্তর: (খ)

২৯.গলজি বস্তুর কাজ –

র. লাইসোজোম তৈরি

রর. প্রোটিন জাতীয় পর্দাথরে সংশ্লষেণ

ররর. প্রোটিন সংশ্লষেণ

নিচের কোনটি সঠিক?

 ক) র ও রর         খ) রর ও ররর     গ) র ও ররর        ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর: (ক)

৩০.নিক্লিয়াস উৎপন্ন য় নিচের কোনটি থকে লে

 ক) ST ক্রোমোজোম থেকে

খ) ST ক্রোমোজোমরে স্যাটলোইটরে জিন থেকে

 গ) অপত্য ক্রোমোজোম থেকে

 ঘ) নিক্লিয়াস থেকে

সঠিক উত্তর: (খ)

৩১.প্রোক্যারওিটকি কোষের রাইবোজোম কোন ধরনরে?

 ক) 50S                খ) 60S  গ) 70S ঘ) 80S

 সঠিকউত্তর: (গ)

৩২.DN এর যে ব নউিক্লওিটাইড কোডন গঠন করে না তাদরে কি  বলে?

 ক) ইন্ট্রন                             খ) রকেন

গ) গ্লাইকোজনে                ঘ) স্ট্রিন

সঠিক উত্তর: (ক)

৩৩.কোনটি র্বণহীন প্লাস্টডি?

 ক) ক্রোমোটোপ্লাস্ট        খ) ক্রোমোপ্লাস্ট

 গ) ক্লোরোপ্লাস্ট                ঘ) লউিকোপ্লাস্ট

সঠিকউত্তর: (ঘ)

৩৪.সাধারণ কোষের বভিন্নি উপাংশ পরমিাপরে জন্য কোন এককটি ব্যবহৃত য়?

 ক) mm               খ) inch গ) μm   ঘ) nm

সসঠিক উত্তর: (গ)

৩৫.সাধারণত একটি tRNA অণুতে কতটি ক্ষারক থাকে?

 ক) ৬০-৬৫       খ)৬৫-৭৫           গ) ৭৫-৮৫          ঘ) ৮৫-৯৫

সঠিকউত্তর: (গ)

৩৬.আর্দশ অ্যামসিনো এডিরে সংখ্যা –

 ক) ১০টি              খ) ১৮টি                গ) ২৫টি              ঘ) ২০টি

সঠিকউত্তর: (ঘ)

৩৭.জিনের গঠনগত একক কী?

 ক) mRNA         খ) gRNA             গ) rRNA              ঘ) DNA

সঠিকউত্তর: (ঘ)

৩৮.কোষর্পদার স্থানে যে ভাঁজ সৃষ্টি হয় তাকে কী  বলে?

 ক) মাইক্রোভলিা             খ) মাইক্রোটউিবউিল

 গ) মাইক্রোফাইব্রলি       ঘ) মাইলে

সঠিক উত্তর: (ক)

৩৯.সিনোসাইট কী?

                ক) এক প্রকার নিক্লিয়াস

                খ) একপ্রকার প্রোটোপ্লাজম

                গ) এক প্রকার কোষগহ্বর             

                ঘ) এক প্রকার কোষঝিল্লি

সঠিকউত্তর: (খ)

৪০.কোষঝল্লিরি জটলি ফফোলাইপডিরে মধ্যে কোনটি প্রধান?

 ক) লসেথিনি                     খ) গ্লাইকোলপিডি

 গ) গ্লাইকোফফোটাইড                 ঘ) ফফোটাইড

সঠিকউত্তর: (ক)

৪১.কোষপ্রাচীররে ক্ষুদ্রতম গাঠনকি একক হলো –

 ক) মাইলেসি

 খ) মাইক্রোফাইব্রলি

 গ) ম্যাক্রোফাইব্রলি

  ঘ) সেলুলোজ

সঠিক উত্তর: (ক)

৪২.রাইবোজোমরে প্রধান কাজ কোনটি?

 ক) খাদ্য তৈরি খ) র্চবি তৈরি

গ) প্রোটিন তৈরি ঘ) রচেন ক্রয়িা

সঠিক উত্তর: (গ)

৪৩.কোষের অম্লত্ব ও ক্ষারতব বজায় রাখে কোনটি?

 ক) সাইটোপ্লাজম খ) প্লাজমালমো

 গ) কোষপ্রাচীরঘ) কোষগহ্বর

সঠিকউত্তর: (ক)

৪৪.প্রতি কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কত?

 ক) ১০০ থেকে ২০০ খ) ২০০ থেকে ৩০০

 গ) ৩০০ থেকে ৪০০ ঘ) ৪০০ থেকে ৫০০

সঠিকউত্তর: (গ)

৪৫.কোষের পর্দাথবহিীন অংগানুটি

র. আদকিোষে অনুপস্থতি থাকে

রর. প্রতটি কোষে থাকে

ররর. প্রকৃত কোষে উপস্থতি থাকে

নিচের কোনটি সঠিক?

 ক) র ও রর         খ) র ও ররর        গ) রর ও ররর     ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর: (গ)

৪৬.সাইটোলজি বা কোষবদ্যিা জীববজ্ঞিানরে একটি মৃদ্ধ শাখা। এ শাখায় আলোচনা করা য়-

র. কোষের প্রকার র্ম্পকে

রর. অংগানুর ভৌত ও রাসায়নকি গঠন র্ম্পকে

ররর. কোষের বিভাজন, বিকাশ ও জৈবিক র্কাযাবলি সর্ম্পকে

নিচের কোনটি সঠিক?

 ক) র ও রর         খ) র ও ররর        গ) রর ও ররর     ঘ) র, রর ও ররর

সঠিকউত্তর: (ঘ)

৪৭.সাইটোপ্লাজমে অবস্থিত পানতে দ্রবীভূত জৈব ও জৈব পর্দাথরে সংখ্যা কত?

 ক) ৩৪                 খ) ৩৬  গ) ৪০  ঘ) ৪৬

সঠিক উত্তর: (খ)

৪৮.নউিক্লওিলারে রাসায়নকি উপাদান লো –

র. RNA

রর. প্রোটিন

ররর. DNA

নিচের কোনটি সঠিক?

 ক) র ও রর         খ) রর ও ররর     গ) র ও ররর        ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর: (ঘ)

৪৯.পরপর কয়টি বেস মিলেএকটি কোডনরে সৃষ্টি হয়?

 ক) ২টি                খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি

সঠিকউত্তর: (খ)

৫০.প্রজাতরি চারত্রিকি বশৈষ্ট্যি প্রকাশরে জন্য দায়ী –

 ক) সেন্ট্রোসোম                খ) মাইটোকন্ড্রয়িা

 গ) ক্রোমোজোম             ঘ) জিন

সঠিক উত্তর: (ঘ)

৫১.সবুজ ভিন্ন অন্য সকল র্বণরে প্লাস্টডি কী নামে পরচিতি?

 ক) ক্লোরোপ্লাস্ট               খ) লউিকোপ্লাস্ট

 গ) ক্রোমোপ্লাস্ট               ঘ) ক্রোমোটোপ্লাস্ট

সঠিকউত্তর: (গ)

৫২.লউিকোপ্লাস্ট উদ্ভদিরে কোন ঙ্গে বস্থান কর লে

 ক) ফুলে              খ) কান্ডে              গ) মূলে                ঘ) শাখায়

সঠিকউত্তর: (গ)

৫৩.ক্ষারীয় ফুকনি বা এটিোকারমনি রঙরে প্রতি আর্কষতি নিক্লিয়াসরে ভ্যন্তররে বস্তুটি

র. স্বয়ংসক্রিয়ভাবে বভিাজনে ক্ষম

রর. স্বকীয় গঠন ও বশৈষ্ট্যিমন্ডতি নয়

ররর. বংশানুক্রমে পরর্বিতনশীল

নিচের কোনটি সঠিক?

 ক) র ও রর         খ) র ও ররর       গ) রর ও ররর     ঘ) র, রর ও ররর

সঠিকউত্তর: (ক)

৫৪.জীবদহেরে জৈবিক র্কাযকলারে একক কী?

 ক) অঙ্গ               খ) টস্যিু                গ) জীবকোষ      ঘ) কোষর্পদা

সঠিকউত্তর: (গ)

৫৫.কোন অংগানুটি ব্যাকটরেয়িা কোষের মসেোসোম গঠন কর লে

 ক) প্লাজমামমেব্রনে       খ) কোষপ্রাচীর

 গ) সাইটোপ্লাজম                             ঘ) প্রোটোস্টরেল

সঠিক উত্তর: (খ)

৫৬.কোষের আকৃতি যসেব বষিয়রে উপর নর্ভিরশীল –

র. কোষের র্কায

রর. প্রোটোপ্লাজমরে ঘনত্ব

ররর. পৃষ্ঠটান

নিচের কোনটি সঠিক?

 ক) র ও রর         খ) রর ও ররর     গ) র ও ররর        ঘ) র, রর ও ররর

সঠিকউত্তর: (ঘ)

৫৭.কোষ ভ্যন্তররে অংগানুমূকে রক্ষা ও বভিন্নি পর্দাথরে গমনাগমন নয়িন্ত্রণ করে কোনটি?

 ক) প্রোটোপ্লাজম                             খ) সাইটোপ্লাজম

 গ) কোষঝল্লিী                   ঘ) নিক্লিয়াস

সঠিকউত্তর: (গ)

৫৮.লাইসোজোমকে কোষের ‘সুইসাইড স্কোয়াড’ বলার কারণ

 ক) আমিষ সংশ্লষেণ      খ) টোফ্যাগি প্রক্রয়িা

 গ) স্নহেজাতীয় পর্দাথরে বপিাক                ঘ) পসিনোফ্যাগি প্রক্রয়িা

 সঠিকউত্তর: (খ)

৫৯.একজন প্রাপ্তবয়স্ক মানুষরে দেহের সাধারণত কত গ্রাম DNA পাওয়া যায়?

 ক) ১০ খ) ৫০   গ) ৭৫   ঘ) ১০০

সঠিকউত্তর: (ঘ)

৬০.জীবরে বংশগত বশৈষ্ট্যিরে ধারক ও বাক লো –

                ক) RNA                                খ) মাইটোকন্ড্রয়িা

                গ) DNA                               ঘ) সেন্ট্রোসোম

সঠিক উত্তর: (গ)

৬১.প্রোটিন সংশ্লষেণকারী ক্ষুদ্রাঙ্গরে নাম –

 ক) লাইসোজোম                             খ) মাইক্রোজোম

গ) রাইবোজোম                                ঘ) সেন্ট্রোসোম

সঠিকউত্তর: (গ)

৬২.কোনটি কোষবিভাজনরে পর নিক্লিয়াসর মমেব্রনে তৈরিতে হায়তা কর লে

 ক) লাইসোজোম            

খ) এন্ডোপ্লাজমকি রটেকিুলাম

 গ) রাইবোজোম                               ঘ) মাইটোকন্ড্রয়িা

সঠিকউত্তর: (খ)

৬৩.কোষ উদ্ভাবনরে পর কোষতত্ত্ব প্রর্বতন করনে কে?

 ক) Schleiden & Schwan

খ) Swanson & Hickman

 গ) DcRobertis & Hickman

 ঘ)  Awanson & Hickman

সঠিক উত্তর: (ক)

৬৪.কোষাভ্যন্তরে বভিন্নি ক্ষরতি বস্তু কোষের বাইরে নক্ষিপে করে কোনটি?

 ক) মাইটোকন্ড্রয়িা           খ) নিক্লিয়াস

 গ) গলজি বডি ঘ) সাইটোপ্লাজম

সঠিক উত্তর: (গ)

৬৫.কোষ বা Cell  শব্দটি কোন ভাষা থেকে এ লে

 ক) গ্রিক              খ) ল্যাটিন            গ) সুইডশি          ঘ) ইংলশি

সঠিকউত্তর: (খ)

৬৬.নিক্লিয়াসরে র্অধতরল জলেরি ন্যায় অংশটি

র. সাইটোপ্লাজম পক্ষো কম ঘন

রর. DNA ও RNA দ্বারা গঠতি

ররর. এনজাইম ও খনজি লবণ দ্বারা গঠতি

নিচের কোনটি সঠিক?

 ক) র ও রর         খ) র ও ররর        গ) রর ও ররর     ঘ) র, রর ও ররর

সঠিকউত্তর: (গ)

৬৭.কোষ ঝল্লিীর বাইররে সেলুলোজ নির্মিত জড় আবরণটি

র. কোষের আকৃতি নির্ধারণ করে

রর. কোষকে নমনীয়তা প্রদান করে

ররর. কোষকে বাহ্যকি ঘাত প্রতিঘাত থেকে রক্ষা করে

নিচের কোনটি সঠিক?

 ক) র ও রর         খ) র ও ররর        গ) রর ও ররর     ঘ) র, রর ও ররর

সঠিকউত্তর: (খ)

৬৮.কোথায় ধকি মাইটোকন্ড্রয়িা পাওয়া যায়?

 ক) উদ্ভদিরে মূলে            খ) উদ্ভদিরে কান্ডে

 গ) প্রাণীর ফুফুসে            ঘ) প্রাণীর যকৃতে

সঠিক উত্তর: (ঘ)

৬৯.নিক্লিয়াসর মমেব্রনেরে কাজ কোনটি?

 ক) নিক্লিয়াসকে রক্ষণাবক্ষেণ করা

 খ) রাইবোজোম প্রস্তুত করা

 গ)  সংরক্ষণ করা

 ঘ) অণুনালকিা গঠন করা

সঠিক উত্তর: (ক)

৭০.কোনটি র্বাতাব ?

                ক) mRNA                           খ)gRNA             

                গ)  tRNA                              ঘ) Minor RNA

সঠিকউত্তর: (ক)

৭১.আদকিোষরে রাইবোসোম কোন প্রকৃতরি?

 ক) 50S                খ) 60S গ) 70S  ঘ) 80S

সঠিক উত্তর: (গ)

৭২.বংশগতরি গঠনগত ও র্কাযগত একক কোনটি?

 ক) DNA             খ) জিন                 গ)  ঘ) নিক্লিয়াস

সঠিকউত্তর: (খ)

৭৩.সিস্টারনির প্রাচীর চওড়া হয়ে সৃষ্টি হয় –

 ক) ভ্যাকুওল                     খ) ভেসিকল      

                গ) গ্রানা                                ঘ) টউিবউিলার

সঠিক উত্তর: (ক)

৭৪.উদ্ভদিরে পরাগয়নে সাহায্য করে কোনটি?

 ক) ক্লোরোপ্লাস্ট               খ) ক্রোমোপ্লাস্ট

 গ)লউিকোপ্লাস্ট               ঘ) ইয়ালোপ্লাস্ট

 সঠিকউত্তর: (খ)

৭৫.Sandwitch মডলে কোনটি?

 ক) মাইলোর মডলে        খ) দ্ব-স্তরবশিষ্টি মডলে

 গ) প্রোটিন ক্রস্টিাল        ঘ) ফ্লুইড মোজাইক মডলে

সঠিক উত্তর: (খ)

৭৬.কোষগহ্বরে পান, আয়ন ও উপজাত পর্দাথ ঞ্চয়রে মাধ্যমে সাইটোপ্লাজম-

র. কোষের PH এর মতা বধিান করে

রর. বপিাকীয় বক্রিয়িার গতি মন্থর করে

ররর. কোষের পানরি মতা বধিান করে

নিচের কোনটি সঠিক?

 ক) র ও রর         খ) র ও ররর        গ) রর ও ররর     ঘ) র, রর ও ররর

সঠিকউত্তর: (খ)

৭৭.কোনটরি মাধ্যমে পাশাপাশি দুটি কোষের মধ্যে বভিন্নি পর্দাথরে আদান-প্রদান ঘটলে

 ক) পিট                                খ) প্লাসমোডেসমাটা

 গ) মধ্য ল্যামলো              ঘ) আন্তঃকোষীয় ফাঁক

সঠিকউত্তর: (খ)

৭৮.সাইটোপ্লাজমীয় অংগানু লো –

র. রাইবোজোম

রর. নিক্লিয়াস

ররর. প্লাজমামমেব্রনে

নিচের কোনটি সঠিক?

 ক) র ও রর         খ) রর ও ররর     গ) র ও ররর        ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর: (ক)

৭৯.কোনটি  সমাপ্তি  কোডন?

 ক) UGAC খ) UAU গ) AGU ঘ) UAG

সঠিক উত্তর: (ঘ)

৮০.কোনটকি বংশগতরি সক্রিয় অংশ বলা হয়?

 ক) ক্রোমোময়িার            খ) টেরেোক্রোমাটিন

 গ) ইউক্রোমাটিন            ঘ) ম্যাট্রিক্স

সঠিক উত্তর: (গ)

৮১.জিনে সংরক্ষতি বংশগতীয় তথ্য কোনটরি সংশ্লষেণরে মাধ্যমে ফসিনোটাইপ সিবে প্রকাশ পায়?

 ক) আমিষ          খ) র্চবি   গ) র্শকরা             ঘ) ভটিামনি

সঠিক উত্তর: (ক)

৮২.গলজি বডি যসেব অংশ নয়ি গঠতি য় –

র. ভেসিকল

রর. সিস্টারনি

ররর. ভ্যাকুওল

নিচের কোনটি সঠিক?

 ক) র ও রর         খ) রর ও ররর     গ) র ও ররর        ঘ) র, রর ও ররর

সঠিকউত্তর: (ঘ)

৮৩.প্রাণকিোষরে সাইটোপ্লাজমরে নকিট ফাঁকা পপিার ন্যায় যে অংগানু দখো যায় তাকে কী  বলে?

 ক) সেন্টোস্ফিয়ার            খ) ক্লোরোপ্লাস্ট

 গ) রাইবোজোম               ঘ) গলজি বস্তু

সঠিক উত্তর: (গ)

৮৪.কোন বজ্ঞিানীর মত, “টলেোময়িার লো ক্রোমোসোমরে উভয় প্রান্তরে বশিষে বশৈষ্ট্যির্পূণ ঞ্চল?

                ক) কালকিার                      খ) বেন্দা              

                গ) ডালিংটন                       ঘ) এইচ জে মুলার

সঠিক উত্তর: (ঘ)

৮৫.DNA অনুলপিনরে জন্য কোন এনজাইম ত্যাবশকীয়?

 ক) DNA পরমিারজে     খ) DNA আইসোমারজে

 গ) DNA এপমিারজে     ঘ) DNA র্কাবক্সলেজ

সঠিকউত্তর: (ক)

৮৬.গ্রাণামে উৎপন্ন য় –

র. ATP

রর. ADP

ররর. NADPH2

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর          খ) রর ও ররর     গ) র ও ররর        ঘ) র, রর ও ররর

সঠিকউত্তর: (গ)

৮৭.DNA অণুর ডাবল হেলিক্সের প্রতি প্যাঁচে প্রায় কতটি হাইড্রোজনে বন্ড থাকে?

 ক) ১০টি              খ) ২০টি               গ) ২৫টি              ঘ) ৩০টি

সঠিকউত্তর: (গ)

উদ্দীপকটি পড়ো এবং নিচের ২টি প্রশ্নরে উত্তর দাও:

সুমন একটি জীববজ্ঞিান মেনিারে গয়ি জানলো যে জীবদহেরে গাঠনকি একক কোষ যা জলেরি ন্যায় জীবন্ত বস্তু দ্বারা গঠতি এবং জীবদহে ভদে এর অংগানুমূ বভিন্নি রকমরে য়ে থাক।

৮৮.র্বর্ণিত জীবন্ত বস্তুটি কী দ্বারা গঠতি?

 ক) ৭০-৮০% জৈব পর্দাথ             খ) ৭০-৯০% পানি

 গ) ৮০-৯০% আমিষ      ঘ) ৮০-৯০% ধাতব

সঠিকউত্তর: (খ)

৮৯.বস্তুটি

র. কৃত্রমি উপায়ে সংশ্লষেণ সম্ভব নয়

রর. প্লাজমাজিল্লী ও নিক্লিয়াসে বিভক্ত

ররর. র্শকরা, আমিষ, পানি ইত্যাদি দ্বারা গঠতি

নিচের কোনটি সঠিক?

 ক) র ও রর         খ) র, ও সররর   গ) রর ও ররর     ঘ) র, রর ও ররর

সঠিকউত্তর: (খ)

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *